দাদা আমার লাক্ষা কবুতর সুবুজ পায়খানা করছে আর ঝিমিয়ে আছে কি করবো একটু বলে দিন
@Jashore_bd_pigeons2 ай бұрын
প্রথমেই কবুতর টাকে অন্যান্য কবুতর থেকে আলাদা করে দেন। খাঁচায় রাখলে ভালো হয়। যেখানে বাতাস চলাচল করছে না উষ্ণ জায়গায় রাখুন। এক কোয়া রসুন, অল্প আদা, এক চিমটি কালোজিরা ৫০ এম এল পানিতে গরম করুন। ফুটিয়ে নিন। সুষম গরম থাকা অবস্থায় কবুতরকে দশ এম এল খাওয়াই দিবেন সিরিঞ্জ দিয়ে। দুই বেলা করে তিন দিন খাওয়াবেন এভাবে। কবুতরের খাবার পাত্র পরিষ্কার করুন। ময়লা জাতীয় খাবার কবুতরকে দেবেন না। পরিষ্কার পানি এবং পরিষ্কার খাবার দিন।