মেঘলা রাতের আকাশে হঠাৎ পূর্ণিমা চাঁদ উঁকি দিলে যেমন ভালো লাগে, তেমনি ভালোলাগা একটা নাটক 'স্বপ্ন গ্রহণ'। কপি করিম ও জাহিদ হাসানের প্রাণবন্ত অভিনয় মন ছুঁয়ে গেছে। পরিচালনায় জাহিদ হাসান দক্ষতার ছাপ রেখেছেন। আমার মনে হয়েছে জাহিদ হাসান পরিচালিত সেরা তিনটা কাজের একটা। রচয়িতা কাজী শহীদুল ইসলাম অনন্যসাধারন সেই গল্পে মেধার পরিচয় দিয়েছেন। গতানুগতিক গল্পের বাইরে ভিন্ন স্বাদের নাটক। একজন বামপন্থী রাজনৈতিক কর্মীর চিন্তা চেতনা আদর্শ ও আত্মপ্রবঞ্চনার বিয়োগান্তক পরিণতির গল্প। মেয়েটাকে দেখে ছেলেটার মনে আর দশটা মানুষের মতোই স্বপ্ন দোলা দেয়। সেই স্বপ্নের হাঁটে হায়নার প্রবেশ ঘটায় ভুল রাজনীতি। নাটককে আরো হৃদয়গ্রাহী করেছে দুটো ঘটনা। এক. ধলেশ্বরী নদী বেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন তার বিখ্যাত ‘বাঁশী’ কবিতার হরিপদ কেরানীকে নিয়ে। দুই. মাত্র একটা দৃশ্যে নীতিহীন রাজনৈতিক নেতার চরিত্রে অসাধারণ অভিনয়শৈলী উপহার দিয়েছেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। অনেক উঁচু মানের স্ক্রিপ্ট, চমৎকার লোকেশন, মনোমুগ্ধকর দৃশ্যায়ন!!!! জীবনঘনিষ্ঠ গল্পের এমন চমৎকার চিত্ররূপ গাত ২০ বছরে খুব কমই পেয়েছি। খুব জানতে ইচ্ছে করে কে এই মেধাবী নাট্যকার? যিনি এমন সৃজনশীল প্রতিভার পরিচয় দিয়েছেন। তার লেখা আরো নাটকের লিংক চাই। এমন একজন মেধাবী নাট্যকারের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি।
@shamimashams99504 жыл бұрын
kzbin.info/www/bejne/jZuUqIWgptpgj9E
@shamimashams99504 жыл бұрын
kzbin.info/www/bejne/Z17XnHxjhrOhha8
@shamimashams99504 жыл бұрын
kzbin.info/www/bejne/o5vWoaB7r8uMZ8k
@shamimashams99504 жыл бұрын
kzbin.info/www/bejne/fJfKg6mmbreJhKs
@tarekibnmostafa3 жыл бұрын
আসলেই তাই।🖤
@farzanasharmin10864 жыл бұрын
এই নাটকগুলো খুঁজে খুঁজে দেখি।শুদ্ধ বাংলা ভাষা শোনার জন্যে হলেও দেখি/শুনি।এই নাটকগুলোর ভেতরে জীবনের স্বাদ পাই!প্রাচীন যা কিছু তাই বোধ হয় অমূল্য হয়ে যায়! আপলোড করার জন্য অসীম কৃতজ্ঞতা।
@Sakil-H0ssain3 жыл бұрын
আপনার লেখা গুলো প্রমাণ করে আপনি একজন উত্তম বাঙ্গালী।
@md.mahaburtv47843 жыл бұрын
ঠিক বলেছ
@casanova36392 жыл бұрын
Vai prachin natok valo lagar ar ekta karon tokhon ami boyoshe akhon kar moto prachin silam n 11 22 bosor boyosh hobe tokhon amer 11😪😪
@jharnaparvin56762 жыл бұрын
আসলেই, আগেকার দিনের নাটকের গল্প গুলা তো অনেক সুন্দর হয়ই কিন্তু ভাষা গুলা শুনলে প্রাণ ভরে যায়।
@ASLAMKHAN-po4nk4 күн бұрын
জাহিদ হাসান এবং অপি করিমের অসাধারণ একটি নাটক। অত্যন্ত সুন্দর সাবলীল ভঙ্গিমায় অভিমানী এবং উচ্চারণগুলো অত্যন্ত সুন্দর। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বানিনাথপুর গ্রাম থেকে দেখছি। আমার বয়স এখন 52 বছর। আমি জাহিদ হাসান আজিজুল হাকিম তৌকির আহমেদ বিপাশা শমী কায়সার আফসানা মিমি এবং সুবর্ণা মোস্তফার সমস্ত নাটক দেখি। এছাড়া তানিয়া এবং মিতানুরের নাটক খুঁজে খুঁজে দেখি। আজ বুধবার। ১লা মাঘ১৪৩১ বঙ্গাব্দ.।
@SalmaSultana-ig5np2 жыл бұрын
নাটকের শেষের দিকে জাহিদ হাসানের হেঁটে যাওয়া টা যেনো স্বর্গের দিকে যাওয়া এক নিস্পাপ মানুষ, যিনি কোনকালেই দুনিয়ার দ্বার ধারেনা।কি অদ্ভুত হাঁটা!
@RakibHasan-nz4cv Жыл бұрын
কি অদ্ভুত শব্দ চয়ন
@kajolripon02434 жыл бұрын
অসাধারন একটা নাটক। বলা যায় জাহিদ হাসান পরিচালিত শ্রেষ্ঠনাটক।
@ImranMostly Жыл бұрын
Opi Karim is the Only one actress I had a crush on! Not proud of it but maybe thats how it is in your teen years! Interestingly met a girl like her and lost her 8 months later! Maybe thats what life is!
@MirashMulla-so4cn Жыл бұрын
পৃরন নাটক গুলো খুঁজে বেড়াই শুধু মাএ জাহিদ হাসানের নাটক ধন্যবাদ ভিডিও টা দেয়ার জন্য
@SalmaSultana-ig5np3 жыл бұрын
জাহিদ হাসানের কথাগুলো যেনো স্বর্গ থেকে আসা।কি চমৎকার অভিনয়! আসলেই জাহিদ হাসান শ্রেষ্ঠ টিভি নায়ক।
@skmojammelhossen Жыл бұрын
Sk.m.hossen..ileve.india From.w.bengel
@mahmudhasan75503 жыл бұрын
সবাই কমেন্ট করে সুন্দর সুন্দর কথা লিখছে, ভাবছি আমি কি লিখবো তবে,,, একটা কথায় বলবো অসাধারণ সুন্দর এবং পুরনো দিনের মানুষ ও পুরনো দিনের নাটক সত্যিই অন্য রকম। ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর।
@kajolripon02433 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই।
@J-Anonda4 жыл бұрын
জাহিদ হাসানের পরিচালনায়.... অন্যতম প্রিয় নাটক। ধন্যবাদ #কাজল_রিপন
@ArifAhmed-bd5en4 жыл бұрын
পুরোনো দিনের নাটক গুলা দেখলে জীবনের ফেলে আসা দিন গুলির কথা মনে পড়ে যায় জীবনের প্রতি একটা অনিহা চলে আসছে মাঝে মাঝে মনে হয় পুরোনো দিন গুলি যদি ফিরে পেতাম ৩/২/২০২১ (ফ্রান্স থেকে)
@abdurrajjak85464 жыл бұрын
অনেক দিন পরে একটি ভালো নাটক দেখলাম। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই।
@nithumree87384 жыл бұрын
বিটিভির নাটক, ২০০২ সালে দেখেছিলাম মনে হয়... দারুণ এক নাটক, নাটকটা খুজছিলাম অনেক দিন ধরে
@tarikulalam22083 жыл бұрын
সবসময় দুইটি জীবনের মিলনেেই স্বার্থকতা নেই। আমজনতাকে ভালোবাসতে গেলে অনেক কিছু বিসর্জন দিতে হয়। এই নাটকে তাই মূর্তমান হয়ে উঠেছে। নাট্যকার কলাকুশলী সকলকে ধন্যবাদ ।
@alamgirkabir57624 жыл бұрын
কাজী শহিদুল ইসলাম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে এই সব নাটকের খুবই অভাব, প্লিজ আরও বেশি লিখবেন। আপনার নাটকের অপেক্ষায় থাকি...
@digbijoychoudhury71403 жыл бұрын
O P Korim.......ki sundar ovinoi, mon voray gachhey. Thanks.
@silviatasnim52534 жыл бұрын
আপনার চ্যানেলের ভক্ত আমি! রোজ ইউটিউবে দেখি আগের নাটকগুলা ছেড়েছেন কিনা! তবে মনে হলে কষ্ট হয় সব দেখা হয়ে গেলে কি দেখবো? অসংখ্যা ধন্যবাদ❤️
@litonsheikh38864 жыл бұрын
আমারও ভালো লাগে পুরোনো নাটক
@MdArif-hi2vg3 жыл бұрын
Puraton natok r golpo gulo khub sundor... R say sathe ovinoy gulo o khub sundor. ❤️❤️❤️.
@kajolripon02433 жыл бұрын
অনেক ধন্যবাদ। শেষ হবার কোন সম্ভাবনা নাই। আমি যতদিন বেঁচে থাকব, প্রতিদিন একটা করে নাটক পোস্ট করলেও শেষ হবে না। ধন্যবাদ।
@silviatasnim52533 жыл бұрын
@@kajolripon0243 আমিত প্রতিদিন ৩-৪ টা করে নাটক দেখি! বেশি করে ছাড়া যায়না😁
ভিন্ন স্বাদের একটা নাটক দেখলাম খুব ভালো লাগলো নাটক টা
@kajolripon02434 жыл бұрын
রচনা - কাজী শহীদুল ইসলাম পরিচালনা - জাহিদ হাসান
@dsronyanu31664 жыл бұрын
নাটকটা পুরানো হলেও বহুদিন পর এতসুন্দর একটা নাটক দেখলা মনটা ভরে গেল। বর্তমানের নাটকগুলা মানস্মত হয় না।
@rajonraz6483 жыл бұрын
পাগলের সুখ মনে মনে.. অনেক অনেক উপভোগ করি এমন মধুর কাহিনী ও অভিনয় !!
@mdmizanurrahman4859Ай бұрын
অসাধারন একটি নাটক বাহ কি সুন্দর
@abdulhalem93873 жыл бұрын
আসলেও বোঝার মতো নাটক অতিতকে মনে করে দেয় ধন্যবাদ ইউটিউবার ভাইকে এই সুন্দর নাটকটি দর্শক কে দেখার জন্যে আপনার ইউটিউবে দেওয়ার জন্যে
@abdurrahmanratan29394 жыл бұрын
অসাধারণ একটা নাটক... এখন আর এমন নাটক আর হয় না,,, জাহিদ হাসান চিরসবুজ একজন অভিনেতা।
@shamsulalom64453 жыл бұрын
২০২১ বসে নাটক দেখছি এতোটাই ভালো লাগলো,, আর এখন কার নাটক?
@loveforpeople75102 жыл бұрын
পুরাতন নাটক গুলা দেখতে অনেক ভাল লাগে। এগুলা দেখে মনের মাঝে একধরনের শূন্যতা কাজ করে কিন্তু পূর্ণতা হয়তো কখন পূরণ হবে না।
@Siddekur_Rahman5 күн бұрын
সব জীবন গোছানো যায় না। যাই হোক অসাধারণ অভিনয়
@MdNasir-ox2zh3 жыл бұрын
Khob valo lage protiti natok.......caneltike onek donnobad
@MdRafiqulislam-bh4vz4 жыл бұрын
কি বলবো কি লিখবো বুকটা কতক্ষণ যে ধুক ধুক করলো সত্যিই হুমায়ুন স্যার গ্রেট
@MDParvez-ed7hd3 жыл бұрын
Ishhhhh🥰❤️🥰 Ettto shundoor koira kemne hashe maiyata🥰🥰🥰🥰?!?🤔🤔🤔
@omorfaruk15714 жыл бұрын
এই সব নাটকে যে ক্যান,হাজার হাজার লাইক পরে না? আমি বুঝি না! old is gold
@aratimunshi46693 жыл бұрын
জাহিদ দাদার কথা নতুন করে কিছু বলার নেই।🌹👌👌👌👌👌🌹
@nowrazahmedmusfak3 жыл бұрын
এই নাটক গুলো বোধ শক্তি বৃদ্ধি করে ধন্যবাদ যিনি নাটকটি আপলোড করেছেন।
@tanimahmedromman99483 жыл бұрын
জীবনের মানে খুজে পাওয়া যায় এই ধরনের নাটকে❤️
@sumoniqbal66854 жыл бұрын
পুরোনো নাটক গুলো অনেক সুন্দর
@mojiburbhuiyan7365 Жыл бұрын
এই নাটক টি আগে ও দেখেছি কি বলিষ্ঠ সুন্দর সংলাপ অসাধারণ অভিনয় আর গল্প টা অতুলনীয়। সেই দিন গুলো কি আর আসবে। এখনকার মানহীন নোংরা নাটক দেখতে পারিনা তাই নাটক দেখি না এখন
@albertgomes52443 жыл бұрын
অপি করিমের মায়াময়ী চেহারাটা অসাধারণ সুন্দর লাগলো!
@mojiburbhuiyan7365 Жыл бұрын
জাহিদ হাসান ত প্রথম কাতারের একজন শ্রেষ্ঠ পরিচালক। তার এখন শুধু মাত্র পরিচালনা করা উচিত এমন ভালো scriptনিয়ে
@rahmatullah15274 жыл бұрын
আসা করি ভালোই হবে
@SalmaSultana-rb7kg Жыл бұрын
জাহিদ হাসানের হাঁটার সিস্টেম বাপের বাপ, নায়ক বটে! দয়া করে জাহিদ হাসানের এই বয়সের নাটক আরো আপলোড দেন। উনার ব্যাপারে কৃপণতা কেন করেন?
@mdfoysalf39524 жыл бұрын
কাজল রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
@jharnaparvin56762 жыл бұрын
মেকাপ ছাড়াই অপি করিমকে যা সুন্দর লাগে! মাশাল্লাহ
@FunBanglaTVHD3 жыл бұрын
অসম্ভব সুন্দর একটা নাটক
@abdullahalmahmud51174 жыл бұрын
সাবলীল অভিনয়ের এমন নাটক এখন হয় না। আপনার চেষ্টা সফল হোক। ❤️❤️
@kushalbhaskar44013 жыл бұрын
এই অভিনয় একমাত্র জাহিদ ভাই আর অপুআপুর পক্ষেই সম্ভব....
@nazimuddinnahid84044 жыл бұрын
35:30 মিনিটে জাহিদ হাসান ও হুমায়ুন ফরীদির মধ্যকার দৃশ্যটি অসাধারণ ছিল, দুজনে পাল্লা দিয়ে অভিনয় করেছেন ❤ এমন সব অসাধারণ নাটক আপলোড করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 😊
@winterbear27792 жыл бұрын
ভাইজান বিনীতভাবে অনুরোধ করিতেছি, একটা সুন্দর নাটক যাহা বলিব সত্য বলিব আজিজুল হাকিম ও অপি করিম অভিনীত
@kajolripon02432 жыл бұрын
ভাইজান, আপনাকে পরিষ্কার বাংলায় একটা প্রশ্ন করে আসছি কয়েকবার। আশা করি প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ।
@orchidgarden75223 жыл бұрын
আমি অনেক ব্যস্ত থাকার মাঝে ও আপনার নাটক নিয়মতো দেখি❤️❤️❤️❤️❤️❤️❤️ এই চ্যানেলের সকল দর্শক দের জন্য শুভ কামনা রইলো।২৬/০৫/ ২০২১
@MdSHAHIN-yb6hv3 жыл бұрын
আহারে কি সুন্দর ছিলো সেই দিন গুলো
@tapatipal76234 жыл бұрын
খুব ভালো লাগলো ,স্বপ্নময় জীবনের স্বাদ ই আলাদা!
@ashishchakraborty6984 Жыл бұрын
কলকাতা , ইন্ডিয়া থেকে শুভেচ্ছা রইলো ।
@akashtiktok.93754 жыл бұрын
I love Zahid Hasan
@biplabindra37153 жыл бұрын
জাহিদ হাসানকে খুব ভালো লাগে, জাহিদ হাসান নাটক গুলো আপলোড করার জন্য অনুরোধ করছি। কোচবিহার পশ্চিমবঙ্গ।
@sarminfashions87723 жыл бұрын
এতো ভাল লেগেছে. ….💖💖💖
@MDParvez-ed7hd3 жыл бұрын
Shokal theke khub biye korte ichhe korchhe...🥰😂🥰 Love 💖 you 🥰
সার্থক নাটকের নাম, কতই না সুন্দর, একটু ভিন্ন ওয়েতে প্রেসেন্টেশন, তবে নাটকে কোনো ঘাটতি নেই, সুন্দর সুন্দর সুন্দর, আর কিছু বলার নেই
@tishasss44374 жыл бұрын
Old is always gold😍
@belayetrefat403 жыл бұрын
Thanks for uploading.
@mosaddekrahman9378 Жыл бұрын
তনু কি এখনো সিঙ্গেল আছো?? আমার জীবনটা খুবই অগোছালো,, যদি গুছিয়ে দিতে।।
@mojiburbhuiyan7365 Жыл бұрын
তিনজন কিংবদন্তি অভিনয় শিল্পী অসাধারণ অভিনয় করেছেন। এইসব নাটক খুঁজে খুঁজে বের করে দেখি। এখনকার মানহীন নোংরা নাটক দেখি না তারপর ও যাদের নাটক দেখতাম তারা অভিনয় করে না তিশা তারিন মেহজাবিন নিশো এরা নাটক করে না
@abdulmotin92443 жыл бұрын
সময়ের চেয়ে বেশি দৌড়ালে কিন্তু হাফ লেগে যাবে। আপনার নাটকের দর্শক কি সীমাবদ্ধ? এতটা গতিশীল হলে তো দর্শক খেই হারিয়ে ফেলবে! আমাদের বর্তমান সময় এখনো এতোটা গতি নিতে পারে না। আপনি একটু বেশিই এগিয়ে গেছেন। ধন্যবাদ।
@kajolripon02433 жыл бұрын
বুঝতে পারিনি, দুঃখিত।
@abdulmotin92443 жыл бұрын
আপনার সাথে বাহাস করতে চাই না। আমার মনে হয় আপনারা বুঝতে চান না। নাটক নির্মাণ করছেন এবং তা নেটে আপলোড করছেন। কিন্তু যিনি সম্পাদনা করেন তিনি সজাগ হবেন দর্শক কীভাবে নেবে। কয়টা কষ্টের কথা বলবো? ছবিতে বাড়তি শব্দ এত বেশি যে সংলাপ বোঝা যায় না। দর্শক কিন্তু একটা দৃশ্যের পর অন্যটা নিজের মতো করে দেখতে চায়। এটা কি তার অপরাধ? জাহিদ হাসান কে বলছি : লাল নীল বেগুনি তে শিক্ষক শিউলির ইজ্জত নষ্ট করলো। ঘর থেকে বের হয়ে করিডোরে শিক্ষকের স্ত্রীর দেখা পেয়ে যায়। নিজ বাড়িতে ফেরার পর সে তার ভাইকে পেয়েছিল। কিন্তু সে কাউকে কিছু বললো না। গল্পে কি শিক্ষকের সামাজিক মর্যাদাকে প্রাধান্য দেওয়া হলো?ওইসব সংকীর্ণ ইচ্ছাগুলো কিন্তু দর্শক সহজে গিলতে নাও পারে। যে কারণে ২০/২১ পর্বের পর আর দেখতে মন চায়নি। জানিনা এসব বলে আপনাকে কষ্ট দিলাম কিনা। অবশ্য আমার অজ্ঞতাও থাকতে পারে। ধন্যবাদ।
@kajolripon02433 жыл бұрын
@@abdulmotin9244 সবচেয়ে ভালো হয় নাট্যকার, পরিচালক, শিল্পী ও আবহসঙ্গীত পরিচালকের সাথে বাহাস করলে। ধন্যবাদ।
@abdulmotin92443 жыл бұрын
সরি ভাই। আপনারা যে প্রোডাকশন হাউসের কেউ নন , সেটা বুঝিনি।
@randomvideooninternet21753 жыл бұрын
এই নাটকের ভাবনা গুলো আমাকে খুব ভাবাতো আজকে যখন নাটকটা দেখলাম এখন দেখি সেই একই ভাবনা এই নাটকেও তুলে ধরছে জাহিদ হাসান এর ভাবনা চিন্তার কথা বলছি।
@kajolripon02433 жыл бұрын
Most developed thinking!!! I appreciate it, thx.
@ikbalroni89064 жыл бұрын
আহারে হারিয়ে যাওয়া সেই স্বর্নালী সময়
@Milon-hr9px2 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া লাল নিল বেগুনি নাটক টা শেষ আছে কি???? প্লিজ একটু জানাবেন🙏🙏🙏🙏🙏🙏🙏
@kajolripon02432 жыл бұрын
ওয়ালাইকুমুস সালাম। আমার কাছে নেই ভাইয়া। দুঃখিত।
@Milon-hr9px2 жыл бұрын
ভাইয়া fnf নাটক টা কি আছে শেষ প্লিজ ভাইয়া থাকলে দেন,,,
@Milon-hr9px2 жыл бұрын
????
@kajolripon02432 жыл бұрын
@@Milon-hr9px ভাইয়া, আপনি ভুল রাস্তায় এসেছেন।
@Milon-hr9px2 жыл бұрын
কেনো কোন ভুল কিছু বলছি??? এই নাটর টা তো অনেক পুরাতন,,,,
@shibanimondal66963 жыл бұрын
কিছু কিছু মানুষ জীবনে আসে মনটাকে চির- অসুখে ফেলতে।
@351udaymahamud92 жыл бұрын
Ondhokarer Aloy Tumi Jahid Hasan & Opi Karim ai natok ta upload Dan please
@ikbalhasan2698Ай бұрын
চমৎকার নাটক
@nesaruddin89972 жыл бұрын
Nice Drama, nice story
@smrana-recentinformation20324 жыл бұрын
অসাধারণ নাটক
@tarekibnmostafa3 жыл бұрын
আপনি কাল যাচ্ছেন.....যাচ্ছেন তো??😥🌚🖤
@islamn7993 жыл бұрын
Etu valo natok !
@mojiburbhuiyan7365 Жыл бұрын
কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী হুমায়ূন ফরিদী জাহিদ হাসান সব চাইতে পিরিয় অপি করিম অসাধারণ অপূর্ব। আর আসিবে না এসব নাটক কোন দিন দেখতে পাব না এমন অভিনয়। সে সব সোনালী দিন চলে গেছে একেবারে ই। এখন কার বস্তা পঁচা নোংরা নাটক মানহীন নাটক ফালতু অভিনয় দেখিনা ৎতাই খুঁজে খুঁজে এসব নাটক দেখি
@atikkhan74453 жыл бұрын
Shomi Kaiser ebong Zahid Hasan er Nilanjona natok ta diben, please.
মানুষ তার স্বপ্নের দাসত্ব করা উচিত। আমার ও মনে হয় কিন্তু সাহস করে পারি না কারণ এখন তো আর সেই যুগ নেই। 🥺
@ASMAsif-ny9yd4 жыл бұрын
খুব ছোটবেলায় মানে ২০০২/০৩ এর দিকে বিটিভিতে একটা টেলিফিল্ম দিয়েছিলো! যতদূর মনে পড়ে টেলিফিল্ম এর নাম ছিলো "মন শুধু মন ছুঁয়েছে"! এই টেলিফিল্মে অভিনয় করেছিলেন শাহরিয়ার নাজিম জহ আর চাদনী। স্টোরি হালকা ঝাপসা যতদূর মনে পড়ে.. জয় বড়লোকের ছেলে! সে গ্রামে যাই আর সেখানে চাদনীর সাথে পরিচয়, তারা সম্ভবত বিয়েও করে ফেলে! পরে জয় শহরে চলে আসে এবং শহরেই ফ্যামিলি তাকে আরেকটা বিয়ে দিয়ে দেয়! এদিকে চাঁদনী শহরে আসে জয়ের বাসায় কাজের বুয়া হিসেবে.. এভাবে স্টোরি আগাই! নাটকটা আছে?
@kajolripon02434 жыл бұрын
আমি দেখিনি। খুঁজে দেখবো। ধন্যবাদ।
@juneerahmed2184 жыл бұрын
Telefilm Naam Mon Shudhu Mon Chuyeche Koto Saler 2003 Saaler Theke BTV te Dekhechilam Onnoti Videoti Upload Koren Laser Vision Bangla Natok Video Upload Koren Taratari Druto Upload Koren
@kajolripon02434 жыл бұрын
@@juneerahmed218 আমার কাছে নাই মনে হয়। খুঁজে দেখবো। ধন্যবাদ।
@ASMAsif-ny9yd4 жыл бұрын
@@kajolripon0243 ভাই প্লীজ খুঁজে দেখুন। এই নাটকটা আমার পুরো ফ্যামিলি খুঁজতেছি..
@biplabindra37153 жыл бұрын
জাহিদ হাসানের নাটক গুলো খুব ভালো লাগে, জাহিদ হাসানের নাটক আরো বেশি করে আপলোড করুন প্লিজ। কোচবিহার পশ্চিমবঙ্গ।
@najmulhossain70733 жыл бұрын
নিজের মতো করে বেঁচে থাকতে পারাটা সত্যিই অনেক গৌরবের!
@ottomsumon85262 жыл бұрын
👍👍👍
@MohammadaliShizen023 жыл бұрын
হুমায়ুন আহমেদ এর নাটক খুঁজে পাচ্ছি না,সাহায্য করেন😔
@kajolripon02433 жыл бұрын
নাটকের নাম কি?
@MohammadaliShizen023 жыл бұрын
@@kajolripon0243 ইউটিউব এর প্রায় সব নাটক দেখেছি, এখন আর হুমায়ুন আহমেদ লিখলে নাটক পাইনা। যেগুলো আসে সব দেখা।
@karimaahmed8123 жыл бұрын
সুন্দর গল্প নাটক
@sangitac.b42702 жыл бұрын
লাল নীল বেগুনী নাটকটার ২৯ এপিসোড থেকে দেওয়া যাবে প্লিজ প্লিজ প্লিজ
@sonchitasultana86633 жыл бұрын
খন্ড নাটক সেই আমরা নাটকটি কি পাওয়া যাবে? তৌকির, আবিদা আলি অভিনয় করেছিলেন।
@kajolripon02433 жыл бұрын
ওহ্ 'সেই আমরা' আমার খুব প্রিয় একটা নাটক। পাইনা কোথাও।
@mohidulislam92803 жыл бұрын
Very good👍👍👍
@MDParvez-ed7hd3 жыл бұрын
Aupi achhe jekhane Ami mama oikhane😂🥰😂 Dine dine mullo bine Sheje amay nilo kine...🥰❤️🤔 Lots of love 💖 Aupi🥰❤️😡