শ্রী অটল বিহারী বাজপেয়ী আমারও একজন প্রিয় ব্যাক্তিত্ব, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম।
@NomadicBengali9216 ай бұрын
আমার ভালোবাসার মানুষ।।। অটলজি🧡💚 নতুন ভারতের স্বপ্ন দেখানো,বারবার হেরে যাওয়ার পরেও ফিরে আসা যায় অটলজি শিখিয়েছিলেন।।
@arijitbagchi9868Ай бұрын
মহান তো বটেই। কারণ বাজপেয়ীর আমলেই দেশের লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার জন্য তৈরী হয়েছিল বিলগ্নিকরণ মন্ত্রক, যে মন্ত্রকের মন্ত্রী ছিলেন মাননীয় অরুণ শৌরি মহাশয়।
@avijitbhattacharya9426 ай бұрын
খুবই প্রাসঙ্গিক প্রতিবেদন ।বাজপেয়ী ভারতীয় রাজনীতে একজন প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব । আদবানীজীর উপর এই ধরনের ঐতিহাসিক একটি প্রতিবেদন এর অপেক্ষায় থাকলাম ।ভালো থাকুন সুস্থ থাকুন
@arindammallick24616 ай бұрын
ভারতীয় রাজনীতিতে একজন প্রনম্য ব্যক্তিত্ব ।
@pranbasak6 ай бұрын
অপূর্ব তথ্য সমৃদ্ধ পর্যালোচনা। আমি মন্ত্রমুগ্ধের মত শুনলাম। খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল।
@rittwikmazumdar83946 ай бұрын
ক্লাস নাইনে পড়া ছাত্রের মনে দাগ কেটে যাওয়া এক অনন্য মানুষ তিনি। ক্লাস নাইনেই উনি আমার মতো অনেকেরই মনে জাতীয়তাবাদ জাগিয়ে তুলেছিলেন তাঁর ব্যবহার,তাঁর বাগ্মিতা দিয়ে। আমার মনের মনিকোঠায় উনি এখনো অমর।
@achintyabhowmick12466 ай бұрын
খুব ভাল প্রতিবেদন।প্রধান মন্ত্রী হিসাবে অটল বিহারী বাজপেয়ীর নাম চিরদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
@Radhakrishna-et5ro6 ай бұрын
মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমার দেখা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনার অবদান ভারতবাসী হিসেবে কোনদিন ভুলতে পারবো না। হাজারীবাগে উনাকে সামনে দেখার সৌভাগ্য হয়েছিল। উনার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সম্মান প্রদর্শন রহিল।
@AshokDas-fs5eb6 ай бұрын
প্রথমেই বলি,আজকের দিনের নেতাদের,অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা উচিত,,অটল বিহারী বাজপাই,,কত বড় মনের মানুষ ছিলেন,,কিছুটা জানতাম,,কিন্তু আজকে পুরোটাই জানতে পারলাম,আপনার এই ভিডিওর মাধ্যমে,,এখনকার নেতাদের কথা না বলাই ভালো,,পাঁচ বছরে যা করেছেন,,অনেকেই ১৩ বছরে কিছু করতে পারেনি।।🙏🙏🙏🙏🙏 প্রণাম অটল বিহারী বাজপাই আমাদের প্রধানমন্ত্রীকে।।
@shibnathshealsharma50776 ай бұрын
দেশপ্রেমিকেরই প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন হওয়া একান্তই উচিত এবং প্রয়োজন, সেই দৃষ্টিকোণ থেকেই অটলজীর যথার্থই মূল্যায়ন হয়েছিল এবং আমরাও দেশবাসীরাও সুশাসন পেয়েছিলাম। আপনার বক্তব্যের সারবত্তা যথার্থই । ধন্যবাদ আপনাকেও।
@অপূর্বকানেকশন6 ай бұрын
বাজপেয়ী যিনি আমার দেখা প্রথম প্রধানমন্ত্রী যাকে নেতা হিসাবে ভালোলাগা । যদিও তখন আমার বয়স খুব কম যখন শুনলাম ওনাম পার্টি হেরে গেছে তখন খুব খারাপ লেগেছিল আর ওনার জন্যেই আজ বি জে পি করা
@sabitrimahato36536 ай бұрын
অটলজিঅমররহে।
@keshabchandradey19996 ай бұрын
অটল বিহারি বাজপেয়ী, ভারতের সেরা প্রধান মন্ত্রী ছিলেন।
@bholanathdolui36196 ай бұрын
আমরা সনাতন ধর্মের মানুষ রা শান্তি প্রিয় জাতি।। আমরা হিংসা যুদ্ধ বিশ্বাস করি না।। তাই বলে আমাদের আত্ম সম্মানে কেউ আঘাত করলে আমাদের দেশের খ্যতি করলে আমরা উপযুক্ত শিক্ষা দিতে জানি।।জয় শ্রী অটলবিহারী বাজপেয়ী।। ভারত মাতা কি জয়।
@tridipkar72796 ай бұрын
বাজপেয়ী জি অমর হোক 🙏🙏🙏
@TapanDebnath6 ай бұрын
ওনি অমর l nam ভাঙ্গিয়ে খাবেন নাকি😂
@chinmoychatterjee18986 ай бұрын
Tui kar nam banacchis momota begom er nki.@@TapanDebnath
@sipramukherjee83736 ай бұрын
Khoob sundar protibedan
@SankarSarkar-t7u2 ай бұрын
@@TapanDebnathbokachoda kalani kahoyr jono asob comment korachish😂😂😂
@SrabaniGoswami-v9p21 күн бұрын
উনি চিরদিন অমর হয়েই থাকবেন।
@samirdam5 ай бұрын
আমার প্রিয় নেতা অটল্ বিহারী বাজপেয়ী তাই আপনার এই প্রচেষ্টা কে আমি কুরনীস জানাই ধন্যবাদ।
@rajibkirtania52446 ай бұрын
তিনি এক সত্তিকারের দেশ ভক্ত ছিলেন।
@mrinaljana78856 ай бұрын
100% true
@shyamalbhowmick56416 ай бұрын
আধুনিক ভারতের রাষ্ট্র পিতা বাজপেয়ী জী । ভগবান যেন ভারতের বুকে অদম্য দেশপ্রেমিক বাজপেয়ী জী বারে বারে জন্ম নেয় । সহস্র প্রণাম জানাই শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে । জয় শ্রীকৃষ্ণ ।
@dibyendunaskar39926 ай бұрын
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম,অনেক কিছু শিখতে পারলাম।আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জী-র জীবনী থেকে,যা আমাদের পরবর্তী প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে, তবেই তো দেশের ভবিষ্যৎ গড়বে, এইরকম সৎ এবং নিষ্ঠাবান বা যাকে অনুসরণ করা যায় সেই রকম ব্যাক্তিবর্গের জীবনী আরও পেতে চাই, ধন্যবাদ
@d.chatterjee5356 ай бұрын
উনাকে অন্তরস্থল থেকে প্রণাম জানাই 🙏🙏🙏শ্রদ্ধেয় অটলজি সারা জীবন ভারতবাসীর অন্তরে আছেন থাকবেন। ওনাকে দেখে আজকে আমাদের রাজ্যের নেতৃত্বদের অন্তত কিছু শেখা উচিত।
@ratansarkar503113 күн бұрын
আমার একা নয় ভারত কে যারা যারা ভালোবাসে তাদের সবার কাছে ভারতের সর্ব কালের সেরা প্রধান মন্ত্রী শ্রী অটল বিহারী বাছপাই আর আমার কাছে ভারতের সর্ব শ্রেষ্ঠ মানুষ ও প্রধান মন্ত্রী শ্রী অটল বিহারী বাঁচপাই 🙏
@ChhatuMehena21 күн бұрын
আমার প্রিয় প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জী ❤🙏
@DIGANTASMITABARAI2616 ай бұрын
অসাধারণ প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপাই তার চরণে শত শত নমন 🙏
@biprabhattacharjee76156 ай бұрын
আপনার এই ভিডিও টি সর্বশ্রেষ্ঠ, আপনার মঙ্গল হউক , অটলজিকে স্মরণে রেখে চালিয়ে যান।
@Momslifestyl6 ай бұрын
বাজপেয়ি অবশ্যই অন্যতম সেরা প্রধান মন্ত্রী। তবে মোদি ও একজন সেরা প্রধান মন্ত্রী।
@gopadas67246 ай бұрын
কিন্তু এখন সেটা আলোচনা করা যাবে না তাহলে সেটা রাজনৈতিক আলোচনা হয়ে যাবে এবং ইউটিউবার এর গায়ে একটা রাজনৈতিক তকমা লেগে যাবে। মোদী যখন রাজনীতি থেকে অবসর নেবেন তখন ইতিহাসের দৃষ্টিকোন দিয়ে এর বিচার হবে। আসলে ব্যাপারটা ঠিক ঐরকম যে 'আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনা '।
@dinobondhusamanta9466 ай бұрын
❤❤❤
@arnabbahadur74646 ай бұрын
Tai naki?😂
@krishanubiswas40466 ай бұрын
অটল বিহারী বাজপাই সেরা প্রধানমন্ত্রী,,কিন্তু মোদির কথা বলবেন না প্লিজ।
@Momslifestyl6 ай бұрын
@@krishanubiswas4046 মোদি আছেন বলে অমরা আমেরিকা, চিন, পাকিস্তান কাউকে ভয় পাই না। কিন্তু কংগ্রেস বা অন্য সরকারের আমলে নেপালকেও অমরা ভয় পেতাম। তফাৎ আছে।
@deepakdas59906 ай бұрын
নমস্কার। অসম্পূর্ণ রয়ে গেল। আরোও কিছু চাই। আটলজি অটল থাকবে।জয় হিন্দ জয় ভারত।
@MunniRoy-uj2sm15 күн бұрын
যদি কখনো রাজনীতিতে আসতে হয় তাহলে অটল বিহারী বাজপাই স্যারকে অনুসরণ অবলম্বন করে আসবো। 🫡🫡🫡
@chanchalchakraborty59756 ай бұрын
অটল বিহারী বাজপেয়ী অমর রহে 🙏🇮🇳🚩
@ParthaSaraswati-iq6qh6 ай бұрын
অবশ্যই ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রী। অটল বিহারি বাজপেয়ী দের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি তে বিরল। শুধু রাজনৈতিক নেতা হলেই হয়না, বিরাট একটা হৃদয় নিয়ে গোটা দেশের মানুষের জন্য ভেবেছেন। 🙏
@mrinmoysahu98932 ай бұрын
বিজেপির প্রধানমন্ত্রী মানেই জিনিয়াস |🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
@Railway_Travel_vlog6 ай бұрын
ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী 🇮🇳🙏
@maharajmaharaj12826 ай бұрын
কুনালদা আপনার প্রতিবেদন অনবদ্য কিন্তু একটি জায়গায় আপনি বলেন " 500 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল " এটা না বলে যদি বলতেন "500 জন ভারতীয় বীর সেনা শহিদ হয়ে ছিলেন" তাহলে সর্বাঙ্গ সুন্দর হতো.
@SuvhijChocolatey24 күн бұрын
আই এম বোস সুন্দর ভাবে চলছে খুব ভালো লাগলো অনেক কথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সমন্ধে জনানোর জন্য অনেক ধন্যবাদ বাজপেয়ী জী আমার খুব পছন্দের প্রিয় নেতা ছিলেন।
@anikr49786 ай бұрын
সেরা প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। সেরা সহযোগী লালকৃষ্ণ আডবাণী।
@anupamchatterjee86626 ай бұрын
আমার শোনা একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, a true leader after independence, Shree Atal Bihari Bajpayee ji 🙏🏻.
@nitishbose47506 ай бұрын
খুব ভালো লাগলো, কোনো বাড়িয়ে চরিয়ে নয়, সব টা ছবির মত তুমি বলেগেলে,ভারতীয় রাজনীতি বাজপায়ী জি র একটা বিশেষ স্থান সব সময় থাকবে।
@umaporel65636 ай бұрын
স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভূতপূর্ব প্রধান মন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেই জির নাম ❤❤❤❤❤ আর উনার যোগ্য উত্তর সুরি বর্তমান যশশ্রী প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ❤❤❤❤❤❤❤
@kaberichowdhury32366 ай бұрын
আমার খুব প্রিয় একজন প্রধানমন্ত্রী
@sarbaribhadury69396 ай бұрын
রবিনা ট্যান্ডনকে পাঠানো অসাধারণ।
@SusantaMandal-t8p6 ай бұрын
খুব সুন্দর একটি ভিডিও Good job sir
@SuryaSen-r7p5 ай бұрын
বাজপেয়িজীকে অনেক অনেক শুবেচ্ছা য়হল আপনাকে শুব চ্ছা রহিল জয় ভারত
@JoydebBhowmick-rc6jo6 ай бұрын
খুব ভালো লাগলো। ধন্যবাদ
@anjalijotobarshunitotobari88066 ай бұрын
ভীষণ ভীষণ ভালো লাগলো বন্ধু তোমার ভিডিও টা দেখে।
@ashiskumarroy13896 ай бұрын
সবচেয়ে সেরা প্রধানমন্ত্রী ভারতবাসি হিসাবে বলতে পারি শ্রী অটল বিহরী বাজপেয়ে জি , বহু কারনের মধ্যে সবচেয়ে প্রধান কারন বিশ্বব্যঙ্ক থেকে ঋণ না নিয়ে ৫ বছর রাষ্ট্র চালানো এটা যেমন তেমন কথা নয় ।
@gopalmaiti21456 ай бұрын
প্রতিবেদন টি খুব ভালো লাগল ।❤❤❤❤❤❤❤
@anjalijotobarshunitotobari88066 ай бұрын
অটল বিহারি বাজপেয়ী একজন শ্রদ্ধেয় মহান আদর্শ পুরুষ 🙏🙏🙏🙏🙏 আমার কাছে সেরা প্রধান মন্ত্রী 🙏🙏❤️❤️
@anjalijotobarshunitotobari88066 ай бұрын
বিনন্ম্র শ্রদ্ধাঞ্জলি ও অসংখ্য প্রনাম জানাই প্রাক্তন প্রধান মন্ত্রী কে 🙏🙏🙏🙏
@tamalsarama58776 ай бұрын
বাজপেয়ী সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে করতেন বিরোধী সুলভ মনোভাব পোষণ করতেন না। দলমত নির্বিশেষে তিনি ছিলেন মহান, বিরোধী দলের নিকট পূজনীয় ও অকৃত্রিম ভালোবাসা। বর্তমান রাজনীতিতে সব দলের মধ্যে ব্যতিক্রম।
@dilipdutta63596 ай бұрын
আমার দেখা ভারতের সেরা প্রধানমন্ত্রী। ওনার জন্য রইল আমার প্রনাম। আর একজন প্রিয় প্রধানমন্ত্রী হলেন লালা বাহাদুর শাস্ত্রী।
@Innocent-Ami6 ай бұрын
অসাধারণ উপস্থাপনা অটল বিহারি বাজপেয়ী ♥ ✌ ✊
@balaramdas64156 ай бұрын
দারুন! এই ধরনের আরও ভিডিও চাই।
@apurbasarkar17362 ай бұрын
Indian best PM ❤❤❤❤❤
@subalchandranath3416 ай бұрын
বলিষ্ঠ এবং সময়োপযোগি আলোচনা , ধন্যবাদ
@chanchalnath82782 ай бұрын
বাজপেয়ী জী কে আমার সশ্রদ্ধ প্রণাম। মিস্টার বোস আপনার সাথে আমি সহমত পোষণ করি। সত্যই আমার কাছে ওনি এখনো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অদ্বিতীয়ম। আপনাকে ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক বিষয় গুলো আমাদের কাছে তুলে ধরার জন্য।
@somsankardas9974Ай бұрын
সশ্রদ্ধা পণ্য পণাম জানাই অটলবিহারী বাজপেয়ী প্রিয় ব্যাক্তিত্ব জনো নেতা হিসেবে ছিল আছে থাকবে
@sayanmondal2226 ай бұрын
দাদা দারুণ বিশ্লেষণ করেছেন ধন্যবাদ , আর একটা অনুরোধ আর এস এস সম্পর্কে কিছু জানাও.
@cluba.r.m.y86986 ай бұрын
অটল বিহারী বাজপেয়ী ভারতের অন্যতম প্রধানমন্ত্রীর মধ্যে একজন ছিলেন। শত সহস্র কোটি প্রণাম ওনার বিদেহী আত্মার প্রতি। জয় ভারত।
@dipakghosh64886 ай бұрын
ঠিক ঠিক বক্তব্য রেখেছেন ভালো লাগলো
@beautyofnature87146 ай бұрын
এখন রাজনীতির লোকেদের মধ্যে দেশ ভক্তি নেই, বাজপায় প্রকৃত দেশ ভক্ত ছিলো ❤
@kabitadutta61606 ай бұрын
Great Prime minister 🙏🙏🙏.
@pradyutdasgupta304919 күн бұрын
অসাধারন VDO, অসাধারন প্রধানমন্ত্রী
@SumitDey-c7l20 күн бұрын
❤❤❤❤❤❤❤ tumi mohan ❤❤❤❤❤❤❤
@somnathsingha24096 ай бұрын
আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের জীবদ্দশায় ওরম একটা মহাপুরুষ কে দেখেছি।🙏
@apurbochoudhary65126 ай бұрын
I am bose This channel gives me a lots of knowledge. And your tone is very Impressive. In this episode. Mr Atul bihari bajpeyi is one of the best prime minister of india. Then Mr. P V norosima rao is another star prime minister of india. And Present prime minister Norendro damodor modi is the best prime minister. From Bangladesh.
@bholanathdolui36196 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ।। আমাদের হৃত গৌরব স্মরন করিয়ে দেবার জন্য।।
@sukalyantapaswi88316 ай бұрын
খুব সুন্দর একটা ভিডিও দেখলাম
@somaroy93726 ай бұрын
Khub Khub bhalo laglo ❤
@RimiMandal-228 күн бұрын
সত্যি দাদাভাই অটল বিহারী বাজপেয়ী আমাদের জীবনে একজন স্মরণীয় ব্যক্তি 🙏🙏🙏🙏
@saumyasarkar44896 ай бұрын
ভারতের সেরা প্রধানমন্ত্রী অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস❤❤❤ তার আগে পরে কাউকেই চিন্তা করতে পারিনা❤ কারণ তার সমতুল্য ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী পদে আর কোনদিন কেউ বসবে কিনা জানিনা❤
@himadriray84756 ай бұрын
🤭🤭🤭 🤣🤣
@saswatapaul26356 ай бұрын
Abek diye cholle hbe na bastob take mante hbe
@momandsonvlog3416 ай бұрын
❤❤❤❤❤
@snehasis37336 ай бұрын
সহমত্ 👌 😄
@anamikabhattacharya87386 ай бұрын
নেহেরু ছিলেন hypocrite, স্বাধীন ভারতের অভিশাপ!! নেহেরুর বদমায়েশির জন্য দেশ নেতাজী সুভাষচন্দ্র বোসকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পায়নি।। ভারতবর্ষের ইতিহাসে নেহেরু একজন কলংকিত অধ্যায়!! নেতাজী আমাদের বিশ্বাসের ও ভালবাসার এক অবিসংবাদিত নেতা।।
@মলয়দত্ত3 ай бұрын
কুনাল বোস এগিয়ে চলো এবং ভালো থেকো।
@golpeaddayamarsatherupa6 ай бұрын
খুব ভালো লাগে আপনার প্রতিবেদন,,,অপেক্ষা করে থাকি
@IAMBOSE6 ай бұрын
Thanks
@atanusantra87246 ай бұрын
😢😢😢 কিন্তু হেরে গেলেন কংগ্রেসে এর কাছে ।।😢😢 My inspiration and my idol
@PrithaBhowmick-cb1cz6 ай бұрын
😂 khangress
@Mrsarkarbabu6 ай бұрын
One of the best prime minister of India.❤
@KeyaMalakar-l9pАй бұрын
খুব ভালো লাগলো আপনার এই তথ্য সমৃদ্ধ video
@ramparamanik98216 ай бұрын
সত্যিই উনি একজন রত্ন । 🙏🙏🙏🙏
@manoranjansantra64106 ай бұрын
Ashadharan paribesan Dhanyawad Jai Sree Ram
@dr.biplabkr.ghoshmondal852629 күн бұрын
মাননীয় সাংবাদিক কুনাল বোসের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে উনার তুলে ধরা ব্যক্তিত্ব , মানুষ হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে ,একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে যেভাবে তুলে ধরেছেন তা এক কথায় অতুলনীয়, অসাধারণ।
@1954prab6 ай бұрын
বাজপেয়ীজি আমার মতে অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।
@umapaul38466 ай бұрын
আমার সবচেয়ে প্রিয়ো একজন নায়ক ।
@ujjalsengupta7874Күн бұрын
Excellent representation. Excellent realisation. Excellent clarification. Welcome. Namaste. Salute to you for collecting such valuable things. May God bless you. May you be long life.
@indranijoseph99076 ай бұрын
Wonderful narration. Didn't know so many things. Thks. Look forward to all your videos. 😊
@kiritidutta61266 ай бұрын
❤মহান রাজনৈতিক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক বাজপেয়ী অমর হোক। 🙏 বিনম্র শ্রদ্ধা।
@KanikaSarkar-e7d2 ай бұрын
খুব ভালো লাগলো। অনেক অজানা তথ্য জানা হলো। এই রকম ভিডিও আরও হলে উপকৃত হব। ধন্যবাদ ভাই।
@ujjaldasgupta4456Ай бұрын
কুণাল বাবু আপনার মুখে গল্প শুনতে খুব ভালো লাগে। এত সুন্দর করে বলেন যে এক মূহুর্তের জন্য অন্যমনস্ক হতে দেয়না। অটলবিহারীর আমি একজন অনুরাগী এবং আপনারও। শুভেচ্ছা জানবেন। ❤️❤️❤️
@SamirDas90156Ай бұрын
ভালো হয়েছে আপনার উপস্থাপনা। আরো এই রকম অজানা ইতিহাস জানতে চাই
@dr.suchandramitrachaudhury96076 ай бұрын
খুব ভালো লাগলো।❤
@abirmukherjee50426 ай бұрын
দারুন লাগলো
@ManuDey-b5g6 ай бұрын
Darun
@sumonmukherjee7643Ай бұрын
ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chaitalichatterjee20316 ай бұрын
আমার প্রিয় প্রধান মন্ত্রী" বাজপেয়ী " জী কে সশ্রদ্ধ প্রনাম 🙏 বর্তমান প্রধানমন্ত্রী র উচিত তাঁর পূর্বসূরী দের পথ অনুসরণ করা, মিথ্যা স্তুতি দিয়ে দেশ কে দেশের মানুষদের বিভ্রান্ত না করা।
@trishaghoshdastidar346424 күн бұрын
Sob cheye best Prime minister Indira Gandhi.
@sachindas1204Ай бұрын
অসাধারন পোষ্ট ভাই very very thanks
@byasdebghosh58016 ай бұрын
Darun bollen ❤❤❤
@khokandeb90716 ай бұрын
Good explanation on atalji
@playwithvenom84156 ай бұрын
সেরা প্রধানমন্ত্রী অমর রহে অমর রহে ❤❤❤❤
@sandiproy92796 ай бұрын
সুন্দর বিশ্লেষণ।ভালো লাগলো।
@souravchowdhury7466 ай бұрын
Khub Valo Laglo video ta dada
@amit974326 ай бұрын
Extremely informative masterpiece it is, Salute to BharatRatna Atalji
@bonybarman13813 ай бұрын
Shri Atal Bihari Bajpai Really Idol .. So, Every Minister Uchit Take Follow kore Kaj kara....Ank kichu janlam... Thanks (Kunal) 🎉🎉🎉