কেন বাড়ছে এত রোগ - ভোগ ? আমরা কি চাইলে রোগমুক্ত জীবন পেতে পারি না? A talk with Prof. Dr Arun Singh

  Рет қаралды 229,854

I AM BOSE

I AM BOSE

Жыл бұрын

#howtobehappy #goutambuddha #doctor #nature #dailylife #disease #fitnessmotivation #lifestyle #polution #natural #naturelovers #prescription

Пікірлер: 368
@SriGuruJoy
@SriGuruJoy Жыл бұрын
খুব জ্ঞানী মানুষ ভালো মানুষ। এখন মাটিকে বাঁচান অভিযান খুবই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গন তাই বলছেন । ৭৪ টি দেশ এই বিষয়ে কাজ শুরু করেছে। যদি এটা নিয়ে একটা ভিডিও বানান খুব কৃতজ্ঞ থাকবো।
@jaharkantidas2911
@jaharkantidas2911 8 ай бұрын
শ্রদ্ধেয় ডাক্তার অরুন সিংহ একজন মানবতা বাদী ও গরীবের রক্ষা কর্তা। কিন্তু এইধরনের দরদী ডাক্তারের কদর হয়না বর্তমান সময়ে।তবে ওনার কাজ সারা পৃথিবীতে স্বীকৃত। তিনি সব তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করেই মানুষের জন্য কাজ করে চলেছেন। ওনার দীর্ঘায়ু কামনা করছি।
@dingdong-sc4jl
@dingdong-sc4jl Жыл бұрын
কী ভালো বলেন,অদ্ভুত ভালো। অ্যাঙ্করের আরও হোমওয়ার্ক করা উচিত ছিল এনার ইন্টারভিউ নেওয়ার আগে এবং ধৈর্যশীল হওয়া উচিত ছিল, বারবার এনার কথা কেটে যেভাবে প্রশ্ন করছিলেন অ্যাঙ্কার যে মনে হচ্ছে ট্রেন ধরার তাড়া আছে, সেটা খুবই দৃষ্টিকটু লাগছে।
@kabitaadhikary6176
@kabitaadhikary6176 Жыл бұрын
অসাধারণ ডাক্তারবাবু।আপনাকে প্রণাম 🙏।আপনাদের মত কিছু ডঃ এর মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছে।আপনার মত মহান ব্যক্তিরাই পারেন সমাজের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করতে।আমাদের দেশের যাঁরা মাথা তারা একটু শুনুন একটু ভাবুন। আমাদের ভবিষ্যত প্রজন্মকে একটু ভালো জীবন আমরা কি দিতে পারি না?আর আপনি একশো ভাগ বাঙালি স্যর।এমন ভাবে বাঙালিকে আমরা বাঙালিরাও প্রেজেন্ট করতে দ্বিধা বোধ করি।ধন্যবাদ কুনাল বাবু।এমন একটা অসাধারণ উপস্থাপনার জন্য।🙏
@malabanerjee8424
@malabanerjee8424 Жыл бұрын
অসাধারণ বক্তব্য। সবার শোনার দরকার। আজও ভারতমাতা এমন সাংস্কৃতিক মনস্ক সন্তান প্রসব করেন। ডাঃ সিং ঋষিতুল্য মানুষ। শ্রীযুক্ত কুনাল বোস এমন ২ মানুষের বক্তব্য উপস্থাপন করলে আমরা সবাই ধন্য হব। ডাঃ হেগড়ের ব্যক্তব্য আমি খুব শুনি এবং ধন্য হই। এমন সব মানুষ এই যুগেও আছেন। খালি যোগাযোগ করা হয়তো শক্ত। নমস্কার।
@shresthabhoumick2901
@shresthabhoumick2901 Жыл бұрын
0p0
@soumensaha8283
@soumensaha8283 Жыл бұрын
ওনার প্রত্যেকটা কথা মুগ্ধ হয়ে শুনছি। ওনাকে অসংখ্য প্রনাম। আরও কিছু podcast চাই
@sanjoyroystravelblog5413
@sanjoyroystravelblog5413 Жыл бұрын
আধুনিক পৃথিবী বাজার নিয়ন্ত্রত। এর মুক্তি পাওয়া প্রায় অসম্ভব।
@surendrahaldar5791
@surendrahaldar5791 Жыл бұрын
Emon bolben na dada. Cholo valo kichu kori dhire dhire
@moumitanayak7421
@moumitanayak7421 Жыл бұрын
Prof Arun Singh ke khub kach theke dekhechi..onar class korechi..uni khub valo akjon professor....pranam sir..🙏
@manojchakravarty2868
@manojchakravarty2868 Жыл бұрын
A properly educated 12 standard know this/should know this. A knowledge of Physics, Chemistry, Biology, Mathematics is truly needed. It is very easy to preach anything. ................... ................... ................... The ultimate truth is.. NOONE CAN WIN WITH LIFE, WE ONLY LOOSE.
@adnanaable
@adnanaable Жыл бұрын
ওনার সঙ্গে আরও আলোচনা শুনতে ইচ্ছুক। ভীষণ ভালো লাগলো। শ্রদ্ধা জানালাম ডক্টর সিং কে।🙏
@sibanidarshan
@sibanidarshan Жыл бұрын
অসাধারন আলোচনা করলেন ডঃবাবু 🙏উপস্থাপক মহাশয় আর একটু ধৈর্য্যশীল হবেন 🙏
@indranibhattacharyya596
@indranibhattacharyya596 Жыл бұрын
অনবদ্য,এটাই তো আসল শিক্ষা, যদি এর অর্ধেক টা উপলব্ধি করে নিজ নিজ জীবনে গ্ৰহন করতে পারি আজকের পৃথিবীটাই অনেক বদলে যাবে
@subhasispradhan3958
@subhasispradhan3958 Жыл бұрын
আমি গর্বিত যে আমি অরুন সিং এর কয়েক বছর জুনিয়র, একই College এ পড়েছি এবং ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছি। কুনাল বাবুকে অনেক ধন্যবাদ।
@pralaykantiray3680
@pralaykantiray3680 Жыл бұрын
এরকম অনুষ্ঠান যদি আরও বেশী বেশী করেন তবে আমরা উপকৃত হবো
@PhysicalMentalMotivator
@PhysicalMentalMotivator Жыл бұрын
Dr Arun Singh er fan hoye gelam ❤❤❤
@bananeebanerjee1608
@bananeebanerjee1608 Жыл бұрын
অপূর্ব লাগলো, মন বলছে ভাবো ভাবো, ভাবা অভ্যাস করো, এই পৃথিবী তে এখনো এমন মানুষ জন আছেন যারা মানুষের মঙ্গলের জন্য চিন্তা শীল, ডাঃ বাবু আপনাকে সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏❤️
@mousumibhowmick8786
@mousumibhowmick8786 Жыл бұрын
এ ধরনের আলোচনা সময়োপযোগী । বৃহত্তর ক্ষেত্রে এ আলোচনা ছড়িয়ে দেওয়া উচিৎ। আপনাদের দুজনকে অনেক ধন্যবআদ
@subhasbanerjee9228
@subhasbanerjee9228 Жыл бұрын
অসাধারণ বক্তব্য।ড: সিং-এর আলোচনা শুনেছিলাম করোনা সম্পর্কে। খুব ই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ের চমৎকার বিশ্লেষণ।
@tapanrakshit404
@tapanrakshit404 Жыл бұрын
প্রথমে মনে করে ছিলাম চিকিৎসা শাস্ত্রের জটিল সব কথাগুলো বুঝতে পারবো না। পরে দেখলাম, ঐ কথাটাই ঠিক, যাঁরা সত্যিকারের শিক্ষিত তাঁরা কঠিন কথাও অনেক সহজ করে বলেন যাতে যারা নির্দিষ্ট বিষয়ের সাথে যুক্ত না তারাও বুঝতে পারে- তপন কুমার রক্ষিত, আগরতলা, ত্রিপুরা।
@user-dn4cb8zu9r
@user-dn4cb8zu9r Жыл бұрын
Kunal da কে request এই interview গুলোকে আরো modern podcast এর লেভেলে নিয়ে যাওয়ার জন্য , বাংলায় এরকম কাজ হয়তো প্রথম হবে
@srayoshilahiri8058
@srayoshilahiri8058 Жыл бұрын
1111111
@srayoshilahiri8058
@srayoshilahiri8058 Жыл бұрын
11
@contactsan12
@contactsan12 Жыл бұрын
tomer Da aar kheye deye kaj nei chagri kore na TV9 ee ki kore jaanina reply o korena joy Bangali
@rakhide7240
@rakhide7240 Жыл бұрын
Thanks for this video, thanks dada
@biobee2024
@biobee2024 Жыл бұрын
কুণাল ওনার সঙ্গে আরও আলোচনা শুনতে ইচ্ছুক। ভীষণ ভালো লাগলো। শ্রদ্ধা জানালাম ডক্টর সিং কে।🙏
@sushmitasutradhar4880
@sushmitasutradhar4880 Жыл бұрын
Huge respect for this podcast, Kunal sir. 👏🏼❤ Dr. B. M. Hegde ke ekbaar show te anle, bhison khushi hotam. 💐
@sumangupta9766
@sumangupta9766 Жыл бұрын
Arun Singh sir khub clear bangla bolen. Darun!
@photographysolutionnet
@photographysolutionnet Жыл бұрын
আপনার সব ভিডিও গুলোই দেখি,আজকের ডাক্তারবাবুর কথা গুলোও মন দিয়ে শুনলাম।আমার মনে হয় মেডিকেল সায়েন্স আর মেডিকেল ইন্ডাস্ট্রি সম্মন্ধে সাধারণ মানুষের জানা দরকার।কোভিডি নিয়ে উনি সত্যি কথা গুলো বলছিল কিন্তু বলতে পারল না হয়তো।মেডিকেল ইন্ডাস্ট্রির কথা শুনে মানুষ তার ক্ষতি করে ফেলেছে।রোগের ভয় দেখিয়ে অসামাজিক ব্যবসা।
@tapatichakraborty9971
@tapatichakraborty9971 Жыл бұрын
Asadharan. Baktabya. Ajker. Done. Sarbe. Sukhino. Bhabanti. Manushet. Dharanatei. Nai.. Amra. Durbhaga.
@tapatichakraborty9971
@tapatichakraborty9971 Жыл бұрын
Dr. Sinhar.. Baktabya. Asadharan. Apurba. Apurba.. Manabik.
@surendrahaldar5791
@surendrahaldar5791 Жыл бұрын
Dada dr biswarup Roy choudhary covid kale anader sikkhito kore diyechen.
@dipankargupta550
@dipankargupta550 Жыл бұрын
Thank you " I am Bose" . অনেক অনেক দিন পর এমন একজনের সাক্ষাৎকার শুনলাম , যাকে সমাজের খুব প্রয়োজন । এনাদের মত মানুষের আমাদের সমাজের সামনে নিয়ে আসতেই হবে বর্তমান রাজনৈতিক নেতা নেত্রী দের বদলে । কিন্তু, যে দেশের মানুষগনের দুই জেনারেসন শিক্ষায় একদম পিছিয়ে, তাদের কাছে প্রফেসর সিং এর মত মানুষ কে আমরা কি করে গ্ৰহন যোগ্য করে তুলব ? এই চিন্তা মাথায় রেখে একটি প্রতিবেদন করলে ভালো হয় ।
@sabbirkabirsohag9797
@sabbirkabirsohag9797 Жыл бұрын
অরুন সিং স্যরের আলোচনায় আমি মুগ্ধ , যদিও প্রকৃতিকে পূর্বের অবস্থায় ফিরানো খুবই মুশকিল তারপরেও আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশই সম্ভব , বাকি জীবন এই আশায় রইলাম । ০৩.১১.২০২২ ।
@mdbadeuzzaman6686
@mdbadeuzzaman6686 Жыл бұрын
Really a learned honourable Dr.Arun Singh.
@ashiskumarmukhopadhyay1781
@ashiskumarmukhopadhyay1781 Жыл бұрын
সুন্দর প্রয়াস। কুণাল বোসকে অনেক ধন্যবাদ । তবে ডাঃ সিং -এর মতো বিরাট মাপের মানুষের সঙ্গে বসার জন্য উপস্থাপকের কিছু চর্চা ও সচেতনতার প্রয়োজন । যেমন বুদ্ধদেবের উপলব্ধির পরে কিন্তু ছয় সাত হাজার বছর কাটেনি।
@mousumibiswas8173
@mousumibiswas8173 Жыл бұрын
ড. সিং দারুন বলেছেন। ওঁর প্রত্যেকটি কথা খুবই মূল্যবান।
@prasunmukherjee3695
@prasunmukherjee3695 Жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। ধন্যবাদ কুনাল বাবু, আপনার এই শুভ প্রয়াস কে আমি স্যালুট জানাই। এরকম আরো ভালো ভালো ভিডিও বানান এবং আমাদের মত মানুষ দের উপকৃত করুন।
@tarunkumarkar7214
@tarunkumarkar7214 Жыл бұрын
Nice education program. Thanks Sir.
@suptiparnapaul2996
@suptiparnapaul2996 Жыл бұрын
Professor's point at 39:39...mind blowing!!😮 A thousand salutes to Dr Arun Singh for such an insightful talk. To be honest, these philosophical concerns have always lurked in my subconscious ever since I was a teenager, but I could not fathom their real essence back then. This session summarizes it all. Additionally, myself being a medical student and an ardent humanities enthusiast at the same time, Professor Arun Singh courts my respect for wonderfully coalescing the various aspects of knowledge: science, literature, philosophy, ethics. You are an inspiration. Many thanks to Kunal Bose too for bringing to us such a great opportunity to listen to such a stalwart🙏🙏
@radhachatterjee9874
@radhachatterjee9874 Жыл бұрын
ঋদ্ধ হলাম । কি সুন্দর explanation
@nirmaladak2733
@nirmaladak2733 Жыл бұрын
স্যার কাছে 5 দিনের ক্লাস করার সুযোগ হয়েছিল। অগাধ পান্ডিত্য ,খুব ভাল বক্তা স্যার।
@santanudatta7070
@santanudatta7070 Жыл бұрын
A brilliant conversation with a humane physician. Regards Dr. Arun Sing.
@saumyasarkar4489
@saumyasarkar4489 Жыл бұрын
আই এম বোস এর নতুন লুক, নতুন ভিডিও ভালো লাগলো ❤️
@narayankundu1318
@narayankundu1318 Жыл бұрын
Really hats off to Kunal Da... tumi parbe eto valo valo video dite amader
@sangeetaduttabanik.
@sangeetaduttabanik. Жыл бұрын
অত্যান্ত গুরত্ব পূর্ণ ভিডিও...এই ই ভিডিও সকলের র দেখার খুব খুব খুব প্রয়োজন ন....!! ডক্টর অরুণ সিং কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও নমষ্কার...🙏🙏 ২৭ 👍
@sabrinaahmed5770
@sabrinaahmed5770 Жыл бұрын
Wow! Loved those philosophical discussion! Where could I get more of his videos? Really loved his thinking thoughts and ideas! Reminding me of one of my professor! Please send me the link of his video
@BengaliInUK-SoulInIndia
@BengaliInUK-SoulInIndia Жыл бұрын
Eto relevant topic je kichhutei avoid kora jaina...thank you for bringing up this topic
@ranadhirjana1831
@ranadhirjana1831 Жыл бұрын
Respected Sir, This is Ranadhir. Jana. I am missing your immense innovation power to you save people. I would like to mention the viewers, that this man is the god. It is my own experience.
@aninditamukherjee3178
@aninditamukherjee3178 3 ай бұрын
Khub e somriddho holam Dr Singh er mullyoban kothagulo sune .Hats off to you Dr Singh 🙏ajker aye swartho sorbbosho duniyaye apnar moto manush o achen 🙏r jodi kichu manush specially drs apnar manosikotaye cholten ,amader desh r saririk,manosik chitro tai bodle jeto Sir 🙏Mr Bose ,pls ato gyani akjon manusher songe kotha bolte gele aktu dhoirjo to rakhte e hobe noytoh onar flow ta loss hoye jaye inbetween 🙏onake r o sunte chai 🙏
@supriyachakrabarty8798
@supriyachakrabarty8798 Жыл бұрын
ডঃ সিং এর আরো বক্তব্য শুনতে চাই 👍👍🙏🙏
@melodiasubhajit5552
@melodiasubhajit5552 Жыл бұрын
Absolutely brilliant and riveting session ! At the outset, Mr. Kunal Bose deserves commendation for having conceptualized and organised such an enriching interview with the celebrated professor of Neonatology. Next, the way professor Singh has analysed and illustrated each and every aspect of the discussion with unparalleled sagacity, sets the integrated focus all together to delve into every relevant intrinsic detail. More such interviews, symposiums, open forums, review of policies, transparency, proper implementations etc. could be instrumental in addressing such wide spectrum challenges !
@krishnabhattacharya1653
@krishnabhattacharya1653 Жыл бұрын
মানুষ না থাকলেই প্রকৃতি বাঁচবে,
@kalyanibanerjee7841
@kalyanibanerjee7841 10 ай бұрын
অসাধারণ আলোচনা এরকম আলোচনা আরও হোক দুজনকে অশেষ ধন‍্যবাদ
@anindyasengupta9312
@anindyasengupta9312 Жыл бұрын
Acharya Arun Singh is a rishi and secondly he is an eminent doctor who can inspire people. He is just opposite to the docs who r meaner than a Kasai. His siprituality oozes out from eyes and speech. Thanxx Bhai Kunal.
@anirbanbiswas6125
@anirbanbiswas6125 Жыл бұрын
কুনাল বাবু কে অনেক ধন্যবাদ dr. Singh এর কথা শোনার সুযোগ করে দেবার জন্য। একটা অনুরোধ, উনি যদি আবার আসেন , দয়া করে slot টা অন্যভাবে রাখবেন। একটি slot এ শেষ না হলে না হোক, আলাদা পর্ব করুন। কিন্তু ওনার কথা slot time এর কথা ভেবে থামাবেন না । এখানে উনি যা বলতে চেয়েছেন তা সবার শোনা উচিত শুধু নয়, শোনা এবং বোঝা এখন অতীব জরুরী । সময় এসেছে । এই কথাগুলোই এখন বুঝতে হবে আর মেনে চলতে হবে , বাঁচতে হলে ।
@monnermanush-supriyachakra1967
@monnermanush-supriyachakra1967 Жыл бұрын
It is an excellent episode. Dr. Arun Singh is a real unparallal teacher...want to learn more fm him.
@muktimaity7646
@muktimaity7646 Жыл бұрын
কি অসাধারণ বক্তব্য, না শুনলে খুব ভালো অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হতাম।ডক্টর সিং সশ্রদ্ধ নমস্কার।এতসুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ।
@orunabho
@orunabho Жыл бұрын
What a man. Prof Arun Singh...extraordinary
@sumandey8390
@sumandey8390 Жыл бұрын
Truth unfold ar maharaj r oner kothar sathe mil pelam
@ashokkumardey1483
@ashokkumardey1483 Жыл бұрын
A genius,fully enjoyed
@malabikasarkar2449
@malabikasarkar2449 Жыл бұрын
ভীষন গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ
@shrabonimishra6544
@shrabonimishra6544 Жыл бұрын
Thank you Dr. Singh .Please give valuable information to ours.
@subratabhowal963
@subratabhowal963 Жыл бұрын
কুনাল বাবু, আপনার চ্যানেল এর, সাউন্ড সিস্টেম কোয়ালিটি উন্নত মানের জন্য নজর দেবেন, অসাধারণ আলোচনা করা র জন্য আপনাকে ধন্যবাদ। ড; অরুণ বাবুকে নমস্কার🙏।
@guhasubhasish1
@guhasubhasish1 Жыл бұрын
এতোভালো কনভারসেশন খুব কমই আমি শুনেছি...খুব ভালো লাগলো..
@BASUANIRBAN0907
@BASUANIRBAN0907 Жыл бұрын
Ami onek bochor doctor sir er fan.... Sir, majhe thakten, Minto park housing e.... Onek onek onek valo kaaj er kotha sunechhilam, sara interview ta te chokh theke jol pore gelo...... Sir, pronam...
@artworkwithswagata1896
@artworkwithswagata1896 Жыл бұрын
কোভিডকালে উনার বক্তব্য, উপদেশ ভয়ের পরিবেশে সাহসের দিশা দেখিয়ে ছিল।প্রণাম ওনাকে
@taraknathmaity6094
@taraknathmaity6094 Жыл бұрын
প্রফেসর সিংকে অসংখ্য ধন্যবাদ# মনুষ্য জাতিকে সঠিক রাস্তাটি দেখিয়ে দেয়ার জন্য #আমার নিজস্ব বুদ্ধি দিয়ে এটাই মনে হয়েছে যে আপনার বক্তব্যের যুক্তি সত্যতা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য ,সঠিক . মিস্টার bose কেউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান দেয়ার জন্য
@tahominaalam7744
@tahominaalam7744 Жыл бұрын
স্যার আপনি সত্যি একজন, মহান ডাক্তার।জীবে প্রেম করে যে জন সেই জন পরম ইশ্বর!!
@rubeldas8676
@rubeldas8676 Жыл бұрын
একজন উপস্থাপকের অবশ্যই প্রশ্ন করার চেয়ে বক্তাকে শোনার প্রতি বেশি মনযোগী হওয়া উচিত। বক্তার বক্তব্য সম্পন্ন হওয়ার আগেই নতুন প্রশ্ন ছুড়ে দেয়া অনুচিত এবং অভদ্রতা।
@delipdutta9384
@delipdutta9384 3 ай бұрын
ওনার প্রতি বিশেষ শ্রদ্ধা রেখেই বলছি, ভদ্রলোকের অনেক অভিক্ততা ও জ্ঞান আছে। কিন্ত্ত এত বহুবিধ বিষয়বস্তু জড়িয়ে ফেলে আলোচনাটায় লক্ষ্যহীন জটিলতা এনে ফেললেন একটি খুবই মৌলিক বিষয়ে। মদ্দা কথাটাকে বা মূল Themeকে সহজভাবে একমুখী করে পরিবেশন করলে বিশেষ ভাল হত। মনে হল বড় পেচানো হয়ে গেল। যদিও একটি খুবই গুরত্বপূর্ণ ও একান্তই মৌলিক বিষয়ে আলোচনা করছিলেন।
@sarodrau4602
@sarodrau4602 Жыл бұрын
Prof. Dr. Singh has actually addressed the One-health philosophy using the wider social ecological model...splendid! Clinical doctors often think that they are the cream of society or health system while they only deal with less than 10% of health, a social and psychological fallacy...each clinical doctors should learn public health enriched with environmental science, social science, globalisation and health economics. Please consider to interview Dr. Singh with a global public health expert.
@Indian05102
@Indian05102 Жыл бұрын
Yes, Perfect Man. Perfect wise Person, Perfect Professor.
@user-un7vj5xo5w
@user-un7vj5xo5w Жыл бұрын
সঞ্চালক দাদাকে ও ধন্যবাদ- সুন দর আলোচনা এগিয়ে আনার জন্য
@ritwiksaha3550
@ritwiksaha3550 Жыл бұрын
Excellent understanding and realistically conveyed..👍
@amitachaklader7544
@amitachaklader7544 Жыл бұрын
Darun laglo, amader ebhabe Natun kore bhabte sekhanor Jonno dhanyabad. tabe garu ba kukur k aaro Space deyaa darkar tamoni ei VDO Mobile antorbhukro na rekhe....manuser antorkarane bhore deyaa ami mone kori khub prayajan. Karan amra manus hoeo.. Sab rakam HUNSH hariechhi.
@madhumitasengupta7426
@madhumitasengupta7426 Жыл бұрын
Bah. Satti i kunal, tumi dhannyo eto sundar uposthapona.ja kalpana kara jai na. Amra sabai chai sundar, sustho jibonjapan ,prokriti,prani.kuler,post,pakhi,sarbopori manuser dirghayu. Tomake janai anek anek dhanyobad, sir ke janai pronam.
@tarunkumarkar7214
@tarunkumarkar7214 Жыл бұрын
So thanks Dr.Singh Sir. Nice explanation
@suparnabhowmik2118
@suparnabhowmik2118 Жыл бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। দুজনকেই আমার নমস্কার জানাই 🙏
@uddinmain4838
@uddinmain4838 Жыл бұрын
Very important information and advice we love to hear more thankyou
@sudipranjanrouth
@sudipranjanrouth Жыл бұрын
চমৎকার ইন্টারভিউ,,, খুব ভালো লাগলো,,
@sunildutta6535
@sunildutta6535 Жыл бұрын
Excellent...এই interview টা বাঁধিয়ে রেখো ।
@manostitu
@manostitu Жыл бұрын
What a wise man he is ! I love his all words 💙🙏🥷🏻
@mashrulislam5641
@mashrulislam5641 Жыл бұрын
খুব ভাল লাগলো পুরু অনুষ্ঠানটি আমি বাংলাদেশ থেকে.......
@ramkumarkumar7780
@ramkumarkumar7780 Жыл бұрын
Excellent speech delivered compared with different system & colours. may God bless for his courage.
@Crop682
@Crop682 Жыл бұрын
মানুষের থেকে গরুতে টিবি যাচ্ছে এইটা কিন্তু একটা দারুন খবর। তবে গরুর সাহচর্য থাকলে কিন্তু মানুষের কিন্তু রোগব্যাধি কম হয়, মানসিক প্রশান্তির ও ব্যাপার।
@surendrahaldar5791
@surendrahaldar5791 Жыл бұрын
Anupom da please jogajog korun amar songe ami goru bagal ba joibo chasbaser kormi hoye banchte chai. Aj koyek bochor dhore apran chesta koreu ami bifolotar modhye dube achi. Help korben. Cholona prokriti niye kajkommo kori.
@biplabmakal3916
@biplabmakal3916 Жыл бұрын
Kunal babu.... Aacharya prasant er interview nin pls.... Modern day te uni great spiritual person... Tar sathe animan activist & environmental socheton person
@nupur8523
@nupur8523 Жыл бұрын
This man is God incarnate to me. The more I listen to him, the more I realise my littleness. Thank you Dr Singh. And of course Kunal Bose for presenting such a wonderful programme.
@AshokKumar-ms5ou
@AshokKumar-ms5ou Жыл бұрын
God 😝😝😝😝
@souravghosh7558
@souravghosh7558 Жыл бұрын
Agree, indeed Dr.Singh has wonderfully explained the essence. I bow down to such persons like him who are manifestation of divinity in mankind. If only many of us could have understood!
@amalbanerjee1032
@amalbanerjee1032 Жыл бұрын
প্রনাম ডাক্তারবাবু। খুবই সুন্দর লেগেছে। এ ধরনের আলোচনার আরো অডিও চাইছি। বাংলাদেশ যশোর থেকে বলছি
@shishirkumardey8252
@shishirkumardey8252 Жыл бұрын
Thanks You for your podcast. Thank You Dr. Singh.
@nirodchakma9526
@nirodchakma9526 Жыл бұрын
Extraordinary presentation. Thanks to Doctor.
@nazmulislam5846
@nazmulislam5846 4 ай бұрын
গুরুত্বপূর্ণ কথা খুব ভালো লেগেছে।।
@sanjuktachakraborty1070
@sanjuktachakraborty1070 Жыл бұрын
Osombhob sundor lglo...onk kichu sikhlm oo..onk dhonnobad apnk ebong dc sir k amader enlighted korbar jonno ebong ato sundor kore explain korbar jonno.
@nirupamdutta4029
@nirupamdutta4029 Жыл бұрын
আলোচনা খুব ভালো লাগলো।
@akdas1964
@akdas1964 Жыл бұрын
আমাদের এই দেহ প্রকৃতির অংশ আগে হোক পরে হোক তা যাবেই কিন্তু সুস্থ থেকে এর থেকে উত্তীর্ণ হতে হবে আমাদের । জানতে হবে জীবনের উদ্দেশ্য কি ? এই দেহবোধ থেকে আমদের উত্তীর্ণ হতে হবে জানতে হবে এই দেহের মধ্যে দেহীকে । নাহলেই আবার জন্ম । যদা সর্বে প্রভিষ্যন্তে হৃদয়স্যেহগ্রন্থয়ঃ ৷ অথ মর্ত্যোহমৃতো ভবত্যেতাবদ্ধ্যনুশাসনম্ ৷৷২/৩/১৫ কঠ - যখন এই পৃথিবীতেই মানুষের মন অজ্ঞানতার প্রভাব থেকে মুক্ত হয়, তখন মরণশীল মানুষ নিজেকে অমর বলে অনুভব করতে শুরু করে ৷ এই হল বেদান্তশাস্ত্রের বাণী (এর চেয়ে মহত্তর বাণী আর কিছু নেই) ৷
@surendrahaldar5791
@surendrahaldar5791 Жыл бұрын
Asit da chalo somajer janno aamra kichu kori. Ontotoookkhe ekta bagan ekta prokriti nirvor chasbari.
@arnab22071982
@arnab22071982 Жыл бұрын
Khub valo laglo video ta. Aar tomar erokom notun notun bisoy podcast bananor initiative tao valo laglo.
@dinashchandrasarkar1972
@dinashchandrasarkar1972 6 ай бұрын
Thank you so much for you, Dr. Babu
@swapankumardas305
@swapankumardas305 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ এবং আলোচনা
@arfanali3301
@arfanali3301 Жыл бұрын
গুরুত্বপূর্ণ আলোচনা। ধন্যবাদ। রিপু ও সন্যাস বিষয়ে আলাদা ভিডিও চাই।
@dhirajbhattacharjee9216
@dhirajbhattacharjee9216 Жыл бұрын
I hereby sincerely convey my heartfelt thanks to Mr. Kunal for presenting a such a beautiful & needful interview / discussion with honourable Dr. B M Hegde for the benefit of civilized society. The central govt. / state govt. Authorities are also requested to arrange these type of presentation for broadcasting regularly through different electronic media so that the general people of India get its benefit towards forming a good & healthy society. I believe only scientific & positive thoughts are very much required for human being in the present time. With my best regards.
@user-dn4cb8zu9r
@user-dn4cb8zu9r Жыл бұрын
Who is BM Hegde here?? He is Dr Arun Singh
@shyamalisarkar5684
@shyamalisarkar5684 Жыл бұрын
খুব সুন্দর আলোচনা শুনলাম অনেক ধন্যবাদ জানাই 🙏
@harisankarray8584
@harisankarray8584 Жыл бұрын
চেষ্টা করলেই রোগমুক্ত জীবন পাওয়া যায়।সর্বপ্রথম শৈশব থেকেই শরীর সুস্হ রাখারজন্য শরীর চর্চা করতে হবে।নিয়মিত বাজে নেশা ,বাজে খাবার ধরা চলবে না।সব কিছুই যত্ন সহকারে করতে হবে ,সময় মেনে।তাতেই রোগ মুক্ত জীবন পাওয়া যায়।
@suparnadutta2198
@suparnadutta2198 Жыл бұрын
Apurbo laglo ei program ta 🙏 please erokom program ro karun
@mujibarrahaman4069
@mujibarrahaman4069 Жыл бұрын
This is an Exceptional Interview of Prof Dr. Singh by Mr Kunal Bose. He is a man of having versatile knowledge . His depth of knowledge in all areas impressed me. He is a genius. I came to know a number of things about life. Our Government should utilise his knowledge for development of our health sector. Kolkata, Newtown, Chiner park. Thanks.
@shivbhatt5536
@shivbhatt5536 Жыл бұрын
West Bengal government is full of illiterate and corrupt people. Moreover, the supremo herself behaves like an illiterate goon. So, too much expectations cam be disappointing according to me.
@subhadipdubey5484
@subhadipdubey5484 Жыл бұрын
What a great session ❤️❤️👌👌
@sarmishthade5413
@sarmishthade5413 Жыл бұрын
Khub valo alochona khub sundor laglo
@aritraroy9874
@aritraroy9874 Жыл бұрын
"সংহতপরার্থত্বাৎ "......... মহর্ষি কপিল সমাজ বা সংহতি গঠিত হয়েছে পরার্থে, নিজের স্বার্থে নয়। "Exact identity is unity, with difference arises plurality." ....... Principles of Science.
@sanjuktabagchi2404
@sanjuktabagchi2404 Жыл бұрын
ভালো লাগলো ভিডিও টা কুনাল।
@manasmondal2523
@manasmondal2523 Жыл бұрын
দারুণ দাদা,কিছু বলার নেই।👏👏👏👏
@sangitasengupta5339
@sangitasengupta5339 Жыл бұрын
Very rich thoughts and deep learning points. My heartfelt gratitude to Dr. Singh for such an insightful discussion
@nikhilmondal6414
@nikhilmondal6414 Жыл бұрын
খুব ভালো লাগলো। ওনার কথা আরও শুনতে চাই।
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 163 МЛН
2. নেতাজীর ভাষায় "STUPID NEHRU"(FB LIVE by Keshab Bhattacherjee)
1:24:23
চক্রান্তের জালে নেতাজী
Рет қаралды 25 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН