Рет қаралды 8,122
Like SoundArt FB Page :
/ soundart18
কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি
কবি : মাহাবুব উল আলম চৌধুরী
আবৃত্তি : জায়েদ আজিজ
ব্যবস্থাপনা ও পরিচালনায় : ইবরাহীম কোব্বাদী
রেকর্ড লেবেল : সাউন্ড আর্ট স্টুডিও
রেকর্ডিস্ট : জয়নুল আবেদীন
ভিডিও : কে ডট মাল্টিমিডিয়া
গ্রাফিক্স : আবিষ্কার
#Abritti #Kobita #আবৃত্তি
........................................
রমনার মাঠের সেই মাটিতে
কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো
চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে
আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত ...
রামেশ্বর, আব্দুস সালামের কচি বুকের রক্ত
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত
আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর
আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে এক একটি হীরের টুকরোর মতো
ওদের কারো নাম তোমারই মতো ‘ওসমান’
কারো বাবা পূর্ব বাংলার
নিভৃত কোন গাঁয়ে মাটির বুক থেকে সোনা ফলায়
তোমার আমারই মতো, হয়তো আজকে যারা বেঁচে থাকতে পারতো
আমারই মতো তাদের কারো একজনের
হয়তো বিয়ের দিন পর্যন্ত ধার্য হয়েছিল
তোমারই মতো তাদের কেউ একজন হয়ত
মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায়
টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল...
এখানে, এখানে যারা প্রাণ দিয়েছে
রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়
যেখানে আগুনের ফুলকির মতো
এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ
সেখানে আমি কাঁদতে আসিনি।
আজ আমি শোকে বিহ্বল নই
আজ আমি ক্রোধে উন্মত্ত নই
আজ আমি প্রতিজ্ঞায় অবিচল।
যে শিশু আর কোনোদিন তার
পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার
সুযোগ পাবে না
যে গৃহবধূ আর কোনোদিন তার
স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ
ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না
যে জননী খোকা এসেছে ব'লে
উদ্দাম আনন্দে সন্তানকে আর
বুকে জড়িয়ে ধরতে পারবে না
যে তরুণ মাটির কোলে লুটিয়ে
পড়ার আগে বার বার
প্রিয়তমার একটি ছবি চোখে আনতে
চেষ্টা ক'রেছিল
সেই অসংখ্য ভাইবোনদের নামে
আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত
যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত
সেই ভাষা ও স্বদেশের নামে
এখানে, এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে
আমি তাদের ফাঁসির দাবী নিয়ে এসেছি
যারা আমার অসংখ্য ভাইবোনদের
নির্বিচারে হত্যা করেছে।
[অংশবিশেষ]
Don't forget to subscribe to our channel...
◈ যদি আমাদের পরিবেশনাগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন।
◈ আপনারা কেমন ধরণের পরিবেশনা আমাদের কাছ থেকে আশা করছেন সেটি ভিডিওর কমেন্টে জানাতে পারেন।
◈ আপনারা যদি আপনাদের কোনো পরিবেশনা SoundArt তথা আমাদের চ্যানেলে প্রকাশ করতে চান তাহলে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন---
মোবাইল: +88 01907110800
অথবা ইমেইল করুন- soundart18@gmail.com