ডাক বিভাগ ধ্বংস করে দিয়েছে কর্ম কর্তা ও কর্মচারীরা
@sunmoon41044 ай бұрын
কর্মকর্তা ও কর্মচারীরা যদি প্রতিষ্ঠান ধ্বংস করতে পারতো তাহলে এদেশে এত বেসরকারী প্রতিষ্ঠান ডেভেলপ করতো না। প্রতিষ্ঠান (সরকারি বা বেসরকারি) ধ্বংস বা উন্নয়নের পিছনে সাধারণ কর্মীদের ভূমিকা খুবই নগন্য, সর্বোচ্চ ৫%। একটা প্রতিষ্ঠান ধ্বংসের জন্য একটা বাজে সিদ্ধান্তই যথেষ্ট। সরকারি প্রতিষ্ঠানের সিদ্ধান্তসমূহ আসে বোর্ড লেভেল থেকে যেখানে সচিব পর্যায়ের লোক নেতৃত্ব দেয়। বড় বড় সিদ্ধান্তের সাথে মন্ত্রীরা জড়িত থাকে। সিদ্ধান্তসমূহ যখন তাদের পকেট ভারি করার উদ্দেশ্যে হয় তখনই প্রতিষ্ঠান, দেশ ও জনগনের ক্ষতি হয়। সাধারণ কর্মকর্তা/কর্মচারীদের দোষ দিয়ে কোন লাভ নেই। তারা কামলার মতো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশিত হয়ে কাজ করে। অনেকেই সেই ফাঁকে সুযোগ নিয়ে পকেট ভরে। এদেশে প্রশাসন ক্যাডারদের অনেক মজা, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডে থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে অথচ উক্ত প্রতিষ্ঠান ডুবে গেলেও তাদের কোন ক্ষতি হয়না। তারা রেভিনিউ খাত থেকে বেতনাদি পেতেই থাকে। বোর্ড থেকে সরে যায় অন্য কোম্পানির বোর্ডে যোগ দেয়। আর চাকুরি যায় প্রতিষ্ঠানের জন্য নিয়োগকৃত কর্মীদের। বোর্ড সদস্যারা পুরো ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে নিবে কিন্তু ব্যর্থতার দায় নিবেনা, অধীনস্থ কর্মীদের উপর দায় চাপাবে। আমার মতামত, জরুরী খাত ছাড়া সব বেসরকারি মালিকানায় দিয়ে দেয়া হোক। সরকার শুধু ট্যাক্স আদায় করবে। রাজনীতিবিদ ও ক্যাডার দিয়ে প্রতিযোগাতামূলক খাতে সরকারি ব্যবসা সম্ভব নয়।
@meer-uq4ns4 ай бұрын
oder line e anar kaj to montrider.
@jesunkhan60485 ай бұрын
সাবাস, তরুণ নেতাদের হাত ধরেই দেশ অনেক দুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ
@sanjoykumar17305 ай бұрын
পলক ভাই তাদের মধ্যে ভেজাল আছে কঠোর ব্যবস্থা নিন। সেলুট সেলুট ভাই🙏🙏🙏🧡❤️🤝🌹🌹🌹🌹
@সংস্কৃতিএবংস্বয়ংকৃতি5 ай бұрын
পলক আরও ভেজাল লোক
@abedreza85324 ай бұрын
ভেজাল সারা দেশে।
@MahinHasan-l6k5 ай бұрын
এমন মন্ত্রী যদি প্রতিটা স্কেটরে থাকতো এত দূর্নতি হতো না। ডাক বিভাগ শেষ করে দিছে এসব কর্মকর্তা । স্যালুট স্যার আপনাকে । ভালোবাসা অবিরাম।
@DKT00115 ай бұрын
ওনার নিজ এলাকায় বউ আর আত্নীয় স্বজন উনাকে ভেংগে খাচ্ছে।
@SchoolofKnowledge5465 ай бұрын
Ato shundor natok!
@mayanahmedmayanahmed725 ай бұрын
Light camera action All scripted 😂
@anur25754 ай бұрын
ব্যারিস্টার সুমন কি এদেশের জন্য ভালো না খারাপ
@sunmoon41044 ай бұрын
একটা প্রতিষ্ঠান ধ্বংসের জন্য একটা বাজে সিদ্ধান্তই যথেষ্ট। সরকারি প্রতিষ্ঠানের সিদ্ধান্তসমূহ আসে বোর্ড লেভেল থেকে যেখানে সচিব পর্যায়ের লোক নেতৃত্ব দেয়। বড় বড় সিদ্ধান্তের সাথে মন্ত্রীরা জড়িত থাকে। সিদ্ধান্তসমূহ যখন তাদের পকেট ভারি করার উদ্দেশ্যে হয় তখনই প্রতিষ্ঠান, দেশ ও জনগনের ক্ষতি হয়। সাধারণ কর্মকর্তা/কর্মচারীদের দোষ দিয়ে কোন লাভ নেই। তারা কামলার মতো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশিত হয়ে কাজ করে। অনেকেই সেই ফাঁকে সুযোগ নিয়ে পকেট ভরে। এদেশে প্রশাসন ক্যাডারদের অনেক মজা, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডে থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে অথচ উক্ত প্রতিষ্ঠান ডুবে গেলেও তাদের কোন ক্ষতি হয়না। তারা রেভিনিউ খাত থেকে বেতনাদি পেতেই থাকে। বোর্ড থেকে সরে যায় অন্য কোম্পানির বোর্ডে যোগ দেয়। আর চাকুরি যায় প্রতিষ্ঠানের জন্য নিয়োগকৃত কর্মীদের। বোর্ড সদস্যারা পুরো ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে নিবে কিন্তু ব্যর্থতার দায় নিবেনা, অধীনস্থ কর্মীদের উপর দায় চাপাবে। আমার মতামত, জরুরী খাত ছাড়া সব বেসরকারি মালিকানায় দিয়ে দেয়া হোক। সরকার শুধু ট্যাক্স আদায় করবে।
@craftbd45745 ай бұрын
বিমান, রেলে এমন অভিযান দরকার
@rajuahmmad37085 ай бұрын
আপনার সাথে একমত।
@michaldutta21375 ай бұрын
ভাবা যায় যেখানে এস এ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর প্রতিষ্ঠান ধুমে ব্যবসা করছেন সেইখানে ডাক বিভাগের মতো প্রতিষ্ঠান ৭০০ কোটি টাকা লস করসে।
@soharabhossain-c7x5 ай бұрын
সত্য পদক্ষেপ নেওয়ার জন্য স্যালুট
@JahidHasan-ry4lu5 ай бұрын
পুরা ডাক বিভাগ কে ধ্বংস করে দিয়েছে এই অসৎ কর্মচারী কর্মকর্তারা এদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
@FlowerBed-ud1lw5 ай бұрын
ড্রাইভার হেলপার কন্টাক্টর সবার ইউনিফর্ম থাকা দরকার বিনীত অনুরোধ প্রতিমন্ত্রীর বিষয়টি সুনির্দিষ্টভাবে দেখার জন্য
@abuzafor31514 ай бұрын
প্রত্যেকটা মন্ত্রণালয়ের এরকম মন্ত্রী চাই।
@nuralamkhan56615 ай бұрын
ধন্যবাদ মাননীয় মন্ত্রী সঠিক কাজটা করার জন্য
@atikchowdhury46845 ай бұрын
ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। দায়িত্ব রতদের এভাবে জবাবদিহিতার আওতায় আনুন
@nabiulislam35244 ай бұрын
P u t k i chat t o
@ShafiqShafiq-fj9bk5 ай бұрын
সাবাস, তরুণ নেতাদের হাত ধরেই দেশ অনেক দুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ।।।
@CityGoldRoot4 ай бұрын
এমন নেতা দুইজন কে পেলাম আরো ৯৮জনকে দেখতে চাই তাহলে বাকী নেতা এমনিতেই ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ
@ashiquemahmud16754 ай бұрын
অসাধারণ অনবদ্য বাংলাদেশ বিনির্মাণে এরকম কয়েকজন মন্ত্রী থাকলেই যথেষ্ট।। সবাই পোস্ট করে সারা বাংলাদেশের ছড়িয়ে দিন। মন্ত্রী মহোদয় আপনাকে স্যালুট
@mbmayabi12024 ай бұрын
পলোক ভাই আপনি আমাদের স্বপ্ন আগামী ভবিষ্যৎ বাংলাদেশ আরো সুন্দর হবে বলে আমরা আশা করি। যে দেশে আপনার মত নেতা তৈরি হবে সে দেশ সুন্দর হতে বাধ্য।
@mahbubalam94675 ай бұрын
একদিন মিটিং করেই যেন শেষ না হয়ে যায়, সব সময় মনিটরিং যেন করা হয়।
সবাস এভাবেই এগিয়ে যান। ১৬ কোটি মানুষরে দোআ ভালবাসা পাবেন।👍👍
@sotto.sundor4 ай бұрын
ধন্যবাদ প্রিয় পলক সাহেবকে। এই দূর্নীতির দেশে পলক সাহেবের এমন অভিযান দেখে মনটা ভরে গেল। লাভ পলক
@sadaktpbs4 ай бұрын
এমন মানুষ আরো চাই আমাদের এই দেশে
@freedom-bangladesh.5 ай бұрын
সরকারি প্রতিটা সেক্টরে নিরপেক্ষ অডিট দরকার এবং মান্থলি রিপোর্ট নিবেন সরকারি দপ্তরে জমা দিবেন ন্যায্য ও নায্য বিচারের মাধ্যমে
@mdazim66645 ай бұрын
প্রতিটা ছেক টরে এই ভাবে তদন্ত করা উচিৎ
@MiltonSana-e8j5 ай бұрын
আপনি একজন ভালো মানুষ স্যার। এটা আরো আগে ধরা উচিত ছিল।
@mehdihasan14835 ай бұрын
একজন ডিজি যদি হিসাব না যানে তো উনি কি ভাবে এর দ্বায়িত্ব পালন করে জাতির কাছে প্রশ্ন
@md.abdulmatin10074 ай бұрын
জাতির কাছে প্রশ্ন করছেন কেন? জাতি কি তাকে ওই পোস্টে নিয়োগ দিয়েছে? যে নিয়োগ দিয়েছে সে কি জানে না যাকে নিয়োগ দিচ্ছে সে কেমন লোক? কাজেই নিয়োগ কর্তাকে জবাবদিহি কথা বলুন।
@mbmayabi12024 ай бұрын
পলোক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।
@JubayerHossain-c4o5 ай бұрын
সত্যি আপনার মত মানুষ আমাদের সমাজে দরকার সেলুট
@HabiburRahman-gf1gc5 ай бұрын
ধন্যবাদ আপনাকে, দেশ এভাবে চালালে ঠিকই ভালো চলবে
@mstsameraislami5104 ай бұрын
ধন্যবাদ রেলওয়ে, বিমান এমন অভিযান দেন
@zahiruddin62755 ай бұрын
প্রাইভেট সেক্টরের মতো কাজের জবাবদিহিতা থাকলে সরকারি সব প্রতিষ্ঠান লস না বরংচ লাভে পরিনত হবে।
@mahbubsiddique30684 ай бұрын
ভাই! আপনার মন্ত্রীর জবাবদিহিতা কই?!
@sunmoon41044 ай бұрын
প্রতিযোগিতামূলক খাতের প্রতিটি সরকারি বানিজ্যিক প্রতিষ্ঠানের লাভ বা লোকসানের দায় বোর্ড (মন্ত্রী ও সচিব নিয়ন্ত্রিত)। এদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সব ঠিক হবে। সমস্যা হলো বিড়ালের গলায় কোন ইঁদুর ঘন্টা বাধবে? কর্মকর্তা/কর্মচারীদের এখানে ভুমিকা ৫% এর বেশি নয়।
@mahbubsiddique30684 ай бұрын
@@sunmoon4104 আইনের শাসন না থাকলে জবাবদিহিতা থাকেনা। মন্ত্রীও জানে তার গর্জনের অসাড়তা। আর অনির্বাচিত হলে যা হয় আর কি!
@samayunkarib59795 ай бұрын
এসব হিসাব আরোও আগে নেওয়া দরকার ছিল। প্রতি বছরই নেওয়া দরকার।
@Faisal-Alif5 ай бұрын
আসসালামুয়ালাইকুম স্যার আপনার মত মানুষ❤ প্রত্যেকটা জেলায় দরকার
@HosssinAhmad-c2q5 ай бұрын
বিমান, রেলওয়ে এবং খাদ্য মন্ত্রণালয়ে এই ধরনের অভিযান পরিচালনা করার জন্য।
@candyhasan-ug6xz5 ай бұрын
খুব সুন্দর কার্যক্রম
@saif0099724 ай бұрын
Very good. This type of dynamic minister we require.
@fazlu785 ай бұрын
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ।
@monashikdar83934 ай бұрын
স্যার আপনাকে স্যালুট। সব জায়গাই জবাবদিহি চাই।
@tariqulislam78215 ай бұрын
ওনার সম্পদের হিসাব নেন।প্লিজ। পলক ভাই আপনার দ্বারা সম্ভব। প্লিজ ভাই
@zakirhossen11114 ай бұрын
😢 বিনজির আর সেনা প্রধানের হিসাব নেওয়া হইছে।।
@masudalam-hz9sk4 ай бұрын
মন্ত্রী সাহেবের হিসাব কে নিবে?
@MdShaidulislam-d9h4 ай бұрын
মাশাআল্লাহ অনেক দোয়া রইলো ভাই 🤲🤲🤲🤲🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@mithunchakroborty91534 ай бұрын
এক দম ঠিক কথা বলেছেন স্যার এটাই দরকার ছিলো
@Tushar-xn6si5 ай бұрын
সরকারি চাকরিজীবীরা দেশের মালিক
@bangladeshprofessionalsrig87254 ай бұрын
gonotantrik deshe protiti ward e 1 ti kore post bosx thaka dorkar, সেখানে কুরিয়ার এ কাছে দৌড়াতে হয়, এমনকি উপজেলাতেও পোস্ট বাক্স নাই l 15 bochor khomotay thakr por etodin e পলক আসছে বেতনের খোঁজ নিতে l Post man (ডাক পিওন) er beton/ay kintu khubi kom. Polok abar koyta gari setar khoj kortece 15 bochor por. 435 ta naki matro. মধ্য আয়ের দেশে পরিণত হইস ১০ ১২ হাজার গাড়ির জায়গায় মাত্র ৪৩৫ তা গাড়ি নিয়ে ? চাপাবাজি কর?
@masummasum55995 ай бұрын
স্যালুট জানাই
@devmehedi54553 ай бұрын
ডাক বিভাগ শেষ করে দিছে এসব কর্মকর্তা । স্যালুট স্যার আপনাকে ।
@nuredhk35395 ай бұрын
একদম ঠিক আছে, ধরলে এভাবেই ধরা উচিৎ
@hamidulislam12915 ай бұрын
ধন্যবাদ মন্ত্রী স্যারকে
@RafiqulIslam-of2fv4 ай бұрын
সাবাস নেতা, অনেক ধন্যবাদ, আপনাদের মত সমাজ সেবক এদেশে খুবই প্রয়োজন।
@akmmahbubuzzaman1134 ай бұрын
I appreciate the actions of Mr. Palak. Every department must be efficient. Root causes must be found out
@SS-yh1ns4 ай бұрын
Thank you sir. Emn Tai chai ❤
@educationmedia47554 ай бұрын
সাবাস মিস্টার পলক, এগিয়ে যান বাংলাদেশ আছে আপনার পক্ষে।
@bokaman.bangladashi67405 ай бұрын
খুব মজা পাইলাম,,,বিএনপি করি কিন্ত জবাব দিহিতাটা ভালো লাগলো❤
@fahimahmed42465 ай бұрын
প্রত্যেকটা মন্ত্রী প্রতিমন্ত্রী এইভাবে করে হিসাব নিকাশ নিক
@mdsohedul2494 ай бұрын
ধন্যবাদ পলক সার কে
@mdmamunurrashid39475 ай бұрын
সাব্বাস প্রিয় নেতা পলক ভাই
@abunasir18584 ай бұрын
এরা সবাই মিলে ডাক বিভাগ টা শেষ দিয়েছে।
@safisusk98994 ай бұрын
thanks মাননিয় মন্ত্রি as good
@freedom-bangladesh.5 ай бұрын
পলক সাহেব আপনি দায়িত্ব পাওয়ার পর ডাক বিভাগের খোঁজখবর কতটা নিয়েছেন কখন কখন নিয়েছেন এই রিপোর্টটাও ডাকবিভাগকে জমা দিন, এ সম্পদ জনগণের আপনি জনগণের প্রতিনিধি।।
@arnobsharif78565 ай бұрын
পুরো বক্তব্যটি এখানে নেই, অন্য চ্যানেলের নিউজে আছে। পুরো বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন। ডাক বিভাগের সাথে এটি তার ষষ্ঠ মিটিং।
@sohelkhan-un2wk5 ай бұрын
Tumi ke Vai Valo kaj Valo lage na vodai
@mosarrof7415 ай бұрын
Freedom Bangladesh আপনি মনে হয় ডাক বিভাগে জব করেন এবং আপনার আরামের ঘুম হারাম হয়ে গেছে। জনগণের সম্পদ লুটপাট করে খেতে পারলেই আরাম।আর কেউ হিসাব চাইলে ই সমস্যা নাকি?
@adittoybhoumik-25624 ай бұрын
Salute polok vai♥️
@Lectures6754 ай бұрын
প্লক পলক নিজেই বিনা ভোট এর। জনগণ কে পলক কি হিসাব দিবে?
@nipuzaman66435 ай бұрын
সবার বাবার সম্পদ বলে কথা।
@khanbahar9935 ай бұрын
পলক ভাই👍🤲🖤
@jalalahmedrumi42615 ай бұрын
স্যালুট স্যার,,,,❤❤❤
@afrozaahmed92064 ай бұрын
ভালো লাগলো পলক সাহেবের কাজটা।
@shamimislam46034 ай бұрын
খুব ভালো লাগলো ভাই।
@nztitbu58265 ай бұрын
জনগনের টেক্সের টাকায় চলে অথচ কি কাজ করে ওনি জানেন না। why not terminate snd punish
@md.mesbahunnabi55444 ай бұрын
মন্ত্রী সাহেব, এ ধরণের হিসাব তাৎক্ষনিক ভাবে থাকে না। সময় দিতে হবে।
@bipulraw4 ай бұрын
মিডিয়ার সামনে হিরো সাজার চেষ্টা। এইগুলা তো মিটিং এ আসের আগেই উনি করতে পারতেন।কিন্তু করেন নাই। উনার প্ল্যান ছিল মিডিয়ার সামনে এসেই এইগুলা করবেন যাতে জনগনের সামনে হিরো হওয়া যায়। আসলে যে লাউ সেই কদু। উনি তো আর আজকে এই দায়িত্ব পান নি। তাহলে এতদিন হল দায়িত্বে তখন একশন নিলেন না মিডিয়ার সামনেই কেন নিতে হল।
@MrMahbuburRahman-zo6wj4 ай бұрын
অসংখ্য ধন্যবাদ মিঃ পলক সাহেব,, এভাবেই সব মন্ত্রী মহোদয় যদি সব ডিপার্টমেন্টে হিসাব নিয়ে জবাব চায় তাহলে কোটি কোটি টাকা সার্চ্রয় হবে ইনশাআল্লাহ
@sunmoon41044 ай бұрын
হিসাব উনাদেরকে প্রতিষ্ঠান ঠিকই দেয়। দেখা যায় ১০ টাকার জিনিস ১০০০ টাকা দিয়ে কিনেছে। যেটা আগের সচিব ও মন্ত্রী পাশ করে গিয়েছে। এসব হিসাব ম্যাঙ্গো পিপল খুব কমই জানতে পারে।
@sujankumer61604 ай бұрын
Your young leidear thanks polok sir .
@sadaktpbs4 ай бұрын
ধন্যবাদ আপনাকে
@BK-zf5rb5 ай бұрын
পলক ভাই ফাটাকেষট
@wadoodkhan21694 ай бұрын
পাটা কেশ ট!
@shagar-qp4kh5 ай бұрын
প্রত্যেকটা প্রতিষ্ঠানের যতটুকু ড্রাইভার সেটআপ থাকার কথা। সেখানে সেই সেটআপটি নেই। সেখানে আউটসোর্সিং ড্রাইভার দিয়ে চালানো হচ্ছে। সাধারণ ড্রাইভাররা বঞ্চিত হচ্ছে। তাই মাননীয় মন্ত্রী কাছে আকুল আবেদীন সকল প্রতিষ্ঠানের সেটআপ ঠিক রাখার জন্য। অনুরোধ জানাচ্ছি
@MdRasel-ty1zy5 ай бұрын
পলক সাহেব কে ধন্যবাদ
@anwarhossain12754 ай бұрын
এটাই হওয়া উচিত।
@MdAkter-v4h4 ай бұрын
ডাক বিভাগ ধ্বংস হয়ে গেছে পোস্ট অফিসের কোন থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত নেই
@HasnainAhmed-n6d4 ай бұрын
আই ওয়াশ।।।।
@milonmahamud48005 ай бұрын
বস আপনার জন্য শুভ কামনা রইলো
@eskat5504 ай бұрын
Very good initiative….
@mdmethu59444 ай бұрын
ধন্যবাদ পলক ভাই
@AbdulLatif-wo2kd5 ай бұрын
ভুমি মন্ত্রণালয়ে এমন একটা মন্ত্রী দরকার
@mrislam62845 ай бұрын
ধন্যবাদ
@salimtutorial20154 ай бұрын
ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ
@SPAselim9365 ай бұрын
লোক দেখানো কথা বার্তা,চলে যেতে বলার কারণ, তার ভাগটা যেন দ্রুত সে পেয়ে যাই।
@sajjadshamim20155 ай бұрын
hahaha hahahaha hahhaaa...... shob e Unar shopno....
@mdsanaullahadieb4884 ай бұрын
ধন্যবাদ পলক স্যার কে। আমি অনেক জায়গায় দেখেছি সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক কর্মচারী কর্মকর্তা ঠিকমতো অফিস করে না কিন্তু অফিসের টাইমের বাহিরে তারা ওভারটাইম করে বেতন বাড়াই ওই ওভার টাইমে তারা পার্সোনাল কাজ করে। কিন্তু পলক স্যারের মত দেখার মত আর কেউ নাই। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভালো করে রিট করলে সব তথ্য বেরিয়ে আসবে। তখন সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বুতোকি দিয়ে চালানো লাগবেনা
@anamulsym96424 ай бұрын
I appreciate it sir❤
@PromudPromudsarker5 ай бұрын
ব্যাংক লুটপাট খাওয়া শেষ এখন পোস্ট অফিস শুরু হয়েছে
@user-ri5wc5oq3oRajuAhmed5 ай бұрын
ড্রাইভার কয়জন এটা জানেই না, এ রকম আরো পদক্ষেপ নেওয়া উচিত
@GAZIRAJIB5 ай бұрын
সেলুট বস❤❤
@md.aktaruzzaman3695 ай бұрын
স্যালুট স্যার
@mahmodulhasanmahmodulhasan95124 ай бұрын
মানুষ মাত্রই ভুল করবে,বায্যিকভাবে বলতে গেলে পলক সাহেবের আন্তরিকতা ও দায়িত্ববোধ দেখে আমরা সন্তুষ্ট ও তৃপ্ত।এমন সন্তানদের জন্যই মাতৃগর্ভ ধন্য হয়।
@abmmhasib4 ай бұрын
চমৎকার 👍
@asifwalid4 ай бұрын
The man right there
@aliasraf85154 ай бұрын
ধন্যবাদ মন্ত্রী সাহেবকে
@rajiurrahmanonlinevlogs52844 ай бұрын
ডাক বিভাগ ধ্বংস করে দিয়েছে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীরা। জুনায়েদ স্যার আপনি অবশ্যই ডাক বিভাগকে প্রাইভেট সেক্টরে দিয়ে দিন। তাহলে অনেক উন্নতি হবে প্রতিবছর ডাক বিভাগ থেকে।