ভাই আমাদের দেশের জমিতে জোয়ারের পানি জমিতে ওঠে বর্ষাকালে ওই জমিতে কোন ঘাস লাগানো যাবে জানাবেন
@bhai-bonfarmhouse7 ай бұрын
জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস 01755525575
@bhai-bonfarmhouse7 ай бұрын
কুরবানির বেশি দিন নেই, স্বল্প সময়ের মধ্যে গরু মোটাতাজা করতে নিচের ফর্মুলেশন অনুযায়ী খাদ্য তৈরি করে গরুকে খাওয়াতে পারেন। যেখানে এক কেজি গমের ভুষির মূল্য ৫২-৫৩ টাকা। সেখানে এভাবে খাদ্য তৈরি করতে আপনার খরচ হবে প্রতি কেজি ৪২-৪৫ টাকা। এবং রেজাল্টও ভুষির তুলনায় ডাবল পাবেন। নিচে ১০০ কেজি খাদ্য তৈরি নমুনা দিয়ে দিলাম।আপনারা যে যতটুকু খাদ্য তৈরি করবেন সেই হিসেবে গুন করে নিবেন। দানাদার খাদ্যঃ ১/ ভূট্টা ৪০ কেজি ২/ ধানের কুড়া ২০ কেজি ৩/ ডালের ভূষি ১০ কেজি ৪/ গমের ভূষি ১০ কেজি ৫/ সয়াবিন খৈল ১০ কেজি ৬/ সরিষা খৈল ১০ কেজি মোট ১০০ কেজি প্রতি ১০০ কেজি খাবারের সাথে অবশ্যই এই প্রয়োজনীয় ভিটামিন গুলো যোগ করবেন। ১/ লাইসিন ২৫০ গ্রাম ২/ মেথিওনিন ২৫০ গ্রাম ৩/ টক্সিন ২০০ গ্রাম ৪/ ফাইটেজ জাইম ২৫০ গ্রাম ৫/ প্রিমিক্স ২৫০ গ্রাম ৬/ ভিটামিন মিনারেল ২৫০ গ্রাম ৭/ গ্রথ প্রমোটার ২০০ গ্রাম ৮/ ফ্যাট ২৫০ গ্রাম ৯/ বাই কার্বনেট ২৫০ গ্রাম ১০/ রুমেন ১০০ গ্রাম ১১/ সিআর ৫০ গ্রাম ১২/ মনো ক্যালসিয়াম ১.৫ কেজি ১৩/ লাইমস্টোন ১.৫ কেজি ১৪/ ফিশ প্রটিন ২.৫ কেজি এখানে দেওয়া সব জিনিসগুলো একত্রে হাত দিয়ে ভালোভাবে মিক্স করার পর প্রতি ১০০ কেজি ওজনের ফুল বডি ওয়েটের গরুর জন্য সারাদিনে ২ কেজি খাদ্য দিবেন। পাশাপাশি ঘাস বা খড় যে যেটা দেন সেটা খেতে দিবেন। এভাবে খাদ্য তৈরি করে খাওয়ালে আশা করি খুব দ্রুত গরু মোটাতাজা করতে পারবেন। ⚠️কারো যদি মেডিসিন গুলো খুজে না পাওয়া নিয়ে অভিযোগ থাকে তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন পেয়ে যাবেন। 📞 01872558444 (WhatsApp) ♻️পোস্টটা শেয়ার করে রেখে দিন প্রয়োজনের সময় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবেন। আসুন সবাই ইনভাইট করে গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে আমার আপনার অবদান রাখি অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন #Nadim_Agro