দোয়া ও ভালোবাসা রইলো অফুরন্ত, এভাবে এগিয়ে যাও তোমার লক্ষ্যে
@anwarulazam73965 жыл бұрын
Hasib go-ahead.. Super duper..
@masudaakter56632 жыл бұрын
Mashallah onk sundor hoyese🙂
@HeavenTvHT4 жыл бұрын
মাশাআল্লাহ very good...
@suhinhossen18875 жыл бұрын
অসাধারণ ভাইয়া
@al-bokhari81974 жыл бұрын
:::: আমি কিংবদন্তির কথা বলছি :::: --- আবু জাফর ওবায়দুল্লাহ আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মা'য়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মা'য়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মা'য়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃদপিন্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল কারণ তিনি ক্রীতদাস ছিলেন। আমরা কি তা'র মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তা'র মতো স্বাধীনতার কথা বলতে পারবো! তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন সবত্সা গাভীর মত দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন। যে কর্ষণ করে তাঁর প্রতিটি স্বেদবিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে। যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে। যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচন্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করলো তখন আমরা শ্রাবণের মেঘের মত যূথবদ্ধ হলাম। বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম। বারিসিক্ত ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম। সুগঠিত স্বেদবিন্দুর মত শস্যের সৌকর্য অবলোকন করলাম, এবং এক অবিশ্বাস্য আঘ্রাণ আনিঃশ্বাস গ্রহণ করলাম। তখন বিষসর্প প্রভুগণ অন্ধকার গহ্বরে প্রবেশ করলো এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মত রৌদ্রালোকে উদ্ভাসিত হলাম। তখন আমরা সমবেত কন্ঠে কবিতাকে ধারণ করলাম। দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্তজবার মত প্রতিরোধের উচ্চারণ কবিতা। যে কবিতা শুনতে জানে না পরভৃতের গ্লানি তাকে ভূলুন্ঠিত করবে। যে কবিতা শুনতে জানে না অভ্যূত্থানের জলোচ্ছ্বাস তাকে নতজানু করবে। যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে। আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন। যখন কবিকে হত্যা করা হল তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মত সৌভ্রত্রে সম্মিলিত হলাম। প্রজ্জ্বলিত সূর্যের মত অগ্নিগর্ভ হলাম। ক্ষিপ্রগতি বিদ্যুতের মত ত্রিভূবন পরিভ্রমণ করলাম। এবং হিংস্র ঘাতক নতজানু হয়ে কবিতার কাছে প্রাণভিক্ষা চাইলো। তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম। নদী এবং সমুদ্রে মোহনার মত সম্মিলিত কন্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উত্সারণ কবিতা। যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে। যে কবিতা শুনতে জানে না সে মূক ও বধির থেকে যাবে। আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল আমি একগুচ্ছ রক্তজবার কথা বলছি।
@উচিৎকথা-থ৯ঢ4 жыл бұрын
প্রিয় সসাস
@abdullahaljobair74356 ай бұрын
এককথায় অনবদ্য উপস্থাপনা!
@mehedifreefire48133 жыл бұрын
ধন্যবাদ ভাইয়া। অত্যন্ত চমৎকার এবং সাবলীলভাবে কবিতাটি আবৃত্তি করার জন্য। 💙💜🤎
@BariEducation4 жыл бұрын
অসাধারণ- অনেক ভাল লাগল
@auctormohiuddin19682 жыл бұрын
দেশের সবচেয়ে সুনামধন্য আবৃত্তিকার হলেন শিমুল মুস্তফা। এর থেকেও অনেক সুন্দর আবৃত্তি করে।
@ismedia1625 жыл бұрын
মাশা আল্লাহ অসাধারণ।
@ahsanullahmuhammedsaifulis14784 жыл бұрын
স্যালুট জানাই
@akazadofficial64975 жыл бұрын
অসাধারণ
@ArohiAfrin-zm5ym23 күн бұрын
osadharon
@mhtarak25655 жыл бұрын
masallah
@beautyofbd959 Жыл бұрын
অনেক সুন্দর 🥰। ধন্যবাদ 🥰❤️
@sumonjoynalabedin19394 жыл бұрын
অনেক অনেক সুন্দর
@mdmehidyhridoy8614 Жыл бұрын
ধন্যবাদ আপনাকে, চমৎকার আবৃত্তি
@serajummoniradisa31133 жыл бұрын
অসাধারণ 💖💖
@aliakbarofficial81464 жыл бұрын
অসাধারণ।।
@sportslover.3609 ай бұрын
Sera ❤
@Md.Imranhossen-gf2nr10 ай бұрын
মাশাআল্লাহ খুব ভালো লাগলো
@shifahislam93512 жыл бұрын
মাশাআল্লাহ ❤️
@salmaakter42684 жыл бұрын
Osadharon uposthapon
@Ishmam_Farhad2 жыл бұрын
Damn good poem
@JdhjduhfHdygnjgfui8 ай бұрын
অনেক ভালো লাগছে ❤❤❤❤
@Ai_riyadh9 ай бұрын
অসাধারণ কন্ঠ ❤
@akramuddin76224 жыл бұрын
ভালো লেগেছে। ধারাবাহিকতা বজায় থাকু্ক,,,
@imamhossain0.1275 жыл бұрын
কবিতাটি সুন্দর। আবৃতি মোটামুটি ভালো। ঢং পাইনি আবৃতিতে। তবে সসাস টিভিতে আরো ভালো আসা করি।