No video

টাকা উসুল করতে গিয়ে খাবার অপচয় করছেন না-তো? | BBC Bangla

  Рет қаралды 291,827

BBC News বাংলা

BBC News বাংলা

Жыл бұрын

#bbcbangla
সম্প্রতি এক জরিপে উঠে এসেছে একজন বাংলাদেশি গড়ে ৬৫ কেজি খাবার অপচয় করেন এবং প্রতি বছর বাংলাদেশে এক কোটি টনের বেশি খাবার অপচয় হয়।
রেস্তোরাঁর পরিচালকরা জানান, বুফে খেতে এসে অনেক গ্রাহকই অতিরিক্ত পরিমাণ খাবার অপচয় করেন।
মূলত যে টাকা পরিশোধ করে গ্রাহকরা বুফে খেতে আসেন সেটি উসুল করতে গিয়ে তারা খাবার অপচয় করেন।
তবে গ্রাহকদের অনেকের অভিযোগ অনেক ক্ষেত্রে খাবারের স্বাদ ও মান ভালো না হোলে বাধ্য হয়ে তারা ওসব খাবার ফেলে দেন।
বুফে খেতে গিয়ে কী কী ভুলে খাবার অপচয় হয় এবং এটি কমানোর উপায় কী জানতে দেখুন বিবিসির শাহনেওয়াজ রকির ভিডিও প্রতিবেদনে।
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: www.bbc.co.uk/...
ফেসবুক: / bbcbengaliservice​​​
টুইটার: / bbcbangla
#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
*******************************************

Пікірлер: 335
@masumbillahEEE
@masumbillahEEE Жыл бұрын
যারা বুফে খান, দয়া করে খাবার নষ্ট করবেন না
@mrlogic873
@mrlogic873 Жыл бұрын
nosto hobei
@masumbillahEEE
@masumbillahEEE Жыл бұрын
@@mrlogic873 সচেতন থাকলে নষ্ট হবার সম্ভাবনা শূন্য
@rose99.
@rose99. Жыл бұрын
@@masumbillahEEE ঠিক বলেছেন আপনি। বুফেতে খেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু কখনও খাবার অপচয় বা নষ্ট করিনি।কখনোই না।আমার মনে হয় , যারা এসব খাবার খায়নি এবং লোভী টাইপের মানুষ আর যারা খাবার অপচয় না করার শিক্ষাটা পায়নি তারাই এমন অসভ্য আর অমানবিক কাজ করতে পারে।
@jannatulzareen9156
@jannatulzareen9156 Жыл бұрын
Etta kothy
@mrlogic873
@mrlogic873 Жыл бұрын
@@masumbillahEEE apni jotoi socheton thaken, nosto hobei, onek somoi waiter e khabar sesh hower age niye jai.
@mohammadfarhadreja3219
@mohammadfarhadreja3219 Жыл бұрын
যুগোপযোগী প্রতিবেদন। ধন্যবাদ বিবিসি বাংলা কে।
@hmusmangoni8989
@hmusmangoni8989 Жыл бұрын
গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, অপচয় থেকে বেরিয়ে আসা উচিৎ
@anik345612
@anik345612 Жыл бұрын
জার্মানিতে রেস্টুরেন্টে খাবার অপচয় করলে জরিমানার ব্যাবস্থা আছে, বাংলাদেশেও এই আইন চালু থাকলে অপচয় কমে যাবে
@jannatulzareen9156
@jannatulzareen9156 Жыл бұрын
Right dese
@theuniverse7916
@theuniverse7916 Жыл бұрын
ঢাকার বেশ কয়েকটি বুফেতে দেখলাম, অন্যান্য রেস্টুরেন্টের খাবারের চেয়ে বুফের খাবারের স্বাদ ও মান দুটোই কম , যা বুফের খাবার অপচয় হওয়ার অন্যতম কারণ। বুফে মালিকদের খেয়াল রাখতে হবে, যেন খাবারের মান ও স্বাদ বজায় থাকে। যার ফলে খাবার অপচয় রোধ করা সম্ভব হবে।
@helsinki125
@helsinki125 Жыл бұрын
সকলে নিজ দায়িত্বে সচেতনতা অবলম্বন করে খাবার অপচয় রোধ করা উচিত।
@Srabon_S_europe_info
@Srabon_S_europe_info Жыл бұрын
আমাদের সবার উচিত কোন ভাবেই যেন এতটুকু খাবার নষ্ট না হয়। যেকোন খাবার নেয়ার সময় আমি হিসাব করে কিছু কম নিয়ে থাকি। খাবার নষ্ট করাটা আমি একদম মেনে নিতে পারি না। পানির ক্ষেত্রেও একই রকম আমি
@swengla
@swengla Жыл бұрын
এটাই ভালো যে অল্প নিয়ে সময় করে খাওয়া এতে স্বাস্থ্যের জন্য ভালো
@bijoydas9484
@bijoydas9484 Жыл бұрын
আসলে যারা খবার নষ্ট করে,তারা হয়তো কখনো ঢাকা শহরে না খেতে পারা মানুষের কষ্টটাই উপলব্ধি করতে পারে নি😔।।অনেক অনেক ধন্যবাদ "BBC বাংলা" কে এতো সুন্দর একটা প্রতিবেদন তুলে ধরার জন্য ❤️
@Forkanulislam5562
@Forkanulislam5562 Жыл бұрын
বিদেশের তুলনায় বাংলাদেশের হোটেল সহ বিভিন্ন আয়োজনগুলিতে খাবার একটু বেশিই অপচয় হয়। হোটেল কমিউনিটি সেন্টার গুলিতে এমন বিশেষ ব্যাবস্থা থাকা উচিত যাতে পরিত্যক্ত খাবারগুলি গনমিক্সড না হয়। এ খাবারগুলি পথশিশু ও ভিক্ষুকদের মাঝে বিতরন করা যেতে পারে। যারা সত্যিকারের খাবারের অভাবে থাকে (বিশেষ করে পথ শিশু) খাবার নিয়ে তারা অতটা বাছবিছার করবেনা। বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা যারা শিক্ষা বা সচেতনতার কাজ করে তাদের দ্বারা পরিত্যক্ত খাবার বিতরন করানো যেতে পারে। একেবারে উচ্ছিষ্ট খাবার মুক্তপশুপাখির জন্যও ব্যাবস্থা করা যেতে পারে।
@osmanyy7673
@osmanyy7673 Жыл бұрын
বুফের মালিক দেরকেও সতর্ক করা উচিত তারা যেন খাবারের স্বাদ এবং মান দুটোই ভালো ভাবে বজায় রাখে
@rose99.
@rose99. Жыл бұрын
বুফেতে খেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু কখনও খাবার অপচয় বা নষ্ট করিনি।কখনোই না।আমার মনে হয় , যারা এসব খাবার খায়নি এবং লোভী টাইপের মানুষ আর যারা খাবার অপচয় না করার শিক্ষাটা পায়নি তারাই এমন অসভ্য আর অমানবিক কাজ করতে পারে।
@Abdullahskbd
@Abdullahskbd Жыл бұрын
খাবারের অপচয় করা উচিৎ নয়। সময় বেশি নিয়ে খাওয়া উচিৎ। সুন্দর কথা বলেছেন।
@hiddenfiles8026
@hiddenfiles8026 Жыл бұрын
আমি এমন একজন মানুষ কখোণোই খাবার নস্ট করিনা।
@shumonpatowary1148
@shumonpatowary1148 Жыл бұрын
আমি খাবার অপচয় করি না কারন এই খাদ‍্য আমার রবের অশেষ নিয়ামত এই খাদ‍্যের জন‍্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আলহামদুলিল্লাহ্।
@ambar9232
@ambar9232 Жыл бұрын
বুফে সিস্টেমটাই তুলে দেওয়া উচিত এটা দিয়ে কিভাবে মানুষের সাইকোলজিকে কাজে লাগিয়ে বেশী খরচ করানো হচ্ছে, সেটার দিকটা আগে মানুষজন ভেবে দেখবেন
@aroundbd84
@aroundbd84 Жыл бұрын
সুন্দর এবং সময়োপযোগী প্রতিবেদন করার জন্য বিবিসিকে ধন্যবাদ। প্রায়ই মানুষ প্লেটে খাবার রেখে দেয়াকে স্টাইল হিসেবে বেছে নেয় যেটা খুবই জঘন্যতম ব্যাপার, এবং বুফেতে গেলে এ কাজটা হরহামেশা করতে দেখা যায় মানুষদের।
@naonkhan191
@naonkhan191 Жыл бұрын
তবে বুফের খাবার মূল্যটাও কমানোর পরামর্শ দেয়া উচিত।আর সাথে সাথে সবার উচিত রুচি অনুযায়ী যতটা খেতে পারে ততটুকু খাওয়া অপচয় না করা।
@mohammadmoniruzzamanmohsin1963
@mohammadmoniruzzamanmohsin1963 Жыл бұрын
মূল্য কত নেই
@AbdulKader-dq9qf
@AbdulKader-dq9qf Жыл бұрын
সমাজের মানুষ সচেতন হওয়ার জন্য এ সংবাদ অনেক ভুমিকা রাখবে।
@bintefiroz7319
@bintefiroz7319 Жыл бұрын
আল্লাহ আমাদের তুমি ক্ষমা করো। প্রতি চার সেকেন্ডে বিশ্বে ক্ষুধায় মারা যায় একজন করে। সেখানে আমরা কতো খাবার অপচয় করি।
@Makloft
@Makloft Жыл бұрын
আমি এবং আমার পরিবারের সদস্যরা দাওয়াত খেতে গেলেও খাবার অপচয় করিনা, আগে হতো আস্তে আস্তে ঠিক করে নিয়েছি।
@nnmorshed7353
@nnmorshed7353 Жыл бұрын
নিয়ম করা উচিৎ এই যে, যত ইচ্ছা খাও, কিন্ত খাবার নষ্ট করলে প্রতি গ্রামের জন্য ১ টাকা করে জরিমানা হবে। ১০০ গ্রামের বেশি নষ্ট করলে জরিমানা শুরু হবে।
@GUULLIVER
@GUULLIVER Жыл бұрын
কাস্টোমারের খাওয়া শেষ হওয়ার পর নষ্ট খাবার মাপবে কে? মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের মত ওয়েটার দাড়িপাল্লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে কাস্টোমারের পাশে??? উচ্ছিষ্ট মেপে ফাইন না করা পর্যন্ত টেবিল ছেড়ে উঠতে দিবে না??? হা হা হা... 🤣🤣😂😂
@nnmorshed7353
@nnmorshed7353 Жыл бұрын
@@GUULLIVER এই নিয়ম আধুনিক দেশে চালু আছে। এই দেশে চালু করা যাচ্ছে না, কারন আপনার মতো ছ্যাচড়াদের জন্য। আমার সাজেশন পছন্দ না হলে আরো ভালো সাজেশন দিতে পারতেন। তা না করে তাদের পক্ষ নিচ্ছেন, যারা খাবার নষ্ট করে।
@MdDemoracy5ov
@MdDemoracy5ov Жыл бұрын
ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলছি-- কক্সবাজার ওইন্ডি ট্রেস নামক আবাসিক হোটেলের রুফটপে সকালের নাস্তা খেতে গিয়েছি। দেখলাম ভিয়েতনামর ২ জন নাগরিক সকালের নাস্তা খাচ্ছে ২ টা বাটার এবং হানিমিক্স এবং এক কাপ চা। বুফে খাবার৷ আর কয়েকজন বাংলাদেশী সকালের নাস্তায় বাটার,হানি,নুডলস,ভুনা খিচুড়ি, কলা,ইত্যাদি। কেউ কেউ ভুনা খিচুড়ির সাথে নুডুলস ও নিয়েছে
@Arafat-my6fe
@Arafat-my6fe Жыл бұрын
বিবিসি'র কন্টেন্টগুলো খুব ভালো, দরকারি এবং সময়োপযোগী। অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়ার মত চটকদার টাইটেল দিয়ে মানহীন কন্টেন্ট বিবিসিতে খুবই কম। ধন্যবাদ।
@rumanahamid1828
@rumanahamid1828 Жыл бұрын
এই ব্যাপার এ সবাই কে আরও সচেতন হতে হবে।
@saifulkhan5936
@saifulkhan5936 Жыл бұрын
মানুষ খাবার নষ্ট করবে মনে করেই বুফের দামটা নির্ধারিত হয়। ফলে দামটা কমিয়ে দিলে আসা করা যায় অপচয়ও কম হবে।
@mousumisarkar-kim6236
@mousumisarkar-kim6236 Жыл бұрын
নমস্কার! প্রথমেই ধন্যবাদ জানাই এমন সুন্দরভাবে অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়কে উপস্থাপনার জন্য! আমার বর্তমান নিবাস দক্ষিণ কোরিয়ায়! এখানেও ব্যুফেতে খাবার অপচয় করলে জরিমানার ব্যবস্থা আছে...
@masayed2171
@masayed2171 Жыл бұрын
খাবার অপচয় রোধে রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
@alb6296
@alb6296 Жыл бұрын
আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালি তো, সুযোগ পেলে একটু বেশি খাবার চেষ্টা করাটাই স্বভাব
@AnowarHossain-cr7do
@AnowarHossain-cr7do Жыл бұрын
সুন্দর একটা প্রতিবেদন প্রকাশ করার জন্য বিবিসিকে ধন্যবাদ
@MongsainuTimeline
@MongsainuTimeline Жыл бұрын
রেগুলার বুফে খাওয়ার অভ্যাস ও বুফে খাবার নিয়ম কানুন জানলে খাবার অপচয় খাওয়ার কোন প্রশ্নই আসে না...
@ekakiprobash3221
@ekakiprobash3221 Жыл бұрын
আমি একটি উন্নত দেশ থেকে বলছি, এখানে প্রায় রেস্টুরেন্ট এবং গ্রোসারী গুলোতে, ফুড ডোনেশনের কিছু ব্যবস্থা থাকে। সব মানুষই ফুড ডোনেশন না করলেও, বিভিন্ন রকমের সচেতনামূলক বাক্য এবং ছবি দেখে খাদ্য অপচয় রোধে সচেতন হয়। 🤔🤔
@sheikhramimislamdip
@sheikhramimislamdip Жыл бұрын
আমি ইতালিতে থাকি,,ইউরোপের মানুষ দের খাবার খাওয়া দেখে আশ্চর্য হই,,,এরা তিন বেলায় যে খাবার খায় তা আমরা এক বেলায় খেয়ে ফেলি,,,,
@rummankhan3590
@rummankhan3590 Жыл бұрын
সেটাই আমরা মনে করি পেট ভরে নিলেই হয়
@rowshonbahar9347
@rowshonbahar9347 Жыл бұрын
আহারে খাবার কত মানুষ যে প্রতিদিন অনাহারে অর্ধাহারে থাকে যদি তারা জানত, তাই তো আল্লাহ খুব সহজ করে ই বলেছেন অপচয়কারী শয়তানের ভাই।
@ranaferdous3118
@ranaferdous3118 Жыл бұрын
এ ভিডিও টা সবার দেখা প্রয়োজন,,
@Muhammad_Kabil
@Muhammad_Kabil Жыл бұрын
দয়া করে খাবার অপচয় করবেন না। গ্রামের অনেক মানুষ খাবারের কত কষ্ট করে, না খেয়ে থাকে, নিজে দেখেছি এসব অনেকবার।
@laibanush5431
@laibanush5431 Жыл бұрын
অনেক ধন্যবাদ এই সচেতনতা মূলক প্রতিবেদনটি তৈরি করার জন্য!
@fjxvnvjm2689
@fjxvnvjm2689 Жыл бұрын
যারা অপচয় করে তাদের এক্সট্রা জরিমানা করলে আর এমনটা হবে না
@mdshihabummubin3436
@mdshihabummubin3436 Жыл бұрын
অপচয়কৃত খাবারে নির্দিষ্ট পরিমান জরিমানার ব্যাবস্থা করলে আশা করি বাঙালি আর অপচয় করবেনা👍👍
@Proton-Cannon1982
@Proton-Cannon1982 Жыл бұрын
বাংলাদেশে এই বুফে কালচারটা কোথা থেকে এবং কিভাবে আমদানী হলো সে বিষয়ে এক ঘন্টার একটা প্রতিবেদন চাই।
@runaruna3005
@runaruna3005 Жыл бұрын
খাবার নষ্ট করলে জরিমানা এমন একটা নিয়ম চালু করেন তাতে হয়তো মানুষ সচেতন হবে,,
@jahidulislam4930
@jahidulislam4930 Жыл бұрын
১০০ গ্রামের বেশি খাবার ওয়েস্টেজ করলে তাকে উল্টা জরিমানা করা দরকার। এতে করে অপচয় কমে আসবে
@fatemakhatunjim1258
@fatemakhatunjim1258 Жыл бұрын
আমার পরিবারের লোকরা খাবার অপচয় একদমি পছন্দ করেনা।যথেষ্ট চেষ্টা করা হয় পরিমাণ মত রান্না করার আর সেটা ঠিকমত খাওয়ার।এমনও আছে টানা এক দুই বছর আমরা কোন দিন ভাত তরকারি ফেলিনি।আর বুফেতে খাবার নষ্ট করার প্রশ্নই আসে না কারন এই খানে অনেক মানুষের রিজিক আছে
@mumtahenatushi6845
@mumtahenatushi6845 Жыл бұрын
Taile to amra world record kore felsi. Amra ei jibone kono khabar opochoy kori nai. Na bashay na onushtane
@piyushkantiroy6571
@piyushkantiroy6571 Жыл бұрын
কোনো এক সময় আসবে যে না খেয়ে থাকতে হবে তাই সকলকে বিবিসির মাধ্যমে অনুরোধ আমরা যেনো সচেতন হই।
@kashemsahebkohin3106
@kashemsahebkohin3106 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি নিজে হাতে নিয়ে এক গ্রামও খাবার অপচয় করিনি,এটা আমার গর্বের বিষয় ।
@mamunahammed2798
@mamunahammed2798 10 ай бұрын
আল্লাহর দোহাই দেই সবাইকে কেউ খাবার অপচয় করবেন না 😭
@ferdousakon9774
@ferdousakon9774 Жыл бұрын
যারা সুন্দরভাবে খাবার খাবে অপচয় করবে না বা খাবার নষ্ট করবে না। তাদেরকে মনিটর করে ফুল বা কোমল পানীয় অফার করে সাধুবাদ জানালে। মানুষ দেখে উৎসাহীত হবে, সচেতন হবে,খাবারের অপচয় কমে যাবে।
@shahiomranrahat
@shahiomranrahat Жыл бұрын
খুবই উপকারী একটা প্রতিবেদন,,,
@AmirulIslam-mq5nu
@AmirulIslam-mq5nu Жыл бұрын
ধন্যবাদ বিবিসি কে
@farhansadid4753
@farhansadid4753 Жыл бұрын
শেষের দিকে গৃহিনী মহোদয়া যা বললেন তা খুবই কার্যকর হবে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে কোন বুফেতে খেতে গেলে আগে সাধারণ পদ (যেমন ভাত ডাল মিক্সড সবজি একরম ধরণের) এর খাবার এড়িয়ে যাই, যেহেতু বাড়িতে এগুলো খাওয়াই হয়। বরং ব্যুফেতে আমরা যাই বিশেষ কোন পদের খাবার আছে তা খেতে। তো সেই বিশেষ পদের মধ্যে আবার একটা একটা করে নিয়ে আগে চেখে দেখি। তারপরে যা যা ভালো লাগে সেগুলো নিই। আর এভাবে স্টারটার আর মেইন কোর্স শেষ করে ডেজার্টের বেলায়ও কমন কমন ডেজার্ট গুলো বাদ দিয়ে কোন কোন ডেজার্ট অনন্য সেগুলা খেয়ে দেখি এবং যেটা ভালো লাগে সেটা পরে বেশি বেশি করে নিয়ে খাই। আর ব্যুফেতে একটু আগে করে যাই। ভীড় কম থাকে, ফলে খাবার চেখে দেখতেও সময় কম লাগে, আবার রিফিল নিয়ে তেমন চিন্তা করতে হয় না।
@saimasvariousvlog6331
@saimasvariousvlog6331 Жыл бұрын
বাফেটে কেউ খাবার নষ্ট করতে যায় না। খেতেই যায়। কিন্তু সমস্যা হলো মানুষ খাবার না চেখে মনে করে সুস্বাদু। কিন্তু নিয়ে দেখে বিস্বাদ। এটাই খাবার নষ্টের মুল কারন।
@goltazbegum672
@goltazbegum672 Жыл бұрын
আহারে কত মানুষ খেতে পায়না , এমন চিন্তা থাকা উচিত। ভালো একটা প্রতিবেদন।
@rubelahmmed216
@rubelahmmed216 Жыл бұрын
খাবার অপচয় করা আমার দুচোখের বিষ যা কখনো আমি এপ্রিশিয়েট করতে পারিনা। খাবার আল্লাহর অশেষ বড় নেয়ামত। কখনো ভেবে দেখেছেন যে আমরা আল্লাহর রহমত ব্যতীত কখনো এক শস্য দানা খাবার উৎপাদন করতে পারবো না। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক।
@ohimeherin6192
@ohimeherin6192 Жыл бұрын
বেশির ভাগ বুফে হোটেলের মেনুতে testless কিছু খাবার পরিবেশন করা হয়,,,,,যে খাবার সামান্য পরিমানে নিলেও,খাওয়া সম্ভব হয়না,,,,, এভাবে অনেক খাবার অপচয় হয়,,,, হোটেল মালিক দের উদ্দেশ্য করে বলছি- দয়া করে আইটেম বাড়ানোর জন্য এমন খাবার পরিবেশন করবেন না,৷৷ যে খাবার আপনারা নিজেরাও মুখে নিতে পারতেন না,,,৷ আর,আমরা যারা বুফে তে খেতে যাচ্ছি,,,,,আমাদের টাকা উসুল এর চিন্তা না করে,,,, যত টুকু তৃপ্তি করে খাওয়া যায়,তত টুকুই খাওয়া উচিৎ,,,,,,, সময় নিয়ে, এনজয় করে খাওয়া উচিৎ,,,,,
@moshabahmod1996
@moshabahmod1996 Жыл бұрын
খাওয়ান সময় টেবিলে ২-৩ টা extra plate দিতে পারেন,যাতে যখন কেউ খাবেন তিনি যদি বোঝেন খাবারটা নষ্ট হবে তখন ওই খালি plate এ রেখে দিবেন,,, এছাড়া প্রতি টেবিলে সুন্দর করে লিখে দিতে পারেন,,, don't waste food
@kapilroy4615
@kapilroy4615 Жыл бұрын
Thanks for creating awareness among mass people.
@MDASIFZF
@MDASIFZF Жыл бұрын
কখনো খায়নি আর টাকা এবং খাবার অপচয় না করার জন্য খেতে ও চায়না 🙂
@ABNOMAN2004
@ABNOMAN2004 Жыл бұрын
এর একটা বড় কারণ প্যাকেজ রেট বেশি করা। যার ফলে সবাই টাকা উসুল করতে চায়
@MahmudulHasan-ci4hc
@MahmudulHasan-ci4hc Жыл бұрын
এই নিয়মটাই বন্ধ করা উচিত ।
@naturelover14p
@naturelover14p Жыл бұрын
Valo ekta news sobar jonno. Eta khubi important chilo manuser jonno. Khabar apochoi noi. Sathik beboharer madhome khabar apochoi radh korte pari.
@sekharif6183
@sekharif6183 Жыл бұрын
কোন সমস্যা নেই। শুধু বলতে হবে অবচয় করা খাবারের পয়সা দিতে হবে।বুকিং দেওয়ার সময় কিছু টাকা কম নিতে হবে এখনকার তুলনায়।
@m.anamulbhuiyan3742
@m.anamulbhuiyan3742 Жыл бұрын
অতিরিক্ত কোন কিছু ই মহান আল্লাহর রহমত হয়না বরং লোভে এসব করে আর বাংলাদেশ এর মধ্যে এমনও জায়গা আছে খাবার খেতে পায় না
@AbdulHamid-uy6ls
@AbdulHamid-uy6ls Жыл бұрын
Onek din pore valo Ekta video pelam Thanx
@mashking02
@mashking02 Жыл бұрын
খাবার অপচয় হচ্ছে। এগুলো বন্ধ করুন।
@ruhulalam6632
@ruhulalam6632 Жыл бұрын
খাবার নষ্ট করা এগুলা ভালো কাজ না অনেক গরিব মানুষ না খেয়ে থাকে
@mainulvlog99
@mainulvlog99 Жыл бұрын
এমন অনেক মানুষ আছে যারা এমন অপচয় করে এটা খুবি বাযে কাজ
@naimahassan2618
@naimahassan2618 Жыл бұрын
খাবার অপচয় করা উচিত নয়। কত অসহায় মানুষ না খেয়ে দিন পার করে তাদের কথা ভাবা উচিত
@tarifulislam1271
@tarifulislam1271 Жыл бұрын
মালিকপক্ষের ও দামটা আরেকটু সহনিয় পর্যায়ে রাখার চেষ্টা করতে হবে।অথবা কম খেলে দাম কিছুটা ছাড় দিতে হবে।তখন অপচয় কমবে।নাহলে এখন পাবলিকরা চিন্তা করে এতগুলো টাকা দিচ্ছি মালিকতো কোনো ছাড় দিবেনা।তাই কম খেয়ে মালিকের লভ্যাংশ বাড়ানোর দরকার নাই।
@amdad.h
@amdad.h Жыл бұрын
আসলে বুফে সিস্টেমটা বন্ধ করা দরকার। বাজে একটা নিয়ম।
@abhmmufti1675
@abhmmufti1675 Жыл бұрын
বুফেতে যতটুকু আমি নষ্ট করি এতোটুকু কি পার্সেল করে নিয়ে আসা যাবে এরকম নিয়ম নেই তাহলে হয়তো খাবার গুলো নষ্ট হতো না
@sadeemrubel
@sadeemrubel Жыл бұрын
আমার কাছে মনে হয় এই পদ্ধতি বন্ধ করা উচিত।
@serajislam1963
@serajislam1963 Жыл бұрын
Thanks to BBC
@raihan.islam.
@raihan.islam. Жыл бұрын
এরকম নিয়ম করা উচিত। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বুফে পরিবেশন করবে। তারপর কাস্টমার গ্রাহকরা যে আইটেম গুলো খাবে শুধু সেগুলোর দাম পরিশোধ করবে।
@Taif883
@Taif883 Жыл бұрын
মনে হচ্ছে বোফেট এ খাবার বিক্রি বাংলাদেশে নিষিদ্ধ করা জরুরী হয়ে পড়েছে। বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান গুলোতেও সীমাহীন খাবার খাওয়ার রীতি বন্ধ করতে হবে।
@surmasamiha2019
@surmasamiha2019 Жыл бұрын
Kichu buffet er food quality khub ekta valona je aste aste khawa jabe enjoy kore...jara 1st jay okhane,tasty hobe vebe kichu item beche nileo pore r ogulo khete parena..so survey kora uchit food taste er upor.just item baranor jonno hudai kichu kichu food shajano thake...ja untouched theke jete dekhsi last porjonto...
@knightyarian8912
@knightyarian8912 Жыл бұрын
নিশ্চয়ই অপচয়কারী শয়তানের বন্ধু। কত মানুষ এখনও একবেলার খাবার ঠিক মত খেতে পাচ্ছে না, পুষ্টিহীনতায় কত মানুষ ভুগছে। আল্লাহ তাআলা যেনো আমাদেরকে হেদায়াত দান করেন।
@mdobaidullahshake5186
@mdobaidullahshake5186 Жыл бұрын
thanks BBC
@devray01
@devray01 Жыл бұрын
আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করি খাবার নষ্ট না করার।
@zerinpoly5482
@zerinpoly5482 Жыл бұрын
একজন মুসলমান কখনো খাবার অপচয় করে না
@Mr_nobody33
@Mr_nobody33 Жыл бұрын
খাবার অপচয় করলে জরিমানা করার আইন দরকার। আর ছোটলোকেরা বুফে গেলে পয়সা উসুল করতে খাবার নষ্ট করবেই
@masudalam3373
@masudalam3373 Жыл бұрын
বুফের খানা বন্ধ করে দেয়া উচিত, রেস্টুরেন্ট মালিকরা টাকা কামাচ্ছে আর যার টাকা আছে তারা টাকা এবং আরো অনেক মানুষের রিজিক নষ্ট করছে।
@sayedomarfaruq2436
@sayedomarfaruq2436 Жыл бұрын
প্রথমে অল্প করে নিয়ে এরপর যেটা ভালো লাগে সেটা বেশি করে নিলেই বেশি ভালো হয়।
@nusratjahan3340
@nusratjahan3340 Жыл бұрын
এই খাবার ফেলে না দিয়ে অভুক্তদের দিলে ভালো হবে
@SaifurRahman-qp4fk
@SaifurRahman-qp4fk Жыл бұрын
ইনশাআল্লাহ আমার খাবার অপচয় হয় না।
@shorifulislam1498
@shorifulislam1498 Жыл бұрын
খাবার শেষে প্লেটে কিছু খাবার রেখে দেওয়াটাই একটা ফ্যাশন হয়ে গেছে
@shahans3417
@shahans3417 Жыл бұрын
সবার এমনটা করা উচিৎ। খাবার অপচয় না করা।
@nurulaminkalu9863
@nurulaminkalu9863 Жыл бұрын
যে পরিমাণে খাওয়া অপচয় করে, সে পরিমানে জরি পাওনা করা উচিত,
@nasiruddin1473
@nasiruddin1473 Жыл бұрын
অনেক উপকারী একটা প্রতিবেদন।
@jakariakhan7185
@jakariakhan7185 Жыл бұрын
এখানে খাবার অপচয়ের ব্যাপারে সচেতনমূলক অডিও রেকর্ড ব্যাবহার করলে, অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
@wahidislam2404
@wahidislam2404 Жыл бұрын
ধন্যবাদ বি বি সি ক,খাবার অপচয় রোধে আইন থােকা জরুরি!
@mohammedkafil2683
@mohammedkafil2683 Жыл бұрын
সরকারের প্রয়োজন ১০টা কিংবা ২০ টা আইটেম রেসিপি নির্ধারিত করে দেওয়া
@imtiazfaisal210
@imtiazfaisal210 Жыл бұрын
Slowly, khete hole, buffet er price komai den. That's the solution.
@yasinafif123
@yasinafif123 Жыл бұрын
প্রতিটি খাবারের জন্য পই পই করে হিসাব দিতে হবে পরকালে, এত্ত সহজ কথা না🙏🙏🙏
@saifulnahid5790
@saifulnahid5790 Жыл бұрын
তাদেরকে এমন অফার যা হলো যে খাবার সম্পূর্ণ খাবে তার জন্য ছাড় রয়েছে বিল
@user-bg5ef8rt9d
@user-bg5ef8rt9d Жыл бұрын
হে আল্লাহ
@royalsanitary.mathbaria9139
@royalsanitary.mathbaria9139 Жыл бұрын
Pls dont waste your food, its a big sin.
@sadekuzzamankhan
@sadekuzzamankhan Жыл бұрын
আমাদের দেশের কমপক্ষে নব্বই ভাগ মানুষ বুফেতে খাওয়ার নিয়মাবলী জানে না। প্রথমতঃ খাওয়ার নিয়মাবলী জানা থাকা প্রয়োজন,
@moinuddin3439
@moinuddin3439 Жыл бұрын
অবশ্যই এক পিস এক পিস করে নিতে হবে। ধীরে ধীরে খেতে হবে।বাকি খাবার গুলো যেন অন্য একজন খেতে পারে। আমরা যদি কেয়ার না করি তাহলে কে করবে? খাবার তো আমরাই খাচ্ছি
@mdmuhibburrahman6763
@mdmuhibburrahman6763 Жыл бұрын
তবে কর্তৃপক্ষ যদি দাম এবং খাবার মান সহনীয় রাখে তখন হয়তো কিছুটা অপচয় কম হবে !
@matirful8588
@matirful8588 Жыл бұрын
দুঃখজনক।
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 55 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 55 МЛН