Рет қаралды 216,132
কখনো হতাশ হবেন না!
ইসলাম আমাদের হতাশ হতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন:
"আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন।"
(সুরা আজ-যুমার: ৫৩)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"মুমিনের ব্যাপারটা বিস্ময়কর! তার সব কাজেই কল্যাণ রয়েছে। যদি সে সুখ পায়, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এতে তার জন্য কল্যাণ থাকে। আর যদি কষ্ট পায়, সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ হয়।"
(সহিহ মুসলিম: ২৯৯৯)
তাই জীবনের যে পরিস্থিতিই আসুক, ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর প্রতি আশা রাখুন। হতাশার পরিবর্তে তাঁর রহমত ও সাহায্য কামনা করুন।
#BASEERAMEDIA #viralreelsシ #Baseera #PeaceTVbangla #Peace TV #DrZakir Naik #viralreelsシ #shortsreels #Baseera #Muslim_Ummah #shorts #vairal #BASEERAMEDIA #MuslimUmmah #shortsvideos #muslim #topfans #rhk #bd #thefoodlovers #the #food #shortsreel #reels2024 #reels #new #RHKTHEFOODLOVERD #ratulhasankhan #PeaceTVbangla #PeaceTV #Dr Zakir Naik