পাথরের পৃথিবীতে কাছে রিদয় এইসব পুরনো দিনের গান গুলো শুনলে আমার আজও অতিতের সব সৃতি গুলো মনে পরে,, অসংখ্য অসংখ্য অসংখ্য ইউটিউব কে এই গান গুলো ধরে রাখার জন্য,,
@bhanujoydash24382 жыл бұрын
সহমত ❤
@ms.marufa81802 жыл бұрын
র ক
@delowarmd49152 жыл бұрын
এই গানগুলো সত্যি ই " কালজয়ী গান" কালের পরিক্রমায় হারিয়ে যাবেনা বাংলার মাটি ও মানুষের হৃদয় থেকে বরং হারিয়ে যাবে সেই সোনালি অতীতে, কতো রুচিশীল স্রূতি মধূর ছিলো সিনেমা জগতটি, আজও হারিয়ে যায় মন সেই অতীতে, শ্রদ্ধা রইলো এমন গুনী শিল্পী কূলের প্রতি।
@skali64652 жыл бұрын
খুব ছোট বেলা থেকেই তাঁর গান শুনে আসছি এবং এখনো শুনি বাংলাদেশ বেতারে ।গান লেখা নয়, উনি গানের কথা সাজানোয় অদ্বিতীয়।শ্রদ্ধার সাথে স্মরণ করি ।নূরমহম্মদ আলি, পশ্চিমবঙ্গ ভারত থেকে ।
@mdkamrulislamkamu1884 Жыл бұрын
ধন্যবাদ ভাই। সময় পেলেই গান শুনি। কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন এড্রকিশোরের। লতা জী, সব বাংলা । তবে শুনি হিন্দি পুরনো গান।
@bhanujoydash24382 жыл бұрын
গাজী মাজহারুল আনোয়ার ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী একজন মানুষ। তাঁর লেখা গান, তাঁর পরিচালনার কোন অনুষ্ঠান বা ছবি সবই তাঁর অমর সৃষ্টি যা মানুষের মনের গভীরতা ছুঁয়ে যায়। তাঁর বিদেহী আত্মার বেহেস্ত নসিব কামনা করি।
@mirforid96242 жыл бұрын
Ppp 🎉pppppp0pp oppppppo 0pp pplpl
@shahidtaslim46242 жыл бұрын
অত্যান্ত যোগ্যতাসম্পন্ন এবং ভদ্র মানুষ ছিলেন এই কিংবদন্তি ♥️♥️♥️
@iqbalhossain17402 жыл бұрын
গাজী মাজহারুল আনোয়ার এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
@bhanujoydash24382 жыл бұрын
❤
@abuyousufabuyousuf38802 жыл бұрын
ধন্যবাদ
@akira_xsr0100Ай бұрын
এই গুলো শুনলে ছোটকালটা মনে পড়ে যায় ❤❤❤❤❤
@uzzalbanik43932 жыл бұрын
একজন কিংবদন্তি তার গানের মাধ্যমে বেচে থাকবে অনন্তকাল। তিনি হলেন গাজী মাজহারুল আনোয়ার।
@mdeadhaneashan35692 жыл бұрын
তোমার ছবি
@md.golamsarwar77552 жыл бұрын
5*
@jesminenaharmoly42282 жыл бұрын
srst
@jesminenaharmoly42282 жыл бұрын
dedsss
@jesminenaharmoly42282 жыл бұрын
ş
@brahmachariamar5398 Жыл бұрын
আমি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে শুনেছি অশেষ ধন্যবাদ আমার আসসালামুওআলাইকুম আপনাদেরকে হে, ,শুভাক্ষাঙ্খী শিল্পী ভাই বোন তোমাদের গান শুনে আমি খুব মূগ্ধ হইয়াছি ।।
@hamimgamingyt8832 жыл бұрын
গাজী মাজহারুল আনোয়ারের সব কালজয়ী গান এভাবে বেশী বেশী প্রচার করার আহবান জানাচ্ছি।
@SaddamHossain-jx7es2 жыл бұрын
এইসব গান থেকে এখনকার পরিচালক শিল্পীরা কি শিকতে পারে না আগের বাংলা ছবি আর গান ছিলো অসাধারন অনেক কিছু শিখার আছে❤❤👍👍👍👍
@Wearenewsunrise2 жыл бұрын
আমার সবচেয়ে পছন্দের একটা গান, হাজারো গানের স্মৃতিতে বেঁচে থাকুক গাজী মাজহারুল আনোয়ার।
@AminulIslam-hf6fn2 жыл бұрын
বাংলাদেশের ছায়াছবির জগতের সবচেয়ে ব্রিলিয়ান্ট সবচেয়ে সফল গীতিকারের নাম হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার।
@sharifsumon-yg5dl6 ай бұрын
হুম। তবে আরও একজন অন্যতম ছিলেন উনার কথা এড়ানোর স্পর্ধা কারোও না থাকা উচিত। তিনি হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
@hasmatalimukter69512 жыл бұрын
আমাদের একজন গাজী মাজহারুল ছিলেন সত্যি গর্বে বুকটা ভরে যায়। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি স্যার, ওপারে শান্তিতে থাকুন।
@lahinnahiantalukdar50952 жыл бұрын
এরকম পর্ব পর্ব করে গাজী মাজহারুল আনোয়ার ভাই এর লিখা গান গুলো প্রকাশ করুন আশির ও নব্বই দশকের লিখা গান গুলো।
@MdTusher-d1h9 ай бұрын
এমন গান আর সৃষ্টি হবে না, আল্লাহ গাজী মাজহারুল আনোয়ার সাহেব কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।।
@HalimMiah-uj5sc Жыл бұрын
যার অনুপ্রেরনায় মানুষের মনে সান্তি এসেছে। হে আল্লাহ পাক তুমি তাকে পরোকালে শান্তি দিও।❤
@rahmanmoti2 жыл бұрын
দ্য গ্রেটেস্ট গাজী মাজহারুল আনোয়ার...♥ সব গান কালজয়ী।
@nabirmedia82852 жыл бұрын
অসাধারণ উনার লেখা গান গুলো উনার মতো মেধাবী গীতিকার বাংলাদেশে আর কখনো হবে না।
@mizankhan618010 ай бұрын
হারিয়ে যাওয়া দিনগুলো যদি আবার ফিরে পেতাম।গাজি মাজহারুল আনোয়ার বেঁচে থাকবে জনমের পর জনম।
@MafizUddin-dj1yq9 сағат бұрын
আমাদের একজন গাজী মাজহারুল ছিলেন সত্যি গর্বে বুকটা ভরে যায়। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি , ওপারে শান্তিতে থাকুন।
@shahinalam70352 жыл бұрын
৯০ সালের পর রেডি ও টিভিতে দেখেছি,সেই দিন গুলি খুব মিস করি॥
@solaimanhossain90882 жыл бұрын
অসাধারণ অতি চমৎকার গান যাহা শুনিলে হৃদয় ছুয়ে যায়।বতমানে এমন পরিচালক পাওয়া যায় না। এখনকার পরিচালকরা অতিথিতের পরিচালকদের কাছে শিক্ষা নেওয়া উচিত।
@mdshahjalalbhuiyan30410 ай бұрын
প্রিয় গানগুলো শুনতেছি। একটা কমেন্ট করে গেলাম। হঠাৎ কেউ লাইক কমেন্ট করলে নোটিফিকেশন পাব, তখন আমি আবার ফিরে আসব ও শুনবো
@shahin-lm7wy Жыл бұрын
গীতিকার হিসেবে তিনি স্বাধীনতার পূর্ব হতে অন্যতম । অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন ।
হাজারো গানের সৃতিতে বেঁচে থাকুক গাজী মাজহারুল আনোয়ার। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত বাসী করুন।আমিন
@iAm1Shawon2 жыл бұрын
প্রত্যেকটা গানই অসাধারণ... ❤️
@Kartik-dm9fl Жыл бұрын
6:11 সত্যিই অসাধারণ ।তার তুলনা শুধু তিনিই।
@khantulu32452 жыл бұрын
ওনার লেখা দেশাত্মবোধক গানগুলো যেকোনো মানুষকে দেশপ্রেমে উদবুদ্দ করে।
@lifeisbeautiful57332 жыл бұрын
পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না 💜💔
@tanbirulislam046 Жыл бұрын
শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আমার দেখা সব সময়ের পছন্দনীয় গীতিকার ❤️
@MominMia-h1f22 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢unsurpassed
@সোনালীঅতীতসুর9 ай бұрын
আর কোন দিন জন্ম হবে না এমন গুনী লেখকের। ধন্যবাদ আপনাকে গাজী মাজহারুল আনোয়ার সাহেব। ভালো থাকবেন ওপরে।
@fluterana97372 жыл бұрын
গাজী মাজহারুল আনোয়ার সাহেব ছিলেন আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের সম্পদ
@SUKDEV2889 ай бұрын
❤❤❤যেমন করে কিছু স্মৃতি কখনোই ভুলে থাকা যায় না।তেমনি এই গান গুলো কখনোই ভুলার না❤❤❤
@smmamun0m2162 жыл бұрын
সব কালজয়ী গান গাজী মাজারুল আনোয়ার সাহেবের 🥰🥰
@shammyaktershuchi60382 жыл бұрын
বাংলা সিনেমার ওই সময়টা বেষ্ট ছিলো। ওই সময় অনুয়ায়ী তখনকার বাংলা সিনেমা অনেক বেশি আধুনিক ছিলো । তখনকার এসব গান সবার মুখে - মুখে থাকতো। বাঙ্গালিদের তখন সিনেমা ছিলো বিনোদিনের একটি প্রধান উৎস । সময়ের বিবর্তনে, কালের পরিক্রমায় সব হারিয়ে গেছে। এখনও আমার বাবা,,, দাদির,,,মুখে এসব গান লেগে আছে । বাংলা সিনেমা যদি সময়ের সাথে আধুনিক হতো,,, আর ভালো গল্পের সিনেমা নির্মিত হতো তাহলে চলচিত্রের আজ এই রকম বেহাল দশা হতো হতো না ।
@bhanujoydash24382 жыл бұрын
সহমত
@SharminAkter-uz8ty Жыл бұрын
Zanina
@fishingbd420210 ай бұрын
আমাদের দাউদকান্দি উপজেলার গর্ব গাজী মাজারুল আনোয়ার
@Entertainingshorts8020 күн бұрын
২০০৫ এর পরের প্রজন্ম হয়েও গানগুলো শুনতে মন ছুঁয়ে যায়।কি মনোমুগ্ধকর গানগুলো...
@HalimMiah-uj5sc Жыл бұрын
আল্লাহ ছাড়া মালিক নাই তিনিই সরবো৷ সক্তিমান।হে মালিক তুমি আমাদের খমা করে দিও❤❤❤
@samarsinha47467 ай бұрын
অসাধারণ গান। যত শুনি, শোনার ইচ্ছে আরও বেড়ে যায়।❤ হলদিয়া, প.ব. ভারত থেকে সমর সিনহা।
@pankajkumarroy3922 жыл бұрын
*গাজী মাজহারুল আনোয়ার এর বাংলা সংগীত জগতের শতাব্দীর সেরা গানের সংকলন ও সংগীত পরিচালনা। গানের কথা সুর ঝ্ংকার । সংগীত প্রিয় মানুষের জন্য সেরা সম্ভার । একবার শুনে মন ভরে না।বার বার শুনতে ইচ্ছে করে। ওনার জ্ঞান অভিজ্ঞতা বিচক্ষণতার অসাধারণ। সর্বোপরি শ্রোতাদের মনের চাহিদা শ্রুতিমধুরতার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। কিংবদন্তি সঙ্গীতজ্ঞের কালজয়ী গানের সংকলন চিরভাস্বর।*
@প্রতিবাদীকণ্ঠ-ধ৮থ2 жыл бұрын
এরকম গীতিকবি আমাদের দেশে আর জন্মাবে না,
@helaluddinbhuiyan10032 жыл бұрын
বাংলাদেশের সেরা গীতী কবি গাজী মাজহারুল আনোয়ার। উনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
@aliafzalkhan114510 ай бұрын
কিংবদন্তি গীতিকারের স্মৃতির প্রতি অনিঃশেষ শ্রদ্ধা।
@saeedahmed38549 ай бұрын
কালজয়ী গান শুনতে খুব ভালো লাগে।
@MatribhashaTelevision11 ай бұрын
এ গানগুলো আমাদের সম্পদ।
@skshakil77992 жыл бұрын
আহ্ এই গানগুলো শুনলে চোখের সামনে ছোটবেলার সকল স্মৃতিগুলো ভেসে উঠে তখন না চাইলেও চোখের কোনে পানি জমাট বাধে😭আহ্ আবার যদি সেই ছোটবেলা ফিরে পেতাম তাহলে আর কখনো বড় হওয়ার স্বপ্ন দেখতাম না।
@priosathi73752 жыл бұрын
ভাই কিছু মনে করবেন না আপনি কোন জাতির আমি জানি না তবুও বলছি আপনার এই কথা মৃত্যুর পরেও এই একই ভাবে স্মরণ হবে এবং আপনি আবার এই পৃথিবীতে ফিরে আসতে চাইবেন আমল করার জন্য কিন্তু পারবেন না
@JahidChowdhury-pv2qr2 ай бұрын
❤কেমন জানি বুকে চাপা কস্ট থেকে বড় নিঃশ্বাস বের হয়ে আসলো, এই পুরোনো দিনগুলো, চোখে পানি বের হয়ে আসলো,অনেক পুরনো কথা মনে পড়লো,আগের সময় টা ভালো ছিলো
@bimolsaha74032 ай бұрын
প্রয়াত কিংবদন্তি গীতিকারের চমৎকার এ ভিডিও র গান দিয়ে শুরু হউক আজকের এ দিনের, আজ অনেকেই আমাদের মাঝে নেই তবুও তাদের স্মৃতি গুলো অমর হয়ে থাকবে শ্রোতা হৃদয়ে।।।।।
@SohelRana-td9hq2 жыл бұрын
এই সব গানের কথা বলে শেষ হবে না তবে জখনি সুনি তখনই নতুন মনে হয়। 🇧🇩 ২৬।১০।২০২২
@suzonislam-zx2ub4 ай бұрын
শ্রদ্ধা রইলো এমন গুনী শিল্পী কূলের প্রতি
@abdullahalmamun18262 жыл бұрын
সঙ্গীত জগতের কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। শ্রদ্ধা
@shohagnazma133511 ай бұрын
আমি ও কমেন্ট টা রেখে গেলাম এই গান গুলি সবার মাজে ছিতি হয়ে থাকবে ❤❤❤
@UdrajiChannel2 жыл бұрын
প্রতিভা একেই বলে, তনে তিনি অত্যান্ত ভদ্রলো ছিলেন। তার জন্য দোয়া থাক্লো।
@Voice0fRaj2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ অনুপম প্রোডাকশনকে
@visionbanglanews24219 ай бұрын
বাংলার গানের জগৎ দাড়িয়ে আছে এই সব কালজয়ী গানের উপর,,,,,,,
@grameen3603 ай бұрын
95-2000 সালে রেডিও তে এই গানগুলো শুনতাম! তখন রেডিওতে অনুরোধের আসর গানেরঢালী অনুষ্ঠান হতো, রাতে হতো সৈনিক ভাইদের জন্য দুর্বার সেখানে ও শুনতাম
@cuteanimal20002 жыл бұрын
সত্যিই তার প্রেমে পড়ে গেলাম। ভালো থাকুক তিনি
@mahabubalam-s9v5 ай бұрын
৯০ দশক যারা উপভোগ করতে পেরেছেন সত্যি তারা ভাগ্যবান।
@HelloBangladeshAlone2 жыл бұрын
যারা নাটক-সিনেমা-খবর ও গান দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😡
@emdadulhaque9826 Жыл бұрын
greatful to for mental peacce
@shahriarrazz1485 Жыл бұрын
Oder 1000 jutar bari deoa holo😊
@jeon_akayed.97 Жыл бұрын
Accha apni youtube ki koren uncle?🤣🤣🤣🤣apnar to masjide thakar kotha tai na?😁🤣🤣🤣🤣🤣😁😁😁🤣
@puspamandal21927 ай бұрын
নুর মহম্মদ আলি শ্রদ্ধা জানাই পশ্চিমবঙ্গ ভারত থেকে
@mostafizurrahman9239 Жыл бұрын
গানের কথা, শুর,সত্যি অসাধারণ, , আগামী প্রজন্মের জন্য কমেন্টটা রেখে গেলাম। রুচিশীল মানুষদের গানটি ভাল লাগবে ❤
@sttune Жыл бұрын
এই মন তোমাকে দিলাম গানটার সুর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠ শুনলে মনটা কেমন যেন কেঁদে ওঠে।
@loveparents17766 ай бұрын
অসাধারণ গান, তুলনা নেই। গানের কথা,সুর, মিউজিক, চিএায়ন, অভিনয় অতুলনীয়।
@MominMia-h1f3 ай бұрын
Unparalleled brilliant singer nice voice famous in Bangladesh ❤❤❤❤😢😢
@mdnazrul2043 Жыл бұрын
মনে সব কিছু ধরে রাখলে,, সব হয় আনন্দ ময়, এর কোনো তুলোনা হয় না গভিরতোমো
@jibondebnath55172 жыл бұрын
আমি এ ধরনের গানগুলি এই বেশি শুনি।সব গান গুলো এই ভালো, একটার পর একটা। সব চেয়ে বেশি ভালো লেগেছে, আমি কার জন্য পথ চেয়ে রব আমার কি দায় পরেছে।এই গানটা খুব মজার অভিনয়টা ও দারুন ছিলো, আর থাকবেইনা কেন তারা তো অনেক অভিজ্ঞ মানুষ ভালো থাকুক সবাই
@zinokmala2 жыл бұрын
বাহ্ চমৎকার সকল গান
@MotuyaBhai-jh5ge6 ай бұрын
শুধু কি গানগুলো চমৎকার তুমিও আমার কাছে অনেক চমৎকার । কোথায় গো সুন্দরী তোমার বাড়ি ।
@harunshameem71962 жыл бұрын
এই গানের কোন তুলনা হয়না, এক কথায় অসাধারণ... 💥💥💥💚💚💚💥💥💥
@mdismailhossain3553 Жыл бұрын
কালজয়ী গান হয়তো আমরাই শেষ প্রজন্ম যারা চলচ্চিত্র সংস্কৃতির সোনালী যুগ দেখে বড় হয়েছি আগামী প্রজন্ম এর সুখ অনুভূতি অনুধাবন করতে পারবেনা আমার প্রিয় মাতৃভাষা ও মাতৃভূমি চিরজীবী হোক হয়তো একদিন আমিও মাটিতে মিশে যাবো কিন্তু শতবর্ষ পরে কেউ আমার কমেন্ট টা দেখবে
@user-ws3tu2zc5b Жыл бұрын
পাথরের পৃথিবীতে কাঁচের এই হৃদয় যেকোন মূহুর্তে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।কে রাখে সেই হৃদয়ের খবর।
@NazmaSultana-lu9rr6 ай бұрын
ছোট বেলাতে যখন রেডিওতে শুনছি তখনই এগানের প্রেমে পড়েছি। ❤❤❤❤❤❤
@mdakteruzzaman40643 ай бұрын
জানিনা,, কখন তোমাদের ছেড়ে চলে যাব আমি, প্রিয় আমার,কখনো ভুলনা আমায়। এ জীবনে শুধু তোমাকে চাই।
@mdguljarhossainstudent9536 Жыл бұрын
যতদিন এই পৃথিবী আছে তত দিন গাজী মাজহারুল আনোয়ার মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
@NHstorm2 жыл бұрын
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় গানটি খুব ভালো লাগে
@kashemstudiomoviesong37202 жыл бұрын
বেস্ট ডিজিটাল সাউন্ড
@mdshomrat877411 ай бұрын
মাজাহারুল স্যার মত একজন গুনি সৃষ্টিশিল মানুষ আমার আর পাবো না স্যারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার প্রিয় একজন মানুষ ❤❤❤❤
@amdadulhosainrahat26914 ай бұрын
সত্যিই অতুলনীয় ছিলো গানগুলো হৃদয়ে দোলা দিয়ে যায়
@srikantasil81504 ай бұрын
ছোট বেলা এই সব গুলো ছবি দেখেছি কি না দিন ছিল সত্যিই ভাবলে অবাক লাগে তখন বাঙলা দেশে একটা শান্তিপূর্ণ দেশ ছিল এখন আর সেই সান্তি। নেই
@MinarBoksh4 ай бұрын
আহ... সোনালী দিনে হারিয়ে যেতে ইচ্ছে করে
@ProshantoSana Жыл бұрын
হৃদয়ের সব টুকু ভালবাসা উজাড় করে দিলাম আমার পিরিও শিল্পী ও পরিচালক গাজী মাজহারুল ইসলম স্যারকে।
@Ahmed_Nehal11 ай бұрын
প্রেমের মানে যিনি বুঝিয়েছেন আজ তিনি বেঁচে নেই 😢 । খুবই কষ্ট হয় মাঝে মাঝে গানগুলি শুনলে। ছোট বেলায় গানগুলি শুনতাম কিন্তু অর্থ বুঝতাম না । আজ অর্থ বুঝতে পেরে তার প্রতিটি গানের প্রেমে পড়ে গেছি
@MdNazrulnigm10 ай бұрын
অসাধারণ কালজয়ী গান যা চিরকাল ওমর হয়ে থাকবে লেখক গুনি মানুষ হলো গাজী মাজহারুল আনোয়ার আল্লাহ তায়ালা তাকে বেহেস্ত নসীব করুন আমীন
@app4ad94411 ай бұрын
তখনকার মানুষের রুচি আর এখনকার মানুষের রুচি অনেক তফাৎ।
@ziaulhoque30542 жыл бұрын
আমি আমাকে অনেক ভাগ্যবান মনে করি।কারন আমি নব্বই দশক উপভোগ করতে পেরেছি।বিশেষ করে রেডিওতে অনুরোধের আসর।প্রতি সপ্তাহেই চিঠি লিখতাম শুধু রেডিওতে নিজের নামটা শোনার জন্য। আবার জদি নব্বই দশক ফিরে আসতো।
@SaifullahZaman9 ай бұрын
তিনি একজন বাংলাদেশে অবিনশ্বর ❤❤
@khaledhussain51212 жыл бұрын
Ei din ar asbe na 80 90 great life those time golden era Missing those days Heart touching song Nov ny life 2022
@mdmilton24582 жыл бұрын
কমেন্ট টা রেখে গেলাম আজ থেকে ১০ বছর পরে দেখবো
@aloahdhar9663 Жыл бұрын
দশ বছর? এক্ সেকেন্ড এর ভরসা নাই,,,,
@MarieManush Жыл бұрын
If you are still alive after ten years then probably you will be able to see back your comment. How can you say that you will see your comment again after ten years?
@jJASIMUDDIN129911 ай бұрын
এক বছর হয়েছে
@jJASIMUDDIN129911 ай бұрын
@aloahdhar96হু 63
@kamruzzamanvuyan511511 ай бұрын
❤
@sumandebnath5744 Жыл бұрын
Aaj ami india te kintu bhulte pari na puranodiner oi kaljoyee gaan jkn 🇧🇩 e radio te chto belae shuntam chhayachando 10 tae hoto
@Hasan_Mahmud_022 жыл бұрын
আগের যুগের গীতিকার,সুরকাররা কত গুনি ছিলেন ভেবে চিন্তে গান লিকে সুর দিয়েছে যা হজার বছর বুলার মতোন গান না। তবে এখন সেই সব গীতিকার সুরকারার মতো কেনো এখন ডিজিটাল যুগে এরকম গান লিকছেন না। আমি এই বাংলাদেশের গীতিকার সুরকারকে অনুরুধ করে বলছি আপনারা গানের মতো গান একটি দিন আমরা ছাইনা ১০টি গান। আমরা ছাই একটি গান যা ১০০বছরেউ বুলার মতোননা।
@mahabubalam3396 Жыл бұрын
চমৎকার
@safaeducarehome6 ай бұрын
পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না
@valobasitomay.357111 ай бұрын
আমার এতো সুন্দর কমেন্ট কোথায় গেলো...........😳😳😳😳😳
@mdnahid55622 жыл бұрын
গাজী মাজহারুল আনোয়ারের বেশীরভাগ গানই সাবিনা ইয়াসমিন এর গাওয়া ।
@julhasuddin5123 Жыл бұрын
Tar lekha 20 hazar gamer moddhe Sabina yasmin 8 hazar gan + akai geyechen! Wow!
@mominulislam7970 Жыл бұрын
আগের গানের মধ্যে আর এখনকার গানে মধ্যে কত না ,,,।।।।।।।।।?????
@SROY-vm3vu2 жыл бұрын
Aap jaisa legend lyricist koi nahi tha, nahi hoga. 🌺💐🌷🌹🥀🌻🌸🌺💐🌷 Aapko pronam Mazharul Ji.
@shafiqulislam86542 жыл бұрын
@oshadharon chiro din omor hoe thackbe Afchoch sedin are ashbena
@mohsinreza76953 ай бұрын
অসাধারণ ছিল সেই সোনালি যুগটা
@tufayelahmed35082 жыл бұрын
গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একটা ইনস্টিটিউট একটা বিশ্ববিদ্যালয়।