Рет қаралды 5,818
কোন রাশির ছেলে মেয়েরা কোন রাশির ছেলে মেয়েকে বিয়ে করলে সুখী হবে,আপনি কাকে বিয়ে করলে চরম সুখী হবেন |
বাঙালি হিন্দু বিবাহ -
বাঙালি হিন্দু বিবাহ বলতে বোঝায় ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশ রাষ্ট্রে বসবাসকারী বাঙালি হিন্দুদের বিবাহ-সংক্রান্ত নিজস্ব প্রথা ও রীতিনীতি। উচ্চবর্ণীয় হিন্দু সমাজের বিবাহে প্রধানত দুইটি আচারগত বিভাগ লক্ষিত হয়। যথা, বৈদিক ও লৌকিক। লৌকিক আচারগুলি "স্ত্রী আচার" নামে পরিচিত।[১] বৈদিক আচারগুলির মধ্যে অবশ্য পালনীয় প্রথাগুলি হল কুশণ্ডিকা, লাজহোম, সপ্তপদী গমন, পাণিগ্রহণ, ধৃতিহোম ও চতুর্থী হোম।[১] বৈদিক আচারগুলির সঙ্গে লৌকিক আচারগুলির কোনো সম্পর্ক নেই।[১] লৌকিক আচারগুলি অঞ্চল, বর্ণ বা উপবর্ণভেদে এক এক প্রকার হয়।[১] নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে লৌকিক আচার তো বটেই বিবাহের মৌলিক আচারগুলির ক্ষেত্রেও সম্প্রদায়ভেদে পার্থক্য লক্ষিত হয়।[১
]অতীতে বাঙালি হিন্দু সমাজে বাল্যবিবাহের ব্যাপক প্রচলন ছিল। বর্তমানে বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ। বর্তমান কালে পরিণত বয়সেই বিবাহ প্রথা প্রচলিত। তবে বিবাহে পণপ্রথা এখনও বহুল প্রচলিত। যদিও পণপ্রথা নিবারণী আইন বলবত আছে।
১৮৫৫ খ্রিষ্টাব্দে বাঙালি হিন্দু সমাজে বিবাহ বিচ্ছেদ আইনসিদ্ধ হয়। ১৮৫৬ খ্রিষ্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। হিন্দু এই দুই প্রথা আজও সমাজের বৃহত্তর অংশে প্রচলিত নয়।[১] নাগরিক সমাজে অসবর্ণ বিবাহও বর্তমানে প্রচলিত হয়েছে। বাংলায় রেজিস্ট্রি ছাড়া প্রথম অসবর্ণ বিবাহ সম্পন্ন হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও বাসন্তী দেবীর কন্যা অপর্না দেবীর।
বিবাহ অনুষ্ঠান -
বাঙালি ব্রাহ্মণ সমাজে পাঁচটি শাখা রয়েছে - রাঢ়ী, বারেন্দ্র, বৈদিক, সপ্তশতী ও মধ্যশ্রেণী। বাঙালি কায়স্থ সমাজে রয়েছে চারটি শাখা - উত্তর রাঢ়ী, দক্ষিণ রাঢ়ী, বারেন্দ্র ও বঙ্গজ।[১] এই সকল বর্ণ এবং তাদের শাখা ও উপশাখাগুলির মধ্যে বিবাহ প্রথায় দুটি বিভাগ দেখা যায় - বৈদিক ও লৌকিক।[১] লৌকিক প্রথাগুলি মেয়েলি আচার। এই কারণে এগুলি ‘স্ত্রী আচার’ নামে পরিচিত। বৈদিক আচারে সাম, যজুঃ ও ঋক্ বেদত্রয়ের অনুসরণকারী ব্রাহ্মণদের মধ্যে বিবাহ প্রথায় আবার সামান্য পার্থক্য দেখা যায়।[১] হিন্দু বিবাহের বৈদিক আচারগুলির মধ্যে অপরিহার্য হল কুশণ্ডিকা, লাজহোম (লাজ বা খই দিয়ে যজ্ঞানুষ্ঠান), সপ্তপদী গমন, পাণিগ্রহণ (কন্যার পাণি অর্থাৎ হস্ত গ্রহণ), ধৃতিহোম (ধারণ করার অর্থাৎ কন্যাকে ধরে রাখার যজ্ঞ) ও চতুর্থী হোম।[১] এছাড়া পালিত হয় অরুন্ধতী নক্ষত্র দর্শন, ধ্রুব নক্ষত্র দর্শন, শিলারোহণ ইত্যাদি কয়েকটি বৈদিক প্রথাও।[১] বৈদিক প্রথাগুলি বিধিবদ্ধ শাস্ত্রীয় প্রথা ও বিবাহের মূল অঙ্গ।
বাঙালি হিন্দু বিবাহের লৌকিক আচার বহুবিধ। এই প্রথাগুলি বর্ণ, শাখা, উপশাখা এবং অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন প্রকারের হয়। এগুলির সঙ্গে বৈদিক প্রথাগুলির কোনো যোগ নেই।
পাটিপত্র, পানখিল, দধি মঙ্গল, গায়ে হলুদ, শঙ্খ কঙ্কন, বর বরণ, সাত পাক, শুভদৃষ্টি, মালা বদল, সম্প্রদান, অঞ্জলি, সিঁদুর দান ।
ভেদাভেদ -
জাতিভেদে ও অঞ্চলভেদে এই রীতি কিছু পরিবর্তিত হয়। লৌকিক আচারগুলি অঞ্চল, বর্ণ বা উপবর্ণভেদে এক এক প্রকার হয়।[১] নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে লৌকিক আচার তো বটেই বিবাহের মৌলিক আচারগুলির ক্ষেত্রেও সম্প্রদায়ভেদে পার্থক্য লক্ষিত হয়।
Link - bn.m.wikipedia...
কোন রাশির সাথে কোন রাশির বিবাহ খুব শুভ,কোন রাশির সঙ্গে কোন রাশির প্রেম ও দাম্পত্য শুভ,কোন রাশির সাথে কোন রাশির বিবাহ শুভ হয়,কোন রাশির সঙ্গে কোন রাশির প্রেম বা বিবাহ শুভ,সিংহ রাশির সহিত কোন রাশির বিবাহ শুভ,এই ৩ রাশির মেয়েদের বিয়ে করলে সংসার সুখের হয় ৷৷ বিয়ের জন্য পারফেক্ট,সিংহ রাশির মানুষদের প্রেম ও বিবাহিত জীবন,কন্যা রাশির সহিত কোন রাশির বিবাহ শুভ,2021 কোন রাশির সাথে কোন রাশির বিবাহ শুভ হবে জেনে নিন,কুম্ভ রাশির সঙ্গে কোন কোন রাশির বিবাহ শুভ, কোন রাশির সাথে কোন কোন রাশির বিয়েতে হয় সুখ,বৃশ্চিক রাশির সাথে কোন রাশির বিবাহ প্রেম শুভ,মীন রাশির প্রেম ও বিবাহিত জীবন,কেমন হয় কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন,মেষ রাশির সহিত কোন রাশির বিবাহ অশুভ।
দয়াকরে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ।।।
#কোনরাশিরছেলেমেয়েরাকোনরাশিরছেলেমেয়েকেবিয়েকরলেসুখীহবে #বিয়েরফুল #বিবাহ #maaastrology #MAAASTROLOGY #astrology #আপনিকাকেবিয়েকরলেচরমসুখীহবেন #কোনরাশিরসঙ্গেকোনরাশিরপ্রেমওদাম্পত্যশুভ #সিংহরাশিরমানুষদেরপ্রেমওবিবাহিতজীবন #কন্যারাশিরসহিতকোনরাশিরবিবাহশুভ
#মীনরাশি #বৃশ্চিকরাশি #মেষরাশি #কুম্ভরাশি #সিংহরাশি