শুভ বসন্ত,সবাইকে বসন্তের গান দিয়ে বাসন্তি শুভেচ্ছে। বেচে থাকার জন্য আসলে মন খারাপ নিয়ে থাকা যায় না।কিছুক্ষনের জন্য হলেও মনে প্রশান্তির ছোঁয়া দিয়ে হয়। আর এরই নাম জীবন।আমার মন খারাপের জন্য পৃথিবীতে তো কিছুই থেমে নেই।সময় চলে যাচ্ছে নিজের মতন করে।আকাশে রোদ ঝলমলে দিন।রাতের জ্যোৎস্না আলো ছড়ায় নিজের সৌন্দর্য নিয়ে।বাতাস বয় অবিরাম,সবাই ব্যস্ত।বসন্ত উৎসবে উচ্ছ্বসিত চারিদিক - - -।। একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি-(2) তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী । ........................................................ কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,{2} তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি ॥{2} যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে । যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি ॥