Experience the joy of trading on Binomo and earn up to 5000 INR per day: binomo.click/romanchopedia 👉Transparent trading, fast deposits and withdrawals, unlimited demo account and more! With care from Binomo: your capital may be at risk 🙌
@dmmasud77377 ай бұрын
বিধান একমাত্র আল্লাহরই।এক মহা পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন বিধানদাতা ইলাহ নেই। ১২:৪০তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, ‘তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না’। এটিই সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক জানে না’। ১৬:১১৬ আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায়, তারা সফল হবে না। ১০:৫৯ বল, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিয্ক নাযিল করেছেন, পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল’। বল, ‘আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ’? ৪২:২১ তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ১০:১৫ আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, ‘এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো। অথবা একে বদলাও’। বল, ‘আমার নিজের পক্ষ থেকে এতে কোন পরিবর্তনের অধিকার নেই। আমিতো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের’। ৬:১৯ বল, ‘সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কী?’ বল, ‘আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বল, ‘আমি সাক্ষ্য দেই না’। বল, ‘তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরীক কর আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত’। ৯:৩৪ হে ঈমানদারগণ, নিশ্চয় পন্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। ৩:১৪ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চিহ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল। ৭:৩২বল, ‘কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিয্ক’? বল, ‘তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে’। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য, যারা জানে। ২৮:৮৫ নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তনস্থলে* ফিরিয়ে নেবেন। বল, ‘আমার রব বেশী জানেন, কে হিদায়াত নিয়ে এসেছে, আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়’। ১৬:৪৩ আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জানো। ৬:১৫১ বল, ‘এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি যে, তোমরা তার সাথে কোন কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না- তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন।
@dmmasud77377 ай бұрын
বিধান একমাত্র আল্লাহরই।এক মহা পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন বিধানদাতা ইলাহ নেই। ১২:৪০তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, ‘তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না’। এটিই সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক জানে না’। ১৬:১১৬ আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায়, তারা সফল হবে না। ১০:৫৯ বল, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিয্ক নাযিল করেছেন, পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল’। বল, ‘আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ’? ৪২:২১ তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ১০:১৫ আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, ‘এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো। অথবা একে বদলাও’। বল, ‘আমার নিজের পক্ষ থেকে এতে কোন পরিবর্তনের অধিকার নেই। আমিতো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের’। ৬:১৯ বল, ‘সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কী?’ বল, ‘আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বল, ‘আমি সাক্ষ্য দেই না’। বল, ‘তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরীক কর আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত’। ৯:৩৪ হে ঈমানদারগণ, নিশ্চয় পন্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। ৩:১৪ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চিহ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল। ৭:৩২বল, ‘কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিয্ক’? বল, ‘তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে’। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য, যারা জানে। ২৮:৮৫ নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তনস্থলে* ফিরিয়ে নেবেন। বল, ‘আমার রব বেশী জানেন, কে হিদায়াত নিয়ে এসেছে, আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়’। ১৬:৪৩ আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর,যদি তোমরা না জানো। ৬:১৫১ বল, এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি যে, তোমরা তার সাথে কোন কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না- তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন।
@NTBPrank-di8by6 ай бұрын
Hi
@Rajukhan-ey2hs6 ай бұрын
দশ হাজার ডলার বেশ কিছু কয়েন ফ্রিতে দিবে আমাকে খেলা শিখার জন্য যদি গেমসে উইন হই আমার বেনিফিট আমাকে দিবে?
@Rajukhan-ey2hs6 ай бұрын
বিস্তারিত ডিটেইলস প্লিজ শেয়ার মি
@ShakilKhanWorld7 ай бұрын
মহান বিদ্যাসাগর মশাইয়ের ভিডিওর 2nd Part চাই। 1st Part দারুণ লেগেছে।দুঃখ শুধু এই টুকুই কেন আমরা ওনার মতো হতে পারিনা..এটা সম্ভব নয়। একজন মহান ব্যক্তিত্ব হতে হলে কঠোর সাধনা লাগে।
@shyampal1837 ай бұрын
এই মহান মনীষীর চরণে আমার শতকোটি প্রণাম ।আজ এই বাংলার বুকে এইরকম মহান মনীষীর খুব দরকার।
@prasenjitkapas19942 ай бұрын
আজ এই ধরনের মানুষ আসলে আগে হয়তো জেলে ভরে দেওয়া হতো
@prasenjitkapas19942 ай бұрын
এই মহান সমাজ সংস্কারক কে আমার প্রণাম
@mirajislam-G8Ай бұрын
জনাব, শুধু স্রষ্টার সামনেই আমাদের মাথা নত করা উচিত, কোনো বিদ্যাসাগরের কাছে নয়
@shyampal183Ай бұрын
@mirajislam-x9y আপনি বিদ্যাসাগর সম্পর্কে কতটুকু জানেন?? না জেনে মন্তব্য করবেন না।
@asmitbarik41857 ай бұрын
দাদা আমার বাড়ি বীরসিংহের কাছাকাছি, ধন্যবাদ এখানে এসে সব কিছুকে এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। দাদা তোমার থেকে আমাদের ঘাটালের এক বিখ্যাত ঐতিহাসিক স্থান নাড়াজলের রাজবাড়ীর ইতিহাস জানতে চাই।
@swastikroy57447 ай бұрын
অসাধারণ, গায়ে কাঁটা লেগে গেলো দাদা।
@shashwatasengupta40427 ай бұрын
কেমন গায়ে কাঁটা দিয়ে উঠলো ছোট থেকে বিদ্যাসাগর মহাশয় আমার প্রিয় ❤️ ধন্যবাদ দাদা তোমাকে, অনেক অজানা তথ্য জানতে পারলাম আজ 😊
@romanchopediamithun7 ай бұрын
ধন্যবাদ, বিদ্যাসাগর মহাশয়ের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।
আমিও কবিতা, গল্প, উপন্যাস লেখালিখি করি, বই পড়তে খুব ভালোবাসি আর একটা লাইব্রেরি বানানোর খুব ইচ্ছা আছে তবে বিদ্যাসাগর মহাশয়ের এই ভিডিওটা দেখে লাইব্রেরি করার জন্য সবথেকে বেশি Inspire হলাম❤❤
@SAGAR-SAGAR8447 ай бұрын
কে কে আছো আমার মত যে এরকম ঐতিহাসিক ভিডিও দেখতে ভালোবাসো😊
@BasanaBiswas-kf9jk6 ай бұрын
আমি ❤
@joyjd28247 ай бұрын
পুরো জীবনীই ভালো লেগেছে
@binachowdhury80843 ай бұрын
🙏🙏অসাধারণ! সমৃদ্ধ হলাম
@shovansarkar89397 ай бұрын
দারুণ লাগলো দেশের প্রকৃত হিরো কে 😊
@romanchopediamithun7 ай бұрын
ধন্যবাদ, বিদ্যাসাগর মহাশয়ের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।
@itsmeroky7 ай бұрын
ধন্যবাদ মিঠুন ভাইয়া l অসাধারণ লাগলো ভিডিওটি l আহা, কি অসাধারণ একজন মানুষ ছিলেন এই বাংলায় l তার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা l
@rimaghosh99315 ай бұрын
অসাধারণ লাগলো।। অনেক কিছু জানতে পারলাম।। অনেক ধন্যবাদ স্যার আপনাকে....এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য....
@MdRehun-y4e3 күн бұрын
বিদ্যাসাগরের সাথে আমার চিন্তা ধারার অনেক মিল আছে। আমিও কি উনার মত মহান হতে পারবো।
@TuhinKar787Ай бұрын
বিদ্যাসাগর নিয়ে ভিডিও করছেন আর সেখানে জুয়া খেলার অ্যাপ প্রোমোট করছেন। বাহ খুব সুন্দর
@debbarankarmaker24457 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ মিঠুন। তোমার শুভ হোক।
@prabhatpanditpanditprabhat31916 ай бұрын
চোখে জল এসে গেলো part2 চই দাদা❤❤❤❤
@sumitrabanerjee56717 ай бұрын
Ank din por history r video dakha khub valo laglo😊😊........arakom video aro dakte chai......🥰🥰
@romanchopediamithun7 ай бұрын
ধন্যবাদ, বিদ্যাসাগর মহাশয়ের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।
@debjanimahindar92737 ай бұрын
অসাধারণ লাগলো ভিডিও টা।। গায়ে কাঁটা দিয়ে উঠল।। Part 2 chai .❤❤
❤👏 Hats off to the content creator & whole team whoever created this documentary, just randomly found while trying to search life details of my inspiration Ishwar Chandra Vidyasagar ❤
@romanchopediamithun6 ай бұрын
Thank You ❤️😊
@ritamghosh51397 ай бұрын
আমার মামাবাড়ি বীরসিংহে। আমি গর্বিত 😊।
@sumanmridhatanmoy30476 ай бұрын
আমি দাদাগিরী দেখে আপনার চ্যানেলটির খোঁজ পেয়েছি। আমি বাংলাদেশ থেকে দেখছি
@romanchopediamithun6 ай бұрын
Thank You
@Dark_Horse_987 ай бұрын
দারুন লাগলো দাদা....শরৎচন্দ্র চট্টপাধ্যায় কে নিয়ে ভিডিও চাই..❤
@মামুন9657 ай бұрын
এরকম মানুষের প্রতি আমার শতকোটি প্রণাম🙏🙏🙏🙏🙏🙏🙏
@pongkojdas63227 ай бұрын
Valo laglo❤❤❤❤
@AdityaBera-mr6kp7 ай бұрын
Oi jaygay amar bari agee janle toh apnar sathey dekha kortam. Please reply 😢 Big fan of you Dada ❤❤❤
@romanchopediamithun7 ай бұрын
আমি গত বছর গিয়েছিলাম, আবার গেলে অবশ্যই জানাব
@lakshmanbera6 ай бұрын
প্রণাম করি জীবনভর🙏🙏💐❤
@MdRehun-y4e3 күн бұрын
এত মানুষের প্রিয় মানুষটা তার পরিবারের কাছে কেন অপ্রিয় ছিল।
@suvendumandal98657 ай бұрын
Great Vidyasagar Mahasay...
@KishorSikder6905 ай бұрын
২য় পাট চাই দাদা ❤️❤️🇧🇩🇧🇩
@badhonkhan-qp1wu6 ай бұрын
This man is very honest man😅😅😅😅😅 biddashagor 🙏🙏🙏🙏
@Unais-f2q7 ай бұрын
ভাই খুব ভালো লাগলো
@KishorSikder6905 ай бұрын
ক্ষুদিরামের কাহিনী জানতে চাই ❤❤🇧🇩🇧🇩 একটা ভিডিও দেবেন প্লিজ দাদা🙏
@anowarhossain50486 ай бұрын
স্যালুট
@shyampal1837 ай бұрын
দাদা আমার একান্ত অনুরোধ রাজা রামমোহন রায় কে নিয়ে একটা ভিডিও বানান ।
@sumitrabanerjee56717 ай бұрын
কালিকাপুর রাজবাড়ী (বসন্তকুমার ও চন্দ্রমুখী) video dakte chai.........😊😊
@romanchopediamithun7 ай бұрын
ধন্যবাদ, বিদ্যাসাগর মহাশয়ের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।
@eafcanlysis7 ай бұрын
23 june to ase ni ekhono😢 Respect Vidyasaagar❤
@romanchopediamithun7 ай бұрын
last year e giechilam 🙂
@shreyabarua70844 ай бұрын
Vidyasagar er jonno aro kichu veido dakte chi dada
@RubiyatasnimRumpa-hz3oz2 ай бұрын
Aro video chai
@RabbyOnHasan10215 ай бұрын
ইসলামিক পুরোনো ইতিহাস নিয়ে ভিডিও বানান প্লিজ প্লিজ প্লিজ
@somnath-b9u2h7 ай бұрын
Darun dada❤
@AlveIslam-t9l6 ай бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার কাছে একটা রিকোয়েস্ট চীন কে নিয়ে একটি ভিডিও চাই। চীন কিভাবে পৃথিবীর কারখানা হলো এবং চীন কিভাবে বানিজ্য এ এত উন্নত করলো
@SirajulHaque-ws8kr7 ай бұрын
Sir apni কানায় লাল ভট্টচার্য ইতিহাস নিয়ে আসুন খুব ভালো লাগবে সকলের ❣️
@arghyamondal50607 ай бұрын
Khub vlo dada
@romanchopediamithun7 ай бұрын
ধন্যবাদ, বিদ্যাসাগর মহাশয়ের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।
@arpanmalik91084 ай бұрын
দাদা বিদ্যাসাগর এর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এর পৈতৃক ভিটা ছিলো কিন্তু হুগলী জেলার আরামবাগ ব্লক এর অন্তর্গত বনমালিপুর গ্রাম
@crd20727 ай бұрын
Awesome ❤
@Suryakapat56 ай бұрын
আমার বাড়ি বীর সিংহ গ্রামে জানলে অবশ্যই আপনার সাথে দেখা করতাম
@shovan.mistri7 ай бұрын
এখানে অনেক AI Photo ব্যবহার হয়েছে। আমার সাথে কে কে এক মত ?
@pqrstff64787 ай бұрын
এক মাস অপেক্ষার পর 😪
@romanchopediamithun7 ай бұрын
ধন্যবাদ, বিদ্যাসাগর মহাশয়ের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।