কবরের সওয়াল জবাবের হাদীসগুলো কুরআন সম্মত নয়!! নতুন তথ্য দিলেন Mau. Mozammel Haque || Jumma Tafsir

  Рет қаралды 108,582

Tahjib Center

Tahjib Center

3 жыл бұрын

সূরা বনী ইসরাঈল তাফসীর, আয়াত : 66-77 [পর্ব-9] || অধ্যক্ষ মাও. মোজাম্মেল হক || Allama Mozammel Haque || Tahjib Center || New Bangla Waz 2021
হুজুরের সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত ধারাবাহিক তাফসীর শুনতে Tahjib Center Tv চ্যানেলটি ফলো করুন। চ্যানেল লিংক- / tahjibcentertv
Stay tuned by subscribing to our channel to hear more new waz mahfil, tafsir mahfil, hamd-naat / islamic music and recitation of Holy Quran.
#ধারাবাহিক_তাফসীর
#Mozammel_Haque
#New_Waz_2021
#Tahjib_Center
🔊 Tahjib Center is an Islamic mass media. Here the publications of the best Islamic scholars of the country are regularly produced and disseminated. Subscribe to our channel to listen to new waz mahfil / tafsir mahfil, hamd-naat / islamic music, Quran recitation and encourage everyone to spread the religion by liking, commenting and sharing.
✔ Speaker : Mau. Mozmmel Haque
© Production & Label : Tahjib Center
✔আলোচক : অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক
©পরিবেশনায় : তাহযীব সেন্টার রাজশাহী
🔊 Tahjib Center একটি ইসলামী গণমূখী প্রচার মাধ্যম । এখানে দেশের সেরা ইসলামিক স্কলারদের প্রকাশনা নিয়মিত তৈরী ও প্রচার হয়ে থাকে । ইসলামের প্রচার-প্রসারের স্বার্থে এবং নতুন নতুন ওয়াজ মাহফিল/তাফসীর মাহফিল, হামদ-নাত/ইসলামী সঙ্গীত, কুরআন তিলাওয়াত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দ্বীনী প্রচারে উৎসাহিত করুন l
🔊 Follow us on Social Media :
🌐 Subscribe: bit.ly/2UsTqpA
🌐 Facebook Like: bit.ly/2ttHf0D
🌐 Facebook Group: bit.ly/2UsudvI
🌐 Website: bit.ly/2tuLRDL
🔊 In addition, For any copyright issue OR business inquiry please contact us on our Facebook page OR Mail (tahjeebcenter@gmail.com).
⚠️ANTI-PIRACY WARNING⚠️
Any unauthorized reproduction, redistribution or re-uploading of this material is strictly prohibited. Legal actions will be taken against those who violate the Tahjib Center Or KZbin copyright rule.
© 2021 Tahjib Center. All rights reserved.

Пікірлер: 356
@TahjibCenter
@TahjibCenter 2 жыл бұрын
প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুজুরের ধারাবাহিক তাফসীরের প্রিন্টেট সাত খন্ড তাফসীর প্রকাশ হয়েছে। ঝকঝকে অফসেট কাগজে ছাপা এবং উন্নত মানের বোর্ড বাধাই। প্রতিটি খন্ড গড়ে ৩০০ পৃষ্টা । আরো রয়েছে হুজুরের গবেষণালদ্ধ সাতটি বই ১. ঈমান ও শিরক ২. ঈমান ও আখিরাত ৩. সত্য দলের পরিচয় ৪. মানুষের অতীত ৫. মানুষের বর্তমান ৬. মানুষের ভবিষ্যত ৭. কুরআন হাদীস ফিকহ। আপনার জ্ঞানভান্ডারকে কুরআনের জ্ঞানে সমৃদ্ধ করতে দেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ারযোগে বই ও তাফসীর সংগ্রহে তাহযীব সেন্টারের এই নাম্বারে যোগাযোগ করুন- ০১৯৭২-০৬৪০৩৩
@TahjibCenter
@TahjibCenter 2 жыл бұрын
@@mdquamrulhasanchowdhury9289 প্রিয় ভাই, ০১৯৭২-০৬৪০৩৩ এই নাম্বারে কল করে বিস্তারিত তথ্য জেনে নিন
@tamizuddin8143
@tamizuddin8143 2 жыл бұрын
সুরা: null আয়াত নং :-46 টিকা নং:30, قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَ اَبْصَارَكُمْ وَ خَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِهٖ١ؕ اُنْظُرْ كَیْفَ نُصَرِّفُ الْاٰیٰتِ ثُمَّ هُمْ یَصْدِفُوْنَ হে মুহাম্মাদ! তাদেরকে বলো, তোমরা কি কখনো একথা ভেবে দেখেছো, যদি আল্লাহ‌ তোমাদের থেকে তোমাদের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ছিনিয়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর মেরে দেন৩০ তাহলে আল্লাহ‌ ছাড়া আর কোন্‌ ইলাহ আছে যে এ শক্তিগুলো তোমাদের ফিরিয়ে দিতে পারে? দেখো, কিভাবে আমরা বারবার আমাদের নিশানীগুলো তাদের সামনে পেশ করি এবং এরপরও তারা কিভাবে এগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। তাফসীর : তাফহীমুল কুরআন: টিকা:৩০) এখানে হৃদয়ে মোহর মেরে দেবার মানে হচ্ছে চিন্তা ও অনুধাবন করার শক্তি কেড়ে নেয়া। ফী জিলালিল কুরআন: পরবর্তী আয়াতে মুশরিকদেরকে আল্লাহর সম্ভাব্য আযাবের মুখোমুখি কল্পনা করে প্রশ্ন রাখা হয়েছে যে, আল্লাহ তায়ালা যদি তাদের ব্যক্তিসত্ত্বাকে, তাদের চোখ, কান ও মনকে আযাবে আক্রান্ত করেন, তারা নিজেরাও তা প্রতিহত করতে সক্ষম নয় এবং আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো দেব দেবীও সেই চোখ, কান ও মনকে ফেরত দিতে সক্ষম নয়, তাহলে কে তা ফিরিয়ে দিতে পারে। 'বলো, তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি তোমাদের কান, চোখ ও মনকে কেড়ে নেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ তোমাদেরকে তা ফিরিয়ে দেবে?.... (আয়াত ৪৫) এ আয়াতে এমন একটা দৃশ্য প্রতিফলিত হয়েছে, যা একদিকে আল্লাহর তরফ থেকে আগত বিপদ মুসিবতে আল্লাহর সামনে বান্দার অসহায়ত্ব সুস্পষ্ট করে দেয়, অপরদিকে তা তাদের বাতিল মনগড়া খোদাদের প্রকৃত স্বরূপ কী তা তুলে ধরে। তবে এই দৃশ্য মুশরিকদেরকে ভীষণভাবে পরাজিত করে। মানুষের মহান স্রষ্টা জানেন যে, মানুষের সহজাত বিবেক এই দৃশ্যটির মধ্যে যে সত্য নিহিত রয়েছে, তা উপলব্ধি করবে। অর্থাৎ সে উপলব্ধি করবে যে, আল্লাহ তায়ালা তার চোখ, কান ইত্যাদি যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন, তার হৃদয়কে নিষ্ক্রিয় করে দিতে পারেন, ফলে তা আর আগের মতো কাজ করতে পারবে না। আর তিনি এটা করলে মোশরেকদের মনগড়া বিভিন্ন খোদা বা দেব দেবী তা ফিরিয়ে দিতে পারে না। এই বক্তব্যের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা মানুষের অন্তরে ও স্নাযুতে একটা তীব্র কম্পন এনে দেন এবং সেই সাথে এটাও বুঝিয়ে দেন যে, শিরক একটা জঘন্য মতবাদ এবং আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে অভিভাবক গ্রহণ করা একটা বিভ্রান্তি ছাড়া কিছু নয়। অতপর বলা হয়েছে, এতো রকমারি বক্তব্য দিয়ে বুঝিয়েও তাদেরকে যে বুঝানো যাচ্ছে না এবং তারা রোগাক্রান্ত উটের মতো বেসামালভাবে লম্ফঝম্ফ করছে, সেটা বড়ই আশ্চর্যজনক । “দেখো, কিভাবে আমি আয়াতগুলো ঘুরিয়ে ফিরিয়ে পেশ করি, তারপরও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে” 'সুদুফ' শব্দটা আরবদের কাছে সুপরিচিত । এটা উটের এক ধরনের চর্মরোগ, যা তাকে অস্থির ও অস্বাভাবিক করে রাখে ৷ এ জিনিসটার উল্লেখ করে আসলে শ্রোতার মনে মুশরিকদের আচরণকে হাস্যাস্পদ ও উপহাসযোগ্য করে তুলে ধরা হয়েছে। উপরোক্ত দৃশ্যের প্রভাব থেকে মুক্ত হবার আগেই পরবর্তী আয়াতে আরেকটা সম্ভাব্য অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যা আল্লাহর কাছে অসম্ভব নয়। এ আয়াতে নিতান্ত আকস্মিক আযাবের কারণে তাদের অর্থাৎ যালেম মুশরিকদের ধ্বংস হওয়ার দৃশ্য পেশ করা হয়েছে। 'বলো, তোমরা কি নিজেদের সম্পর্কে ভেবে দেখেছো যে,......”(আয়াত ৪৬) আল্লাহর আযাব যে কোনো অবস্থায় যে কোনো আকারে আসতে পারে। তা এমন আকস্মিকভাবেও আসতে পারে যে, তার জন্যে মানুষ প্রস্তুতই থাকে না, আবার প্রকাশ্যে এমনভাবেও আসতে পারে যে, তার জন্যে সে প্রস্তুত থাকতে পারে। তবে আযাব হিসাবে মুশরিকদের ওপর ধ্বংস অবশ্যই নেমে আসবে এবং তা দ্বারা তারা ছাড়া আর কেউ আক্রান্ত হবে না। আর এই ধ্বংস প্রকাশ্যে বা গোপনে যেভাবেই আসুক তারা তা ঠেকাতে পারবে না । আল্লাহর আযাবকে ঠেকানোর ক্ষমতা তাদের নেই। আর তারা যাদেরকে আল্লাহর সাথে শরীক করে তারাও পারবে না। কেননা তারা আল্লাহর দুর্বল বান্দা। এই সম্ভাব্য অবস্থাটা তুলে ধরার উদ্দেশ্য এই যে, তারা যেন আগে থেকেই তা থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করে। আল্লাহর জানা আছে যে, এ দৃশ্যটা তুলে ধরলে মানব সত্ত্বা অধিকতর সতর্ক হয়ে যাবে।
@md.sarifuddin1294
@md.sarifuddin1294 2 жыл бұрын
আমি বুঝতে পারছি না , উনার লেখা তফসির কেমন হবে ? কারণ উনার কবর সম্পর্কে সঠিক কোন জ্ঞান নাই | "কবর " মানে মাটি দিয়ে কবরস্থ করা নয় | মৃত্যুর পর থেকে শুরু করে বিচার দিবসের আগের এই দীর্ঘ সময়কে কবর বলে | এটা বারযাকি জীবন |
@TahjibCenter
@TahjibCenter 2 жыл бұрын
@@md.sarifuddin1294 জি ভাই এটাকে বারযাখ বলে। কবরের আযাব বলতে মূলত আযাবে বারযাখ এটাই হুজুর বুঝাতে চেষ্টা করছেন। কারণ কবরের আযাব হলে যাদেরকে কবরস্থ করা হয়না তাদের আযাবের ব্যাখ্যা কি হবে? আরো শুনতে থাকুন বুঝতে থাকুন ইনশাআল্লাহ সব পরিস্কার হয়ে যাবে
@RuhulAmin-qq1zd
@RuhulAmin-qq1zd 2 жыл бұрын
হুজুরের কাছে আমার জানার আগ্রহ কোন দোষে আল্লাহ্ মানুষকে বিকলাঙ্গ করে সৃষ্টি করেন। কারণ যিনি জন্ম নিলেন তার কোনো দোষ নাই তাহলে আল্লাহ্ কেন তাকে শাস্তি দিলেন এটা কি ন‍্যায় বিচার হলো?
@mannanassistant554
@mannanassistant554 2 жыл бұрын
আমি মহান রাবুল আলামিনের কাছে হুজুরের দীর্ঘ আয়ু কামনা করি। যেন কোরআনের আলোচনা বেশি বেশি শুনতে পারে। আমিন।
@hridoygaming1315
@hridoygaming1315 2 жыл бұрын
এত দিনে একজন সত্যিকারের সৎ মানুষকে পাইছি,,,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
@anowarhossain5616
@anowarhossain5616 2 жыл бұрын
মাশা আল্লাহ হুজুরের কুরআনের তাফসির শুনতে আমার খুব ভাল লাগে। তাই হুজুরের প্রতিটা ভিডিও আমি দেখার চেষটা করি। আল্লাহ যেন আমাকে হুজুরের তাপ সির অনুযায়ি আমুল করার তওফিক দান করেন আমিন এবং বাংলাদেশের সকল হুজুরকে যেন এই হুজুরের মত কুরআনের আয়াত দিয়ে তাফসির করার তওফিক দেন আমিন।
@anwarhossen9873
@anwarhossen9873 3 жыл бұрын
আমাদের প্রিয় নবী সাঃ কে ও অনেকে পাগল বলেছেন অথচ তিনি সত্য ছাড়া বলতেন না। আমাদের মাঝে কিছু মানুষ আছে যাদের কাছে সত্যটা ও যদি নিজেদের মন মতো না হয় তাহলে যে বলেছে সে পাগল ছাগল হয়ে যায়।আসলে যারা সত্যকে জেনেও নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে তারাই হেদায়েত বঞ্চিত হয়।
@mir.miskatulferdush
@mir.miskatulferdush 6 ай бұрын
রাইট
@konsef2an
@konsef2an 2 жыл бұрын
আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু করুন কোরানের আলোচনা মানুষ জানো বেশি করে সুনতে পাই
@badsahbadsah5465
@badsahbadsah5465 Ай бұрын
কোরআনে আছে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন মরার পরেও
@mdakter6768
@mdakter6768 2 жыл бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার পবিত্র কুরআন শরীফ এ-র মধ্যে আমার বাকি জীবন সেস করতেই পারি তাওফিক দান করুন
@monjuaktar3194
@monjuaktar3194 2 жыл бұрын
E
@Nasir_Uddin84
@Nasir_Uddin84 3 жыл бұрын
জাযাকাল্লাহ খাইরান ❤️ 🇮🇹
@masudrana3775
@masudrana3775 Жыл бұрын
সাবাস হুজুর,, আপনার ভিডিও দেখার আগে আমি কুরআন পড়ে এই কথাগুলো বলেছিলাম বন্ধু ও আত্মীয়দের,,,আমার নানাকে এই কথাটা বলায় তিনি বলেছিলেন, তোমার কথা ঠিক আছে কিন্তু এই কথায় সমাজে বিরাট বিশৃঙ্খলা তৈরি হবে.. তারপরও আমি বহুলোককে এই ব্যাপারে বলেছি.. আপনার ভিডিও দেখার পর আমার মন আনন্দে ভরে গেছে.. আল্লাহর কাছে অনেক দোয়া করছি আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পাওয়ার জন্য.. শুকরিয়া, আলহামদুলিল্লাহ.. আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন..
@pppp-bj2up
@pppp-bj2up 2 жыл бұрын
তাহজিব সেন্টার কে অসংখ্য ধন্যবাদ
@recordofislam4346
@recordofislam4346 3 жыл бұрын
قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعٰلَمِينَ বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব،،،
@ABDULLAH-dg4ir
@ABDULLAH-dg4ir 3 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ الْقَبْرِ، فَقَالَ: «نَعَمْ، عَذَابُ الْقَبْرِ حَقٌّ»، قَالَتْ عَائِشَةُ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً بَعْدُ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ! কবরের আযাব সত্য, আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন কোন সালাত আদায় করতে দেখিনি যাতে তিনি কবরের আযাব থেকে পানাহ না চেয়েছেন। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০৮ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@horizonsky8189
@horizonsky8189 3 жыл бұрын
Only listening hadiths I was in a wrong direction but after listening to his tafsir my thoughts about Allah His creations have got right direction. The more I hear, the more my faith increases in Allah and hereafter.
@TahjibCenter
@TahjibCenter 3 жыл бұрын
Masha-allah
@nazuddin6346
@nazuddin6346 3 жыл бұрын
Ameen may Allah guide you Ameen
@Fazar-np8yr
@Fazar-np8yr 2 жыл бұрын
Mashallah ,thanks huzur
@bismillahshah2319
@bismillahshah2319 2 жыл бұрын
একদম সঠিক বক্তব্য দিয়েছেন।।। এরকম উচিৎ কথা গুলো বর্তমানে বলা দরকার।। কিন্তু হুজুরেরা ধামাচাপা দিয়ে রাখে বা উদ্দেশ্যমূলকভাবে চেপে যায়।।।
@mbrchyjontu4194
@mbrchyjontu4194 Жыл бұрын
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,, পবিত্র কোরআন মজিদ তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,
@mdsabbirkhanrobin6581
@mdsabbirkhanrobin6581 Жыл бұрын
এ ব্যাপারটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে দ্বিধার মধ্যে ছিলাম কারণ কোন একজন 10 হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে আবার কেউ কেয়ামতের সময় মৃত্যুবরণ করবে তাহলে কবরে কারো সাজা কম আবার কারো সাজা বেশি হয়ে গেল না কারণ আল্লাহপাক নিজে বলেছেন তিনি সবার জন্য সঠিক বিচার করা হবে আজ হুজুরের কথা শুনে আমার মনের সমস্ত দ্বিধা দূর হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করুন আমীন
@ZianurRahmanQA
@ZianurRahmanQA Жыл бұрын
ভাই, শাস্তির তারতাম্য দিয়ে সমান করে দিবে।
@mdabdullahmasud9698
@mdabdullahmasud9698 3 ай бұрын
ভাই আল্লাহ যদি আপনাকে এক ধরনের সুখ দিতে পারে আরেকজনকে আরেকধরেনের সুখ দিতে পারেন তাহলে কেউ শাস্তির ক্ষেএে এক হবে না কেন
@delwerhossain6050
@delwerhossain6050 2 жыл бұрын
আমরা কোরআনে যাহা আছে তা মানবো।যদি কোরআনে না থাকে তা মানবোনা।
@imranhimo9768
@imranhimo9768 2 жыл бұрын
না আপনার হাদীস ও সুন্নাহর আলোকে মানতে হবে
@amardashmatiomanus1533
@amardashmatiomanus1533 2 жыл бұрын
আপনার হাদিস ও মানতে হবে আগে হাদিস কার হাদিস না মানলে ও কেউ কোরআন মানতে পারেনা
@MdHassan-ig6ye
@MdHassan-ig6ye 2 жыл бұрын
Kobor Azab bisoye Unar Alochonay 100% Sothik. Allahpak unake ebong unar poribarke hefajot korun O Sustho Rakhun, FOREVER. AMEEN.
@mohammadislam8283
@mohammadislam8283 2 жыл бұрын
Apnar Kotha mutazila tafseer akida onujayee
@sharifnishathussain5000
@sharifnishathussain5000 2 жыл бұрын
অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি।।
@anisur928
@anisur928 3 жыл бұрын
Hujurer Jukti ta onek strong .. Amr Bhalo lagche...😊
@TahjibCenter
@TahjibCenter 3 жыл бұрын
Jajakallah
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ الْقَبْرِ، فَقَالَ: «نَعَمْ، عَذَابُ الْقَبْرِ حَقٌّ»، قَالَتْ عَائِشَةُ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً بَعْدُ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ! কবরের আযাব সত্য, আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন কোন সালাত আদায় করতে দেখিনি যাতে তিনি কবরের আযাব থেকে পানাহ না চেয়েছেন। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০৮ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@HPTV-sz1xn
@HPTV-sz1xn 2 жыл бұрын
আল্লাহ সবাইকে সমান ভাবে দুনিয়াতে নেয়ামত দিলে মানুষ দুনিয়াবি যার যার কাজ সে সে করতে বাধ্য হতো।
@riazhuq
@riazhuq 3 жыл бұрын
আলহমদুলিল্লাহ
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ الْقَبْرِ، فَقَالَ: «نَعَمْ، عَذَابُ الْقَبْرِ حَقٌّ»، قَالَتْ عَائِشَةُ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً بَعْدُ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ! কবরের আযাব সত্য, আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন কোন সালাত আদায় করতে দেখিনি যাতে তিনি কবরের আযাব থেকে পানাহ না চেয়েছেন। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০৮ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@rafikulislam3880
@rafikulislam3880 3 жыл бұрын
আলহামদুলিল্লাহ্‌
@syedsazzadulalam3919
@syedsazzadulalam3919 3 ай бұрын
হাদিসের ব্যাপারে আপনার মতামত জানাবেন ।
@sufyanchaudhry8875
@sufyanchaudhry8875 11 ай бұрын
হুজুর কে ভালবাসি আল্লহর জন্য
@identityofallah
@identityofallah 7 ай бұрын
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। ‘নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।’ (সুরা আশ-শুআরা : আয়াত ২২৭) ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।..
@tanvirmorshed4225
@tanvirmorshed4225 2 жыл бұрын
যাক কবরে আজাব নাই সুবহান আল্লাহ
@TahjibCenter
@TahjibCenter 2 жыл бұрын
তবে আযাবে বারযাখ তো আছে। অর্থাৎ মুমিনরা মৃত্যু থেকে পুণর্জীবন পর্যন্ত জান্নাতী অনুভবে শান্তি আর বদকাররা মৃত্যু থেকে পুণর্জীবন পর্যন্ত জাহান্নামের অনুভবে শাস্তি পেতে থাকবে
@shahadatkhan4379
@shahadatkhan4379 2 жыл бұрын
Assalamualikum Dear Moulana Sir I live in London & started watching & listening your lectures regularly and found few very important questions-answer from him like the video above. I never believed & got logic of the punishment & question & answer in our Grave ( Kabar) while I knew about barzakh ( Illin & sizzil ). So my Duwa to Moulana sub for his contemporary Tafdir for us to help the Muslim Ummah ! Jazak Allahu Kahyran
@TahjibCenter
@TahjibCenter 2 жыл бұрын
jajakallah
@eusufali3197
@eusufali3197 2 жыл бұрын
হুজুর আপনাকে আল্লাহ পাক দীর্ঘায়ু দেন। আপনার মতো কোটি কোটি আলীম জন্ম দিন আল্লাহ পাক আমাদের আসাম সহ সারা বাংলাদেশে।
@ferdousrezvi6353
@ferdousrezvi6353 Жыл бұрын
আবু জাহেল মৌলভী
@mdshahidulhoque7476
@mdshahidulhoque7476 2 жыл бұрын
আলহামদুলিল্লাহ।
@faruqueahmed305
@faruqueahmed305 2 жыл бұрын
হুজুর আপনি যুক্তি দিয়ে বলে যান। অনেক মানুষ উপকৃত হবে ।
@jalilabdul4542
@jalilabdul4542 2 жыл бұрын
mashallah..allah bless you
@user-tw4jm8hk8c
@user-tw4jm8hk8c 2 жыл бұрын
অধ্যক্ষ মওলানালা মোজাম্মেল হক
@mohammedsalim8029
@mohammedsalim8029 Жыл бұрын
Allah bless and guide all of us
@HPTV-sz1xn
@HPTV-sz1xn 2 жыл бұрын
মরার পর তারাই উত্তর দিতে পারবে যারা দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। হাদিস তো নবীজীর কথা যা আল্লাহ তায়ালার পক্ষ থেকেই এসেছে তা অবহেলা করার বা অস্বীকার করার উপায় নেই। শরীয়তের যেসব বিষয়গুলো কোরআনে স্পষ্ট নেই সেগুলো হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। তবে কোন হাদীস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কোরআনেরটা অগ্রাধিকার দিয়ে গ্রহণ করতে হবে।
@ShahidulIslam-iz9vi
@ShahidulIslam-iz9vi 2 жыл бұрын
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আমি যা বলিনি তা বানিয়ে বলে, সে যেন নিজের ঠিকানা দোযখে বানিয়ে নেয়। (বুখারী ১০৯)
@mohammadjewel1383
@mohammadjewel1383 2 жыл бұрын
নবী(স)কে আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে,তা কেবল কোরানেই বলা হয়েছে।কোরানের কোথায় এটা উল্লেখ আছে যে,নবী যা বলেন(হাদীস) তা কেবল আল্লাহ প্রদত্ত? নবীকে কোরানের বাইরে কোনো আইন বা বিধান দেওয়ারও ক্ষমতা দেওয়া হয় নাই।তিনি কেবল কোরানের মাধ্যমেই সব কিছু জানিয়েছেন।হাদীসের এতো গুরুত্ব থাকলে তা আলাদাভাবে সংগ্রহ করার তাগিদ থাকতো কোরানে অথবা চার খলিফার আমলেই।মূলকথা,হাদীসের গুরুত্ব এতো না।বহু হাদীস আছে যার কোনো সঠিকতাই প্রমাণ করা যায় না!
@nazrulislamamini7529
@nazrulislamamini7529 4 ай бұрын
কুরআনে যা নেই,সেটা হাদীসে থাকলে বুঝতে হবে,সেটা হাদীস নয়, যা কুরআনে আছে,তা হাদীসেও আছে,বুঝতে হবে সেটাই সহী হাদীস। এখন কুরআনে কবরে প্রশ্নের ব্যাপারে বা কবরে আযাবের ব্যাপারে কিছুই নাই, সেখানে এসব বিষয়ে হাদীস এলো কোথায় থেকে?
@mdzafariqbalzafar6643
@mdzafariqbalzafar6643 2 жыл бұрын
ইয়েছ
@sekandarali3333
@sekandarali3333 2 жыл бұрын
মাশাল্লাহ। হুজুর এখন তাহলে আর কবরের ভয় করার কোন কারণই নাই। আপনার কথায় তো তাই প্রমান পেলাম।
@askaruddinbangali3871
@askaruddinbangali3871 Жыл бұрын
কবরে ভয় করার কথা কোরানে বলা নাই।জাহান্নামের আযাব কে ভয় করার কথা বলা আছে।তবে যারা সিজ্জিনে যাবে তাদের অবস্তআ হবে ভয়াবহ।
@hossainfarok5031
@hossainfarok5031 3 жыл бұрын
Right.সঠিক কথা
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
তাহলে কি আল্লাহর রাসুল(সাঃ) মিথ্যা বললেন?? নাউজুবিল্লাহ। أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ الْقَبْرِ، فَقَالَ: «نَعَمْ، عَذَابُ الْقَبْرِ حَقٌّ»، قَالَتْ عَائِشَةُ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً بَعْدُ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ! কবরের আযাব সত্য, আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন কোন সালাত আদায় করতে দেখিনি যাতে তিনি কবরের আযাব থেকে পানাহ না চেয়েছেন। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০৮ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@barbhuiyaabdul78
@barbhuiyaabdul78 4 ай бұрын
Thank you
@user-wc1xx7ic9f
@user-wc1xx7ic9f 3 жыл бұрын
সব হুজুরের সব কিছু মানতেই হবে তার কোন মানে নাই তিনি নবী নন, তার কাছে আল্লাহ্‌র পক্ষে থেকে ওহি নাজিল হয়না।যে গুলা ভাল ও গুলি গ্রহন করেন,এর অগেও সালাত শেষ সম্বলিত মোনাজাত নিয়ে বিতর্ক হয়ে ছিল, আমি তার তাফসির ধারাবাহিক ভাবে শুনি, তার তাফসির আর, তাফসির ইবনে কাসির অনেকটাই মিল, তবে আয়াতের শানেনজুল গুলি অনেক ভাল ভাবে বুজিয়ে বলেন।
@TahjibCenter
@TahjibCenter 3 жыл бұрын
মাশাআল্লাহ
@dhalcharafisheriesandagrif6928
@dhalcharafisheriesandagrif6928 2 жыл бұрын
Very good analysis of Ajab al kobor will you please talk about jews Regarding they will be brought back to their home land at end time by allah
@jasimlkh2066
@jasimlkh2066 2 жыл бұрын
খুব কৌশলে হাদিস অস্বীকার করলেন। বোকা বাঙালী বুঝবেনা।
@ghulam8380
@ghulam8380 2 жыл бұрын
You are right.
@Joynalabedin-zg6yr
@Joynalabedin-zg6yr 3 жыл бұрын
Allah Hu akkbar ameen
@rahmans2396
@rahmans2396 2 жыл бұрын
Right......100%
@shohankhan349
@shohankhan349 2 жыл бұрын
আলহামদুলিল্লাহ উনার মত কাওকে খুজতেছিলাম
@abdulkhalique3012
@abdulkhalique3012 6 ай бұрын
আছালামু আলাইকুম আপনী হক আলীম সনদেহ নেই
@delowerhasan8403
@delowerhasan8403 2 жыл бұрын
শায়েখ, আপনার বয়ান অত্যান্ত ভাল লাগে শুনতে শুধু মনেই চাই, তারপর ও আপনি একজন মানুষ আপনার ও ভুল হওয়া স্বাভাবিক, আর আমরা কাহারো অন্ধভক্ত নয়, আপনার কবরের ব্যাপারে আলোচনা সাথে আমি একমত হতে পারলাম না, কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো পরিস্কার না অথবা নেই, সে বিষয় গুলো হাদিসের মাধ্যমে সমাধান দেওয়া হয়েছে যদি আপনি বলেন হাদিস মানতে হবে তাহলে আপনার এমন মন্তব্য বক্তব্য দেওয়া উচিত হয়নি, আল্লাহ আমাদের সঠিক রাস্তায় পরিচালনা করুন।
@user-en9th4hh6t
@user-en9th4hh6t 3 жыл бұрын
মাশাআল্লাহ 💞💕💞💞
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ الْقَبْرِ، فَقَالَ: «نَعَمْ، عَذَابُ الْقَبْرِ حَقٌّ»، قَالَتْ عَائِشَةُ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً بَعْدُ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ! কবরের আযাব সত্য, আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন কোন সালাত আদায় করতে দেখিনি যাতে তিনি কবরের আযাব থেকে পানাহ না চেয়েছেন। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০৮ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@matiulislam8368
@matiulislam8368 Жыл бұрын
আছছালামুআলাইকুম আপনার কথা ভাল লাগে তাই মন্তব্য করা । আশা করি ভাল আছেন । আমি যতদূর জানি হিসেবের দিন মাত্র দুইটি আমলের ওপর হিসেব হবে , তা হলো ইমান ও আমল । যার ইমান নাই সে বিনা হিসেবে-------ইমান যার আছে তার কাজের হিসেব নেয়া হবে । যদি তাই হয় তবে এত কথা কেন । দয়া করে বলুন । ভুল হলে ক্ষমা প্রার্থনা করছি ।সবাই যদি সত কাজ করতাম তাহলে তো ------।ধন্যবাদ সবাইকে ।
@jackseneca2612
@jackseneca2612 2 жыл бұрын
মাওলানা সাহেব, সালামু আলাইকুম। আপনি আরেক ভিডিওতে বলেছেন ফজরের পরে এবং আসরের পরে অন্য কোন নামাজ (নফল) পরা যাবে না, কিন্তু এখন বললেন পরা যাবে। দয়া করে এই বিভ্রান্তি দূর করবেন। আর দয়া করে কোরান হাদিস এর কথা উল্লেখ করার সময় স্পষ্ট সনদ এবং রেফারেন্স দিবেন। ধন্যবাদ।
@skabdulselim2256
@skabdulselim2256 2 жыл бұрын
আসসালামু আলাইকুম হুজুর কবরে আজাব না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে র পাশ দিয়ে যাওয়ার সময় কোন একটা কবরে কান্নার শব্দ শুনে একটি খেজুর গাছের ডাল ওই কবরে পুঁতে দিতে বললেন যাতে সে আজাব মুক্তি পায় । এটা কি কোনো সহি হাদিস ‌জানাবেন‌। ভারত থেকে।
@abdulhannan-xf8ns
@abdulhannan-xf8ns 2 жыл бұрын
ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। কিয়ামতের ময়দানে বিচারের পরে আল্লাহ মানুষকে জান্নাতে ও জাহান্নামে প্রবেশ করবেন। তার পূর্বে কোন কিছুই নেই। আপনি মুসলমান তাই আপনাকে কবর দেয়া হবে। কিন্তু হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের পুড়িয়ে ছাই করে দেয় তাদের কি হবে? আবার যে নদী ডুবে মারা গেছেন এবং পানিতে দেহ বিলিন হয়ে গেছে তার কি হবে? আপনি তাহলে কি মুসলিম হ‌ওয়া অপরাধ, যে কবরে দেয়া হবে আর উত্তর দিতে না পারলে শাস্তি পেতে থাকতে হবে। এসব মিথ্যা কথা। এক ইহকালের শাস্তি ও পরকালের শাস্তি ছাড়া কোন শাস্তি নাই। সুরা ইয়াসিন এর ৫১ ও ৫২ নং আয়াত পড়ুন।
@mdaminulislam7673
@mdaminulislam7673 Жыл бұрын
হুজুর আয়াত সঠিক করে উচ্চারণ করুন
@shahdurrahman2124
@shahdurrahman2124 2 жыл бұрын
জনাব, আপনার প্রতি সম্মান রেখেই বলছি। প্রচলিত ইসলামিক অনুশীলনগুলি কোন কোন দৃষ্টিকোনে সঠিক তা অনুসন্ধান করুন। কিভাবে ভুল তাকে কম গুরুত্ব দেওয়া উচিত। তবে যেখানে বিরাট অসংগতি সেখানে মতামত দিতে হবে অনেক বেশি সতর্ক ভাবে, চার মাজহাব কে মাথায় রেখে। you are requested to share your opinion and understanding with other superiors before going to public discussion. Well. Thanks.
@sarfilgaming5979
@sarfilgaming5979 2 жыл бұрын
চার মাজহাবকে কেন মাথায় রাখবে, মাথায় রাখবে আল্লাহর কুরআন ও রাসুলের হাদীস।
@sarfilgaming5979
@sarfilgaming5979 2 жыл бұрын
কেন? কুরআন ও ছহি সুন্নাহ কি আমাদের নিকট থেকে হারিয়ে গেছে নাকি? আগে কুরআন তারপর ছহি সুন্নাহর আলোকে জীবন যাপন করতে হবে। কুরআন ও ছহি সুন্নাহ যদি বুঝতে সমস্যা হয় তাহলে জ্ঞানী /ইমামদের নিকট থেকে জানা যাবে, অনুসরণ করার জন্য নয়, অনুসরণ একমাত্র শুধুমাত্র আল্লাহর রাসুল( সঃ) কে করতে হবে। ধন্যবাদ
@user-zw7ui8ie6i
@user-zw7ui8ie6i 11 ай бұрын
মৃত্যুর পর আর রুহ কবরে যাবে নাহ।সেটা স্বপ্নের অনুভতির মত থাকবে।রুহ থাকবে ইল্লিয়িন কিংবা সিজ্জিনে।
@md.sarifuddin1294
@md.sarifuddin1294 2 жыл бұрын
হুজুর কী তাঁর লেখা তফসির , গবেষণা লব্ধ বইপত্র বেচার জন্য কুরআনের মজমা কায়েম করছেন ???
@khorgosha9781
@khorgosha9781 3 жыл бұрын
আমরা ঐ হাদিসগুলো মানি যা কুরান সমর্থন করে
@msneha8219
@msneha8219 2 жыл бұрын
Salamon alykuom tebtom please i like you then i set you beginning lecture theat Time you mas Flo sorah momenon ayat 97 or 98 and sora Anam ayat 54 please you trying to raining from ketbollah is Al Qoran thanks you and Flo Q B S TV program
@AbdulLatif-ji2vu
@AbdulLatif-ji2vu 2 жыл бұрын
Morar por sobai k aksathe jibito kora hobe ,kobor a jawar sathe sathe kohonoi noy
@alimd.ramzan6999
@alimd.ramzan6999 2 жыл бұрын
আপনার উপর আল্লার রহমত বষিত হউক। অন্য ধমাবলন্বি লোকদের বরযাক জীবন সম্পকে গবেষনা করার পূবে সূরা মায়িদার ৩ নং আয়াত এবং সূরা ইমরানের ১০২ নং আয়াত ৃনিয়ে চিন্তা গবেষনা করার অনুরোধ রইল।
@user-gt1bc6dc5o
@user-gt1bc6dc5o 2 жыл бұрын
আসসালামু আলাইকুম, আপনাকে আল্লাহ পাকা আরো সম্মানিত করুক। আমার এই প্রশ্নটার জবাব দিলে খুব খুশি হব! দলিল অবশ্যই কোরআন থেকে! কুরআনের ভিতর মহিলাদের জান্নাতে যাওয়ার কি কি দলিল রয়েছে! জান্নাতে যাবে ঠিক কিন্তু এরা কি সত্যি মহিলা থাকবে না! আমাকে একটু দলিল দিয়ে জানিয়ে দিন
@abdulkaium5834
@abdulkaium5834 2 жыл бұрын
আমরা যে কুরআন পড়ি, যা পড়ি কিন্তু বুঝিনা, যা বুঝিনা তাকে কী পড়া বলে?
@masudrana3775
@masudrana3775 Жыл бұрын
ভাই, মোল্লারা এইটাকে পড়া বলে.. ওদের গালি দিতে মন চাচ্ছে কিন্তু দিলাম না.. পুরো বাঙ্গালী জাতিকে কুরআনের জ্ঞান থেকে সুকৌশলে দূরে রেখে নিজের ইমাম বানিয়ে রেখেছে...
@anwarhossen9873
@anwarhossen9873 3 жыл бұрын
কবরের আজাবের ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায়। যে থেকে বুঝা যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কুরআনের একটি সরাসরি আয়াত আমি পাইনি। অনুগ্রহ করে কবরের আজাবের ব্যাপারে একটা আলোচনা করলে উপকৃত হব।
@maesua4425
@maesua4425 3 жыл бұрын
Uni bolesen at 45:00 timing e.
@ashrafchowdhury2479
@ashrafchowdhury2479 3 жыл бұрын
উনি উনার মত ব্যাখ্যা করতেছেন। কবরের আজাব সত্য।এই ব্যাপারে কোন দ্বিমত নাই।অসংখ্য সহি হাদিস আছে।
@rayhanbhuyan2477
@rayhanbhuyan2477 2 жыл бұрын
@@ashrafchowdhury2479 হাদিসে আছে কোরআনে নেই তা হলে রাসূলের ঐ হাদিসের কি হবে যেখানে বলা আছে আমার কোন কথা যদি কোরআনে সাথে না মিলে তা ছুড়ে ফেলবে।
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
@@rayhanbhuyan2477 একথা রসুল কোথায় বলেছেন??? 🤣🤣🤣
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
@@rayhanbhuyan2477 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ الْقَبْرِ، فَقَالَ: «نَعَمْ، عَذَابُ الْقَبْرِ حَقٌّ»، قَالَتْ عَائِشَةُ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً بَعْدُ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ! কবরের আযাব সত্য, আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন কোন সালাত আদায় করতে দেখিনি যাতে তিনি কবরের আযাব থেকে পানাহ না চেয়েছেন। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০৮ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@mojiburrahman5641
@mojiburrahman5641 3 жыл бұрын
Al koran poripurno jara koran porana wothoba cinta ba gobasona korana tari ay pondit ka baja kotha bolaln koran porun koran bugun al koranar bisho gorun
@md.sabbirahmed4090
@md.sabbirahmed4090 3 жыл бұрын
❤️❤️❤️
@MedicineCorner21
@MedicineCorner21 3 жыл бұрын
উফফ। কমেন্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। ফেসবুক ওয়াল পড়ে মনে হলো অধিকাংশ মহা পন্ডিত! কিন্তু এশার নামাজ জামাত এবং ফজর নামাজের জামাত খোঁজলে অনেক কেই পাওয়া যাবে না। তবুও সবাই কে ধন্যবাদ। সবাইকে রিকুয়েষ্ট করি, হুজুরের ধারাবাহিক বয়ান শুনে মন্তব্য করেন। গঠন মূলক আলোচনা হলে ভালো লাগে। আবারও ধন্যবাদ।
@shafiulislam5924
@shafiulislam5924 Жыл бұрын
আমি বলতে চাচ্ছি যে, আমার ইলম যেহেতু নবী তুলনায় কম , তাই আরও যদিও কোন অর্থ থাকে আয়াতে ও হাদীসে যার ইলম আমার নাই তখন কি হবে ?
@fazlahassan4983
@fazlahassan4983 2 жыл бұрын
আসসালামু আলাইকুম। যাঁরা নাইচা-গাইয়া-লাফাইয়া-বানোয়াট গল্প বানাইয়া-মানুষ খেপাইয়া ওয়াজ করেন, তাদের ব্যাপারে কিছু শুনতে মন চায়।
@doctorkhaledaparvin7099
@doctorkhaledaparvin7099 3 жыл бұрын
Kono kisu niea momender motanoikho hole Allah momender Allah abog allahor rosulet dike prottaborton koro.koraner kotha.akhane rosuler kothar Kotha bola hoeache.orthat korane na Pele Hadid talash koro
@mdanis4318
@mdanis4318 2 жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই আপনার বোজে আসুক আর না আসূক কোরআন সত্যো হক । ভাই কোরআনের অনেক আয়াত আছে কবর নিয়ে । আপনি একটি সুরার পরে বাকি‌ গূলোকে ‌অসিকার করলেন। শয়তান একটি আয়াত অসিকার করেছিল । আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করণ।আমিন
@user-cy3qv7mj1v
@user-cy3qv7mj1v 2 жыл бұрын
কোন কোন আয়াত হুজুর অস্বীকার করেছেন, দয়া করে বলবেন কি,,,???
@sefatmirdha5084
@sefatmirdha5084 11 ай бұрын
পাগল হয় গেছেন ভাই,, হুজুর কখন আয়াত অস্বীকার করলো।😢
@arman01734
@arman01734 Жыл бұрын
পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকায়াত এটা তো কুরআনে নেই। এটা তো হাদিসে এসেছে সেটার বিধান কি হবে। সুরা ইব্রাহিম আয়াত নং২৬/২৭ ভালো করে পড়েন
@masudrana3775
@masudrana3775 Жыл бұрын
ফালতু কথা বলেন কেন? প্রাসঙ্গিক কথার জবাব দেন উনার মতো করে.. পারলে আপনি একটা ভিডিও বানিয়ে সেটার এড্রেস কমেন্টে দিয়ে দেন..
@shamsunnahar2593
@shamsunnahar2593 10 ай бұрын
Maximum people can not understand what you want to say
@doctorkhaledaparvin7099
@doctorkhaledaparvin7099 3 жыл бұрын
Ai apni bolchen Hadis ohio.abar apni Hadis oshikar korchen?mane ki?
@shahriarzaman4715
@shahriarzaman4715 2 жыл бұрын
মানে তো সোজা....প্রতারণা...
@healthtipsh.rahman3051
@healthtipsh.rahman3051 2 жыл бұрын
হাদিস দারা প্রমানিত সওয়াল জওয়াব সর্ম্পকে ,আর উনি যুক্তি দ্বারা বোঝালেন নায় ,হাস্যকর
@salman62756
@salman62756 2 жыл бұрын
Assalamualaikum hujur koborer ajab er kotha Quran e surah mumin (40:46) bola ache ar bad baki hadees e ar apnara keno oshikkar korchen je hadees wahi surah najm 3-4 ayat surah haqqah 44-46 ayat ar rasoolullah saw er kotha mante hbe ta Quran e spostho kore bola ache Surah nisa 61,150 ayat ar jodi na manen 151 ayat e bola ache at rasoolullah saw er kotha na manle ki hbe ta surah noor er 58, 63 ayat bola ache ar Allah sofolkam boleche jader surah noor 51 ayat er jonno jati ke gumrah kore murtad banaien na Karon kobor ajab oshikkar kora boro kufri Allah shokol ke sothik buj Dan koruk Amern ya Rabbal alameen
@akmnurullah3073
@akmnurullah3073 2 ай бұрын
Apni technical bivvranto korsen manush k
@laichsamsujjaman3218
@laichsamsujjaman3218 2 жыл бұрын
14.27 qurani asah.
@childrensactivitiescooking200
@childrensactivitiescooking200 Жыл бұрын
ইল্ল্যিয়িন আর সিজ্জিয়িন এ রুহ্ যে যাবে তার কিসের ওপর ভিত্তি করে যাবে?
@mirajahmed7683
@mirajahmed7683 2 ай бұрын
অতি সূক্ষ্মভাবে ইসলামের চরম ঘাতক, শত্রু। এই সকল আলেম থেকে সবার সাবধান থাকা উচিত।
@akmmusa4755
@akmmusa4755 3 жыл бұрын
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাম হযরত খাদিজা রা আ কে কবরে রাকার পর দাড়িয়েছেলেন সবাই চলে যাওয়ার পর তখন সবাই বলছিলেন হুজুর চলে আসেন কিন্ত নবী করিম সা আ বলেছিলেন আমি মুনকার নকীব ফেরেস্তার জবাব দিয়ে যাবো। তখন আল্লাহতালা ফেরেস্তা পাঠিয়েদিয়েছিলেন এ সংবাদ দেওয়ার জন্যে যে আল্লাহতালা স্বয়ং এ জবাব দিবেন।
@TariqulIslam-ch6yk
@TariqulIslam-ch6yk 2 жыл бұрын
এই কথার ভীত্তি কি?যদি হাদীস হয়,তা কি সহি না যয়ীফ,না জাল? একথার স্বপক্ষে কোরআনে কোন দলিল আছে কি?
@sro356
@sro356 2 жыл бұрын
এগুলো কিচ্চা। মোল্লা পুরোহিতের দল ওয়াজ করার জন্য এসব কিচ্চা তৈরী করেছে। যাতে মানুষ ভয় পায়।
@md.nazrulislamkhan414
@md.nazrulislamkhan414 2 жыл бұрын
তাহলে এই সংক্রান্ত হাদিসগুলি কি জাল? রেফারেন্স সহ উত্তর চাই।
@TarikulIslam-rs6yh
@TarikulIslam-rs6yh Жыл бұрын
উনি আহলে কোরআন। হাদিস মানে না।
@rashednadim6755
@rashednadim6755 2 жыл бұрын
কবর জেয়ারত কেন করেন । মাওলানা সাহেবেরা মে কবরের আজাবের মাফ চেয়ে কান্না কাটি করে তা কি টাকার জন্য ।
@sro356
@sro356 2 жыл бұрын
হা। আর কিচ্চা কাহিনি ছাড়া ওয়াজ করা যায় না। তাই এগুলো ওয়াজীরা তৈরী করে।
@abulkalamazad3085
@abulkalamazad3085 4 ай бұрын
, কবর না, এটা বার্যাক হবে
@basiramart
@basiramart 2 жыл бұрын
হাদিস গুলোের ব্যাপারে তাহলে কি হবে। হাদিসগুলোতো সহিহ দেখলাম।
@abdulbiswas3855
@abdulbiswas3855 2 жыл бұрын
You can listen dr Yasir qadhi
@nasiruddinmachum39
@nasiruddinmachum39 2 жыл бұрын
এই প্রশ্নের জবাব পেলাম।অসাু।
@mdraselhossain5382
@mdraselhossain5382 2 жыл бұрын
হুজুর আপনার আপনার জ্ঞান এর অভাব আছে।আপনি তাফসীর করার আগে আরও গবেশনা করুন। বিভ্রান্তি ছরাইয়েন না।আর যদি মনে করেন যে ভুল ভাল বলে আলোচনায় আসবেন তা হলে চালিয়ে যান।আর আমার একটা প্রস্ন ছিলো। নামায এর কথা কুরআন এ আছে কিন্তু কতো রাকাত বা কতো ওয়াক্ত তা আছে কি?একটু জানাবেন।
@mdsujonsheik169
@mdsujonsheik169 2 жыл бұрын
সূরা ত্বোহা ১৩০ নং আয়াতে ইংগিত আছে পাঁচ ওয়াক্ত নামাজের।
@TarikulIslam-rs6yh
@TarikulIslam-rs6yh Жыл бұрын
​@@mdsujonsheik169 কত রাকাআত পড়তে হবে?
@user-gi6eq2no3h
@user-gi6eq2no3h 11 ай бұрын
​@@mdsujonsheik169namaz kivabe porbo ta hadis chara bujhben kmne??
@sufyanchaudhry8875
@sufyanchaudhry8875 10 ай бұрын
হুজুর তারা যে বলে ইমানের জোরে বলবে
@childrensactivitiescooking200
@childrensactivitiescooking200 Жыл бұрын
তাহলে খাদিজা (রাঃ) মৃত্যুর পর নবিজী (সাঃ) নাকি কবর দেয়ার পর সেখান থেকে চলে আসেননি এবং রাসূল (সাঃ)নাকি তার সাহাবীগনকে বলেছিলেন, তোমরা সবাই চলে যাও,আমি আমার খাদিজার কবরের প্রশ্ন উত্তর দেয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করবো। তখন আল্লাহ তায়া'লা নাকি বলেছিলেন, হে নবী আপনি চলে যান,আমি নিজে খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিব।
@masudrana3775
@masudrana3775 Жыл бұрын
একটা মিছা কথাকে সত্যি করার জন্য বহু মিছা কথা বলতে হয়.. এটা মনে রাখতে হবে যখন হাদীস সংগ্রহ করা হয় তখন কিন্তু শাসক ছিলো এজিদের বংশ.. আর আমরা এটার বহু ইতিহাস জানি যে,ক্ষমতাসীন রাজা ইতিহাস বিকৃত করে নিজের মতো করে লিখে...
@azadmiah5730
@azadmiah5730 2 ай бұрын
আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি কবরে জবাব দিতে হবে তাহলে অন্য হুজুরের ভুল বলেছেন
@ahlussunnahtv3227
@ahlussunnahtv3227 2 жыл бұрын
আপনি জানেন তার পর তাফসীর করে ন।
@TahjibCenter
@TahjibCenter 2 жыл бұрын
???
@tajkiatajakka9272
@tajkiatajakka9272 2 жыл бұрын
MURKHO.
@drmdmostafizurrahman2325
@drmdmostafizurrahman2325 2 жыл бұрын
Please don't follow someone who discuss Alquran with his own explanation not from Shahi Sunnah and followers of the prophet.
@mdfoyfur8859
@mdfoyfur8859 3 жыл бұрын
Tomar.kota.gola.manta.psrlamna.allahoka.balo.kora.mano.tat.pora.hadisar.kotamano.toba.kobrar.kota.paba.nizsr.gisnka.dotik.kaza.lagan
@abdullahalsami7468
@abdullahalsami7468 3 жыл бұрын
Apni kivabe salat kayem abong zakat prodan koren balbenki
@childrensactivitiescooking200
@childrensactivitiescooking200 Жыл бұрын
তাহলে কবরে যাওয়ার পর মাটির চাপ কি থাকবে না??
@askaruddinbangali3871
@askaruddinbangali3871 Жыл бұрын
বিষয়টি ভালো ভাবে বুঝুন।যে দেহের কাযকারিতা নাই উহাতে শাস্তি দিলে কি কোন লাভ হবে।কারন তার রুহ ত এখানে নাই।রুহ চলে গেছে ইল্লিন বা সিজ্জিনে।
@user-gi6eq2no3h
@user-gi6eq2no3h 11 ай бұрын
Obossoi thakbe.uni hadis manen na
@alislamshifahomoeo78
@alislamshifahomoeo78 3 ай бұрын
হুজুর আপনে কুরআনের তাফসির করেন , কিন্ত তাসের ত বোঝেন না। এই তাফসির থেকে বিরত থাকা উচিত আপনার।
@tajkiatajakka9272
@tajkiatajakka9272 2 жыл бұрын
Sohih hadis gulo wuny bujte bartho hoyasan.
@TahjibCenter
@TahjibCenter 2 жыл бұрын
আর আপনি সরাসরি কুরআন বুঝতে ব্যর্থ হয়েছেন 😐
@kazijamaluddin8252
@kazijamaluddin8252 Жыл бұрын
কবরের আজাব এর বিষয়ে অনেক হাদিস আছে, তবে এই হাদিসগুলি কি?
@masudrana3775
@masudrana3775 Жыл бұрын
এর উত্তর দেয়াই অপ্রয়োজনীয়.. যদি কুরআন বুঝে না পড়েন..
@user-gi6eq2no3h
@user-gi6eq2no3h 11 ай бұрын
​@@masudrana3775hadis chara Quran bujhte parben na
@mahfuzurrahman974
@mahfuzurrahman974 Жыл бұрын
এই দেখেন হাদিসের মওলানা কফিলউদ্দিন হুজুর কীসব আবোলতাবোল বলেন। kzbin.info/www/bejne/iKHckqJja819mLs
@abdulwahid-us4pe
@abdulwahid-us4pe 3 ай бұрын
হাজার হাজার হাদিস এগুলা কি মিথ্যা. অনেক কথা কুরআনে থাকেনা. আমাদে রসুল সাঃ এর কথায় বনিত হাদিস এসব কি মিথ্যা. হাদিসের সত্য মিথ্যা প্রমান না করিয়া মানুষকে গুমরা করিবেন না।
@akhtarzaman671
@akhtarzaman671 Жыл бұрын
ইল্লিয়ীন ও সিজ্জীন আমলনামা রাখার গোডাউন। রুহ আল্লাহর বা রবের হুকুম
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 157 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 157 МЛН