শিক্ষক মানুষের মন মানসিকতা আর রুচি সম্পূর্ণ আলাদা। বাড়ীর বাইরের পরিবেশ আর ভিতরের পরিবেশ সত্যিই মুগ্ধ হওয়ার মত। সালাম এই শিক্ষক দম্পতিকে যারা নিজেদের চিন্তা চেতনা আর রুচির মিলন কে বাস্তবতায় রুপ দিয়েছেন।
@ehsan8114 Жыл бұрын
সুবহানাল্লাহ! দেখেই মনটা ভরে গেল। আসলে শুধু টাকা থাকলেই হয় না, রুচিবোধও থাকতে হয়। এই শিক্ষক দম্পতি তা-ই করে দেখালো, মাশা আল্লাহ! আল্লাহ তাঁদেরকে তাঁদের এই স্বপ্নের বাড়িতে সুখে-শান্তিতে রাখুক দীর্ঘ জীবন। পরকালেও তাঁদেরকে দিক এর চেয়েও স্বাচ্ছন্দময় আবাস। আমীন.. হে আল্লাহ! সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
@TVB24 Жыл бұрын
এক কথায় চমৎকার বাড়ি। Luxury decoration না করেও যে সুন্দরভাবে বাসা গুছানো যায় সেটি এই বাড়ির উদাহরণ।
@ashikalislam Жыл бұрын
অত্যন্ত সুন্দর ও শিল্প-সম্মত রূচিশীল ধাঁচে এই বাড়ীটি নির্মাণ করা হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম। সম্মানিত শিক্ষক দম্পতিকে শুভেচ্ছা। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। NEWS24 কে ধন্যবাদ।
@qbdtv Жыл бұрын
Hi
@Its_moon21 Жыл бұрын
মনে হলো একদম আমার স্বপ্নের বাড়ির পূর্ণতা দেখলাম।প্রকৃতি, চাঁদ, সবকিছুই আমার পছন্দ। ঠিক এমন সুন্দর একটা বাড়ি যদি করতে পারতাম❤
@nisuborna Жыл бұрын
খুব ভালো লাগলো দেখে। স্যারদেরকে অভিনন্দন। উনি এবং উনার আর্কিটেক্ট ঠিকই বলেছেন প্রাচীন বাড়িগুলোর ছাদের হাইট অনেক বেশি থাকে আভিজাত্য এবং শৈল্পিকতার ছোঁয়ায়। আব্বার বানানো ১৯৬৭ সালের আমাদের ৪ তলা বাসাটাও প্রায় ১১ ফুট উঁচুতে ছাদ। বাবা মারা যাওয়ার ১৪ বছর পরও আমরা বাড়িটি ভেঙে নতুন করে বানাচ্ছি না 😊।
@tozammelhossain2048 Жыл бұрын
টাকা থাকলেই সব হয় না, মন রুচি একটা বিরাট ব্যাপার। ধন্যবাদ জানাই এই শিক্ষক দম্পতিকে।
@habibulbashar6313 Жыл бұрын
TLC te ekta program hoy "Extreme Home" nam a .... Dekhar Onurodh roilo
@user-yp7go4pc1e8 ай бұрын
ো 😍😍😍😍@@habibulbashar6313
@SamolRoy-c2b7 ай бұрын
এইটা দেখানোর কি আছে
@tanzidahossain998 Жыл бұрын
এই ধরনের টিভি অনুষ্ঠানের আয়োজন খুবই মুগ্ধতার পরিচয় দেয়, কর্তৃপক্ষকে ধন্যবাদ!!
@joanaislam7482 Жыл бұрын
রুচি আর বিত্তের অপূর্ব মিলন।ধন্যবাদ আর্কিটেক্টকে,যার পেন্সিলের ছোঁয়ায় এই সুন্দর শিল্পের সৃষ্টি হয়েছে।।
@nasimabashar4315 Жыл бұрын
ইনশাআল্লাহ এর চাইতে ও সুন্দর বাড়ি হবে আমার জান্নাতে
@NoOne-tg3xl Жыл бұрын
😂
@isaacnewton2413 Жыл бұрын
😅
@nafimohammadniaz2943 Жыл бұрын
Right
@Jack-anonymous-1 Жыл бұрын
ধুর 😆
@sandip1070 Жыл бұрын
🤣🤣🤣
@parveenbegum3600 Жыл бұрын
চমৎকার বাড়ি। মনটা ভরে গেলো।
@mdliton9214 Жыл бұрын
আর যাই হোক উপস্থাপিকা কে দেখে আমার খুব ভালো লেগেছে।।।। so cute...... 💓💓💓💓
@mdarifulislamhridoy91478 ай бұрын
Yes....
@susmitataruya26287 ай бұрын
Luiccha beda
@tonnenurjahanvlogz7872 Жыл бұрын
বাড়িটা অনেক সুন্দর শৈল্পিক, 😍শিক্ষিত মানুষেরা বারি বানলে এমন ই হয়💓
@faizbhuiyan1963 Жыл бұрын
Shanawaz Sir is one of the most humble teacher I have come across. A very knowledgeable and intellectual person with having vast knowledge in history and archaeology. I am honored to be a student of his and lastly congratulations to him for the beautiful house.
@@nisunisu070 Jahangirnagar University and North South University
@breathless_poem Жыл бұрын
কি দারুণ! খুব কম মানুষের মাঝে এমন রুচির শোভা মেলে। ছোট্ট কিছু জিনিস স্বপ্নকে আরও সুন্দর করে তোলে! এই যেমন ঘর থেকে জোৎস্নামাখা চাঁদ দেখা। ❤
@minhazabedin7779 Жыл бұрын
1. Structural discussion 2. color combination. 3. Furniture design & set up. Those are the step by step interview topics for that anchor. 1. Cameraman should focus always according with talking's not to talkers. 2. For understanding the actual view of beauty he should take long shot of every individual when described.
@shahrinhazera79376 ай бұрын
আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যার ,খুবই ভালো লাগত স্যারকে ।কত সুন্দর করে পড়া বুঝিয়ে দিতেন। সালাম জানাই স্যারকে
@dilipghos1074 Жыл бұрын
এক কথায় অসাধারণ ওনাদের চিন্তা ও রুচি খুবই আধুনিক এবং সুন্দর ভালো থাকুক এই পৃথিবীর সকল সুন্দর মনের সত্যি কারের মানবিক অসাম্প্রদায়িক সকল মানুষ গুলো।
@mdshahadathossain45978 ай бұрын
টাকা খরচের চেয়ে স্মৃতি আর যত্ন বেশি খরচ হয়েছে,ধন্যবাদ শিক্ষক দম্পতি কে।আর বিশেষ ধন্যবাদ জানাতে চাই নিউজ২৪ কে, এত সুন্দর বাড়ি আমাদের সামনে তুলে ধরার জন্য।
@ristyrahman7315 Жыл бұрын
আললাহ চাইছেন বলে ওনাদের এত বড়ো বাড়ি হয়েছে, নিশ্চয়ই ওনারা ভাগ্যবান। সুখে থাকুক পৃথূীবির সকল মানুষ ।
@YourLocalSinglePerson Жыл бұрын
তুমি ভাই না বোন আমি জানিনা তোমার চিন্তা-ভাবনা অনেক সুন্দর
@nusratjahantanjila6175 Жыл бұрын
আমিন
@nusratjahantanjila6175 Жыл бұрын
ইনশাআল্লাহ
@nusratjahantanjila6175 Жыл бұрын
আল হামদুলিল্লাহ
@nusratjahantanjila6175 Жыл бұрын
আমিন আল্লাহুম্মা আমিন আমিন ছুম্মা আমিন আমিন
@vloge443. Жыл бұрын
খুবই সুন্দর,রুচিশীল পছন্দ খুব শান্তি লাগল ওনাদের নীড় দেখে।দিন শেষে শান্তির জায়গা হলো বাড়ি।সেটা যদি হয় এমন তাহলেতো মানসিক শান্তি আসবেই।দেখেই মনে হচ্ছে ওনারা সুখী দম্পতি।।
@hasibalmahbub2173 Жыл бұрын
স্যারের কথা গুলো সুন্দর গুছানো, ঠিক তার বাড়ির মতোই ❤️
@villagelifewithrabeya Жыл бұрын
আমি একজন শিক্ষক হিসেবে এই শিক্ষক দম্পতিকে দেখে আমার মনের স্বপ্নগুলো মনে হয় বাস্তবে রুপ দিলো।যদিও এখনো আমার স্বপ্নটা পূর্নতা পায়নি।
@Md.AyubKhanBoltu9 ай бұрын
Outstanding personality, big hearted and soft-spoken the great gentleman sir and my dear shahnaj vhai❤❤❤
@Md.AyubKhanBoltu9 ай бұрын
Ayub 10th JU bangla
@juthikakundu74792 ай бұрын
সত্যি ই মন ভরে গেল
@myful12 Жыл бұрын
ক্যামেরা ম্যান বাড়ি না দেখিয়ে শুধু উপস্থাপিকা আর বাড়ির লোকজন দেখাচ্ছে। ক্যামেরা ম্যান আরও আন্তরিক ভাবে ভিডিও করা উচিত।
@supreme4256 Жыл бұрын
Point to be noted. 👍
@joe_mama92 Жыл бұрын
Camera man janey ki korle dorshok dekhbe
@niazmorshed4916 Жыл бұрын
এত রুচিশীল। আর অনিন্দ্য সুন্দর লাগছে পুরো বাসাটা
@mdSumon-jd8lo7 ай бұрын
মাসাআল্লাহ, সবকিছুতেই প্রকৃতির ছোয়া❤️
@shovosokalbd.2110 Жыл бұрын
উপস্থাপিকার নৈসর্গিক হাসিতে মুগ্ধ হয়ে পুরো ভিডিও দেখে নিলাম ❤
@shajahantushar5061 Жыл бұрын
ami uposthapikar preme pore gelam♥️♥️♥️
@updatenewsbd9219 Жыл бұрын
লুইচ্চা
@sumeakter6525 Жыл бұрын
ইনশাআল্লাহ আমি একদিন এমন একটা বাড়ি করব😊😊
@sharminvlogs6225 Жыл бұрын
আমিন
@kuhelisviews4921 Жыл бұрын
এক কথায় চমৎকার শৈলী।
@eusufratul17219 ай бұрын
Shahnewaj Sir is always a man of pure taste . He is always root searching and his construction proves that . His students and his readers always love him .
@mamunhaq12496 ай бұрын
অসাধারণ হয়েছে বাড়িটা অনেক সুন্দর ❤
@abekawser4908 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার বাড়ি।
@md.motasimbillah6907 Жыл бұрын
ইউটিউবে এই প্রথম আমি কোনো ভিডিও দেখে মন্তব্য করলাম। আমার মতে উপস্থাপিকা কিছু ইংরেজি শব্দ ব্যবহার না করলে উপস্থাপনা আরো ভালো হতো। স্যারের বাসাটা চমৎকার।
@mrrafiqulislam3823 Жыл бұрын
মনে হচ্ছে আমরা দুনিয়ায় থেকেই যাব। দুনিয়া ছেড়ে চলে যেতে হতে আমরা ভুলেই যাই। আল্লাহ আমাকে ক্ষমা ক রুন।
@afrozajahan9621 Жыл бұрын
আসসালামু আলাইকুম, কারো বাড়ি দেখলেই আপনারা কেন এসব কমেন্ট করেন? দুনিয়া আর আখিরাত দুইটায় ব্যালেন্স করতে হয়৷ আর হ্যাঁ, আমরা যদি এটাই বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না৷ তবে এটাও মেনে নিতে শিখুন৷ আল্লাহই তাদের সম্পদ দিয়েছেন৷ আর সম্পদ দিলে কিপটামি করলে আল্লাহ তা অপছন্দ করেন৷
@starboxrock9133 Жыл бұрын
হায়রে হিংসা! আল্লাহ তো হিংসা করতেও নিষেধ করেছেন। সেটাতে আমল করেন না কেন?
@thenewgladiator Жыл бұрын
যেহেতু আমরা সবাই দুনিয়া থেকে চলেই যাব, তাই চলুন সুন্দর বাড়িঘর না বানিয়ে আমরা জীবজন্তুর মত জঙ্গলে থাকি। আপনিই প্রথম শুরু করুন আর আমরা আপনার আদর্শে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি।
@sakibmahmudemu8516 Жыл бұрын
Apni ek kaj korun rastay thaka suru korun ajkal...r vi etto tk diye mobile kine mb nosto kore youtube e ki koren... Mobile ta beche dan kore den
@hasnatomar Жыл бұрын
আমাদের এটা এক ডাবল স্টান্ডার্ড। নিজেরা ভোগ করি, অথচ অন্যেরটা দেখলে তাকে উপদেশ দিতে ছাড়িনা। মনে রাখবেন, তাকে আল্লাহ দিছেন, মনে হিংসে লাগা মানে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হওয়া!
@achinbonoful9297 Жыл бұрын
মারহাবা! শৈল্পিক রুচি দেখে মুগ্ধ হয়ে গেলাম।😍💙❤💙😍
@গৌতমবুদ্ধ Жыл бұрын
বাড়ীটা দারুন লেগেছে।অসাধারণ
@zbferdous187 ай бұрын
Vediography khub e valo hoyechey onno vedio gulor tulonay barir Design er onk ta dharona pawa gechey
@juthikabarua3599 Жыл бұрын
অনেক ভালো লাগলো । এতো সুন্দর বাড়ি চারিদিকে বিশুদ্ধ বাতাস । পাখিদের অভয়ারণ্য । পরিবেশ টা খুব ভালো সবাইকে অনেক ধন্যবাদ ।
@shimucooks3681 Жыл бұрын
মাশাআল্লাহ অনেক সুন্দর.....
@infiniteseries948 Жыл бұрын
awesome --truly...USA te eairokom bari banate chai...how I can do it?
@nurunnahar8841 Жыл бұрын
সত্যি অসাধারণ দেখে মনটা ভরে গেল
@twinsmomfarjanasvlog3734 Жыл бұрын
অত্যন্ত রুচিশীলভাবে সাজানো। খুব ভালো লাগলো বাড়াটা।।।
@nusratjahantanjila6175 Жыл бұрын
মাশাআল্লাহ অনেক সুন্দর বাড়ি মাশাআল্লাহ তাবারাকাআল্লাহ মাশাআল্লাহ
@soleunderdeepsea6585 Жыл бұрын
নাফিসা উনার স্তস্ফূর্ততা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর।
@gmtvallinone8142 Жыл бұрын
ইনশাআল্লাহ এরকম একটা মডিউল এর বাড়ী করার চিন্তা ভাবনা আছে। ২০৩২সালের মধ্যে আল্লাহ পাক যেন কবুল করেন।( আমিন)
@maysharahman3377 Жыл бұрын
এরকম একটা বাড়ি মনে হয় সারা জীবন স্বপ্ন 🥰
@qbdtv Жыл бұрын
Thanks
@luckydutta5855 Жыл бұрын
Tik
@rifahtasniya9766 Жыл бұрын
অনেক অনেক সুন্দর লাগছে,,,
@mdSumon-jd8lo7 ай бұрын
মাসাআল্লাহ, অনেক সুন্দর❤️
@nirakhondoker4407 Жыл бұрын
আমার অনেক ভালো লাগলো বাড়িটা ,ফাঁকা ফাঁকা শান্তির ছোঁয়া বাড়িটিতে ।আমি যখন একা থাকি বোরিং ফিল করি স্যার এর বাড়িটি দেখি অসাধারণ
@mdrowshon1568 Жыл бұрын
আপনার কথা বলা এবং উপস্থাপন করা অনেক সুন্দর হয়েছে😍
@mdrajibreza5921 Жыл бұрын
Mashallah charidike jno shantir r mugdhokor poribesh
@MehekaAfroj8 ай бұрын
Amadero erokom ekta bari hbe In Sha Allah ❤
@mdrajibreza59218 ай бұрын
@@MehekaAfrojIn Sha Allah ❤
@mdrajibreza59218 ай бұрын
@@MehekaAfrojIn Sha Allah ❤
@aarabsenan2897 Жыл бұрын
apnr hasi sei..laglo..apu..🇧🇩onk pranobonto chilo apr upos sthapona r sohoj sorol..sotejota..tnx.
@hafsaakter45157 ай бұрын
স্বপ্নের নির্মাণে যতগুলো বাড়ি দেখলাম সবচেয়ে এই বাড়িটি সিমসাম,সাধারনের মধ্যে অসাধারণ।
@SadiaAfrin-oy2zg7 ай бұрын
Allah amkeo towfik dik Moner moto shundor 1ta nir toiri korar 😊in Sha Allah ❤
@tanjirpavel9 ай бұрын
সবচেয়ে ভাল লাগলো স্যার এর লাইব্রেরী।
@zafreensworld4771 Жыл бұрын
Mon ta vore gelo Dekhe.... layout ta puro bahirer desher moto koreche, but eto kholamela kothao nei...love from USA
@sufimizan4509 Жыл бұрын
❤❤❤❤ অসাধারণ
@khanpur4247 Жыл бұрын
সৃষ্টি যদি এমন গড়ে স্রষ্টা কেমন করে গড়ে ছে জান্নাত
@Vhutki Жыл бұрын
বাহ্! চমৎকার 😮
@justtapas Жыл бұрын
Home, made for humans, by humans. Never seen such a livable place on KZbin!
@johakitchen55337 ай бұрын
অনেক সুন্দর হয়েছে। পাশে থাকবেন
@sakibhasan65407 ай бұрын
রুচিশীল এবং মার্জিত // খুব সুন্দর বাড়ি// শুভকামনা রইলো শিক্ষক দম্পতির জন্য