কবিতাঃবিকর্ণ (Bikarn) কবিঃ আর্যতীর্থ আবৃত্তিঃ মোঃ সাইফুল ইসলাম শাকিল।।

  Рет қаралды 118

আমার শখ

আমার শখ

Күн бұрын

নারীর সম্মান রক্ষার্থে স্বয়ং যুবরাজ দুর্যোধন-এর বিরুদ্ধে আওয়াজ তোলেন তার ভাই বিকর্ণ। রাজাও অন্যায় করলে যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় তার দৃষ্টান্ত কবিতাটি।
লিরিক্সঃ
যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন,
দায় ছিলো যার গর্জে ওঠার! নিচু মাথায় সে পাঁচজন।
দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম,
হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম।
অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার,
নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার।
কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে
শর্তবিহীন সমর্থনেই , তাবত আরামসুখ বসে।
ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারী লোক হাজার হোক
রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক।
খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়,
ঘরের মাটি লাল হয়ে যাক, দেশবিভাগের যন্ত্রণায়।
সুশীল সভায় ঘটছে যখন, রাজঅপরাধ জঘন্য,
ঠিক তখনই তার বিরোধে, চেঁচিয়ে ওঠেন বিকর্ণ।
বিকর্ণ নন কেউকেটা লোক, একশো ভাইয়ের একজনা
তেমন করে এর আগে কেউ, তার কথাটাই জানতো না।
জতুগৃহে কাড়েননি রা, অন্তত তা নেই লেখা,
ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তাঁর নেই দেখা।
কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রু কেউ,
স্তব্ধ জিভের চুপসাগরে, বিকর্ণ হন একলা ঢেউ।
চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই,
মহাবলী পান্ডবেরও, তখন গলায় সে সুর নেই।
রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যায় ধর্ষণে,
ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে।
আমরা যারা কিচ্ছুটি নই ,একটি মোটে ভোট কেবল,
অত্যাচারের সামনে এলে, সঙ্গী শুধু চোখের জল
পোষ্যভাবে জাবনা চেবাই, অন্ধ এবং নি-কর্ণ,
প্রার্থনা থাক আমরা যেন, একবার হই বিকর্ণ।
মরার আগে হতেই হবে, রাজার সভায় বিকর্ণ।

Пікірлер: 5
@raihanakhatun4991
@raihanakhatun4991 Жыл бұрын
Masha Allah❤❤❤
@আমারশখ-ভ৯হ
@আমারশখ-ভ৯হ Жыл бұрын
💛💛💛
@mohammadrifatahmad8881
@mohammadrifatahmad8881 Жыл бұрын
Sabash
@shumeparvin9950
@shumeparvin9950 2 жыл бұрын
আজ এই সমাজে বিকর্ণদের বড়ই দরকার,, মনোমুগ্ধকর কণ্ঠে আবৃত্তিটা সত্যি অসাধারণ লেগেছে।
@আমারশখ-ভ৯হ
@আমারশখ-ভ৯হ 2 жыл бұрын
Thank you😍
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 61 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 50 МЛН
Similarities Between Sanskrit and Lithuanian
22:01
Bahador Alast
Рет қаралды 1,9 МЛН
face of Bangladesh face Asia 2021
19:17
ShamimSarker official
Рет қаралды 1,2 М.
Freedom of Less: One Man's Minimalist Journey
15:49
Reflections of Life
Рет қаралды 10 М.
Quantum Law: "Reality is a game, this is how you win."
24:35
Quazi Johir
Рет қаралды 26 М.
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 61 МЛН