Рет қаралды 19,520
একই মালচিং ব্যবহার করে একসাথে দুই ফসল চাষ!!
#শসা চাষ
#শসা চাষ পদ্ধতি
#সবজি চাষ
কৃষি প্রধান আমাদের দেশে সারা বছরই বিভিন্ন সবজির চাষ হয়ে থাকে। বর্তমানে আধুনিক পদ্ধতিতে মালচিং ফ্লিম ব্যবহার করে ফসল উৎপাদন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কৃষকরা এক সাথে একই জমিতে একাধিক ফসল চাষ করে থাকে। একটা ফসল শেষ হওয়ার সাথে সাথে যথারীতি অন্য আরেকটি ফসল উৎপাদনে আসে। কি ভাবে একই মালচিং ফ্লিম ব্যবহার করে একসাথে দুটি আলাদা ফসল কি ভাবে চাষাবাদ করা যাবে এ বিষয় নিয়ে আজকের ভিডিও।
ভিডিও নির্মাণে-
মোঃ সাইফুর রহমান
উপসহকারী কৃষি অফিসার
শিবগঞ্জ, বগুড়া
০১৭১৯০৩৮২৫৬