এই প্রথম চট্রগ্রামের আঞ্চলিক নাটকের আমার পছন্দের এক ঝাক আর্টিস্টকে (রুজী, দোলা, লেডা মিয়া, বাহার, আখেরী) এক সঙ্গে অন্য জেলার ভাষায় ( নোয়াখালী) অভিনয় করতে দেখে খুবই আপ্লুত হলাম। নাটকে চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজীর অন্তর্ভুক্তি ভালো লেগেছে। কিসিঞ্জার এবং চিকন (ইদানিং একটু মোটা হয়েছে) তো আছেই। কিন্তু সত্যি কথা বলতে কি নাটকটি তেমন বিনোদন জোগাতে পারেনি। তবুও উত্তম কুমার ওরফে লেডা মিয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।