Рет қаралды 30
বিখ্যাত পরিচালক অপর্ণা সেন পরিচালিত ‘গয়নার বাক্স’ ছবিতে এক বিধর্মী কবি এবং সোমলতার অপূর্ণ ভালোবাসা গল্প ছিল,সেই কবি সোমলতা কে একটি চিঠি দিয়েছিলেন।
সেই চিঠিটি আসলে কবি শ্রীজাতের লেখা এবং চিঠির কথা গুলোকে সুরারোপ করে সঙ্গীত পরিচালক দেবজ্যতি মিশ্র মহাশয় শিল্পী রূপঙ্কর বাগচীর কন্ঠে খুব সুন্দর করে ব্যবহার করেছেন ছবিতে।
আজ সেটাই পড়ার একটু চেষ্টা করলাম,কারো যদি শোনার ইচ্ছে হয় শুনবেন।কোনো জোড়জাড়ি নেই, ধন্যবাদ।