Joy Guru Joy Sree Sree Thakur Sita Ram Das Tomake amar sotokoti pronum janai. Ami r o adhyatik kahani sunte chai. Pronum neben.❤
@rupabhattacharya50652 жыл бұрын
অসাধারণ লাগলো।
@ranjanashaikh84804 жыл бұрын
আমি ছোটবেলায় দেখেছি আমাদের চন্দননগরে রানী ঘাটে ওনার আশ্রমে ঠাকুর ওঙ্কারনাথ জি আসতেন, ভক্তগন কাঁধে চাপিয়ে মন্দিরে ঘোরাতো আমরা লাইনে দাঁড়িয়ে থাকতাম ঠাকুর কে প্রণাম করবো বলে উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন।
শ্রী শ্রী সীতারাম ওঁঙ্কারনাথ ঠাকুরকে চর্মচক্ষে দর্শন এবং তাঁর আশির্বাদই কিরূপে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমি তারই জীবন্ত প্রমানস্বরুপ! তৎকালীন সময়ে হাওড়ার বালিটিকুরী স্থিতি এক মঠে ঠাকুরের আগমন হয়েছিল! সেই শুনেই আমার মা নয় বছরের অমনোযোগী ডানপিটে ছেলেটির বলপূর্বক হাত ধরে নিয়ে গিয়ে দুই পা প্রসারিত জটাজুট এক সন্ন্যাসীর পাদমূলে অর্পন করে বলেছিলেন ডানপিটে এই ছেলেটিকে শান্ত করুন ঠাকুর! ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম এক চাঁটি খেয়ে! পরে বাড়ি ফিরে ঠাকুরমাকে অভিযোগ জানাতে গিয়েই শুনেছিলাম_ ঠাকুর বলেছিলেন " সীতারাম - সীতারাম" নাম করতে! বিপদে-আপদে-ভয়ে বা উৎকন্ঠায় যখনই তাঁকে স্মরণ করেছি অজান্তেই সবকিছু থেকে উদ্ধার পেয়ে গেছি (অথচ আমি তাঁর দীক্ষিতও নই, শিষ্যও নই) কৈশোর থেকে যৌবন পেরিয়ে পৌঢ়ত্বের শেষ সীমানায় বার্ধ্যকে এসে আজ এই উপলব্ধিটা সকলের কাছে স্বীকার করে শ্রী শ্রী সীতারাম ওঁঙ্কারনাথ ঠাকুরের পাদপদ্মে শতকোটি প্রনাম জানালাম।
@01souravbanerjee4 жыл бұрын
খুব ভালো লাগল।
@kinjalbiswas63953 жыл бұрын
Is it is
@RinaMukherjee-wl8eh Жыл бұрын
অপূর্ব দুইজন ঋষি মহিমা কীর্তন ।❤
@sujoydas35773 жыл бұрын
অত্যন্ত সমৃদ্ধ হলাম। আরও শোনানোর অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@pranatibhattacharya54378 ай бұрын
খুব ভাল লাগলো ।
@jyotsnaghosh41664 жыл бұрын
অপূর্ব লাগলো। অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর অমূল্য তথ্য পরিবেশন করার জন্য। 🙏🙏🙏🌷🌷🌷
@mithubiswas24454 жыл бұрын
খুব সুন্দর আলোচনা খুব ভাল লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার
@somenathdasgupta54284 жыл бұрын
সীতারামের আর ও এই ধরনের অলৌকিক ঘটনার কাহিনী শোনার ইচ্ছা রইল।পারলে এই ধরনের ভিডিও আরও দেবেন ।
@tapanpal56014 жыл бұрын
F
@somenathdasgupta54284 жыл бұрын
@@tapanpal5601 F মানে।
@palashzpanda95304 жыл бұрын
@@tapanpal5601 sumoti hok tomar !
@oceaneiika4 жыл бұрын
অনন্তশ্রীশ্রীসীতারামদাস ওঁঙ্কারনাথদেব - 17 February 1892 - 6 Dec 1982 - The Supreme Spiritual Master of 19th Century Bhakti Cult who Enlightened an entire generation and spiritually Saved our country during Indo-China War 1961/62 and Again in 1971 Bangladesh War. Read the Book Gurus of India by highly placed army veteran & award decorated Maj Gen. Sujan Singh Uban - India’s SSF Founder Leader + Indo China + Bangladesh War Leader. For more information please connect - write to - gargividushi@gmail[dot]com
@rakhidas19263 жыл бұрын
@@oceaneiika
@piyachakraborty99143 жыл бұрын
Amader 4 generation unar dikhhito....shisho chilen ....Sudu amr dikhha hoy ni ... Tobuo ami gurudeb bolei mani ...Joy gurudeber joy ...Kripa koro thakur ... Hare Krishna..pronam
@susmitagoswami21183 жыл бұрын
জয় গুরু,জয় সীতারাম, প্রনাম ঠাকুর!,ঠাকুরের লীলা কথা আরও শোনার অপেক্ষায় রইলাম!
@keyabhattacharya99414 жыл бұрын
Apurbo .Iswarer apar karuna
@swatidatta28393 жыл бұрын
Apurba! Dhonyo thakur Sitaramdas. Tar charane sahosro pronam. Daya koro bhagoban, kripa koro ei adham santane.
@lakshminarayanmondal5062 жыл бұрын
জয় বাবা সীতারাম দাস অহংকার না থ🙏 এই ধরনের ভিডিও পাঠানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🙏🙏🙏
@ishaninath2702 жыл бұрын
Gurudev er name thik kore likhun....ohomkarnath noi.....Omkarnath ...sri sri thakur sitaramdas omkarnath dev
@mousumighosh362 Жыл бұрын
@@ishaninath270 💚♥️💚♥️
@simabhattacharya49624 жыл бұрын
আমার দাদু ও ঠাকুমা ছিলেন ওঙ্কারনাথদেবের দীক্ষিত শিষ্য ও শিষ্যা। মূলত, আমার ঠাকুমার বাপের বাড়িতে উনি কয়েকবার এসেছিলেন, এবং সেখান থেকেই ঠাকুমা তাঁর শিষ্যত্ব গ্রহণে আগ্রহী হন। আমার ঠাকুমার এই সৌভাগ্য হয়োছিল, যে তিনি সীতারামের প্রভূত সেবা করার সুযোগ পেয়েছিলেন পিত্রালয়ে থাকাকালীন। তিনি সীতারামের প্রিয় কন্যাসমা শিষ্যা ছিলেন। আমার বাবা-কাকা-পিসিরাও তাঁর কোলে উঠেছেন, চাঁটি খেয়েছেন, বলতে শুনেছেন, 'সীতারাম সীতারাম'। ছোটবেলা থেকেই তাঁর কথা শুনে আসছি। আজ এখানে ভিডিওটি দেখে ভীষণ ভালো লাগল।
@SubhenduSekharGiri-wf7zr Жыл бұрын
JAY GURU SRI SRI SITARAM DAS OMKARNATH DEV . ANANTA KOTI PRANAM TOMAR SRI CHARANE . JAY GURU JAY .
@priyabratamaitra46973 жыл бұрын
Khub valo laglo.
@joydeepadhikari90944 жыл бұрын
This is a asset vedio.Thankyou J.Adhìkary
@tirthankarsarkar38324 жыл бұрын
Osadharan.sree Sitaramdas onkar nath jee r charane shatakoti Pranam.
@mitalichatterjee38572 жыл бұрын
জয় সীতারাম ওঙ্কারনাথজী, ডাঃ বিধান চন্দ্র রায় প্রনাম।🙏🙏🙏
@sujatachakraborty32383 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ । এতো অপূর্ব ঘটনা জানানোর জন্য । আরো এ রকম অজানা তথ্য জানতে চাই ।।
@shanmukherjee10924 жыл бұрын
Darun laglo dada .aro eairom vedio sunte chai
@souradipchakraborty5794 Жыл бұрын
জয় দাদুভাই ভক্তি পূর্ণ প্রণাম জানাই তোমায়।🙏🙏🙏💐💐💐💐💐💐💐🙏🙏🙏😔
জয় গুরু সীতা রাম ওঙ্কার নাথ ঠাকুর।কৃপা কর ঠাকুর।প্রণাম জানাই ডা বিধান চন্দ্র রায় কে।
@subhashchakravarty9685 Жыл бұрын
जय गुरु!हरे कृष्ण हरे राम,जय जय गुरु ओंकारनाथ सीताराम ! सुभाष चंद्र
@samarmondal88024 жыл бұрын
Jay Shri Radhe
@saktiprasadchakrabarti8983 Жыл бұрын
আমি গুরুদেব কে ভক্তিপূর্ণ প্রনাম নিবেদন করি ।।
@shamgosai9844 жыл бұрын
জয় গুরু দারুন দারুন দারুন ।ধন্যবাদ
@surendrakumarchakraborty8654 Жыл бұрын
জয় গুরু জয় গুরু জয় গুরু ।প্রনাম।
@anathbandhu53503 жыл бұрын
অপূর্ব। অপূর্ব।
@sarodabhattacharya30094 жыл бұрын
অসাধারণ লাগলো,, মন ভোরে গেল🌹🌼🌻🌺আপনার কণ্ঠে শুনতে আরো ভালো লাগলো🙏🙇🙏
@dilipkumarmalik45444 жыл бұрын
Aro aro ai dharaner ghatanabali sonan ja mon ke bharie debe amni kore
@sukantachakraborty40213 жыл бұрын
জয় জয় গুরু
@tapansom48124 жыл бұрын
সুন্দর আলোচনা ।
@gonbindabhattacharya14953 жыл бұрын
জয়গুরু সীতা রাম
@gourmohandas8433 Жыл бұрын
অসাধারণ
@joydebchakborty42094 жыл бұрын
আপনার কথা গুলি অনেক অনেক ভালো লেগেছে,,,,
@chamelisarkar71794 жыл бұрын
Khub valo laglo aro erakam sundar sundar ghatna sonar ichha roilo namaskar
@rabindranarayanchaudhury73134 жыл бұрын
ঠাকুর সীতারাম সাক্ষাৎ ভগবান। অনেক পুন্যবলে ৺তার সান্নিধ্য লাভ করা যায়। হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
@shyamalidey88614 жыл бұрын
Pronam 🙏🏻🙏🏻
@moumitachatterji5322 Жыл бұрын
oshadharon
@sumantasamui52553 жыл бұрын
এই ভিডিওটা এই মাত্র দেখলাম। আমি ছোট বেলায় সীতারাম ওঙকারনাথ এর কথা বাবার মুখে শুনেছিলাম। বাড়িতেই তখন এইসব চর্চা খুব হোত। আমারা তখন অতসত বুঝতাম না।পাশে বসে কেবল কথাগুলো শুনতাম। আমার মনে আছে উনি খুব উচ্চ স্তরের সাধক। আরেকটা কথা মনে আছে ডঃ বিধান রায় দেহ রাখার পর গড়বেতা হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় প্লানচেটে উনাকে ডেকেছিলেন ।উনি এসেছিলেন, কিন্তু হেডমাষটার মহাশয়কে ধমকে ছিলেন। বলেছিলেন আমাদের এইভাবে ডাকবেন না, আমাদের এখানে আসতে খুব কষ্ট হয়। উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি কোথায় আছেন। উনি বলেছিলেন চতুর্থ স্তরে আছেন। তারপর একটা সই করতে অনুরোধ করতে উনি একটা সই করে চলেযান। সইটা হুবহু ডঃ বিধান চন্দ রায়ের মত ছিল শুধু আকৃতিতে একটু বড় ছিল। দেখুন উনি চতুর্থ স্তরে যেতে পেরেছেন। তারমানে উনি সত্যিকারের নিষকাম কর্ম করেছিলেন। ঐ স্তরে একটু উচ্চ স্তরের সাধু সন্ন্যাসীরা যেতে পারে।
@tapaskumarchakroborty6933 Жыл бұрын
Both my parents were His Holiness Sri Sri Sitaram Ramadas Sisso. A Great Soul. I have a honour to see him as a child.🙏🙏🙏🙏
@ritaganguly60402 жыл бұрын
Thakur sitaram er Srichorone soto koti pronaam
@amitabhachatterjee26964 жыл бұрын
Jai Thakur. Jai Thakur Sitaramdas Onkarnath Jai Thakur Sitaramdas Onkarnath.
@pompyrrojnamcha34702 жыл бұрын
Jay guru🙏🙏🙏🙏
@krishnabhadra14143 жыл бұрын
I will wait for your next information from your beautiful guidelines. My lots Of pronams to my Gurudeb
@basudebdas12244 жыл бұрын
Excellent
@sanjoykumar59843 жыл бұрын
জীবিত আছেন এমন মহাত্মা জন দের আলোচনা করেন।
@palashzpanda95304 жыл бұрын
Jay gurudev sitaram ! Amr pranpriyo maa k dekhben ! Tini atibo guru praponno chilen ! Ter sangsparse ami aapnar sob granthoraji porechi --maa r songe mahamilon mothe anekbar gechi ....biral prasad o peychi ! Jay maa ---ja guru sitaram 🙏
@oceaneiika4 жыл бұрын
অনন্তশ্রীশ্রীসীতারামদাস ওঁঙ্কারনাথদেব - 17 February 1892 - 6 Dec 1982 - The Supreme Spiritual Master of 19th Century Bhakti Cult who Enlightened an entire generation and spiritually Saved our country during Indo-China War 1961/62 and Again in 1971 Bangladesh War. Read the Book Gurus of India by highly placed army veteran & award decorated Maj Gen. Sujan Singh Uban - India’s SSF Founder Leader + Indo China + Bangladesh War Leader. For more information please connect - write to - gargividushi@gmail[dot]com
@drramenbarman54204 жыл бұрын
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে!!
@dipalichakraborty14202 жыл бұрын
সত্যিই জানা হল অসাধারণ ঘটনা আরো জানার আশায় রইলাম
@sujoydas35774 жыл бұрын
খুব সুন্দর !
@shibaninandy84142 жыл бұрын
Apnader ei chanel ti amar khub bhalo lage bhogoban tullo dr aj jodi prithibite thaten tahole na jani koto loksustho hoye beche thakto. 🙏🙏🙏
@gopalchandrachakraborty93004 жыл бұрын
Very very thanks for your nice post
@saratchandrasaren17534 жыл бұрын
মান্যবর ডাঃ বিধান চন্দ্র রায়, পুজ্যপাদ শ্রীশ্রী ওঁঙ্কানাথজীর কৃপা স্পর্শে যে সুর শুনেছিলেন সেটাকে বলা হয় নাদধ্বনি বা অনাহত ধ্বনি। সেই ধ্বনি আবার দক্ষিণকর্ণে শোনা যায়। ধ্বনি কখনো বা ডমরু, ঘন্টা, বাঁশি আদি শোনা যায়। দেখবেন শ্রীকৃষ্ণ বংশী, শিবজী ডমরু দক্ষিণ হস্তে ধারণ করে আছেন। মাতা সরস্বতী হাতে ধারণ করে আছেন বীণা, এটাও তারই প্রতীক। সাধনার গভীরতায় ধ্বণির তীব্রতা বাড়ে। পুজনীয় শ্রীগুরুদেব বলতেন অনাহত ধ্বনি বজ্রের মতো তীব্রতাপ্রাপ্ত হতে পারে।তখন সাধকের উন্মাদপ্রায় অবস্থা হয়।শরীরের বস্ত্র স্খলিত হয়ে যায়। এটা কিন্তু প্রেমোন্মাদ তথা দিব্যোন্মাদ। সাধারণ উন্মাদ নয়।তখন রাধারূপী সাধক শ্রীকৃষ্ণ অভিসারে গমন করেন। কোনো বাধায় আর বাঁধা পড়েন না, যদি সাধনার নিত্য অনুশীলন চালিয়ে যান। অন্যথায় পুনর্মুষিক ভব।আর সাধনার অন্তর্নিহিত ব্যাপার অদীক্ষীত সাধারণ্যে প্রকাশ নিষেধ। :- জয় শ্রীগুরুদেবের জয়।
@mahaprasadchatterjee38904 жыл бұрын
Sunday katha
@sujanpal55434 жыл бұрын
আপনার গুরুদেবের নাম কি ? জানতে ইচ্ছুক ৷ সুজন পাল| শ্রীরামপুর | হুগলী
@saratchandrasaren17534 жыл бұрын
গুরুদেব শ্রীমৎ স্বামী জগদানন্দ গিরি মহারাজ।
@sukumarsamanta72234 жыл бұрын
Avutaparbà
@oceaneiika4 жыл бұрын
Sujan Pal অনন্তশ্রীশ্রীসীতারামদাস ওঁঙ্কারনাথদেব - 17 February 1892 - 6 Dec 1982 - The Supreme Spiritual Master of 19th Century Bhakti Cult who Enlightened an entire generation and spiritually Saved our country during Indo-China War 1961/62 and Again in 1971 Bangladesh War. Read the Book Gurus of India by highly placed army veteran & award decorated Maj Gen. Sujan Singh Uban - India’s SSF Founder Leader + Indo China + Bangladesh War Leader. For more information you can write to - gargividushi@gmail[dot]com