ভাইয়া আমি আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন কিছু স্কলারশিপ কে লিস্ট করেছি।আমার রেজাল্টটা মোটামুটি চলে বেশি খারাপ না। আমি আমার স্কলারশিপ সাবজেক্ট রিলেটেড বেশ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি। আমি বিভিন্ন ধরনের ক্লাব ও ভলেন্টিয়ারিং সংস্থার সাথে যুক্ত ছিলাম। এখন তাদের এচিভমেন্ট বা সার্টিফিকেট কীভাবে স্কলারশিপ কমিটির কাছে তুলে ধরব? তারা কি সরাসরি সেই সংস্থার সঙ্গে বা ক্লাবের সঙ্গে কথা বলতে চাইবে? নাকি আমার সার্টিফিকেট এবং সঙ্গে থাকা আমার বিভিন্ন ছবি প্রমাণ হিসেবে দেখালেই তারা বিশ্বাস করবে?? দয়া করে ভাইয়া আমার রিপ্লাই টা দিবেন। ব্যাচেলরে আবেদন করবো
@lwn-bd5 ай бұрын
এগুলো সিভিতে উল্লেখ করবে৷ আর যদি ডকুমেন্টস সাবমিট করার মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেট এড করার অপশন থাকে তাহলে আপলোড দিবে। সাধারণত ওরা তোমার অরগানাইজেশানের সাথে সরাসরি যোগাযোগ করবে না৷ তবে হ্যা, ওরা তোমার অরগানাইজেশান সম্পর্কে তথ্য নিতে পারে ইন্টারনেট থেকে। এবং তোমাকে ইন্টারভিউ তে এসকল একটিভিটিস সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। এটুকুই।
@wordpress-atoz6 ай бұрын
আমার মনের মত এই ভিডিও টা 🥰🥰🥰। বাই আমি কি আপনার বন্ধু হতে পারি কারণ হলে আপনার মাইন্ড সেট এবং আমার মাইন্ড সেট কিছু অনেকটাই একই রকম। যদি ভাই বা বন্ধু যে কোন একটা বানান তাহলে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা আমাকে শেয়ার করবেন রিপ্লাই কমেন্ট
@newpersonality-bu7sm6 ай бұрын
যেহেতু আপনার এবং তার মাইন্ড সেট একই রকম বানাতেই পারে। আমার মতে বন্ধু বানানোর সম্ভাবনা টাই বেশি