🙏 প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হলে সেটা তো কারো হাতে থাকে না।
@SabbirHossain-h9x2 ай бұрын
Vaiya dhaner jomite ki cola. Chas kora jabe jomi ta akto nico jomi
@agriculturehelparbengali2 ай бұрын
🙏 ধানের জমিতে বলতে ধান চাষ করার পরে কলা চাষ করতে চাইছেন। দেখুন জমি যেহেতু আপনার বলছেন নিচু জায়গা।। সেক্ষেত্রে কিছু কিছু কলার জাত আছে যে জাতগুলো বেশি জল সহ্য করতে পারে তো সেই কলা আপনি চাষ করতে পারেন। তবে যদি একটানা জল জমে থাকে জমিতে সে ক্ষেত্রে কিন্তু কলাগাছ মারা যাবে যদি এইরকম বিষয় না হয় তাহলে আপনি সে জমিতে কলা চাষ করতে পারবেন কোনরকম সমস্যা নেই। আর যদি বলেন ধানের জমির মধ্যে কলা গাছ লাগাব ধান চাষের পাশাপাশি কলা চাষ একসাথে সাথী ফসল হিসাবে সেটা সম্ভব নয়। কারণ ধানের জমিতে আমাদের জল ধরে রাখতে হয়। আর কলার চাষে কিন্তু জল ধরে রাখতে হয় না।
@kokil99596 ай бұрын
ভাই আমার কিছু কলা গাছে মোচা আসছে আর কিছু কলা গাছে কাঁদি আসছে আর কিছু কলা গাছে মোচা আসার সময় হয়েছে আমি যদি এখন এই গাছ থেকে চারা তুলি তাহলে কি আমার গাছের অথবা কলার কাদির কোনো ক্ষতি হবে
@agriculturehelparbengali6 ай бұрын
এ সময় আপনার কলা গাছের গোড়ার থেকে কোন রকমের চারা তোলা যাবে না আপনি যদি চারা তোলেন তাহলে গাছটি আঘাত পাবে।
@allthingsfunny7446 Жыл бұрын
বালির উপর কি কলা গাছ হবে
@agriculturehelparbengali Жыл бұрын
না ভাই
@indrajitghosh630811 ай бұрын
এটা সমপূর্ন ভুল পদ্ধতি। এমন পদ্ধতিতে গাছ হয়তো হবে কিন্তু ফলনে সমস্যা হবে।
@agriculturehelparbengali11 ай бұрын
দাদা আমি নিজেই পদ্ধতিতে চাষ করেছি তাই ভিডিওটি আমি করেছিলাম এবং ফলন আমার কি রকম হয়েছে আপনি পরপর আমার ভিডিও গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন প্লে লিস্টে কলার উপরে আমার সব ভিডিও দেওয়া আছে.