Very informative video. Your video will help me a lot. Thank you.
@NayonRoy-y9q7 ай бұрын
নতুনদের জন্য খুবই উপকারী ভিডিও। আশাকরি সকলের কাজে আসবে। কিন্তু আপনি প্রথমে ভুল তথ্য দিয়েছেন। MOP এবং NPK এক জিনিস না। MOP হলো মিউরেট আব পটাশ যেখানে পটাশিয়ামের পরিমাণ প্রায় ৫০%। কিন্তু NPK হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের সংমিশ্রনে তৈরিকৃত রাসায়নিক সার। এবং NPK বিভিন্ন অনুপাতের পাওয়া যায়। ধন্যবাদ
@BiplabBipashaVlog-ee2wjАй бұрын
অনেক অনেক ধন্যবাদ দাদা খুব ভালো বলেছেন এবং গুছিয়ে বলেছেন❤❤❤
@momotajmukta73029 ай бұрын
ধন্যবাদ, খুব সুন্দর ভাবে বুঝানোর জন্য
@begumsajedaakanda955511 ай бұрын
সুন্দর দেখানো ও বোঝানো হয়েছে।
@salimmuhammad-nt5pe4 ай бұрын
আমি খুব লাইক করলাম এবং সাবস্ক্রাইব করে দিলাম
@mhkbabul Жыл бұрын
Informative video, thanks a lot, though I watch so late.
@aminaazim99686 ай бұрын
আচ্ছালামুয়ালাইকুম, অনেক দিন পর একটা মনের মতো ভিডিও পেলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশাকরি আগামীতে আরও উপকারী ভিডিও দেখতে পারব ইনশাআল্লাহ।
@Robiulislam-g8o7 ай бұрын
বন্ধু আপনাকে ধন্যবাদ তবে বোঝানোর জন্য এইরকম ভিডিও আরো দিবেন আমি কুষ্টিয়া থেকে দেখছি ❤❤❤❤❤❤❤❤
@aminulhasnatmahin75798 ай бұрын
This video was very imfortant for me,Thanks
@AtaurTeaching Жыл бұрын
ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই।
@munna-world Жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ। শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।
@amazingsciencebd2835 Жыл бұрын
Thank you so much for showing important video
@md.moziburrahman-bo2hj14 күн бұрын
আপনাকে অশেষ ধন্যবাদ। খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন কিন্তু আমার জানার আগ্রহ হলো এক সঙ্গে ২/৩ প্রকারের সার মিশিয়ে ব্যবহার করা যাবে কি?কষ্ট করে জানালে উপকার হবে। ভালো থাকবেন।
@munna-world14 күн бұрын
গাছের আকার একটু বড়সর হলে, টবের আকার বড় হলে সব সার এক সাথে পরিমাণ মতো প্রয়োগ করতে পারেন। তবে গাছের প্রয়োজন না হলে গাছ সেই সার বা খাবার গ্রহণ করবেনা, সেক্ষেত্রে মাটির স্বাস্থ্য নষ্ট হবে, মাটির অণুজীব ধ্বংস হবে- এতে গাছটি অনেক উপকার থেকে বঞ্চিত হবে।
@GhotokMdrubelvai9 ай бұрын
❤❤❤❤❤❤❤আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shyamgiri5138Ай бұрын
ভালো ❤
@BijoyBarman-q3b28 күн бұрын
Durdanta.
@samarmajumder7773 Жыл бұрын
উপকৃত হলাম ।
@mdalamgirhossain314410 ай бұрын
সুন্দর একটি ভিডিও
@omorfaruk96656 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ জানাই এমন একটি প্রতিবেদনের জন্য। কাঠ গাছের(সেগুন) চারার জন্য কোন কোন সার উপযোগী একটু দয়া করে বলবেন কি।
@munna-world5 ай бұрын
সেগুন গাছে সব ধরনের সার ই প্রয়োজন মতো প্রয়োগ করা যায়। তবে DAP এবং জিপসাম সার বছরে ২/৩ বার প্রয়োগ করা যেতে পারে। এই সার গুলো গাছকে শক্তিশালী ও মোটা করতে সহায়তা করে।
@omorfaruk96655 ай бұрын
@@munna-worldধন্যবাদ আপনাকে
@lovebdlovebd9899 Жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই ❤
@MdAnower-j5k2 күн бұрын
ভাইয়া ভিজা মাটি ছায়াযুক্ত জায়গায় কি সবজি চাষ করলে ভালো হয় একটু জানাবেন
@munna-world5 сағат бұрын
ছায়া যুক্ত জায়গায় কোন সবজিই ভালো হবেনা। কচু হবে তবে ভালো হবেনা।
@MDKAMRUZZAMAN-lv8nr Жыл бұрын
Masaaallah
@dr.ataurrahmanashique58127 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@tahminaakther7232 күн бұрын
Thanks
@sahariarahmed94124 ай бұрын
Walaikum Assalam
@sumonmhamud2589 Жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই।।
@sabuzhossain146111 күн бұрын
ভাই, শুধু টপের কথা বললেন,জমিতে দেওয়ার নিয়মটা একটু বললে ভালো হতো,আমি বাড়ির পাশে শাক সবজি চাষ করি!
@munna-world9 күн бұрын
ভাই জমির হিসাব আলাদা। সেটা নির্ভর করে জমির মাটি কেমন এবং কোন ধরনের শাকসবজি সেটার উপর। তাছাড়া শাকসবজিতে খুববেশি সারের প্রয়োজন হয়না। তবে সাধারণ হিসাবে কোন সবজি ক্ষেতে সবজির বয়স ১৪ দিন হলে কাঠা প্রতি ৪০০- ৫০০ গ্রাৃম ইউরিয়া প্রয়োগ করতে পারেন। এমনিতে গোবরের সারই যথেষ্ট।
@joydutta110821 күн бұрын
Mop r npk alada. Jene video krun plz
@munna-world9 күн бұрын
ধন্যবাদ ভাই। এটা জানা আছে কিন্তু বলতে ভুল হয়েছে।
@TapasGhosh-uy9gc26 күн бұрын
Zinc ser flower tree te dewa jabe, soil preparation time a
@munna-world24 күн бұрын
পরিমাণ মতো দেওয়া যাবে। তবে একবর্ষজীবি ফুল গাছে এই সারের প্রয়োজন নেই।
@shibendranathroy1708Ай бұрын
Harekrishna
@mdkuddus554810 ай бұрын
হযরত আপনাকে ধন্যবাদ ?
@MdJusim-t5mАй бұрын
Good
@munna-worldАй бұрын
Thanks
@golamyeasdani5205 Жыл бұрын
Sob gulo ki ek sathe bhuttar jomite dewa jai? Please response
@munna-world Жыл бұрын
ভাই, ভুট্টার গাছ গুলো পর্যবেক্ষণ করে দেখুন যেটা যেটা প্রয়োজন হয় শুধু সেগুলোই দেন, অযথা কেন খরচ করবেন। তাছাড়া সবসার একসাথে দিলে ক্ষতির সম্ভাবনা আছে। বাণিজ্যিক চাষ হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
@TapasGhosh-uy9gc26 күн бұрын
Boron, zinc gypsum kato din par par deta habe
@munna-world24 күн бұрын
যদি গাছে এসব সারের প্রয়োজন আছে বলে মনে হয় তাহলে প্রতিমাসেই একবার দিতে পারবেন। কিন্তু যদি বাণিজ্যিক চাষাবাদ হয় তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে নিয়ে দিবেন।
@rupandas15929 ай бұрын
সব সার গুলো এক সাথে মিশিয়ে দেওয়া যাবে ?
@munna-world9 ай бұрын
না। গাছের লক্ষণ দেখে এর কি কি সার প্রয়োজন সেটা বুঝে পরিমাণ মতো দিতে হবে। অপ্রয়োজনে সব সার একসাথে দেওয়া ঠিক হবেনা।
@ranajitmukherjee18904 ай бұрын
সব সার এক সাথে মিশিয়ে দিতে পারি?
@munna-world4 ай бұрын
পারবেন, তবে পরিমাণ ঠিক রাখতে হবে।
@skkowser47952 ай бұрын
@@munna-world নারিকেল, সুপারি, আম, ডালিম এর জন্যে কিভাবে কি পরিমান মিসাবো গ্রামের বাড়ির মাটির জন্য
@MdMamun-n4k9k10 ай бұрын
আপেল গাছ বৃদ্ধির জন্য কি সার ব্যবহার করব। গাছের বয়স 3 বছর ।বীজ থেকে চারা তৈরি করেছি।
@munna-world10 ай бұрын
জৈবসার ব্যবহার করুন। ভার্মি কম্পোস্ট সবচেয়ে ভালো হবে।
@mdajahar96587 ай бұрын
জবা গাছের পাতা হলুদ , পাতা কোঁকড়ানো গাছের ঝিমিয়ে যাওয়ার কী কী রাসায়নিক সার ব্যবহার
@mdusmangoni8250Ай бұрын
জিং বরুন এইগুলা কি সুদু ইস্প্রে করে দিতে হবে
@munna-worldАй бұрын
স্প্রে করে দিলে দ্রুত কার্যকর হয়। গাছপালা কিছু খাদ্য উৎপাদন শেকড়ের সাহায্যে গ্রহণ করে এবং কিছু উপাদান পাতার মাধ্যমে গ্রহণ করে দ্রুত পুষ্টি চাহিদা মিটায়।
@subhassarkar6903 Жыл бұрын
Dada ekta kotha apnake jigash korchi but ektu bolle valo hoy jemon dhrun ami kichu ful kopi chash korechi tahole tar first porichorja ki ektu bolle valo hoy please dada help me
@munna-world Жыл бұрын
ফুলকপি বা যেকোন শীতকালীন সবজি অবশ্যই কড়া রোদ পায় এরকম জায়গায় ভালো হয়। ফুলকপি জৈব সার পছন্দ করে। গোবরের সার হলে খুব ভালো হয়। তবে গাছের বয়স ২ সপ্তাহ হলে সামান্য পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। এতে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে ও সবুজ সতেজ হবে। (বাণিজ্যিক চাষাবাদের জন্য কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
@subhassarkar6903 Жыл бұрын
Na dada emni just barir bagan
@aswinikumarmahato8563 Жыл бұрын
Boron ki allu te deyajabe
@munna-world Жыл бұрын
দেয়া যাবে। তবে যদি বাণিজ্যিক চাষ করে থাকেন তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে ক্ষেতের অবস্থা বুঝে ব্যবহার করবেন।
@ujjaldada893610 ай бұрын
ভাই আমার ছাদ বাগানে ড্রাগন গাছ আছে আমি কি সার ব্যবহার করলে ভালো হবে এবং বেশি করে ফুল ফল আসবে
@munna-world10 ай бұрын
ড্রাগন গাছের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। সেটাতে বিস্তারিত বলেছি, দেখতে পারেন।
@salmakhanom387813 күн бұрын
ডেপ বা টিএসপি সার মাটির সাথে মিশানো হয়নি।এখন এগুলা কি পানিতে গুলিয়ে গাছে দিলে কাজ হবে?দিলে কতটুকু দেয়া যাবে? প্লিজ বলা যাবে
@munna-world9 күн бұрын
দেয়া যাবে। ঐ একই হারে টবের আকার অনুযায়ী দিতে হবে। বেশি হলে গাছের ক্ষতি হবে।
@BabliBegum-t2z Жыл бұрын
পটাশ টিএসপি এবং ইউরিয়া এই তিনজাত মিশিয়ে কি কমলা গাছে ব্যবহার করব।আর, কতদিন পরপর করব একটু যদি বলতেন।
@munna-world Жыл бұрын
তিন রকমের সার একসাথে ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই গাছের বয়স এবং টবের আকারের উপর নির্ভর করে সারের পরিমাণ ঠিক রাখতে হবে। ৪৫ দিন থেকে ৬০ দিন পরপর গাছে সার প্রয়োগ করতে পারেন।
@swapanbiswas532910 ай бұрын
Kon kon sar spray kora jay
@munna-world10 ай бұрын
বোরন ও জিংক বা দস্তা সার স্প্রে করেও ব্যবহার করা যায়।
@SujonDeb-x1b13 күн бұрын
টমেটো গাছে কত দিন পর সার প্রয়োগ করতে হবে আর কোন সার দিলে ভালো হয় দয়া করে জানাবেন।
@munna-world9 күн бұрын
ফুল আসার পরে টমেটোগুলো যখন ছোট ছোট আঙুরের মতো বড় হবে তখন পটাশ সার ও গোবরের সার দিতে পারেন। বাণিজ্যিক চাষাবাদ হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
@SohelRana-wf5om9 ай бұрын
সব এক সাথে মিসিয়ে দেওয়া যাবে কি
@munna-world9 ай бұрын
না। যেগুলোর প্রয়োজন আছে বলে মনে করেন শুধু সেগুলোই প্রয়োগ করতে হবে।
@emperiorbabur620510 ай бұрын
ভাইয়া কমলা গাছের জন্য কোন সার ভাল
@munna-world10 ай бұрын
জৈব সার + পটাশ সার (পরিমাণ মতো)
@BoosKalam-p1y23 күн бұрын
❤❤😊😊
@papiyabanik97385 ай бұрын
আমার জবা গাছের পাতার মধ্যে হলুদ ভাব দেখা যাচ্ছে গাছের মধ্যে কোন সবুজ ভাব নেই ফুলেরআকার ছোট হয়ে গেছে ওকুড়ি কমে গেছে কোন সার ব্যবহার করব।
@munna-world4 ай бұрын
নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে তাহলে গাছ সবুজ হবে। যেমন ইউরিয়া সার (হোমিওপ্যাথি দানার মতো সাদা দেখতে) অথবা গোবরের সার। গাছটি টবে হলে দুই থেকে তিন চিমটি ইউরিয়া গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।
@munna-world4 ай бұрын
নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে তাহলে গাছ সবুজ হবে। যেমন ইউরিয়া সার (হোমিওপ্যাথি দানার মতো সাদা দেখতে) অথবা গোবরের সার। গাছটি টবে হলে দুই থেকে তিন চিমটি ইউরিয়া গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।
@sohelforazi8121 Жыл бұрын
সব সার এক সাথে মিশিয়ে গাছের গোরায় দেওয়া যাবে কি
@munna-world Жыл бұрын
দেওয়া যাবে। তবে পরিমাণ ঠিক রাখতে হবে। গোড়া থেকে একটু দূরে প্রয়োগ করতে হবে।
@ruponbishwas36116 ай бұрын
আমার এটা লিচু গাছ বাজার থেকে কিনে এনে লাগানো হইছিল বয়স ৪ বৎসর কথা হলো গাছটা যেমন লাগানো হইছিলো তেমনি আছে ভারেওনা ফলো দেয়না কি করা লাগবে যদি একটু বলতেন খুব উপকার হইত
@munna-world5 ай бұрын
আপনার গাছটি কি জমিনে লাগানো নাকি টবে লাগানো এটা সবার আগে লিখা উচিত ছিল! যাহোক যদি জমিনে লাগানো হয়- তাহলে গাছের উপর পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার ব্যবস্থা করতে হবে। গোড়ার আগাছা কেটে পরিস্কার করে দিন। কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাক নাশক ১ লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছে এবং গোড়ার মাটিতে স্প্রে করে দিন। ১৫ দিন পরপর এভাবে ৩ বার করবেন। গোড়ার মাটি আলগা করে- ২ টেবিল চামচ করে- পটাশ, DAP, ইউরিয়া সার এবং ৫/১০ কেজি পঁচা গোবরের সার মিশিয়ে পানি দিয়ে দিন। গোড়ায় যেন কখনো পানি জমে না থাকে এটা খেয়াল করবেন। আশাকরি ১ মাসের মধ্যে গাছের চেহারা পরিবর্তন হয়ে যাবে।
@ruponbishwas36115 ай бұрын
@@munna-world অনেক অনেক ধন্যবাদ আপনাকে
@anisurrahmanrony12414 ай бұрын
আচ্ছা, সবগুলো সার একসাথে মিক্স করে অল্প করে মাসে একবার মাটিতে দেওয়া যাবে না?
@munna-world4 ай бұрын
দিতে পারবেন, তবে পরিমাণ ঠিক রাখতে হবে।
@emranahmed4203 Жыл бұрын
thank you.❤❤❤❤❤
@emranahmed4203Ай бұрын
❤❤❤❤❤
@arabindanaskar3349Ай бұрын
সব স্যার একসাথে মিলিত করে ব্যবহার করা যাবে।
@munna-worldАй бұрын
প্রয়োজন না হলে দেওয়া উচিত না, মাটির স্বাস্থ্য নষ্ট হতে পারে।
@muzaddid10008 ай бұрын
কোন কোন সার একসাথে ব্যবহার করা যায়?
@munna-world8 ай бұрын
আপনার গাছের লক্ষণ দেখে আগে বুঝে নিন যে, গাছের কি কি প্রয়োজন। সে অনুযায়ী প্রয়োজনে একাধিক রকমের সার ব্যবহার করুন।
@RumaAkther-n1l3 ай бұрын
জিপসাম, জিন্স, বোরন এক সাথে মিশিয়ে সিম গাছে দেয়া যাবে।
@munna-world3 ай бұрын
পরিমাণ খুব সাবধানে ঠিক রাখতে হবে। বাণিজ্যিক আবাদ হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
@MariaAkter-xw5tx Жыл бұрын
Bhaiya apple gacher jonno ki sar deya jete pare?
@munna-world Жыл бұрын
ভার্মি কম্পোস্ট হলো সবচেয়ে উত্তম সার। সেটা না পেলে গোবরের সার, হাড়ের গুঁড়া এবং সরিষার খৈল গুঁড়া - যতোটুকু পারেন, কম বেশি হলে সমস্যা নাই। সাথে আধা চা চামচ পটাশ সার দিতে পারেন।
@MDANISH-m1r7 ай бұрын
আচ্ছা আমি রেডি মিক্স মাটি দিয়ে গাছ লাগাইছি এখন কি পটাসিয়াম ব্যাবহার করব একটু বলেন জদি আমার ১৫ টা ফল গাছ
@munna-world7 ай бұрын
গাছের বয়স কতো? কি কি ফল গাছ? টবের আকার কতো বড়? এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে ভাই!
@manoharroy7456 Жыл бұрын
ধন্যবাদ।
@TapasGhosh-uy9gc26 күн бұрын
Ure na amoneya sulfet konta bhalo
@munna-world7 күн бұрын
গাছের প্রয়োজনের উপর নির্ভর করে যে, ভালো কোনটা মন্দ কোনটা।
@subhassarkar6903 Жыл бұрын
Dada matir gache deoyar poriman bolen
@munna-world Жыл бұрын
গাছের বয়স অনুযায়ী সারের পরিমাণ বাড়াতে হবে। গোড়া থেকে দুই-তিন ফুট দূরে গোলাকার করে মাটি ৬/৮ ইঞ্চি গভীর করে খুড়ে নরম করে সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিন। তারপর পানি দিন। আবারো বলছি গাছের বয়স যতো বেশি সারের পরিমাণও সে হিসেবে হবে। ১ বছরের একটি গাছের জন্য সর্বোচ্চ ১০০ গ্রাম করে।
@MdAmin-bl4ey5 ай бұрын
শশা গাছে ইউরিয়া স্প্রে করা যাবে
@munna-world5 ай бұрын
গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
@MdAmin-bl4ey5 ай бұрын
@@munna-world আপনার আর পরামর্শ দিতে হবে না।দুই সপ্তাহ পরে উত্তর দিচ্ছে👎
@jahurulislam2597 Жыл бұрын
আমাৰ বাৰিতে শুবাৰি গাছেৰ বাগান আছে বিশয় টা হলো য়ে ফল কম ধৰে।আশা কৰি ভালো পৰামৰ্শ দিবেন।
@munna-world Жыл бұрын
আপনার গাছের গোড়া থেকে দুই হাত দূরে গোলাকার করে মাটি আলগা করে তাতে গাছ প্রতি ১০০ গ্রাম পটাশ, ৫০ গ্রাম DAP, ৫০ গ্রাম TSP ও ২/৩ কেজি করে জৈব সার প্রয়োগ করুন। বছরে অন্তত ২ বার। আশাকরি ভালো ফল পাবেন।
@mdjoni89359 ай бұрын
আমার বেদনা গাছের ফল বড় হবার আগেই ফুল এবং ফল ঝরে যায় তা হলে কি কি সার ব্যাবহার কোরবো কতটুকু পরিমানে
@munna-world9 ай бұрын
আপনার গাছের সঠিক বর্ণনা জানাতে হবে।
@TuhinaNurАй бұрын
আমি একটা লেবু বীজ থেকে লেবুর চারা করেছি। ৩ মাস হলো। চারাটা মাএ ২ ইঞ্চি। খুব ছোট একটি টবে লাগিয়েছি । পাতা হলুদ হয়ে পাতা পুড়ার মতো হয়ে যাচ্ছে আর বৃদ্ধি হচ্ছে না। আমি একজনের কাছ থেকে সব ধরনের মিশানো এক ধরনের গুটি ধরনের সার নিয়েছে। শীতকাল এখন আমি কী লেবু চারায় সেই সার দিবো? আর কেমনে দিবো সারটি? দয়া করে বলবেন?
@munna-worldАй бұрын
এই অবস্থায় গাছটি কোন সার গ্রহণ করবেনা। একটু বড় টবে সাধারণ মাটির সাথে অর্ধেক পরিমাণ গোবরের সার মিশিয়ে চারাটি লাগিয়ে দিন এবং ৭/৮ ঘন্টা কড়া রোদ পায় এমন স্থানে রেখেদিন। আগামী ১ বছর কোন সারের প্রয়োজন হবেনা।
@ইচ্ছেমতোচলি7 ай бұрын
আমার মরিচ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এখন করনীয় কি যদি বলতেন
@munna-world3 ай бұрын
গোড়ায় পানি জমেছে কিনা দেখে দিন। পাতা হলুদ হলে পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়।
@MdparvezMia-qm6rfАй бұрын
আমি ছয় মাস হলো একটা লেচু গাছ লাগাছি কিন্তু নতুন পাতা হয় না আর গাছের উপরের পাতা গুলু ছোট ছোট হয়ে গেছে। আমি কয় দিন আগে পটাশ আর টিএসপি স্যার দিছি
@munna-worldАй бұрын
কোথায় লাগিয়েছেন? বিস্তারিত বলুন।
@KingKhan-ns1zs2 ай бұрын
এগুলো সব একসাথে অল্পপরিমানে দেয়া জাবে???
@munna-worldАй бұрын
পরিমাণ সামান্য বেশি হলে সেক্ষেত্রে গাছ মারা যাবে
@mr.nayankhan6900 Жыл бұрын
যে দুটি সার স্প্রে করার কথা বল্লেন অর্থাৎ জিংক এবং বোরন, এই দুটি বাদে বাকি সবগুলি আপনার ভিডিওতে উল্লেখিত পরিমান মত/রেশিও অনুযায়ী একসাথে মিশিয়ে কি গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে নাকি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন সার প্রয়োগ করতে হবে? এবং জিংক ও বোরন কি একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে? জানাবেন প্লিজ...
@munna-world Жыл бұрын
আপনার গাছের বিভিন্ন লক্ষণ ও প্রয়োজন বুঝে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। সবরকমের সার একসাথে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। তাই প্রথমে কয়েক ধরনের প্রয়োগ করুন এবং প্রয়োজনে ১৫ দিন পর অন্য ধরনের গুলো প্রয়োগ করতে পারেন।
@TapasGhosh-uy9gc26 күн бұрын
A sar ke expair hoya
@munna-world7 күн бұрын
জি হয়, সব জিনিসই একটা নির্দিষ্ট পর্যন্ত ভালো থাকে। সাধারণত যেকোন রাসায়নিক সার উৎপাদনের সময় থেকে ১২-১৮ মাস সবচেয়ে বেশি কার্যকর থাকে।
@AminurRohman-q3f Жыл бұрын
গাছের বয়স কতদিন হলে কি কি সার কত টুক দিতে হবে। জানালে ভালো হত।
@munna-world Жыл бұрын
টবের আকার, গাছের বয়স এবং গাছের প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। আপনার গাছের বিবরণ বললে সুবিধা হতো।
@mohammedjueal297010 ай бұрын
Mango plant tob 22 gallon
@md.saidulhoquechowdhury3386 ай бұрын
00
@mdhumayun2506Ай бұрын
Vai koi din por por gace sar dite hoy
@FastYear-v1jАй бұрын
Mase 1bar dela haba
@salimmuhammad-nt5pe4 ай бұрын
কেমিকাল সার কত দিন পর পর দেয়ার প্রয়োজন?
@munna-world4 ай бұрын
১৫-৪৫ দিন পরপর দেওয়া উচিত। গাছ যতো বড় হতে থাকবে দিন ততো কমাতে হবে। তবে ১৫ দিনের কম হবেনা।
@sohagmollah9260Ай бұрын
মাটিতে গাছ রোপন করেছি আম গাছ গাছের বয়স প্রায় দুই বছর এখন uria sar দেবো নাকি গোবর সার দেবো
@munna-worldАй бұрын
গোবরের সাব বেস্ট! জমিনে লাগানো আম গাছে ইউরিয়া সারের আলাদা কোন প্রয়োজন হয়না। তবে গাছ দূর্বল হলে গোবরের সারের সাথে গাছ প্রতি ৫০-৮০ গ্রাম পটাশ মিশিয়ে দিতে পারেন।
@rahmotkhan331411 ай бұрын
সার গুলো সব এক সাথে দিতে পারব
@munna-world11 ай бұрын
না। যে সারগুলো গাছের প্রয়োজন আছে মনে হয় শুধু সেগুলোই দিতে পারবেন। তবে মাটিতে লাগানো গাছে হলে সবগুলো একসাথে দিতে পারবেন।
@mizanurrahman-cf4dd Жыл бұрын
আমার পেয়ারা গাছে গত বছর ফল এসেছিল কিন্তু এবার ফুল আসে না কি করতে হবে একটু জানাবেন।
@munna-world Жыл бұрын
পেয়ারার লম্বা লম্বা ডাল গুলো হাত দিয়ে মুচড়িয়ে ভেঙে দিন। কাটবেন না, ভেঙে দিন। নতুন কুশি আসলেই আশাকরি ফুল আসবে।
@subhamdey6406 Жыл бұрын
ফল গাছ নার্সারি থেকে কিনে আনার পর প্রথমেই তিন চার বস্তা মাটির ধরে এইরকম কোন টবে বসানো যাবে। নাকি প্রথমে ছোট জায়গায় বসাতে হবে। No 2. 8 ইঞ্চি টব এ অল টাইম আম গাছ লাগানো হয়েছে। গাছটিতে কি কি সার দেব। আমার এই দুটো প্রশ্নের উত্তর পেলে খুব উপকৃত হব। 🙏🙏
@munna-world Жыл бұрын
যে কোন চারা/ গাছ এনে প্রথমেই কোন বড় আকারের টবে লাগাবেন না, প্রথমে কোন ১০-১২ ইঞ্চি টবে লাগিয়ে ১ বছর রেখে দিন। তারপর পর বড় ড্রামে বা টবে লাগাতে পারেন। ৮ ইঞ্চি টবের গাছে আপাতত জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিন।
ভাই,আমার একটা লটকন (ববি) গাছ আছে।এক দেড় বছরের হবে, গাছের কোনো বৃদ্ধি নেই, মাত্র এক হাত সমান হবে গাছ। কোন সারটা ইউজ করলে বাড়বে?
@munna-world8 ай бұрын
যদি টবে লাগানো হয়ে থাকে তাহলে- আধা চা চামচ পটাশ সার ও এক কেজি গোবরের সার গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে পানি দিন। গাছ সরাসরি রোদ পায় এমন স্থানে রাখুন। গাছ দ্রুত বড় হবে।
@raktimdas1933 Жыл бұрын
MOP ar NPK alada jinis broooo
@golamyeasdani5205 Жыл бұрын
Assalamu alaikum
@munna-world Жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম।
@kallolroy8076 Жыл бұрын
খুব সুন্দর ভিডিও 👍 আমার 90% পাতাবাহার আর 10% ফুল গাছ। সব রকম সার কি একসাথে মিশিয়ে দেয়া যাবে ? নাকি শুধূ NPK, DAP আর BORON দেবো ?
@munna-world Жыл бұрын
দেওয়া যাবে, তবে গাছের স্বাস্থ্য বিবেচনা করে দিতে হবে। পরিমাণ বেশি হলে গাছ মারা যেতে পারে।
@ranasgreengarden1810 Жыл бұрын
সঠিকভাবে সার ব্যবহার করতে পারবো আশাকরছি। ২ টি প্রশ্নের উত্তর পেলে খুব ভালো হয়; ১. বোরোন ও জিঙ্ক সার দুটি একসাথে মিশিয়ে কি স্প্রে করতে পারবো? ২. আপনি যে পরিমাণ গুলো বলেছেন সেই সঠিক পরিমাণে প্রতিটি একত্রে মিশিয়ে ব্যবহার করা যাবে কি?
@munna-world Жыл бұрын
১) দুটি একত্রে মিশিয়ে স্প্রে করতে পারবেন। ২) টব বা ড্রামের গাছে এভাবে সব সবরকমের সার একসাথে ব্যবহার করা উচিত নয়। গাছের প্রয়োজন বুঝে নির্দিষ্ট সার ব্যবহার করুন। অথবা প্রথমে কয়েকটি প্রয়োগ করুন আবার ১৫ দিন পর অন্যগুলো প্রয়োগ করুন। ধন্যবাদ
@nabuatunnessa2290 Жыл бұрын
জিংক আর বোরন এক সাথে ব্যবহার করা যাবে?
@munna-world Жыл бұрын
করা যাবে তবে দুই একদিন আগে পরে করলে ভালো হবে।
@rsstar6163 Жыл бұрын
আমার ছাদের মরিচ গাছে অনেক অনেক ফুল ফোটে কিন্তু মরিচ ধরে না অনেক দিন ধরে। কি করবো বলেন না দয়া করে।
@munna-world Жыл бұрын
পটাশ সার প্রয়োগ করতে হবে। প্রতিটি টবে ১/৪ চা চামচ পটাশ (MOP) সার দিন। সার না পেলে পাকা কলার খোসা পানিতে গুলিয়ে গাছের গোরায় দিন। ফুলের পরাগায়নের সমস্যাও থাকতে পারে। দুইটি ফুল দুই হাতে ধরে হালকা করে মিলিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন।
@salimmuhammad-nt5pe4 ай бұрын
কেমিকাল সার দিলে গোবর দেয়ার দরকার ?
@munna-world4 ай бұрын
গোবরের সারে অনেক মাইক্রো অর্গানিজম থাকে যা মাটির স্বাস্থ ঠিক রাখে, মাটি উর্বর করে এবং গাছের স্বাস্থ ঠিক রাখে।
@salimmuhammad-nt5pe4 ай бұрын
সব সার একটা টপ দেয়া যাবে। যেমন টি স পি হাপ্ উড়িয়া।...
@munna-world4 ай бұрын
দেওয়া যাবে, তবে পরিমাণ ঠিক রাখতে হবে।
@imranhossen624 Жыл бұрын
ধন্যবাদ
@imransshow6694 Жыл бұрын
প্রতিটি গাছে সব সার একসাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে?
@munna-world Жыл бұрын
যাবে। তবে পরিমাণ অবশ্যই ঠিক রাখতে হবে, বেশি হলে গাছ মারা যেতে পারে।
@Forhad680 Жыл бұрын
ভাই আম, গম গাছে দেওয়া যাবে সার
@munna-world Жыл бұрын
গাছে ফল থাকা অবস্থায়ও সার দেওয়া যাবে। তবে ১৫ দিনের মধ্যে ফল তুলবেন না।
@Forhad680 Жыл бұрын
@@munna-world আচ্ছা ভাই। কি সার দিমু।নতুন পাতা হলে তা জ্বলে যায় এটার কারণ কি। আপনার সঙ্গে কি ফোনে কথা বলা যাবে সরাসরি
@limuscreation2920Ай бұрын
মাটিতে গাছ লাগানোর আগে ইউরিয়া, টিএস পি ও পটাস সার দেওয়া মাটিতে মিক্স করে তারপর সবজি গাছ লাগাতে পারব
@munna-worldАй бұрын
না। গাছ মরে যাবে। এসব সার দেওয়ার কমপক্ষে ২১ দিন পর চারা লাগাতে হবে। অথবা রোপনের ১৪ দিন পরে পরিমাণ মতো সার দেওয়া যেতে পারে।
@sheikmujammel388 Жыл бұрын
সকল ধরনের,, শুধু সবজিতে কি ধরনের সার দিতে হবে,, কোন সার দিলে সবজিতে ফলন বেশি হবে কোন সার দিলে পোকায় ধরবে না রিপ্লাই প্লিজ বাড়ির উঠানে সবজি গুলো লাগানো হয় কোন সার দিলে মাটির উর্বরতা বেশি হয়
@munna-world Жыл бұрын
সব ধরনের সবজিতেই প্রাথমিকভাবে ইউরিয়া সার ব্যবহার করা যেতে পারে। সবজি গাছ গুলোতে পর্যাপ্ত রোদ পাওয়ার ব্যবস্থা করুন। সম্ভব হলে ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করতে পারেন। চমৎকার ফলাফল পাবেন।
পাতা কুঁকড়ে যায় মাকড় ও সাদা মাছির আক্রমণে, সারের কারণে না।
@rahmatullah4218 Жыл бұрын
প্রিয় আপনজন আমার ছালাম নিবেন, আমি একটা সম্সায় পরেছি আমার ছাদ বাগানে ৩০টা ফল গাছ। থাই জলপাই গাছের বয়স-৪ বছর ও আম গাছের বয়স-৮ বছর গাছ টা মনেহয় আর বাচাতে পরলাম না এখন আপনাদের পরামর্শ চাই 14/ 07/23 ব্যবহার করেছিলাম ছত্রাক, কীটনাশক, বোরন, বিটামিন পরিমাণ মত একত্রে 2-3-5-2 মিলি গ্রাম দিয়ে স্প্রে করেছি ৩দিন পর পর দুই বার এখন গাছের সমগ্র পাতা ঝরে পরেছে গাছ মরে জাবার উপক্রম হয়ে গেছে এখন আমি কি করিব গাছত বাচাতে হবে। ইতি-রহমান
@munna-world Жыл бұрын
ভাই, আপনি তো গাছকে পোলাও বিরিয়ানি ভূনা খিচুড়ি, পান্তা ভাত, রুটি.... পায়েস সব একসাথে খাওয়ানোর চেষ্টা করেছেন। তাই গাছের বদহজম হচ্ছে। এখন করনীয় হলো- গাছটাকে একটু ছায়ায় রেখে দেন, গোড়ার দিক থেকে সামন্য মাটি সরিয়ে একেবার সাধারণ শুকনো মাটি দিয়ে দেন। আক্রান্ত বা রুগ্ন পাতাগুলো ফেলে দেন এবং অপেক্ষা করুন। হয়তো বেঁচে যেতে পারে।
@SahebKhan-cr5td Жыл бұрын
ইউরিয়া পটাস জিং বোরন একসঙ্গে প্রে করাজাবে বলবেন
@munna-world Жыл бұрын
ইউরিয়া ও পটাশ সার স্প্রে করলে গাছের পাতা পুড়ে যাবে। জিংক পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন।
@tapankdebnath3869 Жыл бұрын
Mop আর NPK এক নয়।
@tashinofficial1233 ай бұрын
আমাকে জিংক দস্তা বলে সাগুদানার মত একটি পেকেট দিয়েছে এটা কোন কাজের যদি বলতেন
@munna-world3 ай бұрын
প্যাকেটের গায়ে কি লেখা আছে? চিলেটেড জিংক লেখা থাকলে ঠিক আছে, পাউডার বা দানাদার হতে পারে।