Рет қаралды 14,421
জয় দয়াময়ঃ
সর্ব্ব ধর্ম্ম গীতঃ
একবার ভজ মন গুরু পাদপদ্মে, শরণ মনন কর তব হৃদয় পদ্মে।
মায়ারুপী হরি সেই, আর কেহ বন্ধু নাই, বিশ্বাস ভক্তি প্রেম যোগে, ধ্যান কররে অবাধে।।
শক্তিশালী নাহি আর, দয়াময় নাম তাঁর, ভ্রান্তিতে মজনা আর, ময়ার আবাদ্বে।
তোমার আশা সিদ্ব কাজ, ভাবরে করনা ব্যাজ, সিংহাসনে রাজ রাজ, মানস কমল মাধ্যে।।
আমিয়া হাসিল যারা, দেখে হলে বুদ্ধি হারা, গুরুরুপ দেখ তারা, রেখেছে হৃদয়ে বেন্ধে।
দাস হয়ে কর লাভ, প্রভুর সমীপ ভাব, দয়াময়ের নাম লাভ, দয়াময়ের মুখ পদ্মে।।
**************************************************************************************************
গানটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।
************************************************
লাইক, কমেন্ট করবেন।
শেয়ার করে অন্যদের গানটি শুনবার সুযোগ করে দিবে।