Poet : Mahbub Ul Alam Choudhury Recitation : Suparna Barua Aney Kadte Ashini, Phashir Dabi Niye Eshechhi l কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি l bangla kobita
Пікірлер: 24
@RAKIN-et1uz5 ай бұрын
কবিতাটা অনেক সুন্দর 😢❤❤
@Muhib_recitation11 ай бұрын
দারুণ লাগলো আপনার আবৃত্তি!
@pialbarua54652 жыл бұрын
অসাধারণ ❤️
@sahnajbokul57262 жыл бұрын
মাশাআল্লাহ
@shiropajahan33324 жыл бұрын
১০০ তম লাইক টা দিয়ে দিলাম 😊
@KamrunNahar-cv4hz4 жыл бұрын
মাহবুব-উল-আলম চৌধুররী এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতিক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিলো সে অসংখ্য ভাইবোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাইবোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা চল্লিশজন কিম্বা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাওলের ঐতিহ্য রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য (যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমদের পুঁথির জন্য রমেশ শীলের গাথার জন্য, জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাটের’ জন্য।) যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল নজরুলের “খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।” এ দুটি লাইনের জন্য দেশের মাটির জন্য, রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর, আবদুস সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রতœ বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে লিংকন, রঁল্যা, আরাগঁ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই চল্লিশটি রতœ যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভরতি রাইফেল নিয়ে এসেছিল ওখানে যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ। আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে।
@krishnoacharjee5180 Жыл бұрын
👍❤️❤️👍
@aloksmath58142 жыл бұрын
💖💖💖 নাইচ দিদি
@mihirranjanrarua40222 жыл бұрын
চমৎকার
@dohahm5734 жыл бұрын
ভাল হয়েছে ।
@marykhanmary9753 жыл бұрын
খুবই ভালো হয়েছে।
@ruposhibangla855621 күн бұрын
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি প্রিয় লেখক মাহবুব উল আলম চৌধুরী কে। আমি মুখস্থ করছি কবিতা টি। অসম্ভবভাবে অনুভূতি কে নাড়া দেয়ায় প্রিয়তমা বৌকে বললাম মুখস্থ করে আবৃত্তি করে। বললাম প্রিয় প্রিয় সন্তান রুপসী বাংলা কে মুখস্থ করে। করছে সবাই...... বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল ভাষা শহীদদের।
@sost6725 жыл бұрын
Extraordinary volume of extraordinary voice Love is for you mam Stay well (crush)
@shojibahamed93724 жыл бұрын
অসাধারণ,,,,,,,, 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭কাঁদতে আসিনি
@antarbhowmik94934 жыл бұрын
Onek sunder
@KOBITARSHONGSHAR2 жыл бұрын
nice
@MathBD-im7jl4 жыл бұрын
WoW.
@nurulabsar5104 жыл бұрын
I want more recite from her. Please recite more for us. please please... .
@antarbhowmik94934 жыл бұрын
Onek sunder
@rabeyamst93542 жыл бұрын
thanks
@ahmadfathan94763 жыл бұрын
Music?
@mushfikmahi1233 жыл бұрын
sister please bolben background musick tar name..........