A.সমস্ত রিযিকের মালিক আল্লাহ B.আল্লাহর উপর ভরসা ও সন্তুষ্ট হওয়া C.নিজের সমর্থ অনুযায়ী চেস্টা করা
@earshadmohd6625 Жыл бұрын
A, C,B 2nd hobe nijer shamortho onujaye shorbottom try Kora than Allah r upor bhorosha kora
@abdullahalhanif7673 Жыл бұрын
@@earshadmohd6625 Allah Pak er upor bissyas & vorosa rekhe tarpor chesta kora.
@jonopriyostudio1805 Жыл бұрын
27:00
@NoobXDgaming Жыл бұрын
@@abdullahalhanif7673 mohanobi (s) age uth ta ke badh te bolsilen. tarpor vorosha korte bolesilen.
@mdnurullahbhuiyan9376 Жыл бұрын
অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি দেখলাম আপনি সবসময় কুরআন সম্মত কথা বলেন যা আমার খুব দরকার তাই সাবস্ক্রাইব করলাম
@king-root Жыл бұрын
😊
@king-root Жыл бұрын
😊
@Simantotalukder017 Жыл бұрын
@عبدالرحمٰن:"অবশ্যই তুমি পাবে" যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম...!🖤🌸 ~ সূরা আনফাল-৭০
@nazmulhasan-de4wj Жыл бұрын
মাথা থেকে অনেক দুশ্চিন্তা এবং হতাশা দূর হয়ে গেল❤ নিশ্চয়ই আল্লাহতায়ালা আমাকে পরীক্ষা করছেন।
@AshrafUllAh-pb4dj Жыл бұрын
ভাই শুনতে ভালো লাগে. কিন্তু যার কষ্ট তার ই থাকে. রিজিক আল্লাহ বরাদ্দ করলে কষ্ট করে লাভ কি. সব যদি আল্লাহ করে তাইলে আমাদের কাজ কি??? পালন করা কষ্ট.
@sayedmuhammadrabbi Жыл бұрын
@@AshrafUllAh-pb4dj Quran eh Allah ki boleseh vaijan? Ebadot korar jnno mnus ebong jin ke sristy kora hoiye se..
@abdurrahimabdurrahim402 Жыл бұрын
আমাকে ও
@ammahujor1088 Жыл бұрын
@@AshrafUllAh-pb4djক্ষক্ষন্তঞ😢
@mahfuzaakter3757 Жыл бұрын
@@AshrafUllAh-pb4dj) l
@md.kamruzzamannazrul9003 Жыл бұрын
খুব চমৎকার ভাবে বুঝানো হচ্ছে। কোনো গল্প কেচ্ছার ছোঁয়া নেই এই কুরআনিক আলোচনায়। মহান আল্লা আপনাকে এভাবে কোরআনের নিখুঁত ব্যাখ্যা দেওয়ার জন্য আরো বেশি শক্তি দান করুন, আমিন।
@-IqramulHaqAlvi-C Жыл бұрын
মাশাআল্লাহ , আপনার কথাগুলো অনেক ওয়াজ মাহফিল থেকেও গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, আল্লাহ আপনার পরিবারে রহমত দান করুক আমিন।❤❤
@tamzidtamzid5794 Жыл бұрын
Amin Allah
@tamzidtamzid5794 Жыл бұрын
Allah
@Holibut-Studio Жыл бұрын
ওয়াজ মাহফিল কথা এখানে আসলো কেন!! বেশি পন্ডিতি ভালো না!
@tahasinemon3585 Жыл бұрын
ahle hadis der waz sunen tahole bujben
@mohammedmiah7076 Жыл бұрын
@@Holibut-Studio আপনার নাম ROY ? ROY সাহেব ROY নাম কোরান হাদীছের কোথায় আছে।
@Ehsantawha Жыл бұрын
দেশের বাইরে আছি দুইমাস হলো, প্রতিদিন কান্নাকাটি করি বাসায় যাবো বাসায় যাবো,এখনো বেতনও পাইনি। এই মুহুর্তে আপনার ভিডিওগুলো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। আমার জন্য দোয়া করবেন ভাই
@habibajaved9794 Жыл бұрын
আল্লাহ্ আপনাকে রিযিক এ প্রশস্ততা দান করেন দোয়া করছি। মন বসতে কম পক্ষে ৬ মাস লাগবে ভাই। অভিজ্ঞতা থেকে বলছি।
@afafsar1603 Жыл бұрын
সেম ভাই ৭ মাস😢😢
@Anikanibd Жыл бұрын
আপনার এই আলোচনা গুলো আমি অনেক গভীরে গিয়ে বিশ্বাস করি এবং একিন আছে। alhamdulillah allah subhanahu wa ta'ala কাছে আমি যখন যা চাই তা পাই alhamdulillah এবং আমি দুনিয়ার কাউকে ভয় ও করি না & কারো কাছে কিছু চাই ও না , আমার allah subhanahu wa ta'ala ছাড়া
@rafiulazadchy.721 Жыл бұрын
অনেক দিন ধরে বিষয়টি নিয়ে অনেক দুর চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার। জাজাকাল্লাহ খাইরান।
@alamabdul7840 Жыл бұрын
আলহামদুলিল্লাহ স্যার আপনার আলোচনা শুনার মাধ্যমে আল্লাহ আমার জীবন টা সহজ করে দিবেন ইনশাল্লাহ,,, আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ কাছে আপনার নেক হায়াত কামনা করছি
@alamgirhossainkhan3464 Жыл бұрын
খুবই সুন্দর একটি আলোচনা !!🥰🥰 বুঝতে শেখার পর থেকেই ভাবতাম যে বাংলাদেশে ধর্মীয় আলোচনাগুলো 'নির্দিষ্ট বিষয়ভিত্তিক লেকচার আকারে' কবে পাবো - যেমনটি ডাক্তার জাকির নায়েক সহ বিশ্বের অনেক স্কলাররা আলোচনা রেখে থাকেন,,,, আলহামদুলিল্লাহ ইয়াহিয়া আমিন ভাই আমাদের দেশের সেই পথে ভালো একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন !!!
@অপর্না-শ৪ধ Жыл бұрын
যতই শুনছি আরও আগ্রহ বাড়ছে। সুবহানআল্লাহ। আমিও সহজ তাফসীর এর সোর্স জানতে চাই
@yousufali9414 Жыл бұрын
❤
@mohammadrahman6921 Жыл бұрын
❤ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মহান আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা নড়াচড়া করে না ♥️
@jahangirmolla5554 Жыл бұрын
আমি কয়েক মাস হলো খুবি দুশ্চিন্তায় আছি। আপনার কথাগুলো শুনে মনে অনেক সাহস আসছে।আল্লাহ আমাকে অনেক ভালো কিছু দান করেছে।তারপরও দুশ্চিন্তা কাটে না। আপনার কথা গুলো কুরআন দারা ব্যাক্ষা দেওয়ার কারনে মন ছুয়ে গেছে।আল্লাহ সবাইকে কুরআন ও হাদিসের আলোকে জীবন চালানোর তৌফিক দান করুক
@samihatahsinmumu6241 Жыл бұрын
জাযাকাল্লাহ খাইরান sir. এত সুন্দর কথা যা আমাকে আমার আল্লাহর সাথে কানেক্ট করে,আল্লাহ তা লা কে জীবনে আরো ব্যাপকভাবে অন্তর্ভুক্তির জন্য অসাধারণ কথাগুলো।❤এইটা খুবই প্রয়োজন ছিল । অসংখ্য ধন্যবাদ।❤
@sirajulislamsiraj9071 Жыл бұрын
Khub Valo .
@mortuzaali2460 Жыл бұрын
হেলিকপ্টার হুজুরেরা কি বলে কিছুই বুঝিনা, আপনার কথা পুরাটাই বুঝতে পারছি, অনেক সুন্দর উদাহরণ, আলহামদুলিল্লাহ।
@kingasif13 Жыл бұрын
ওরা তো হেলিকপ্টারের এড দেয়
@tanjilaafroj9342 Жыл бұрын
মহান আল্লাহ তায়া’লা 'আপনার নেক হায়াত ও ইসলামের দাওয়াতী কাজ অব্যাহত রাখুক অবিরাম......
@rubelprodhan5736 Жыл бұрын
আপনার কুরআন এবং বিজ্ঞান সম্পর্কিত আলোচনা আমাদের জন্য খুবই সহায়ক হবে।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
@absaruddin9782 Жыл бұрын
মাশাআল্লাহ, চমৎকার আলোচনা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন
@princeshikdar-jz7yo Жыл бұрын
কথা গুলোর দাম আছে❤যদিও আমাদের সমাজে আসল নোলেজ এর আলো নেই তাই আজ সমাজের এই দূর অবস্থা 😢
@Barista_life140 Жыл бұрын
মাশাআল্লাহ আপনার কথা গুলো কুরআন হাদীসের আলোকে আমাদের জীবনের অনেক গুরুত্ব বহন করে।
@helaluddin-gt3sx Жыл бұрын
"আল্লাহ মানুষের জন্য যে রহমত খুলে দেন, তা রোধ করার কেউ নেই, আর যা তিনি রুদ্ধ করেন, এমন কেউ নেই যে তারপর তা উন্মুক্ত করতে পারে। তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।" সূরা ফাতির, আয়াত ২।
@anisurrahman870 Жыл бұрын
الله أكبر الله أكبر و لله الحمد
@abs3732 Жыл бұрын
ছোট বেলা থেকেই জানি রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা।।
@janah999 Жыл бұрын
সব গুলো কথা এমন ভাবে শুনেছি,, স্যার কে কি দিয়ে ধন্যবাদ জানাবো, সারাজীবন মনে থাকবে,, ইনশাআল্লাহ তাকওয়া ১০০% পরিপূর্ণ করার তৌফিক আল্লাহর কাছে চাইবো শুধু
@omorfaruk8219 Жыл бұрын
সত্যি অনেক চিন্তা মুক্ত মনে হচ্ছে।আল্লাহ আপনাকে আরো ভালো কথা বলার তৌফিক দান করুন 🙂
@samihanigar1006 Жыл бұрын
আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান আলোচনার জন্য শুকরিয়া আদায় করছি, জাজাকাল্লাহ খাইরান। আমি এমনিতেই আল্লাহর উপর ভরসা করি, আপনার এই আলোচনা শুনে আমার আল্লাহর উপর তাওয়াককুল টা আরও বেড়ে গেলো আলহামদুলিল্লাহ।
@mokbulhossain4605 Жыл бұрын
সোবাহানআল্লাহ, আলহামদুল্লিাহ, আল্লাহুআকবার, দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য যা কল্যাণকর যেই রিজিক দান করুক। আমিন।
@mainulislam8756 Жыл бұрын
আল্লাহ্ উপরে কারোর কোন ক্ষমতা নেই। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর ভাবে কোরান শরীফ তরজমা করে বুঝিয়েছেন। অনেক আলেম এ ভাবে সুন্দর করে বোঝাতে পারেন না। আলহামদুলিল্লাহ।
@ashrafulalam8215 Жыл бұрын
এতো সুন্দর ব্যাখ্যা আগে শুনিনি। জাজাকাল্লাহ ❤❤
@mazedaislam2438 Жыл бұрын
আমি আপনার রেগুলার শ্রোতা.... আপনি অনেক জ্ঞানী মানুষ,আমি আপনার মত মানুষ হতে চাই যদিও বর্তমানে ভুল পথে পরিচালিত হচ্ছি... আপনাকে মন থেকে রেসপেক্ট করি। সবাই যদি আপনার মত হতো কতই না ভালোহতো!!! এভাবেই সারা জীবন ধর্মকে তুলে ধরিয়েন। আল্লাহ আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুন🤲
@crazy_boy8519 Жыл бұрын
আলহামদুলিল্লাহ আমি সবদিকেই মোটামোটি নিজেকে ফারফেক্ট করেচি কিন্তু কোন সোর্স পাচিন্না, আল্লাহ ভরসা আর কোন চিন্তা নেই।
@jubayer971 Жыл бұрын
আল কুরআনের কথাগুলো আপনি খুব সুন্দর করে বলেছেন। বহুত বহুত শুকরিয়া আপকো ভাই... ❤❤❤
@jewelrana427 Жыл бұрын
আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আলোচনা এবং আলহামদুলিল্লাহ এই আলোচনার মধ্যে থেকে আমার জীবনের অনেক সমস্যার সমাধান পেলাম
@selimahmed4026 Жыл бұрын
Shukria aday Kara. As alhamdulillah ala kulli HAL.
@amir-wp1lk Жыл бұрын
স্যার আল্লাহ আপনাকে প্রশান্তি দান করুন, এত সুন্দর বুঝিয়ে দিয়ে আমাদের প্রশান্তি দিছেন।
মাশা আল্লাহ। প্রিয় ভাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তায়ালা আপনি আমার প্রিয় ভাইকে উত্তম প্রতিদান দিন।
@shafinazakter642 Жыл бұрын
আলহামদুলিল্লাহ,,, আপনার এই আলোচনা শুনতে পারাও এক ধরনের রিযিক,,,কেননা নিজের উপলব্ধি উন্নত করতে পারছি,,,,, ইনশাআল্লাহ।
@School-Psychology41 Жыл бұрын
শুনাও কোন ধরনের রিযিক বুঝলাম না ঠিক 😮😊
@md.rashidulislam4997 Жыл бұрын
আল্লাহ পাক যে ভাবে রেখেছেন, তাতেই আলহামদুলিল্লাহ ❤❤❤
@farhanaahmed8479 Жыл бұрын
ড় আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আলোচনা শোনার সুযোগ আল্লাহ করে দিল
@shiblosohan4900 Жыл бұрын
আল্লাহর উপর পুরো ভরসা করতে হবে। হে আল্লাহ আপনি আমাদেরকে একমাত্র আপনার উপর ভরসা রাখার তৌফিক দান করুন।
@khalilullah5876 Жыл бұрын
খুব ভালো লাগলো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন।
@afrozabegum4798 Жыл бұрын
আপনার বক্তব্যের সাথে আমার বাস্তবতার খুব মিল রয়েছে। স্বামীর মৃত্যুর পর আমি আর্থিকভাবে নিঃস্ব হয়ে ছিলাম। তারপর যা কিছু এবং যেভাবে আর্থিক সহায়তা আসছে শুধুমাত্র আল্লাহ প্রদত্ত, এমনও হয়েছে আর্থিক সংযোগ যেন অলৌকিক ভাবে সংঘটিত হয়েছে। জ্বি, সূরাহ বাকারাহ থেকে, কুলিল্লাহ হুম্মা মুলকে তু তিল.... এই আয়াত আমি সব সময় পড়তাম, এর ফজিলত আমি পাচ্ছি, ইনশাআল্লাহ পাবো।
@JourneyWithJunaed Жыл бұрын
আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। সব জানি। কিন্তু আপনি অসাধারণ ভাবে মাথায় গেঁথে দেন ❤️
@easilyislam6749 Жыл бұрын
মা শা আল্লাহ কি সুন্দর পরিপূর্ণ আলোচনা,, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন
@tanvirhossenemon6322 Жыл бұрын
আপনি বাংলাদেশের একটি সোনার টুকরা❤
@jasmineferdous8297 Жыл бұрын
আলহামদুলিল্লাহ,,, এই বিশ্বাসই আমাকে আললাহ ভলো রেখেছেন❤️❤️❤️
@sumyaafroze5586 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। কি অসাধারণ ব্যাখ্যা! আল্লাহ আপনাকে দিন দিন আরো এগিয়ে যাওয়ার তাওফিক দিন। দুআ করি,আমরা সাধারন মুসলিমরা যেন এসব বিষয় বুঝে সামনে এগিয়ে যেতে পারি।আমিন।
@sirajulislamsiraj9071 Жыл бұрын
Yes.
@masudparvez3889 Жыл бұрын
@@sirajulislamsiraj9071 @ঽ
@kanizhusnaakbory3646 Жыл бұрын
ভালো লাগলো।আমার আব্বু সব সময় রিজিক নিয়ে কথা বলতেন।আল্লাহ আমাদের রিজিকদাতা,অন্য কেউ সেটা দিতে পারবেনা।
@GohanTG01 Жыл бұрын
A small suggestion Yahia Sir. Please add English subtitles for the international listeners from next podcast. Because this podcast is a gem & they need to hear you also mashaaAllah. May Allah Bless you . Jazakallahu Khair! ♥️
আমার জীবনের একটি অসাধারন শিক্ষা এই ভিডিও দেখে ও শুনে লাভ করলাম সেটি হল আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন। আর রিযিক, রিযিক এবং রিযিক টা কি তা ভালভাবে উপলব্দি করলাম ।
@mohammadjalal8193 Жыл бұрын
আলহামদুলিল্লাহ , খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ধন্যবাদ ভাইয়াকে
@yahyaimran9970 Жыл бұрын
উলামায়ে দেওবন্দের সাথে আপনার কথাগুলো মিলে যায়,,, এই জন্য হয়তো এরা অল্প বেতন পেয়েও অনেক সুখি।।।
@MdAlamin-xw4lx Жыл бұрын
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমীন
@mdsohagsorkaer6623 Жыл бұрын
আলহামদুলিল্লাহ টাকার বিষয়ে ক্ষোভ হতাশা ছিলাম আপনার এই লেকচার শুনে হতাশা দূর হয়ে গেলো এবং আমিও খুব ভাবি কাজ করতে হবে তারপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে কষ্টের মাধ্যমেই তার সফল এবং আল্লাহর রহমত থাকে
@WoodlandsAway10 Жыл бұрын
I want to express my heartfelt appreciation for the immensely insightful KZbin video you created. The way you delve into the financial lessons and principles derived from Islamic teachings is truly remarkable. Your content goes beyond surface-level and provides deep insights in to the principles that guide us in our financial endeavors. A. Allah Subhanahu Wa Ta'ala is the owner of all sustenance, all sustenance belongs to Allah. B. Trust Allah Subhanahu Wa Ta'ala! Be appreciative of and happy with what Allah has given you. C. Do your utmost to improve your condition by working hard.
@mdsahaporan5172 Жыл бұрын
প্রথম বার শুনলাম খুবই ভালো লাগো। আল্লাহ যে বাবে রাখে তাতেই শুকরিয়া
@faisalahmed6243 Жыл бұрын
আপনার মত চিন্তা আমরা করি না। মাশা-আল্লাহ
@mamunfeni3836 Жыл бұрын
Sokol kicor Malik allah
@hasnutzamil2000 Жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এগুলো বিবেচনা না করার কারনেই আজকে আমাদের দুরবস্থা।
@farhanaparveen1715 Жыл бұрын
আমাদের শিক্ষিত সমাজে (তথাকথিত) দাড়ি টুপি তে এলার্জি আছে, তাই আপনাকেই হাল ধরতে হবে কুরআনের আলো পৌছানোর।।
@md.jahidul7886 Жыл бұрын
আপনি দাড়ি টুপিতে এলার্জি বলতে কি বুঝতে চান।?
@manamamanama6652 Жыл бұрын
ে
@manamamanama6652 Жыл бұрын
ো
@MuslimNetwork_ksm Жыл бұрын
বক্তব্য স্পষ্ট করুন
@AbdusSalam-fd1gs Жыл бұрын
Idiot, dari rakhar upokar u tube a dekho
@jahanurrahamanmondal9511 Жыл бұрын
আমি ভারত থেকে দেখছি। আজকে প্রথম। খুব শান্তি পেয়েছি।
@zahidmuslim4110 Жыл бұрын
May ALLAH Blesses you steadfastness and Rewards for your striving ( for the sake of ALLAH)...
@nishatkhan5771 Жыл бұрын
আপনার প্রত্যকটা কথা ভালো লাগছে তার মধ্যে বেশি ভালো লাগছে নিজেকে পরিবর্তন না করলে জিবন পরিবর্তন হবেনা এটা আমার জিবনের সঙ্গে মিলে গেছে
@DrAtaulAlamgirPhd Жыл бұрын
What an analysis.....!!!! Great.... Alhamdulillah.... May Allah provide you more power of knowledge for the benefit of Muslim ummah...
Financial anxiety - 1) Believe - Allah rabbul alamin riziker Malik 2) Dependent on Allah rabbul alamin. 3) Trying heart and soul.
@mirmominmomin5664 Жыл бұрын
আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত কিছুর মালিক, হায়াত, মউত, রিজীক। আমার প্রশ্ন অবৈধ্য পন্থ্যায় মানুষ যে রিজীক পায় তাও আল্লাহর পক্ষ থেকে, না অন্য কারো পক্ষ থেকে ।
@FaisalKhan-eh5bs Жыл бұрын
I was feeling down and stressing alot for the last few weeks regarding my work life. I really felt like this video was a reminder (part of the riziq) for me, which is reminding me again that everything is planned by Allah SWT and indeed He is the best planner. whatever is happening, happening for a reason. Thanks yahia amin bhai for a such a wonderful video !
@ehsanulhaque6973 Жыл бұрын
.jj
@FunTopBot Жыл бұрын
ভাই আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দান করেছেন মাশাল্লাহ তাই আপনার আলোচনা থেকে কিছু না কিছু আহোরণ করতে পারি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন
@tahjibulislam1807 Жыл бұрын
Todays Video Is Very Motivating For The General background Peoples
@iqbalsarder3423 Жыл бұрын
আপনার একটা ভিডিও দেখলাম ভাই খুব ভালো লাগলো। আমি কোন সময় হতাশায় ভূগলে আমি আল্লাহর উপর ভরসা করেই এগিয়ে চলি এভাবেই আমি প্রশান্তি পাই। আমি কোন দিন বিপদে পরলে এভাবে ভেবে বিপদ মুক্ত হয়েছি।
@jadbhairabhi Жыл бұрын
Masallah. Time bound discussion for Muslims. Thanks.
@md.sakibrana4260 Жыл бұрын
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন... আল্লাহ আপনাকে ইসলামের খেজমতে কবুল করুন... আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন... আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ দান করুন... আ-মীন...
উনার এক একটা ভিডিও সব মাস্টারপিস। আমি যে মনে কতো শান্তি পাই, কিভাবে বুঝাই বলেন। সিদ্ধান্ত নিতে কতো সাচ্ছন্দ্য বোধ করি। অনেক দোয়া রইলো, স্যার ❤️❤️
@sarowarjahan597 Жыл бұрын
আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা ❤
@sssociety686 Жыл бұрын
ما شاء الله بارك الله فيكم. আলোচনা সুন্দর হয়েছে। আল্লাহ্ কবুল করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনার এবং মুসলিম উম্মার কল্যাণ করুন!
@yaminmirza2667 Жыл бұрын
Jazak Allah, brother Yahya Amin. Great Explanation..!!💚
@jubayer971 Жыл бұрын
ভাই আপনার কথাগুলো শুনে মনটা অনেক শান্তি তে ভরে গেলো।আর সাথে সাথে অনেক টেনশন দূর হয়ে গেলো....❤❤❤
@JannatulFerdous-po1bh Жыл бұрын
আসসালামু আলাইকুম! মানুষ তো জানেই না কার উপর বিশ্বাস আর ভরষা করতে হয়!
@mokulhasan4362 Жыл бұрын
রিজিকের ব্যপারে কথা গুলো ১০০% ঠিক।
@abjnaturally5989 Жыл бұрын
অনেক তথ্যপূর্ন গুরুত্বপূর্ণ বিষয়,, 👍💘
@saleemalhaq3549 Жыл бұрын
আল্লাহ এমন কথা সবাইকে শোনার তৌফিক দান করেন।।
@shimutahcin4108 Жыл бұрын
MashaaAllah JajakaaAllahu Khairaan Beautiful Explanation. May Allah bless you n accept your all Dedication 🤲 Best wishes for you 👍🏻 Go Ahead with Success ❤
@osmangoni6324 Жыл бұрын
আলহামদুলিল্লাহ।
@adnanabdullah3327 Жыл бұрын
অনেক সত্যি কথা বলেছেন মিডিয়া জগতে অনেকে আল্লাহ এর কথা খুব কম বলা হয়
@mdalauddin1577 Жыл бұрын
it’s good analyses and also knowledge. May Allah keep us safe.
@tareqislam1434 Жыл бұрын
আপনি এত ভাল কাজ দেখে আমি ঈর্ষানিত
@salimkhaneibo7108 Жыл бұрын
প্রতিটা এপিসোড অসাধারণ স্যার।❤️❤️❤️❤️❤️
@durulhaji5146 Жыл бұрын
Alhamdulillah Allahu Akbar
@aropu1920 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, আপনার প্রত্যেকটা বাক্য মনে হচ্ছে আমার জন্য।
@mirakibhasan Жыл бұрын
ধন্যবাদ ইয়াহিয়া ভাই। খুব সুন্দর একটি বিশ্লেষণ 🌸
@tib-bd Жыл бұрын
আলহামদুলিল্লাহ, সুন্দর ও সহীহ আলোচনা। জাজাকাল্লাহ খাইরান।