আপনার গানের জবাব নাই ভাই,,, রহমতের সময় নিয়ে যে গান বললেন, অসাধারন একটি গান হইছে। ভালোবাসা রইল
@farzanaferdous19674 жыл бұрын
জসীম ভাই তিরিশ বছরের তরিকত জীবনে এমন রহমতের ডাক আর শুনি নাই। ভাই এমন দীল জূরানো ডাক আর শুনি নাই । ভাই জীবন ধন্য হয়ে গেল। আপনার মতো এমন একজন আশেক ভাই এতদিন কোথায় ছিলেন? ভাই আপনাকে আরো আগে আমাদের প্রয়োজন ছিল। ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার সাহসটাও এই অধমের নাই। ভাই বাবাজান আপনাকে অনেক ভালো রাখুন এই কামনা করি । আপনারা যারা আছেন তারাইতো আগামী দিন গুলি তে মোহাম্মদী ইসলামকে ধরে রাখবেন।আমাদের দিন তো প্রায় শেষের দিকে কখন ডাক আসবে চলে যাব । নিশ্চিত হলাম আগামী দিনের মোহাম্মদী ইসলাম এর জন্য ।
@arjashimkhan58734 жыл бұрын
আপনার ভালোবাসার জায়গা থেকে যেভাবে লিখেছেন আমি তার বিন্দু মাত্র যোগ্যতা অর্জন করতে পারিনি তবে অনুরোধ রইলো শেষ পর্যন্ত মহান মালিকের নুরের কদম মোবারকে যেনো থাকতে পারি দোয়া করবেন আমিও বলি আপনার জন্য এবং সকল আশেকে রাসূলগনের জন্য মহান মালিক দয়া করুক শুভকামনা রইল।