আপনার উপস্থাপনা খুব সুন্দর। টিপস গুলি খুব সুন্দর।ধন্যবাদ।
@sadherchhadbagan3 жыл бұрын
Welcome পাশে থাকবেন।
@swapanbose19703 жыл бұрын
রাজু ভাই খুব ভালো লাগলো ভিডিও টি।অনেক কিছু শিখতে পারলাম ।
@sadherchhadbagan3 жыл бұрын
ধন্যবাদ স্বপন দা। শুভ বিজয়া।
@kaliprasanna63213 жыл бұрын
কামরাঙ্গা ফল গাছের A to Z ভিডিও পাবার জন্য বার বার বলেছিলাম আমিও। তুমি আমার মন জুড়িয়ে দিলে। অসাধারণ হয়েছে ভিডিওটি, ফুল ঝরে যাওয়া ও প্রচুর ফল পাওয়া নিয়ে এত details এ কেউ বলেনি । ভীষণ ভীষণ ভীষণ ই উপকৃত হলাম। এবার একটা কুল গাছের ফুল ঝরে না যাবার ভিডিও করো প্লিজ। বিজয়ার আশীর্বাদ ও ভালোবাসা নিও। ভালো থেকো সুস্থ থেকো।
খুব ভালো লাগলো আপনার কামরাঙা নিয়ে এতো সুন্দর করে বুঝানোর জন্য ভিডিও ...। কামরাঙ্গা গাছ নিয়ে আগে এমন ভিডিও আর দেখিনি - অনেক ধন্যবাদ আপনাকে !
@sadherchhadbagan3 жыл бұрын
আপনার মেসেজ পেয়ে খুবই ভালো লাগলো। অনুপ্রেরণা পেলাম খুবই। ভালো থাকুন এবং এভাবেই পাশে থাকুন। আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা নিরন্তর।
@greenlover96513 жыл бұрын
অনবদ্য বিডিও। বিজয়ার সেরা উপহার পেলাম। এত সুন্দর ধরে ধরে কেউ বোঝায় না। আর এই জন্যই *সাধের ছাদ বাগান* সবার চাইতে আলাদা। সবার চাইতে সেরা। কামরাঙ্গা গাছের উপর আমার দেখা শ্রেষ্ঠ ভিডিও। শেয়ার করলাম সবার সাথে।
Khub bhalo laglo vdo ta.Khub. upokar holo.1)Booster 2 ba planofix ful asar jonno ba ful asar somoy kobar spray korte hobe? 2)Gach ful ale M 45 er bodol e radiomill gold use kora jabe?Ota nai.Achara saaf , blue copper roeche.Pls aktu janaban.Khub doubt e achi
@sadherchhadbagan2 жыл бұрын
ধন্যবাদ উমা দি। 1) বুস্টার 2 বা প্লানোফিক্স এক ফোঁটা 1লিটার জলে গুলে 1বার ই স্প্রে করা যাবে, flowering পিরিয়ড এ। 2) M 45 হলো contact fungicide এর মধ্যে Mancozeb রয়েছে। আপনি Radomil gold দিতে পারবেন না কারণ ওটা Systamatic fungicide । তাই plz শুধুমাত্র Mancozeb আছে এমন fungicide দেবেন।
@ashnimandal96463 жыл бұрын
বিজয়ার শুভেচ্ছা রইলো ভালো থাকবেন দাদা.
@ashokghosh88093 жыл бұрын
রাজু ভাই শুভ বিজয়ার শুভেচ্ছা কামরাঙ্গা পরিচর্যা সম্বন্ধে খুব সুন্দর টিপস দিয়েছেন এবং আপনার পাশে আছি সবসময়
@ananonymous98733 жыл бұрын
Waited for a video on starfruit. Thank you very much.
Amr gache small size ei fruit drop hoya jache ....plz solve tips reply
@samiranmaiti86603 жыл бұрын
Khub valoo lagloo
@dolamandal56402 жыл бұрын
Amer ghacher ful O fall dhorechey kintu kalo sursuri poka choto kalo poka te ghacta vore gechey please aktu Jodi bolen upokar pabo
@sadherchhadbagan2 жыл бұрын
ছবি পাঠিয়ে দিন WA Plz 9874066457
@Mottalib68 Жыл бұрын
১/২ফুটের কামরাঙা গাছ সরাসরি মাটিতে বাড়ির আঙ্গিনায় লাগালে হবে কি??
@sadherchhadbagan Жыл бұрын
একদম হবে। খুব ছোট গাছ হলে আগে টবে লাগিয়ে একটু বড় করে, তারপর জমিতে লাগিয়ে দিন। খুব তাড়াতাড়ি গাছ বেড়ে উঠবে।
@purnimadas98462 жыл бұрын
Miraculen spray kora jabe.
@sadherchhadbagan2 жыл бұрын
হ্যাঁ যাবে। মাসে 1 বার।
@dipakdutta8302 жыл бұрын
রাসায়নিক লাল পটাশ দেওয়া যাবে ভাই ? ফলের বোঁটা শুকিয়ে করে যাচ্ছে।
@sadherchhadbagan2 жыл бұрын
একটু boron স্প্রে করুন। ২ গ্রাম 1লিটার জলে গুলে স্প্রে।
@user-xc7jp6lt7e2 жыл бұрын
Amar thai kamranga gacher fol apnar kotha moto chash kore o bhari kosha khete hoy. Ki kori
@Snehasis6663 жыл бұрын
শুভ বিজয়া দাদা, অনেক অনেক ধন্যবাদ।
@r.k.adventure1751 Жыл бұрын
February mass a ki sob rokom fol r sobji gach lagano jabe chad bagan a ?
@sadherchhadbagan Жыл бұрын
মরশুমি ফুল ফল সবজি বাদ দিয়ে সব রকমের গাছ লাগানো যাবে।
@r.k.adventure1751 Жыл бұрын
@@sadherchhadbagan thanks
@krishnadhar8892 Жыл бұрын
নমস্কার দাদা ।আমার একটা কামরাঙা গাছ আছে , গাছটির বয়স ছয় মাস । গাছটিতে দশটা কামরাঙা হয়েছে ।গাছটিতে এখন নতুন করে আবারও ফুল আসছে । আমার গাছ টি বেলা বারোটা পর্যন্ত রোদ পায়।এমতাবস্থায় গাছটির কতখানি রোদ দরকার বুঝতে পারছি না ।আমাকে একটু হেল্প করুন ।
@sadherchhadbagan Жыл бұрын
ঠিক আছে। গরমে বেলা 12 টা পর্যন্ত রোদ sufficient শীতে একটু অসুবিধা। তবুও বলছি, অসুবিধা হবে না। আপনার কামরাঙ্গা গাছ ভালই হবে। ভিডিওটি দেখে A to Z পরিচর্যা করুন।
@srabaniroy81972 жыл бұрын
গোলাপ জাম গাছের ফুল আনতে কি করবো।কোন সময়
@sadherchhadbagan2 жыл бұрын
ফেব্রয়ারিতে ফুল আসে। পটাশ সমৃদ্ধ খাবার আর মাইক্রোনিউট্রেন্ট দিতে হবে। ফেব্রয়ারি মাসের প্রথম দিকে।
@RANJANDAS-tt5uk3 жыл бұрын
রাজু ভাই প্রথমে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। আমি কামরাঙা ছড়া গ্রো বেগে কিনে রেখেছি এবং ফলও দিচ্ছে। আপনার এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম। আমার প্রশ্ন এখন মানে অক্টোবর মাসে পটিং করতে পারি। আমার প্রশ্নের অপেক্ষায় থাকলাম। আর একটি কমলালেবুর চারাও কিনে রেখেছি পটিং করেনি তার সম্পর্কে কিছু বলবেন। ধন্যবাদ ❤️❤️❤️❤️
@mbasu37743 жыл бұрын
আমার গাছটা ছোট টবে আছে।এই সময় বড় টবে রিপটিং করলে কোনো ক্ষতি হবে?একটু জানালে ভালো হয়।
@sadherchhadbagan3 жыл бұрын
Step by step 1 বছর পর পর বড় টবে দিতে হবে। যদি 8 ইঞ্চি তে থাকে তবে 10 ইঞ্চি তে দিন। 10 ইঞ্চি থাকলে 12 ইঞ্চি তে দিন।
@sitalchandramaity94493 жыл бұрын
Amar khub upokar holo. Amar kamranga gach tar pata holud hoya gachilo. Apni agar ekti video te bolechilen combical babohar korte. Eta ki babohar korbo ki. Agromin gold spray korachi.
@debanjanmukherjee56803 жыл бұрын
আজকের ভিডিওটা খুবই কাম কামরাঙ্গা গাছের সম্পর্কে জ্ঞান ভান্ডার বৃদ্ধির ভিডিও আজকের ভিডিওটা খুবই ভাল হয়েছে আরেকটা কথা দাদা তোমাকে জিজ্ঞেস করছি এ মাসে ফেসবুক লাইফ কবে করবে
@sadherchhadbagan3 жыл бұрын
ধন্যবাদ দেবাঞ্জন দা। আসলে পুজোতে সবাই আনন্দে মেতে উঠেছিলাম। তাই প্রতিযোগিতা ও ফেসবুক Live পোগ্রাম সব বন্ধ ছিল। শীঘ্রই চালু হবে। অবশ্যই জানিয়ে দেব।
@santoshsamui6450 Жыл бұрын
Dada amar thai kramga gach groth hochhe na 3yers hoye gache matite lagiche
@user-xc7jp6lt7e2 жыл бұрын
Dada amar thai kamranga gulo kosa hiy misti hoy na, ki kori
নমস্কার। রক্ত সার হলো একধরনের জৈব সার। মাংসের দোকান থেকে গবাদি পশুর রক্ত সংগ্রহ করে সেটা পচিয়ে এই সার তৈরি করা হয়। এর আরেক নাম স্টেরা মিল। যেকোন ফার্টিলাইজার এর দোকানে খোঁজ করুন। অবশ্যই পাবেন।
@sureshchandraghosh36012 ай бұрын
দেখুন আমার কামরাঙা গাছে প্রচুর ফল হছে কিন্তু একটু বড় হয়ে ফল ঝরে যাচ্ছে উপদেশ দিন।
মাটিতে জল কম দিন। ডাই ব্যাক হচ্ছে কিনা দেখুন। যদি হয় তাহলে ছেঁটে দিন। তারপর TATA Master fungicide 2.5 গ্রাম 1লিটার জলে গুলে সপ্তাহে একবার করে স্প্রে করুন।
গবাদি পশু যেখানে কাটা হয়, সেই স্থান থেকে বা মাংসের দোকান থেকে রক্ত নিয়ে এসে, সেটাকে মাটির পাত্রে রেখে পচিয়ে, তারপর সেটা ড্রাই করে এই সার প্রস্তুত করা হয়।
@SkKamrulIslam2 жыл бұрын
আমার কামরাঙা গেছে ফুল ফল দুটোই হয় কিন্তু ফলের ভিতরে সাদা পোকা হয় , মাঝের দিকে বিচির আসে পাশে। সবুজ কামরাঙা তে হয়না। কিন্তু হালকা হলুদ হলেই পোকা হয়ে যায়। কি করলে আর পোকা হবেনা?
@sadherchhadbagan2 жыл бұрын
এগুলো ফল ছিদ্রকারী পোকা। আপনি কীটনাশক ব্যবহার করবেন না, কারণ এই ফল আমরা খাই। ফেরোমন ট্র্যাপ নামে একরকমের পোকা মারার ফাঁদ পাওয়া যায়। সেটা ঝুলিয়ে দিলেই এই পোকা গুলো তার মধ্যেই ঢুকেই মারা যাবে।
@ISHAN31733 жыл бұрын
A medicine gulo kothi pabo
@sadherchhadbagan3 жыл бұрын
kzbin.info/www/bejne/pYu1k52cidinha8 এটা দেখে অর্ডার করুন
@kohinurkhatun17412 жыл бұрын
amr kamrnga gace onek ful ace fol o ace kintu gace khub pipre kalo boro pipre ki korbo? ektu janaben dada plz
@sadherchhadbagan2 жыл бұрын
মিলিবাগ হয়নি তো গাছে? ভালো করে লক্ষ্য করুন, সাদা সাদা পোকা কোনও ডালে লেগে আছে কিনা দেখে Plz জানান।
@sukalyanroy25973 жыл бұрын
bhai amar kamranga ful r guti dhorar poreo khub jhore jacche , mirco nutrients , pgr , joibo sar sob e dicchi tao hocche kano bujte parchi na, ki korte hobe? ful ashar pore ki 0.0.50 dewa jabe? kul gacheo onek ful asechilo jhore jacche?
@sadherchhadbagan3 жыл бұрын
সুকল্যান দা ভিডিওটি Skip না করে, ভালো করে দেখুন। আমি বলেছি ঠিক কোন কোন কারণে কামরাঙ্গা ফুল ঝরে যায়। প্লিজ step গুলো ফলো করুন। কুল গাছের ভিডিও আসছে। সেটা ফলো করলে কোনো কুল ঝরবে না।
@jebunnesajoba83356 ай бұрын
দাদা আমার কামরাঙা গাছে ফুল আসে কুড়িও আসে কিন্তু ফল টিকে না
@sadherchhadbagan6 ай бұрын
এই ভিডিওটি দেখুন। সমাধান পাবেন।
@rinasingh62893 жыл бұрын
আমার কামরাঙা গাছের ফুল ফল কাঠবিড়ালিতে খেয়ে ফেলছে।টবের ছোট গাছ।কী করব?
@sadherchhadbagan3 жыл бұрын
অসুবিধা নেই। একটা কাপড় ভিনিগার এ ভিজিয়ে টবের পাশে রেখে দিন। অথবা টবের পাশে একটা খোলা পাত্রে ভিনিগার রেখে দিন। গন্ধে কাঠবিড়ালি সহ ইঁদুর, বানর অনান্য প্রানিরা পালিয়ে যাবে।
@shahinakther59553 жыл бұрын
আমার সালাম নিবেন। আমার কামরাঙ্গা গাছ প্রুনিং করেছিলাম এক মাস আগে এখন কামরাঙ্গা গাছ রিপোর্ট করা দরকার কখন করব জানালে উপকৃত হবো। বাংলাদেশ থেকে
@গাছপাগল-ল২য Жыл бұрын
kokopit nathakle ki korb0
@sadherchhadbagan Жыл бұрын
কাঠের গুঁড়ি দিতে পারেন।
@গাছপাগল-ল২য Жыл бұрын
@@sadherchhadbagan na dile hobe na?
@chitrasdreamkitchen16293 жыл бұрын
কাচা কামরাঙা কতোগুলো না ছাড়া ভালো ছিলো রাজুভাই
@nadirabashar79195 ай бұрын
দাদা রক্ত সার কি
@sadherchhadbagan5 ай бұрын
গবাদি পশুর মাংস কাটার সময় রক্ত সংগ্রহ করে, সেটা শুকিয়ে রক্ত সার তৈরী করা হয়। স্টেরা মিল হিসেবেও বাজারে কিনতে পাওয়া যায়।
@sahaniparvin90022 жыл бұрын
Dada koto inchi tob minimum use korbo dada?
@sadherchhadbagan2 жыл бұрын
ভিডিওতে বলা আছে। প্লিজ দেখে নিন।
@prabirsikder52463 жыл бұрын
থাই ভ্যারাইটি বুজব কি করে?
@sadherchhadbagan3 жыл бұрын
থাই ভ্যারাইটির ফল খুবই মিষ্টি। পাতা কম থাকে।
@suthirthasarkar3078 Жыл бұрын
এখন গাছের পাতা ঝরে যাচ্ছে
@sadherchhadbagan Жыл бұрын
খুবই স্বাভাবিক
@shabamgaming25833 жыл бұрын
দাদাভাই আমি বলেছি লাম আমারা গাছের ভিডিও পোস্ট করতে কবে ভিডিও পাব।
@sadherchhadbagan3 жыл бұрын
একটু অপেক্ষা করুন। আমরা গাছও লিস্ট এ আছে। অবশ্যই ভিডিও উপহার দেবার চেষ্টা করবো।