Рет қаралды 237
কক্সবাজারের ফিশারিঘাটে সামুদ্রিক মাছের বিশাল বাজার|| Fishari Ghat,Cox's Bazar| Canvas of Traditions
আমরা মাছে-ভাতে বাঙালি। ভাতের পরই চাহিদায় থাকে মাছ। হাওর-বাঁওড়, নদীনালা, পুকুর, খাল-বিল, সমুদ্র আমাদের মাছের জোগান দেয়। জেলেদের ধরা মাছ আমাদের পাতিলে আসতে কয়েকবার হাতবদল হয়। সে রকম একটি হাতবদলের হাট কক্সবাজার ফিশারি ঘাট। ভোরের আলো ফোটার আগেই জমে ওঠে এ ঘাট।
কক্সবাজার ফিশারী ঘাট দেশের একটি অন্যতম ‘মৎস্য অবতরণ কেন্দ্র’ (Fish landing Center) ও মৎস্য ক্রয়-বিক্রয়ের বাজার। ট্রলারগুলো সাগর থেকে মাছ ধরে এখানে বিক্রয় করার জন্য নিয়ে আসে। মূলতঃ এটি একটি পাইকারী বাজার, এখান থেকে সামুদ্রিক মৎস্য দেশের ভিতরে আর বিদেশে রপ্তানী করা হয়। ফিশারী ঘাট আমাদের মত মানুষদের জন্য (যারা সমুদ্র থেকে অনেক দূরে থাকে) সামুদ্রিক মাছ দেখার এক বড় সুযোগ। যদিও সকালে যেতে হয়েছিল, তারপরেও এক সাথে এতোও ধরনের মাছ দেখার সুযোগ খুব কম সময়ই পাওয়া যায়।
#coxsbazar #fishmarket #ফিশারিঘাট #কক্সবাজার #মাছের_আরৎ #কক্সবাজার_ফিশারি_ঘাট #bangladesh ##CanvasofTradions
ফেসবুক পেজের লিংক: / livewithsaifsohel