একই গান ভিন্ন আঙ্গিকে : মান্না দে ও হেমন্ত মুখার্জী : Music direction : Hemanta Mukherjee

  Рет қаралды 107,955

ANANDADHARA - HEMANTAYAPON

ANANDADHARA - HEMANTAYAPON

Күн бұрын

একই গান ভিন্ন আঙ্গিকে মান্না দে ও হেমন্ত মুখার্জী : Music direction : Hemanta Mukherjee
1. Ki khibo premo katha : Piya padamule keno
Lyrics : Mohini Chowdhuri
Film - Shuksari (1969)
2. Hoyto koyekta din
Lyrics : Gouriprasanna Majumdar
Film : Surja Trishna (1984)
Acknowledgement : Saregama, KZbin
Presented only as a tribute to Hemanta Mukherjee ; no intention of infringing copyright...

Пікірлер: 186
@godenworld
@godenworld 2 ай бұрын
দুজনার কোনো তুলনা হয় না। হেমন্ত মুখোপাধ্যায়ের সেই অর্থে প্রথাগত সঙ্গীত শিক্ষা ছিল না, উনি প্রকৃতিদত্ত শিল্পী। মান্না দে বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের সাধক। দুজনেরই একে অপরের প্রতি সমান শ্রদ্ধা ছিল। যতদিন বাঙালি থাকবে ততদিন হেমন্ত, মান্না দের নাম সোনার অক্ষরে লেখা থাকবে।
@biswanathbhattacharya3653
@biswanathbhattacharya3653 2 ай бұрын
অসাধারণ। দুই মহান শিল্পীর খেলা। আমরা বিস্ময়ে অভিভূত।
@Parody-King
@Parody-King 2 ай бұрын
দুজনকে প্রণাম 🙏
@jamalpatwary6009
@jamalpatwary6009 2 ай бұрын
কিন্তু হেমন্ত কুমার মুখোপাধ্যায় একজন উঁচুমানের সংগীত পরিচালক ছিলেন।
@godenworld
@godenworld 2 ай бұрын
@@jamalpatwary6009 আমি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের থেকে সুরকার হেমন্ত মুখোপাধ্যায় কে একটু এগিয়ে রাখব। কিশোর কুমার, তালাত মাহমুদ, মান্না দে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়- কি অসাধারণ সুর দিয়েছেন। মান্না দেও সুরকার হিসেবে অনন্য। আরেকজনের কথা না বলে পারছি না। তিনি সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।
@triptymitra1799
@triptymitra1799 Ай бұрын
❤❤ dui Mohan shilpi kei pronam janai ... onara swarno juger dui anyotamo shilpi ...❤❤
@shyamaprasadmukherjee9556
@shyamaprasadmukherjee9556 2 ай бұрын
সঙ্গীতের জ্ঞানযোগ সাধনে মান্না দে কে হৃদয়ে অনুভব করি। আর সঙ্গীতের ভক্তিযোগে হেমন্ত মুখোপাধ্যায় কে হৃদয়ে অনুভব করি।
@pranabmukherjee4471
@pranabmukherjee4471 Ай бұрын
Apurbo , Dujonke, somanbhabe sundarbhabe anubhob korlam
@debashismukherjee6578
@debashismukherjee6578 2 ай бұрын
মান্না দে গান টি অপূর্ব গাইলেন। কোন জবাব নেই। আর হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে ? শুনে মনে হোল গানটি যেন নিজে নিজে ওনার কন্ঠের জাদুতে গাওয়া হোয়ে গেল।
@chandanbhattacharjee2607
@chandanbhattacharjee2607 Ай бұрын
মান্না দের গায়কী অনেক কারুকার্যপূর্ন ,হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কী প্রাণবন্ত এবং সরলতায় ভরা।আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কী শুনে বেশি আবেগ অনুভব করছি গায়ে কাঁটা দিচ্ছে।😊
@swapanbandyopadhyay2534
@swapanbandyopadhyay2534 2 ай бұрын
এঁরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাঙালীর ঘরে জন্মেছিলেন - বর্তমানে ইন্দ্রসভায় বাংলা গান গেয়ে দেবতাদের সমৃদ্ধ করছেন।
@dr.parthasarathiroy1989
@dr.parthasarathiroy1989 2 ай бұрын
তুলনা করার মতো স্পর্ধা আমার নেই। দুই প্রবাদপ্রতিম শিল্পী তাঁদের স্বতন্ত্র ঢং অনুযায়ী গেয়েছেন। কেউ কারো দ্বারা প্রভাবিত নন। ব্যক্তিগত ভাবে হেমন্ত বাবুর গায়কী একটা যেন অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে মনে। অনেক ধন্যবাদ।।
@rathindranathde6286
@rathindranathde6286 2 ай бұрын
খুব মূল্যবান একটি অনুভূতির কথা বলেছেন। বাস্তবিকই হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠমাধুর্য মনে অপার এক প্রশান্তির প্রলেপ বুলিয়ে দেয় ।
@joydeepbanerjee8681
@joydeepbanerjee8681 2 ай бұрын
একদম সঠিক বলেছেন 🙏🙏
@parthasensen1193
@parthasensen1193 2 ай бұрын
একদমই ঠিক
@GautamBagchi-l6w
@GautamBagchi-l6w 2 ай бұрын
দুই শিল্পী কে আমার প্রণাম.
@nitismallik9386
@nitismallik9386 2 ай бұрын
দুজনেই ঈশ্বর প্রদত্ত। আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই দুই মহান শিল্পীর গান আমরা পেয়েছি। এবং আমরা গর্বিত ওনাদের নিয়ে। সশ্রদ্ধ প্রণাম মহান শিল্পীদের।
@SwapanDasgupta-vl9vz
@SwapanDasgupta-vl9vz 2 ай бұрын
এই দুই শিল্পীর সম্পর্কে কোন মন্তব্য করার মতো ধৃষ্টতা যেন জীবদ্দশায় না হয়।
@priyabratachakraborty8890
@priyabratachakraborty8890 Ай бұрын
জয়গুরু।এমন শিল্পীদের কোন তুলনা হয় না।আমি দুজনেরই ভক্ত। সারা ক্ষণ এই ইশ্বর প্রদত্ত্ব গানের গলা আমায় মুগ্ধ করে। প্রভূর কাছে উনাদের আত্মার সদ্গতি কামনা করছি।
@tapankumarmisra8337
@tapankumarmisra8337 2 ай бұрын
দুই কিম্বদনতী। ঈশ্বর প্রেরিত দুই মহা জীবন ধন্য করেছেন বঙ্গ ভূমি তথা সমগ্র ভারতবর্ষ কে।
@user-zb4sn4su2l
@user-zb4sn4su2l 2 ай бұрын
দুই জন শিল্পীকে আমরা অনেক ভাগ্য করে পেয়েছি এছাড়া আর কি বলবো প্রনাম জানাই শিল্পীকে
@mayadas9128
@mayadas9128 Ай бұрын
খুব সুন্দর লাগলো, আমি যদিও মান্না দে র অন্ধ ভক্ত, হেমন্তের কন্ঠে ও অপুর্ব লাগলো ‌
@prodyotc
@prodyotc 2 ай бұрын
একজন উচ্চাঙ্গ সঙ্গীতের ❤এই দিকপাল আর অনজন এক অসাধারণ কন্ঠস্বরের অধিকারি। আমরা ধন্য বাঙালি হিসেবে দুইজনকে পেয়েছি❤❤❤।
@ranendash8437
@ranendash8437 2 ай бұрын
No comparison, Both are God gifted power.
@snag434
@snag434 2 ай бұрын
ঈশ্বর প্রদত্ত কণ্ঠ এই দুই শিল্পীকে দেখার সৌভাগ্য আমার হয়েছে তাই নিজেকে আমি এখন ধন্য মনে করি এই দুই শিল্পী নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই ঈশ্বরের সমালোচনা কখনই করা যায় না এই দুই শিল্পী ঈশ্বরের বরপুত্র যেখানেই থাকুক ভালো থাকুক আবার ফিরে আশুক এইরকমই গানের ডালি নিয়ে
@ashokekumarhensh8747
@ashokekumarhensh8747 2 ай бұрын
দুজনে ই শিল্পী জগতে ভগবান স্বরূপ। শতাব্দীর পর শতাব্দী চলে যাবে কিন্তু কখনো এই প্রতিভা আসবে না। আমার পরম সৌভাগ্য যে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। 🙏🙏🙏
@user-lx8jd8vw5b
@user-lx8jd8vw5b 2 ай бұрын
Ayi gaaner melbondhon silpither dugonke nuton kore chenalo❤❤❤❤❤❤❤❤❤
@subhraghosh9706
@subhraghosh9706 2 ай бұрын
Amio Dujon kei sunechhi manche,amar soubhagya
@hemantakumarmalik2710
@hemantakumarmalik2710 2 ай бұрын
একজন গায়কীর জাদুকর অন্যজন কণ্ঠের জাদুকর ❤❤❤
@anikr4978
@anikr4978 2 ай бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের গানটির পরিবেশনায় একটা অন্য আবহাওয়া র ছোঁয়া পাই।
@user-qs1vg2ps5e
@user-qs1vg2ps5e 2 ай бұрын
আমার পরম সৌভাগ্য যে কিংবদন্তি শিল্পী মান্না দে কে দেখার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু সুর সাধক হেমন্ত মুখোপাধ্যায় কে দেখার সৌভাগ্য আমার হয়নি,কিন্তু মনের অন্তঃসতলে তিনি বিদ্যমান।
@nayanbasu9506
@nayanbasu9506 Ай бұрын
আকাশের‌ দুটি সূর্যের মতোই চির উজ্জ্বল! দুই মহান শিল্পী!!!! স্বকীয় পরিবেষণে!! দুজনে ই অনন্য!!!! সশ্রদ্ধ প্রণাম!!!! দুই মহান সঙ্গীত শিল্পীকে!!!!
@maharaj2021
@maharaj2021 2 ай бұрын
একজন গান গেয়ে শ্রোতাদের কাঁদিয়ে ভাসিয়ে দিলেন এই ধরনী তলে। আর একজনের কন্ঠের কলসী থেকে গান আপন ধারায় গড়িয়ে গড়িয়ে ঝরিতে ঝরিতে মিশিয়া গেল ধরনীর ধূলায় মাটীতে!!!!!!!!!! শত দুঃখের ভিতর আমি ধন্য হয়েছি তাঁদের সময়ে জন্ম নিয়ে, তাঁদেরকে নিজের চক্ষে দেখে। আর বুঝেছি ঈশ্বর মানে এইসব মহামানব জন। ঈশ্বর মানে আর কিছু নেই। কাল বলে যদি কিছু থাকে সেটা আজই, এখন।
@tapankr.biswas9769
@tapankr.biswas9769 2 ай бұрын
হেমন্ত গাইলে সে গান অপরূপ রূপ ধরে।ধরা ছোঁয়ার বাইরে চলে যায়।
@koushikganguli1179
@koushikganguli1179 2 ай бұрын
একদম মনের কথা বলেছেন।🙏
@sudeshnabhanja3159
@sudeshnabhanja3159 20 күн бұрын
Jibone prothom sunlam,,,amon hridoy ningre neoa gaan,,dui osamanyo kingbodonti shilpir konthe....... PRONAM janai 🙏🙏
@cenexcise
@cenexcise 2 ай бұрын
মান্না দে তাঁর স্বভাবসিদ্ধ গায়কীতে গানটিতে প্রাণসঞ্চার করেছেন আর গানটি হেমন্তের কণ্ঠের জাদু-স্পর্শে প্রাণবন্ত হয়ে উঠেছে। বাংলা গানের জগতে এই দুই কিংবদন্তী শিল্পী তাঁদের নিজেদের জগতে একেকজন অখণ্ড আকাশ। এঁদের মধ্যে কি তুলনা চলে? এঁদের দুজনের পূণ্যস্মৃতির উদ্দেশ্যে জানাই শত কোটি প্রণাম।
@SanjitKumar-nx8uo
@SanjitKumar-nx8uo 2 ай бұрын
শুধু মনে রেখ কাল বলে কিছু নেই - গান টি অশ্রুতপূর্ব। খুব ভালো লাগলো ধন্যবাদ।
@pradyutchakraborty4901
@pradyutchakraborty4901 2 ай бұрын
এঁদের তুলনা এঁরা নিজেরাই। কারো সঙ্গেই এঁদের তুলনা করা যায় না। দুই দিকপাল শিল্পী। যেমন হিন্দি জগতে মহ :রফি এবং কিশোরকুমার।
@sumitkrdas3805
@sumitkrdas3805 2 ай бұрын
আমাদের জীবন ধন্য এই দুই কীম্বদন্তির গান শুনে বড় হয়েছি, এনাদের এবং এনাদের মতন আরও যাঁরা ছিলেন তাঁদের কন্ঠস্বরই ভাল লাগে আজকালকারদের নয়।
@malaychakraborti43
@malaychakraborti43 15 күн бұрын
অনবদ্য সৃষ্টি। গায়কি এবং সুর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কারণ, দুজনেই গায়ক এবং সুরকার হিসেবে বারবার মুগ্ধ করেছেন। কিন্তু স্বর্ণযুগের গীতিকারদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, কী অসাধারণ কথায় সুরকে অবয়ব দিতেন তাঁরা। অসাধারণ মেলবন্ধন। একরাশ মুগ্ধতা।
@user-xw1ch8pm2c
@user-xw1ch8pm2c Ай бұрын
দুই নক্ষত্র চিরকাল থাকবে সবার হৃদয়ে 🙏💐
@amitavabhattacharya63
@amitavabhattacharya63 2 ай бұрын
হৃদয়ের শ্রদ্ধা, দুই কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্বকে। ধন্যবাদ।
@rupaiful
@rupaiful 2 ай бұрын
শুক সারি ছায়া চিত্রের সব গানই অতীব সুন্দর। দুজন কিংবদন্তি শিল্পীর কন্ঠে পুনরায় শুনে খুবই ভাল লাগল।। ধন্যবাদ জানাই।
@antarasarkar3304
@antarasarkar3304 Ай бұрын
কে বলেছে হেমন্ত মুখার্জীর সংগীত শিক্ষা ছিলোনা?না থাকলে বিশ সাল বাদ,নাগিনের মতো হিন্দি ও অসংখ্য কালোজয়ী বাংলা গানের অমন মনমুগ্ধকর সুর সৃষ্টি করতে পারেন?কেন যে সবাই এটা বলে ওনাকে ছোট করে।তবে হ্যাঁ উনি কালোয়াতি গান এ দুর্বল ছিলেন
@ashokhalder9618
@ashokhalder9618 15 күн бұрын
এটা ঠিক হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথগত সঙ্গীত শিক্ষা ছিল না। মায়ের কাছে ঘরোয়া শিক্ষা ছাড়া। তর্ক নয় এটা। আমরা অধুনা দক্ষিণ ২৪ পরগণা বাসী কয়েকজন সঙ্গীত শিল্পী/পরিচালক-এর জন্য অত্যন্ত গর্বিত!!
@ashokeghosh7362
@ashokeghosh7362 2 ай бұрын
না, আমার জীবদ্দশায় এমন কিংবদন্তী শিল্পী আর দেখতে পাবনা সহস্র প্রণাম
@pratyayp
@pratyayp Ай бұрын
অপূর্ব, একই গান আলাদা অনুভব বয়ে আনল
@gurudaspatra6426
@gurudaspatra6426 2 ай бұрын
অশ্রুত অপূর্ব সংগীত।দুই লেজেন্ড।আমরা ধন্য ।
@Jamshed-lp3jb
@Jamshed-lp3jb 2 ай бұрын
তুলনা করার প্রশ্নই আসে না।
@susantapaul1118
@susantapaul1118 Ай бұрын
My favourite singers ❤❤❤❤❤❤❤
@subhadipadG
@subhadipadG 2 ай бұрын
অসাধারণ🙏🙏🙏
@surajkantibag3100
@surajkantibag3100 Ай бұрын
ছোটো বেলা থেকেই হেমন্ত বাবুর প্রতি একটা আলাদা টান অনুভব করতাম... আজ আর একজন কে সেই দলে পেয়ে মন টা আনন্দে ভরে উঠল
@debkumarpatra5704
@debkumarpatra5704 Ай бұрын
উনা দের ছোট বড় বাছাই করা আমার পক্ষে অসম্ভব বা ক্ষমতা নেই।
@pushpendunaskar3371
@pushpendunaskar3371 Ай бұрын
উপস্হাপক মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এমন যুগন্ধর শিল্পী দ্বয়ের অল্প শ্রুত সঙ্গীত পরিবেশনা।এই দুই মহান শিল্পীর মন্চে সঙ্গীত পরিবেশনা প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার একাধিকবার হয়েছে। দুজনেই মহান , দুই ধারার স্ব স্ব ক্ষেত্রে দুজনেই প্রবাদপ্রতিম। দুজনের মধ্যে তুলনা বোধহয় অবান্তর। বরং এটা বলা আমরা অতীব ভাগ্যবান এমন দুই শিল্পীর যুগে জন্মেছি। পরিশেষে উপস্হাপক মহাশয়কে সনির্বন্ধ অনুরোধ এমন উপস্হাপনা যেন আবার আমরা পেতে পারি।
@chinmayeebag6113
@chinmayeebag6113 Ай бұрын
তুলনা করার ক্ষমতা আমার নেই, তবে কীর্তন বাংলার নিজের সম্পদ
@SukantaRocks1
@SukantaRocks1 Ай бұрын
দুজনই কিম্বদন্তী একজনের সাথে অন্যজনের তুলনা হয় না। তাঁরা নিজেরা নিজের যায়গায় leagend।
@happyji9774
@happyji9774 Ай бұрын
অসাধারন! তুলনা করা যায় না, দু'জন দু'ধরনের, অসাধারন!
@radhaballavchakraborty1464
@radhaballavchakraborty1464 Ай бұрын
এই সিরিজটি চালিয়ে যান। অত্যন্ত ভাল। হিন্দি বাংলা এবং যদি ইংরেজি বা অন্য ভাষারও হয়, তাহলেও। খুব ভাল কাজ।
@shaheednazmulquader4405
@shaheednazmulquader4405 2 ай бұрын
শৈশব থেকেই এ দুজনের ভক্ত । এ গান এই প্রথম শুনলাম।
@prasantasengupta6838
@prasantasengupta6838 Ай бұрын
Dujon ke ek samay paoa bhagyer bepar......aamra dhanya...
@asitkumardas8183
@asitkumardas8183 2 ай бұрын
একই বৃন্তে দুইটি গোলাপ , একই গানে করছে আলাপ ।
@avijitmukherjee2828
@avijitmukherjee2828 3 күн бұрын
অতিব সুন্দর।🙏
@rathindranathde6286
@rathindranathde6286 2 ай бұрын
এ এক অনন্য মহামূল্য উপহার। আপনাকে আমার অন্তরের কৃতজ্ঞতা আর ভালবাসা জানাই।
@bidyutkumarganguly6605
@bidyutkumarganguly6605 2 ай бұрын
Upload করার জন্য অনেক ধন্যবাদ। ভাবছিলাম সন্ধ্যাদি বা প্রতিমাদির কণ্ঠেও কত সুন্দর হতো গানটি।
@prasunkrmazumder
@prasunkrmazumder 2 ай бұрын
অসাধারণ উপস্থাপনা । দুই মহান শিল্পীর গান সামনে থেকে শোনার সৌভাগ্য হয়েছে । অনেক ধন্যবাদ জানাই আপনাকে এমন অল্পশ্রুত গান দুটি শোনানোর জন্য । দুজনেই নিজ নিজ কণ্ঠশৈলীতে অসাধারণ ।🙏🙏🙏🙏
@sibpadasarkar138
@sibpadasarkar138 Ай бұрын
দুজনের গান ই খুব ভালো লাগলো। ওনাদের তুলনা হয়না।অমর শিল্পী দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
@tamalmukherjee4346
@tamalmukherjee4346 2 ай бұрын
পরম শ্রদ্ধেয় শিল্পীদ্বয় মুদ্রার উভয় পৃষ্ঠা ।অতুলনীয় ।
@chaitalisadhya6336
@chaitalisadhya6336 2 ай бұрын
দুজনেই অসাধারণ । তবে হেমন্ত মুখোপাধ্যায় এর কণ্ঠে জাদু আছে ।
@partharoychowdhury1469
@partharoychowdhury1469 2 ай бұрын
কি বলবো সূর্য আর চন্দ্র। এই কথাটা মনে হলো।
@hili30
@hili30 2 ай бұрын
❤অসাধারণ শিল্পী দ্বয়ের যুগলবন্দি। তুলনা হবে না কোনো। প্রনমি দু জন কে।❤
@tanoyghosh6851
@tanoyghosh6851 2 ай бұрын
Ki apurbo gaan. Dui jon asadharan dui joner jaygay. Dui joner moddhe kono tulonai hoy na. Tabe byakrigato bhabe aamar Hemanta Mukkhopadhyay gaan beshi priyo❤❤
@bharatichatterjee7360
@bharatichatterjee7360 2 ай бұрын
Hemonto mukherjee mannya de ay dui kingbodonti mohan songitsilpi jug jug.amader smritipote.robe chirodin unader binomro srodhya.pubosorider moton uttorsuri bastob rup ganguli excellent.❤😂😮😅😊anondharar hemen vaik congratulations
@manjuadhikary9866
@manjuadhikary9866 2 ай бұрын
দুজনেই অপূর্ব ,দুজনকে গভীর শ্রদ্ধা,ভক্তিপূর্ণ প্রণাম।
@diptanilchakrabarti5952
@diptanilchakrabarti5952 2 ай бұрын
হেমন্ত বাবুর গায়কীর সারল্যের জন্য কীর্তনাঙ্গের গানে ওনার একটু অ্যাডভান্টেজ ছিল।
@manikhazra7195
@manikhazra7195 2 ай бұрын
দু জন মহা শিল্পি কে আমার অনেক অনেক প্রণাম ।
@somnathchatterjee2074
@somnathchatterjee2074 Ай бұрын
মান্না দে র টাই বেশী ভালো লাগলো
@pareshmukherjee.6912
@pareshmukherjee.6912 2 ай бұрын
দুজনেই অসাধারণ এদের কে নিয়ে কেউ সমালোচনা করে না
@user-ur2fl9fb9j
@user-ur2fl9fb9j 2 ай бұрын
So beautifull voice simply heavenly .
@ramaprasadchakraborty764
@ramaprasadchakraborty764 2 ай бұрын
অসাধারণ অভিজ্ঞতা হলো ।
@user-qs1vg2ps5e
@user-qs1vg2ps5e Ай бұрын
অসাধারণ দুজনেই অদ্বিতীয় | বিভিন্ন আঙ্গিকে গাইলেও দু জনের পরিবেশনা খুবই ভাল লাগল |
@samirchakraborty9969
@samirchakraborty9969 2 ай бұрын
অপূর্ব, দুই শিল্পী যেন মুদ্রার এ পিঠ ও পিঠ।
@priyokabi
@priyokabi 2 ай бұрын
Manna Dey sang it with much ease because his voice was flexible and more fluid
@sumitkumarnayak4234
@sumitkumarnayak4234 2 ай бұрын
প্রথম গানটি মান্না দে ' র এবং দ্বিতীয় গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে ভাল হয়েছে। তবে এটা মনে রাখতে হবে গান দুটির সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত স্বয়ং।
@malibanerjee4546
@malibanerjee4546 2 ай бұрын
আগে শুনিনি। অপূর্ব বললেও কম বলা হয়। অসাধারণ একটি গান।‌সত্যি জীবনে কাল বলে কিছু নেই!
@subhraghosh9706
@subhraghosh9706 2 ай бұрын
Pratham gan sunleo porer gsn ti mone chhilona,bhalo laglo
@sampasamanta1723
@sampasamanta1723 Ай бұрын
দুজন প্রবাদপ্রতীম বাঙালীর গর্ব৷ 🙏🌹🙏🌹🙏🌹🙏
@utsabsarkar7546
@utsabsarkar7546 2 ай бұрын
অসাধারন কোন তুলনা চলে না দুজনেই অনবদ্য।
@supriyabiswas8844
@supriyabiswas8844 2 ай бұрын
DUI jonei khub baro shilpi tathapi golden voice of Hemanta Mukherjee is far better.
@lakshmipal4847
@lakshmipal4847 2 ай бұрын
শুনতে পেয়ে ধন্য
@subratasarkar2327
@subratasarkar2327 2 ай бұрын
অসাধারণ। 🙏🙏🙏
@apurbachowdhury8550
@apurbachowdhury8550 2 ай бұрын
সংগিত ঘরানার সুরে মাননা দে আর গ্রাম বাংলার প্রকৃতির মেঠো সুরে অদ্ভুত বৈচিত্র্যের দৈত সুর সকলেই তুলনায় নাগিয়ে দুজনকেই অন্তরের বন্দনাতে বন্দিত করবে।
@SalahUddin-mn4qq
@SalahUddin-mn4qq 2 ай бұрын
দুই কিংবদন্তী আপন গুণে গুণান্বিত ❤তাদের তুলনা চলে না❤️গানের ভুবনে চির ভাস্বর হয়ে থাকবেন প্রিয় গানের পাখি মান্না দে হেমন্ত মুখপাধ্যায়❤️
@sitaramghosh2770
@sitaramghosh2770 Ай бұрын
ভগবানের বিচার করবে কে.
@17jaijeetchakraborty71
@17jaijeetchakraborty71 2 ай бұрын
DARUN, KHUB SUNDAR.
@subratapathak9061
@subratapathak9061 2 ай бұрын
সত্যি আপনি সার্থক নামা,তবে পদবী অনুধাবনে ধারন করার ক্ষমতা আমার নেই।অসাধারণ এই প্রচেষ্টার জন্য কি ভাবে অভিবাদন জানাব তাই প্রকাশ করতে অক্ষম।মনটা ভরিয়ে দিলেন এই দুটো ভিন্ন উপস্থাপনার একই গানে।প্রথম গান (পিয়া পদমূলে কেন) 'শুকসারি' ছবির, হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে উত্তমকুমার লিপ্ দিয়েছিলেন,মান্না দে'র কন্ঠে লিপ্ দেওয়া অভিনেতার নামটা মনে পড়ছেনা।আর মনে পড়ছেনা দ্বিতীয় গানটি কোন ছবির।তবে মনে হয় উত্তমকুমারের নয়।অন্তে আপনাকে শুভেচ্ছা জানিয়ে এ রকম আরো প্রচেষ্টার অপেক্ষায় রইলাম।
@debenchatterjee1595
@debenchatterjee1595 2 ай бұрын
আমার সৌভাগ্য হয়েছে এই দুই কিংবদন্তি শিল্পীর সাতে এক ই মঞ্চে সঙ্গীত পরিবেশন করার।আমার কোটি কোটি প্রণাম জানাই।
@cnnandi7856
@cnnandi7856 2 ай бұрын
Nashona gaan. Anek dhanyabad apnakey. Excellent baler kono sahas nei eituku boltey pari bakhara hoye gelam.
@sudipbanerjeeadvtmarketing1095
@sudipbanerjeeadvtmarketing1095 2 ай бұрын
We are very lucky, having experienced such wonderful voice of 2 legends
@swapnabasu44
@swapnabasu44 2 ай бұрын
Dujoner gaani samne bose shunechhi duti bibhinno anusthane.... asadharon abhijnata ❤
@sbsangeet
@sbsangeet 2 ай бұрын
এইসব মহান সংগীতজ্ঞদের সব গুণ আর বুক ভরা আশীর্বাদে মিলেমিশে তৈরি হয়েছে আজকের অরিজিৎ সিং, ভারতীয় ক্লাসিকাল, সুফি, লোকগান, দক্ষিণ থেকে উত্তর ভারতের সব সঙ্গীত বিদ্যার সঙ্গে তিনি গভীর ভাবে পরিচিত।এর সঙ্গে আন্তর্জাতিক সংগীত সব বিদ্যা অন্তঃস্থ করেছেন।। ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক আঙ্গিনায়। কিন্তু ভিত তৈরি করে দিয়েছিলেন হেমন্ত মান্নাদেরাই।
@siboprasadchatterjee4781
@siboprasadchatterjee4781 2 ай бұрын
প্রান ভোরে গেল.
@prabirchatterjee2018
@prabirchatterjee2018 2 ай бұрын
আমার বয়স কম ! আমি গানের এতো বুঝি না! তবে আমার পছন্দ হেমন্ত আর কিশোর! তবে বিভিন্ন শিল্পীর জায়গা বিভিন্ন জনগনের কাছে বিভিন্ন
@surajitmazumder4837
@surajitmazumder4837 2 ай бұрын
Ei dui silpi iswar prodotto guner adhikari. Pronam janai 🙏🙏
@SikhaChakraborty-py9ub
@SikhaChakraborty-py9ub 2 ай бұрын
দুই জনের তুলনা,নাই অসাধারন
@anjanguptabiswas451
@anjanguptabiswas451 2 ай бұрын
AGAIN YOU 'REINVENT' GURU-HEMANTA'S VERSATILITY OF 'MUSIC COMPOSITION' MAKE SINGING BY 'UNPARALLELED MOST SUPER LEGENDARY 'MANNA DEY' WITH 'CLASSICAL BASED VOICED' UNIQUE IN HISTORY OF MUSIC INDUSTRY'S OF INDIA, FOREVER!!❤❤❤❤❤❤❤❤ SUPER CONGRATS, ANANDA!!😂😂
@user-rn9fr5kv7h
@user-rn9fr5kv7h 2 ай бұрын
Dujanai darun gayachen
@samitsaha2700
@samitsaha2700 2 ай бұрын
❤❤🙏🙏mohan shilpidoi k amar sreshto pronam.
@soumikkantinag2215
@soumikkantinag2215 2 ай бұрын
নমস্কার দারুণ সুন্দর এই সব গান।
@llicksand675
@llicksand675 Ай бұрын
দুই স্বর্গশ্রীমান পিতা আমার !
@diptinag9250
@diptinag9250 2 ай бұрын
Apurba. Agey kakhono shunini ❤❤
@MuhammadAli-ix6gb
@MuhammadAli-ix6gb 2 ай бұрын
শুধুই মুগ্ধতা। তোমরা আবারও ফিরে এসো, দু বাংলায়। আমরা অপেক্ষায়। ❤
@DDSMUSICDG
@DDSMUSICDG 2 ай бұрын
Two legends
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Rabindra Sangeet by Hemanta Mukherjee (Rare Performance)
15:26
Viraj Shukla
Рет қаралды 537 М.
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН