টাকার মনোবিজ্ঞান । Psychology Of Money Book Summary Bangla

  Рет қаралды 5,164

Mind Of Rabby

Mind Of Rabby

Күн бұрын

Пікірлер: 21
@mindofrabby
@mindofrabby 26 күн бұрын
১। টাকা পয়সা নিয়ে আমার ধারণা/ফিলোসফি: প্রথমত আমার ধারণা মানে আমার ব্যক্তিগত বিষয় নয়। বরং আমি সামগ্রিকভাবে যেভাবে অনুভব করি তাই। টাকা সুখের নিশ্চয়তা দিতে পারে না সত্য, কিন্তু টাকার অভাব দুঃখের নিশ্চয়তা ঠিকই দেয়। তাই জীবনধারণের জন্যে একটা পর্যাপ্ত পরিমাণ টাকা অবশ্যই দরকার। কিন্তু এই পর্যাপ্তটুকু কতটুকু? আমার কাছে ৫ বছর আগে যে পরিমাণ টাকা পর্যাপ্ত মনে হতো, এখনো কি ততটুকুই? না। "পর্যাপ্ত টাকার" পর্যাপ্ত কোনো সীমা নেই। হয়তো এটা কখনো থাকেও না। কিন্তু আমাদের থামতে হবে কোথাও না কোথাও। টাকা নিয়ে আমার ধারণা প্রতিনিয়ত বদলাচ্ছে। সামনে হয়তো আরো বদলাবে। কিন্তু টাকার সবচেয়ে বড় বিপদ হলো- সীমাহীন টাকার চাহিদা তৈরি হওয়া। এই চাহিদার জন্যে যে মানুষ সবসময় অসৎ পথে যায় এমন না ব্যাপারটা। এর খারাপ দিক আছে মানসিক জগতেও। আমাদের কোথাও না কোথাও, কখনো না কখনো নিজেদেরকে একটা নির্দিষ্ট সীমায় চাহিদা সেট করতে শেখা উচিত। কারণ আজকের জীবনের লাক্সারি পরিণত হয় আমাদের আগামীকালের চাহিদায়। এভাবেই টাকা আমাদের অদ্ভুত এক মরীচিকায় ফেলে। ভুলিয়ে দেয় কতটুকু আমার জন্যে পর্যাপ্ত, আর বাড়তি কতটুকুর জন্যে অদরকারি রিস্ক, দুঃশ্চিন্তা মাথা পেতে নেওয়া উচিত নয়। বর্তমান ভোগবাদের অর্থনীতির চাকা আমাদের লাক্সারিকে আমাদের নেসেসিটিকে পরিণত করে দেয়। আমরাও লালায়িত হই। বাট এত কথা বলার পরেও মনে হয়, আমার এসব কথায় ঝামেলা আছে। টাকার সীমাহীম চাহিদা থাকা কি খারাপ? এটা নিয়ে এভাবে হুটহাট উত্তর দেওয়াটা খুবই রিস্কি। কারণ আমার নিজের মনস্তত্ত্বও খুব একটা কোনো মতামতে স্থির নয়। কখনো মনে হয়, একটা বিশাল আকাশ ছোঁয়া স্বপ্নই নিয়ম। আবার আরেকদিকে মনে হয়, অধিক অধিক টাকা থাকার চেয়ে একটা ব্যালেন্সড লাইফের সন্ধানে যাওয়াটাই উচিত। অধিকাংশই দ্বিতীয়টার সাফাই গায়, কিন্তু বৃহত্তর মানবমনের ভেতরকার সম্পদ আর টাকার প্রতি যে তাড়না, অধিকার আর অধিগ্রহণের যে তাড়না সেই তাড়নাটাই মুখ্য হয়ে উঠে। ২। আমার স্ট্রং আর উইক সাইড: সত্যি বলতে, আমার বেশিরভাগই উইকনেস। এই বইটা পড়ে নিজের উইকনেসগুলো আরো ভালোভাবে চিনতে পেরেছি। কিন্তু এই বই পড়ার আগে থেকেই একটা ভালো স্বভাব ছিলো। যেটা এই বইয়ে প্রমোট করেছেন লেখক। লাক্সারি লাইফ লিড করার জন্যে টাকা না উড়ানো, ধারদেনা না করা। এই অভ্যাসগুলো হয়তো মায়ের কাছ থেকে পাওয়া। কিন্তু মায়ের তো সেভিংসের স্বভাব আছে। আমার সেই স্কিলটা টোটালই নেই। আমার হাতে টাকা থাকে না। তাই অবশ্য যাতে বাজে কাজে নষ্ট না হয়ে যায়, তাই হাতে থাকা টাকা দিয়ে ভালো কিছুতে ইনভেস্ট করে ফেলি। যেমন পিসি বিল্ড করা, ইউটিউবের জন্যে ইন্সট্রুমেন্ট কিনে ফেলা। এগুলোকে ভালোর কাতারে কিছুটা ফেলা যায় বলে আমার মনে হয়। আরো কি কি বলা যায়? আপাতত মাথায় আসছে না। সামনে মাথায় আসলে আপডেট করে দিবো। ৩। মানি ম্যানেজমেন্টের জগতে নিজেকে ১০ এ কত দিবো? -- খুবই কম। ০২/১০। আরো অনেক গুছিয়ে নেওয়া বাকি। এটা অস্বীকার করলে আবার নিজের প্রতি অন্যায় হবে- অনেক ক্ষেত্রে আগের চেয়ে উন্নতি হয়েছে। কিন্তু অনেক দরকারি জায়গায় খুবই কাঁচা। টাকার স্কিলের সাথে কানেক্টেড হচ্ছে প্রডাক্টিভিটি। ওই জায়গাটাও ইম্প্রুভ করতে হবে। টাকার ম্যানেজমেন্টের সাথে কিন্তু প্রডাক্টিভিটির একটা ভালো সম্পর্ক আছে। এমন না যে, দুটোই সমার্থক। কিন্তু ভালো একটা পরিমাণ মানুষ আছে যারা প্রডাক্টিভ, পাশাপাশি খুব মানি ম্যানেজমেন্টের দক্ষতা আছে।
@mohammadimranulalam2042
@mohammadimranulalam2042 26 күн бұрын
Very Informative, Thanks
@mindofrabby
@mindofrabby 26 күн бұрын
Glad it was helpful!
@mohammadmirazhossen2179
@mohammadmirazhossen2179 26 күн бұрын
বইটি সত্যিই পড়া উচিত ❤
@mindofrabby
@mindofrabby 26 күн бұрын
Thanks
@YakubAli-lf3ke
@YakubAli-lf3ke 16 күн бұрын
From chittagong, watching from Switzerland 🇨🇭. 👍👍👍👍
@mindofrabby
@mindofrabby 16 күн бұрын
Thanks brother. সামনে আরো বুক রিভিউ আসবে। আশা করি, ভালো লাগবে।
@Amitbro-m8e
@Amitbro-m8e 26 күн бұрын
Big fan bhai big fan❤ এগিয়ে যান শুভকামনা রইল 🎉
@mindofrabby
@mindofrabby 26 күн бұрын
Thanks brother
@rajinhassany6640
@rajinhassany6640 26 күн бұрын
Shera 💯💯
@mindofrabby
@mindofrabby 26 күн бұрын
Thanks
@HasanTechBD75
@HasanTechBD75 25 күн бұрын
অসাধারণ একটি ভিডিও ভাইয়া
@mindofrabby
@mindofrabby 25 күн бұрын
thanks
@NogoderJogot
@NogoderJogot 15 күн бұрын
❤❤❤ চমৎকার নিবেদন দারুণ লাগলো চালিয়ে যান পাশে আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ আগামীতে ❤❤❤
@mindofrabby
@mindofrabby 15 күн бұрын
Thanks brother
@subhaschandraghosh9878
@subhaschandraghosh9878 23 күн бұрын
ভাই আমি পশ্চিম বঙ্গ থেকে আপনার ভিডিওটি দেখছি। ভালো লাগলো। কিন্তু এই মূহুর্তে আমরা ভারতীয়রা চট্টগ্রাম নিয়ে উদ্বিগ্নে আছি। চট্টগ্রাম কি স্বাভাবিক হয়েছে ? ভিডিও এর বাইরে কথা বলা র জন্য দুঃখিত।
@mindofrabby
@mindofrabby 23 күн бұрын
জ্বী এখন স্বাভাবিক।
@SheikhTahsin-po3qd
@SheikhTahsin-po3qd 18 күн бұрын
ইউনুসের কারণে আমাদের দেশ টা শেষ দাদা😢
@abhoydebnath__1
@abhoydebnath__1 24 күн бұрын
স্যার, আপনার বাড়ি কোথায়
@mindofrabby
@mindofrabby 24 күн бұрын
দাদা, আমার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। আপনার কোথায়?
@abhoydebnath__1
@abhoydebnath__1 24 күн бұрын
@mindofrabby প্রথমত আমি আপনার ভাই হবো দাদা ☺আর আমার বাড়ি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার নামক জেলায়
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 17 МЛН