ওসি একটি ভালো কাজ করছেন। পিটানি টা আর একটু হওয়া দরকার ছিলো
@rahmanrahmanalli3426 Жыл бұрын
হক।সত্য
@MdSohel-zh2yg2 жыл бұрын
ডিম থেরাপি আবার দেয়া দরকার
@muhmmadabdullah90972 жыл бұрын
তুমি ভালো হয়ে যাও
@furkunuddin47832 жыл бұрын
কথা কে খুব সুন্দর গুরিয়ে দিতে পারে, ধন্যবাদ।
@mdkhanislamicyoutubechanne75292 жыл бұрын
বাবা তোমার গানটাই বিভ্রান্তিকর।।
@rajibHossain-c5cАй бұрын
অনেক ভালো আলোচনা গোলাম ভাই অনেক বড় মনের মানুষ তিনি
@malekahmed59492 жыл бұрын
ধন্যবাদ সুন্দর আলো চনা
@happyxt47972 жыл бұрын
তুই চাস জাতি যেন আলেমদের থেকে দূরে চলে যায়
@ahmedalibarbhuiya54542 жыл бұрын
ধুর মিয়া
@mohammedsolaiman39372 жыл бұрын
ফেরা উনের বংশো দর
@ruksanakhanom63652 жыл бұрын
এত সুন্দর ভাবে কথাগুলো বুজানুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@mdAbdullah-sf9nl2 жыл бұрын
অসি সাহেব কে অনেক ভালবাসা।। এরে আরও অনেক পিডানি উচিত ছিল
@hafiz01282 жыл бұрын
ঠিক বলছেন ভাই
@MdNasir-mt5es2 жыл бұрын
সারা রাত বুজালেও আপনি সকালে বলবেন কি বলছে বুজি নাই
@rafiqulislam64822 жыл бұрын
Right
@mdmustafa88812 жыл бұрын
ওই শয়তান কে পিচনের কাপড় তুলে তারপর পিঠাইলে তারপর ভাল হত
@ndbelalhossain12852 жыл бұрын
ইসলামে গান-বাজনা করা ও শোনা হারাম। 🟪🟪🟪❌🔕📻🥁🎺🎻⬛🟥🟥🟥🟥 ইসলামী শরীয়তের দৃষ্টিতে গান-বাজনা করা ও শোনা হারাম ও কবীরা গোনাহের অন্তর্ভূক্ত। তা যে কোন গানই হোক না কেন। যেমনঃ নবী তত্ত্ব, মুর্শীদি, জারী, কাওয়ালী, পল্লীগীতি, ভাওয়ালী, ভক্তিমূলক ইত্যাদি যে কোন প্রকার গানই হোক না কেন। তবে, বাজনা বা বাদ্য-যন্ত্র ব্যতীত আল্লাহ তায়ালার গুনাবলী বিষয়ে হামদ, নাত, কাসীদা, গজল ইত্যাদি পাঠ করা ও শোনা জায়েয রয়েছে। 📕✍ গান-বাজনা হারাম হওয়া সম্পর্কিত কুরআনের আয়াত হচ্ছেঃ وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا অর্থঃ “আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে।” 📕[ সূরা লুকমানঃ আয়াতঃ ৩১:৬ ] এ আয়াতে বলা হয়েছে যে, যে ব্যক্তি ‘লাহওয়াল হাদীছ’ অবলম্বন করে, সে দোজখের কঠিন শাস্তি প্রাপ্ত হবে, কাজেই তা হারাম। কিন্তু প্রশ্ন হচ্ছে ‘লাহওয়াল হাদীছ’ কি ? উক্ত আয়াত-এ বর্ণিত ‘লাহওয়াল হাদীছ’-এর ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাছীরঃ ৮ম খণ্ড, ৩/৪ পৃষ্ঠায় বলা হয়েছেঃ লাহওয়াল হাদীছ’-এর অর্থ- সঙ্গীত বা গান-বাজনা। বেশীর ভাগ তাফসীরকারকগণ লাহওয়াল হাদিস বলতে গানকে বুঝিয়েছেন। 🔵 ইবনে মাসউদ (রাদিঃ) বলেছেনঃ উহা গান। 🟣 ইমাম হাসান বছরী (রহিঃ) বলেছেনঃ উহা গান ও বাদ্য শানে নাজিল হয়েছে। 🟧🟧 ইসলামে বাদ্য-বাজনা হারাম এবং যারা একে হালাল মনে করে তারা আল্লাহর চরম অবাধ্যতায় লিপ্ত হয়ঃ রাসূল (সা:) বলেছেন, “আমার উম্মাতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্য-যন্ত্রকে হালাল করে নিবে।” 📘✍ [সহীহ বুখারীঃ ৫৫৯০] এই সহীহ হাদীস পরিষ্কার বলে দিচ্ছে যে, বাদ্য-যন্ত্র হারাম। যারা হারামে লিপ্ত হবে তারা গুনাহগার হবে আর যারা হারামকে হালাল করে নিবে তারা কুফরিতে লিপ্ত হবে। 📘✍ আল্লাহ বলেন, “মুমিন নারী ও পুরুষকে এটি শোভা পায়না যে যখন আল্লাহ ও তাঁর রাসূল কোন বিষয় নির্ধারন করে দিবেন তখন তারা এর বিরোধিতা করবে। যে আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করবে সে অবশ্যই বড়ই ভুলের মধ্যে নিপতিত হবে।” 📙 [সূরা আল-আহযাবঃ ৩৬] 📚 ✍ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন। 📗 সুনানে ইবনে মাজাহ হাদীস : ৪০২০; 📙 সহীহ ইবনে হিব্বান হাদীস : ৬৭৫৮ 📚 ✍ গান-গায়িকা এবং এর ব্যবসা ও চর্চাকে হারাম আখ্যায়িত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- তোমরা গায়িকা (দাসী) ক্রয়-বিক্রয় কর না এবং তাদেরকে গান শিক্ষা দিও না। আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই। জেনে রেখ, এর প্রাপ্ত মূল্য হারাম। 📘 জামে তিরমিযী হাদীস : ১২৮২; 📙 ইবনে মাজাহ হাদীস : ২১৬৮ 📗✍ সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজা, ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র। 📙 সহীহ মুসলিম হাদীস : ২১১৪ 📗 ✍ সর্বোপরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "আমি 'বাদ্য-যন্ত্র' ও 'মুর্তি' ধ্বংস করার জন্যে প্রেরিত হয়েছি।" 📕আহমদ ও আবূ দাঊদ। 📚 ✍ সাহাবী ও তাবেয়ীদের ভাষ্য অনুযায়ী বহু গুনাহর সমষ্টি হল গান ও বাদ্যযন্ত্র। যথা : 👉 ক) নিফাক এর উৎস 👉 খ) ব্যভিচারের প্রেরণা জাগ্রতকারী 👉 গ) মস্তিষ্কের উপর আবরণ 👉 ঘ) কুরআনের প্রতি অনিহা সৃষ্টিকারী 👉 ঙ) আখিরাতের চিন্তা নির্মূলকারী 👉 চ) গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী ও 👉 ছ) জিহাদী চেতনা বিনষ্টকারী।- 📚 [ইগাছাতুল লাহফান ১/১৮৭] ✍ চার মাজহাবের ইমামের ভাষ্য 🟪🟪🟪🟪🟪🟪🟧🟧🟧🟧🟧 গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে ইমাম আবু হানীফা, ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ.-অভিন্ন সিদ্ধান্ত প্রদান করেছেন। সকলেই গান- বাদ্যকে হারাম বলে আখ্যায়িত করেছেন। 📗 ✍ ইমাম মালেক রাহ. কে গান-বাদ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেবল ফাসিকরাই তা করতে পারে। 📕 কুরতুবী ১৪/৫৫ 📙 ✍ ইমাম শাফেয়ী রাহ. বলেছেন যে, গান-বাদ্যে লিপ্ত ব্যক্তি হল আহমক।তিনি আরো বলেন, সর্বপ্রকার বীণা, তন্ত্রী, ঢাকঢোল, তবলা, সারেঙ্গী সবই হারাম এবং এর শ্রোতা ফাসেক। তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। 📕 ইগাছাতুল লাহফান ১/১৭৯;
@gmhumayun59382 жыл бұрын
হে আল্লাহ তাকে হেদায়েত দাও
@মুহাম্মদফারুকরেজাকাদেরী2 жыл бұрын
মাশাআল্লাহ মাহাবা
@joynalabedin58242 жыл бұрын
আপনার টুপি সেই " রকম"!
@MdRiadHossain-mp7yv Жыл бұрын
Pagla taratari pabna ja.......
@kafelmia4684 Жыл бұрын
আমার গুরু কাশেম চাঁন পাগলের জয় হোক। টাংগাইল
@satyerserasamadhan Жыл бұрын
আপনার চ্যানেলের সব ভিডিও খুব ভাল লাগে, তাই আমি অনুপ্রেনিত হইয়েছি। এগিয়ে যান ভাই।আরো ভিডিও পেতে চাই
@forizuddinahmed5072 жыл бұрын
তথ্য সহ আলোচনা কৰাৰ খুবই দৰকাৰ। ভাৰতেৰ আসাম থেকে।
@Channelkarbala2 жыл бұрын
thanks
@mdnobihussain7884 Жыл бұрын
Khota golu khob shondr lagy
@sufianbadsha55832 жыл бұрын
মারহাবা হুজুর মারহাবা
@sufianbadsha55832 жыл бұрын
আমি আপনার যুক্তি,বুঝি, আল্লাহ আমাকে, এইসব যুক্তি বোঝার ক্ষমতা দিয়েছেন,আমিন
@mdmojiborrahman94573 ай бұрын
মাশাআল্লাহ হক কথা
@MdShofekul-f7h Жыл бұрын
গোলাম মইনুদ্দীন হক
@aungsan41192 жыл бұрын
ছাগল পাগলের কাছে থেকে এখন শিক্ষা নিতে হবে হায়রে দুনিয়া
@BSMUSIC1-pv2pv7 ай бұрын
Anek Sundar aalochana
@Channelkarbala7 ай бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দরদী,আশা করি আমাদের পাশেই থাকবেন
@sweetkhandaker2722 жыл бұрын
ভাই খুব সুন্দর কথা বলেছেন, গভীর বিষয় কিন্তু এটা ওরা বুঝতেছে উল্টা
@Ajob_dunia242 жыл бұрын
এ কথা গুলো হক কথা, হে মানুষ সত্য কে জানো,, জয় গুরু
একে পিঠানু যথেষ্ট হয় নাই,আরো ভালো করে পিঠানু দরকার ছিল,ওসিকে ধন্যবাদ
@ShahidulIslam-gb3wx2 жыл бұрын
হাহাহা,,,ওসি সাহেবকে ধন্যবাদ তোকে পিটানিং দেওয়ার জন্য
@ask_7862 жыл бұрын
ধূর শা'লা মূ'ত্রখোরের দল
@bashartoqi10842 жыл бұрын
আমার পক্ষ থেকে ওসি সাহেবকে ধন্যবাদ
@mdismail9852 Жыл бұрын
@@bashartoqi1084 chagal
@sstvalley8619 Жыл бұрын
শহীদুল ইসলাম তুমি গণ্ড মূর্খ। এবারের মত সাবধান হয়ে যাও
@ABULKASHEM-tp7cf Жыл бұрын
তুই একটি শয়তানের চেলা।
@Cmmmc-de4lc Жыл бұрын
কথা সত্য ধন্যবাদ আপনাকে।
@firozmiabp9322 жыл бұрын
জয় গুরু দয়াল বাবা মোস্তা চাঁন
@rajusarker3082 жыл бұрын
আমি মনে প্রাণে অলি আওলিয়াগন কে বিশ্বাস করি,,, কিন্তু নবী মোহাম্মদ সাঃ এর উপরে কেউনা,, যারা বলে কলেমা কালাম দরকার নাই সে কখনো মুমিন হতে পারেনা..
@mdanar77712 жыл бұрын
রাইট
@mdmustafa532 жыл бұрын
নজদি
@HuaweiMobile-on8kt Жыл бұрын
@@mdmustafa53গাঁজা খাওয়া বন্দ কইরা কমেন্ট করবে
@kalamgajitv2 жыл бұрын
তুমি ভালো হয়
@mdnoyonmia6007 Жыл бұрын
Joy guru ❤
@khan21332 жыл бұрын
উল্টো করে ঝুলিয়ে রাখা হোক।
@Haydarali-gz1of2 жыл бұрын
গাজা কতোমন খাইছো
@RakibHossain-fo5ln2 жыл бұрын
সুন্দর আলোচনা। সত্য সব সময় তিতা।
@Channelkarbala2 жыл бұрын
আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ দরদী
@MdAlamin-si3ge2 жыл бұрын
আপনি কি বলেন কালেমা কালামের দরকার নাই পির বাবা সব
@MdNasir-mt5es2 жыл бұрын
সুন্দার আলচোনা
@nayonelectronics5662 жыл бұрын
masha allah,khub valo
@ruhelchy39732 жыл бұрын
ফেতনার যুগে এই সমস্ত আলতু ফালতু কুফরি কালাম গীত না গাওয়া ই ভালো। তুমি আল্লাহর কাছে তাওবা করে ইসলামের মধ্যে প্রবেশ কর।
@joynalabedin58242 жыл бұрын
যাঁরা পথভ্রষ্ট হতে চান, তারা এদের সঙ্গে যোগ দেন!
@mdhabib99842 жыл бұрын
ঠিক
@AbuBakkar-gb7yh2 жыл бұрын
@@mdhabib9984 i
@ask_7862 жыл бұрын
জয়নাল আবেদীন তোদের ধ'র্মের টুট টুট
@jamalhossain1842 жыл бұрын
ঠ্যালার নাম বাবাজি।
@hiramiah34472 жыл бұрын
জয় গুরু
@AbdulKarim-po8xm4 ай бұрын
কলেমা কালামের দরকার নেই। দরকার হলো ঢোল বাঁশী বাজনা ।
@MdAbdullah-fo8cd2 жыл бұрын
তুমি জাতির কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তওবা করো
@abdulrob9860 Жыл бұрын
উনিতো যা বলছে সব কোরআনের কথাই বলছে এত সুন্দর করে বুঝিয়ে বলার পরেও যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি মানুষ নামের কলঙ্ক কিভাবে বলেন জাতির কাছে ক্ষমা চাইতে
@DrEmon-yr1hj Жыл бұрын
Right talk brother
@mdsamsudduha68832 жыл бұрын
ভাই তুমি তওবা পড়ো আল্লাহর কাছে মাফ চাও এই ধরনের আজে বাজে গান আর গাইবো না আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুক আমিন
@abdulhannan8038-b1c2 жыл бұрын
Tumi bujo bala khori ota
@GAMERFT92 жыл бұрын
সুন্দর ব্যাখাা
@Channelkarbala2 жыл бұрын
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনযবাদ,আশা করি আমাদের পাশেই থাকবেন
@azizulhok44002 жыл бұрын
ভন্ড
@EklassETC28282 жыл бұрын
ভন্ড
@abdurrashidkhan80302 жыл бұрын
ঠিক কাজটাই করেছে ভাইয়েরা।ঐ ভাইদেরকে ধন্যবাদ
@AliAli-or9ob2 жыл бұрын
বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম মাঈনউদ্দিন ভাই আমি আপনাকে খুব কষ্ট পেয়েছি আপনার এই আপনি কষ্ট আমি অনেক কষ্ট পেয়েছি কারণ কারণ আমি মনে করি আপনার এটা আপনার মুর্শিদের পরীক্ষা তবে অর্জন এর 8 রশির পীরে কৃষি আইছে শালারে কিছুদিন আগে গেলে নিয়ে গিয়েছিল তখন আমরা গাউছেলাজম দরবারে মোনাজাত করেছিলাম তার ভিডিও দেখে আমার মনে হয় তার পীর সঠিক না আমি মালয়েশিয়া থেকে বলছি কাদেরিয়া তরিকার একজন নগণ্য গোলাম
@ndbelalhossain12852 жыл бұрын
ইসলামে গান-বাজনা করা ও শোনা হারাম। 🟪🟪🟪❌🔕📻🥁🎺🎻⬛🟥🟥🟥🟥 ইসলামী শরীয়তের দৃষ্টিতে গান-বাজনা করা ও শোনা হারাম ও কবীরা গোনাহের অন্তর্ভূক্ত। তা যে কোন গানই হোক না কেন। যেমনঃ নবী তত্ত্ব, মুর্শীদি, জারী, কাওয়ালী, পল্লীগীতি, ভাওয়ালী, ভক্তিমূলক ইত্যাদি যে কোন প্রকার গানই হোক না কেন। তবে, বাজনা বা বাদ্য-যন্ত্র ব্যতীত আল্লাহ তায়ালার গুনাবলী বিষয়ে হামদ, নাত, কাসীদা, গজল ইত্যাদি পাঠ করা ও শোনা জায়েয রয়েছে। 📕✍ গান-বাজনা হারাম হওয়া সম্পর্কিত কুরআনের আয়াত হচ্ছেঃ وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا অর্থঃ “আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে।” 📕[ সূরা লুকমানঃ আয়াতঃ ৩১:৬ ] এ আয়াতে বলা হয়েছে যে, যে ব্যক্তি ‘লাহওয়াল হাদীছ’ অবলম্বন করে, সে দোজখের কঠিন শাস্তি প্রাপ্ত হবে, কাজেই তা হারাম। কিন্তু প্রশ্ন হচ্ছে ‘লাহওয়াল হাদীছ’ কি ? উক্ত আয়াত-এ বর্ণিত ‘লাহওয়াল হাদীছ’-এর ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাছীরঃ ৮ম খণ্ড, ৩/৪ পৃষ্ঠায় বলা হয়েছেঃ লাহওয়াল হাদীছ’-এর অর্থ- সঙ্গীত বা গান-বাজনা। বেশীর ভাগ তাফসীরকারকগণ লাহওয়াল হাদিস বলতে গানকে বুঝিয়েছেন। 🔵 ইবনে মাসউদ (রাদিঃ) বলেছেনঃ উহা গান। 🟣 ইমাম হাসান বছরী (রহিঃ) বলেছেনঃ উহা গান ও বাদ্য শানে নাজিল হয়েছে। 🟧🟧 ইসলামে বাদ্য-বাজনা হারাম এবং যারা একে হালাল মনে করে তারা আল্লাহর চরম অবাধ্যতায় লিপ্ত হয়ঃ রাসূল (সা:) বলেছেন, “আমার উম্মাতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্য-যন্ত্রকে হালাল করে নিবে।” 📘✍ [সহীহ বুখারীঃ ৫৫৯০] এই সহীহ হাদীস পরিষ্কার বলে দিচ্ছে যে, বাদ্য-যন্ত্র হারাম। যারা হারামে লিপ্ত হবে তারা গুনাহগার হবে আর যারা হারামকে হালাল করে নিবে তারা কুফরিতে লিপ্ত হবে। 📘✍ আল্লাহ বলেন, “মুমিন নারী ও পুরুষকে এটি শোভা পায়না যে যখন আল্লাহ ও তাঁর রাসূল কোন বিষয় নির্ধারন করে দিবেন তখন তারা এর বিরোধিতা করবে। যে আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করবে সে অবশ্যই বড়ই ভুলের মধ্যে নিপতিত হবে।” 📙 [সূরা আল-আহযাবঃ ৩৬] 📚 ✍ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন। 📗 সুনানে ইবনে মাজাহ হাদীস : ৪০২০; 📙 সহীহ ইবনে হিব্বান হাদীস : ৬৭৫৮ 📚 ✍ গান-গায়িকা এবং এর ব্যবসা ও চর্চাকে হারাম আখ্যায়িত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- তোমরা গায়িকা (দাসী) ক্রয়-বিক্রয় কর না এবং তাদেরকে গান শিক্ষা দিও না। আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই। জেনে রেখ, এর প্রাপ্ত মূল্য হারাম। 📘 জামে তিরমিযী হাদীস : ১২৮২; 📙 ইবনে মাজাহ হাদীস : ২১৬৮ 📗✍ সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজা, ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র। 📙 সহীহ মুসলিম হাদীস : ২১১৪ 📗 ✍ সর্বোপরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "আমি 'বাদ্য-যন্ত্র' ও 'মুর্তি' ধ্বংস করার জন্যে প্রেরিত হয়েছি।" 📕আহমদ ও আবূ দাঊদ। 📚 ✍ সাহাবী ও তাবেয়ীদের ভাষ্য অনুযায়ী বহু গুনাহর সমষ্টি হল গান ও বাদ্যযন্ত্র। যথা : 👉 ক) নিফাক এর উৎস 👉 খ) ব্যভিচারের প্রেরণা জাগ্রতকারী 👉 গ) মস্তিষ্কের উপর আবরণ 👉 ঘ) কুরআনের প্রতি অনিহা সৃষ্টিকারী 👉 ঙ) আখিরাতের চিন্তা নির্মূলকারী 👉 চ) গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী ও 👉 ছ) জিহাদী চেতনা বিনষ্টকারী।- 📚 [ইগাছাতুল লাহফান ১/১৮৭] ✍ চার মাজহাবের ইমামের ভাষ্য 🟪🟪🟪🟪🟪🟪🟧🟧🟧🟧🟧 গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে ইমাম আবু হানীফা, ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ.-অভিন্ন সিদ্ধান্ত প্রদান করেছেন। সকলেই গান- বাদ্যকে হারাম বলে আখ্যায়িত করেছেন। 📗 ✍ ইমাম মালেক রাহ. কে গান-বাদ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেবল ফাসিকরাই তা করতে পারে। 📕 কুরতুবী ১৪/৫৫ 📙 ✍ ইমাম শাফেয়ী রাহ. বলেছেন যে, গান-বাদ্যে লিপ্ত ব্যক্তি হল আহমক।তিনি আরো বলেন, সর্বপ্রকার বীণা, তন্ত্রী, ঢাকঢোল, তবলা, সারেঙ্গী সবই হারাম এবং এর শ্রোতা ফাসেক। তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। 📕 ইগাছাতুল লাহফান ১/১৭৯;
@hemayetuddin76252 жыл бұрын
গান বাজনাও আরবিতে বলতেন
@mdmosharaf4438 Жыл бұрын
সত্য কথা বলেছেন তিনি
@mdhabibmia8011 Жыл бұрын
এটা শুধু ভুল পথ না এটা হইলে জাহান্নামের পথ
@mdarifhosen55222 жыл бұрын
সুন্দর ব্যাক্ষা
@noyanhdmedia54882 жыл бұрын
চমৎকার ব্যাখা
@singers.m.mamun.1412 жыл бұрын
ভাই আপনি সুন্দর কথা বলেছেন,
@mddalwarhossan6173 Жыл бұрын
Bhai aapane ki
@delowarabegum56632 жыл бұрын
পবিত্র কোরানপাকে আল্লাহ্ বলেন," হে রাসূল(সঃ) আমি আপনাকে সম্পদশালী করেছি", সুরা:দুহা । আয়াত নং:৮ । রাসূল (সঃ)বলেছেন," এক রাত্রে আমি স্বপ্নে দেখি জিব্রাইল (আঃ) সমস্ত ধনভান্ডারের চাবি আমার হাতে অর্পন করলেন"। - আল হাদীস। তাহলে যাঁকে আল্লাহ সম্পদশালী ঘোষনা দেন, যাঁর হাতে সমস্ত ধনভান্ডারের চাবি দিলেন তিনি আবার গরীব হন কি ভাবে? তাছাড়া তিনিতো শরিয়োত মোতাবেক যাকাত দিতেন, কোরবানি করেছেন, হজ্জ করেছেন । এ কাজ গুলোত ধনীদের ওপর ফরজ করা হয়েছে , গরীবের জন্য নয়। ইতিহাস স্বাক্ষ্য দেয় বিদায় হজ্জের মাঠে রাসূল (সঃ) একশত উট কোরবানী করেছন । দয়াল রাসূল(সঃ) তিনি নিজে যে কাজ না করতেন সে কাজ তিন তাঁর উম্মতদেরকেও করার আদেশ দিতেন না। অত এব আমাদের রাসূল গরীব ছিলেন না। তিনিতো দোজাহানের বাদশা।
@mdmainuddin44572 жыл бұрын
নতুন নতুন আরো কথা শুনতে চাই
@Channelkarbala2 жыл бұрын
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ
@noyanhdmedia54882 жыл бұрын
Mashallah ❤️ onek vlo laglo
@anytimesecret89608 ай бұрын
কোরআনে কোনো পির নেই তুমি যদি হকের উপরে আছো এটা দাবি করো তাহলে আগে পীরগিরি ছাড়তে হবে
@mdmustafa88812 жыл бұрын
এই বড় মুক্তি শতের মধ্যে ৯৯% লোক কালেমা মানে সাধারণ মানুষ বুঝে কালেমায়ে তৈয়বা কে বুৃঝায় তুমি এত মুক্তি হলে গান গাও কেন ?
@ZakariaMazarbhuiyaАй бұрын
Paw bangesa balo koresa
@masahin3379 Жыл бұрын
গাউসুল আজম মাৱহাবা
@ematvbd98172 жыл бұрын
অনেক সুন্দর সত্য বলার জন্য
@generrajjomedia42962 жыл бұрын
ওর৷ পা৷ বাংগা হোক৷ কে কে৷ একমত
@NahidNahida-jp4kc2 ай бұрын
হক কথা বলে যাও
@mdshahalam2972 жыл бұрын
আলাউদ্দিন জিহাদী হুজুর সঠিক
@mizanurrahmanmon50107 ай бұрын
সত্য কথা বলেছেন।
@Faysal82632 жыл бұрын
হালারে উত্তম-মধ্যমটা আরো ভালো করে দিতে হতো
@AbuBakkarSiddikSobujmiah8095 Жыл бұрын
আল্লাহ সয়তান ভাই কে দিনের সঠিক পথে আনেন
@Sk.time96307 ай бұрын
আমি ফেরাউন নমরুদ আবু জাহেল আবু-লাহাবদের দেখিনি তবেঁ আপনি তাদের মধ্যে অন্যতম।
@নিরবশাহহুজরাশরীফ2 жыл бұрын
জয় গুরু নিরব শাহ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SaifulIslam-se6jk2 жыл бұрын
জয় গুরু। সুন্দর আলোচনা ❤️❤️
@mdsuhan14777 ай бұрын
সুন্দর আলোচনা ❤️❤️❤️
@anamseraji51332 жыл бұрын
হাত,পা,ভাংগার জন্য অসি স্যার কে ধন্যবাদ জানাই,,আরো খুশি হতাম যদি ভোন্ডটারে গরম ডিমের থেরাপি দিতো সামনের কোন একশনে আশাবাদী রইলাম।
@islamsirajul30462 жыл бұрын
তরে জুতা দি মারার দরকার তোই তবা কর। না বোজে কতা বলিছ না
@hossainmia97482 жыл бұрын
দেশে আইন আইন আদালত আছে। ওসি হউক আর যেই হউক আইন হাতে তুলার অধিকার কারো নেই এই ওসি যদি ভালো হতো তাহলে টাকা খেয়ে তাহাকে মাইর দিতনা উবয়ের কাছথেকে টাকা খেয়েছে ওসি যদি ভালো হতো তাহলে যেবাবে তার উচিত বিচার হয় সেবাবেই কেইস ললিখে তাহকে আদালতে পেরন করতো তাহাকেে এবাবে মারতোনা তার বউ বাচ্চা আছে তারা তো কোনো অপরাধ করেনি এটি টিক হয়নি এই ওসিরা আপনাকে ভাগে পেলে কি ছেড়ে দিবে পুলিশ তাহাকে মারার অিধকার রাখেনা। আইন হাতে তুলে নিতে কাউকে উত্সাহিত করবেননা আমার নিজের পরিবারেও পুলিশ অফিসার রহেছে তার পরেও বলছি এটি ভালো না আইন কে শ্রদ্ধা করুন আইন আপনাকে সুরক্ষা দিবে আমি ঐ বন্ড কে ডিপেন্ডে করছিনা
@ndbelalhossain12852 жыл бұрын
ইসলামে গান-বাজনা করা ও শোনা হারাম। 🟪🟪🟪❌🔕📻🥁🎺🎻⬛🟥🟥🟥🟥 ইসলামী শরীয়তের দৃষ্টিতে গান-বাজনা করা ও শোনা হারাম ও কবীরা গোনাহের অন্তর্ভূক্ত। তা যে কোন গানই হোক না কেন। যেমনঃ নবী তত্ত্ব, মুর্শীদি, জারী, কাওয়ালী, পল্লীগীতি, ভাওয়ালী, ভক্তিমূলক ইত্যাদি যে কোন প্রকার গানই হোক না কেন। তবে, বাজনা বা বাদ্য-যন্ত্র ব্যতীত আল্লাহ তায়ালার গুনাবলী বিষয়ে হামদ, নাত, কাসীদা, গজল ইত্যাদি পাঠ করা ও শোনা জায়েয রয়েছে। 📕✍ গান-বাজনা হারাম হওয়া সম্পর্কিত কুরআনের আয়াত হচ্ছেঃ وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا অর্থঃ “আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে।” 📕[ সূরা লুকমানঃ আয়াতঃ ৩১:৬ ] এ আয়াতে বলা হয়েছে যে, যে ব্যক্তি ‘লাহওয়াল হাদীছ’ অবলম্বন করে, সে দোজখের কঠিন শাস্তি প্রাপ্ত হবে, কাজেই তা হারাম। কিন্তু প্রশ্ন হচ্ছে ‘লাহওয়াল হাদীছ’ কি ? উক্ত আয়াত-এ বর্ণিত ‘লাহওয়াল হাদীছ’-এর ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাছীরঃ ৮ম খণ্ড, ৩/৪ পৃষ্ঠায় বলা হয়েছেঃ লাহওয়াল হাদীছ’-এর অর্থ- সঙ্গীত বা গান-বাজনা। বেশীর ভাগ তাফসীরকারকগণ লাহওয়াল হাদিস বলতে গানকে বুঝিয়েছেন। 🔵 ইবনে মাসউদ (রাদিঃ) বলেছেনঃ উহা গান। 🟣 ইমাম হাসান বছরী (রহিঃ) বলেছেনঃ উহা গান ও বাদ্য শানে নাজিল হয়েছে। 🟧🟧 ইসলামে বাদ্য-বাজনা হারাম এবং যারা একে হালাল মনে করে তারা আল্লাহর চরম অবাধ্যতায় লিপ্ত হয়ঃ রাসূল (সা:) বলেছেন, “আমার উম্মাতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্য-যন্ত্রকে হালাল করে নিবে।” 📘✍ [সহীহ বুখারীঃ ৫৫৯০] এই সহীহ হাদীস পরিষ্কার বলে দিচ্ছে যে, বাদ্য-যন্ত্র হারাম। যারা হারামে লিপ্ত হবে তারা গুনাহগার হবে আর যারা হারামকে হালাল করে নিবে তারা কুফরিতে লিপ্ত হবে। 📘✍ আল্লাহ বলেন, “মুমিন নারী ও পুরুষকে এটি শোভা পায়না যে যখন আল্লাহ ও তাঁর রাসূল কোন বিষয় নির্ধারন করে দিবেন তখন তারা এর বিরোধিতা করবে। যে আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করবে সে অবশ্যই বড়ই ভুলের মধ্যে নিপতিত হবে।” 📙 [সূরা আল-আহযাবঃ ৩৬] 📚 ✍ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন। 📗 সুনানে ইবনে মাজাহ হাদীস : ৪০২০; 📙 সহীহ ইবনে হিব্বান হাদীস : ৬৭৫৮ 📚 ✍ গান-গায়িকা এবং এর ব্যবসা ও চর্চাকে হারাম আখ্যায়িত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- তোমরা গায়িকা (দাসী) ক্রয়-বিক্রয় কর না এবং তাদেরকে গান শিক্ষা দিও না। আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই। জেনে রেখ, এর প্রাপ্ত মূল্য হারাম। 📘 জামে তিরমিযী হাদীস : ১২৮২; 📙 ইবনে মাজাহ হাদীস : ২১৬৮ 📗✍ সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজা, ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র। 📙 সহীহ মুসলিম হাদীস : ২১১৪ 📗 ✍ সর্বোপরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "আমি 'বাদ্য-যন্ত্র' ও 'মুর্তি' ধ্বংস করার জন্যে প্রেরিত হয়েছি।" 📕আহমদ ও আবূ দাঊদ। 📚 ✍ সাহাবী ও তাবেয়ীদের ভাষ্য অনুযায়ী বহু গুনাহর সমষ্টি হল গান ও বাদ্যযন্ত্র। যথা : 👉 ক) নিফাক এর উৎস 👉 খ) ব্যভিচারের প্রেরণা জাগ্রতকারী 👉 গ) মস্তিষ্কের উপর আবরণ 👉 ঘ) কুরআনের প্রতি অনিহা সৃষ্টিকারী 👉 ঙ) আখিরাতের চিন্তা নির্মূলকারী 👉 চ) গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী ও 👉 ছ) জিহাদী চেতনা বিনষ্টকারী।- 📚 [ইগাছাতুল লাহফান ১/১৮৭] ✍ চার মাজহাবের ইমামের ভাষ্য 🟪🟪🟪🟪🟪🟪🟧🟧🟧🟧🟧 গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে ইমাম আবু হানীফা, ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ.-অভিন্ন সিদ্ধান্ত প্রদান করেছেন। সকলেই গান- বাদ্যকে হারাম বলে আখ্যায়িত করেছেন। 📗 ✍ ইমাম মালেক রাহ. কে গান-বাদ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেবল ফাসিকরাই তা করতে পারে। 📕 কুরতুবী ১৪/৫৫ 📙 ✍ ইমাম শাফেয়ী রাহ. বলেছেন যে, গান-বাদ্যে লিপ্ত ব্যক্তি হল আহমক।তিনি আরো বলেন, সর্বপ্রকার বীণা, তন্ত্রী, ঢাকঢোল, তবলা, সারেঙ্গী সবই হারাম এবং এর শ্রোতা ফাসেক। তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। 📕 ইগাছাতুল লাহফান ১/১৭৯;
@mdjaynal84672 жыл бұрын
দুর্বলের উপর জুলুম করলি আমার মইন ভাই শরিরে আগাত করলি তার পবিত্র নফছ কে কি ভাবে আগাত করবি আগাত করা সহজ নিজকে নিজে চিনা কঠিন যে নিজের সমালোচনা করতে পারে সে সরপেখা বুদ্ধিমান
@ALAMINOFFICIAL-we6ku2 жыл бұрын
একেই বলে হুজুরের টুপির তোলে শয়তানি থাকে
@parulbegum33412 жыл бұрын
হক কথা।
@আধ্যাত্মিককবিরাজআজাহারআলী2 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত আলোচনা করার জন্য মানুষের ভুল ভেঙ্গে দিলেন
@Channelkarbala2 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ দরদী আমাদের পাশে থাকার জন্য,আমাদের ভিডিও গুলি নিয়মিত দেখবেন সেই আশা রাখি।🙏🙏
@jalismahmud55392 жыл бұрын
ও একটা ইবলিশ শয়তান। ও এতদিন পর এহন কথা ঘুরায়। কথা অন্য খাতে ব্যায় করে। কেন ও কালিমা কালাম বলবে? কলিমা মানে বাক্য। সেটা সৌদি আরবে আরবী ভাষা সেখানে চলে। আমরা সাধারনত কালিমা বলতে হাদীসের কালিমা ই বুঝি। ও তা বলবে কেন? ইবলিশ!
@ar.mamunkhankhan65102 жыл бұрын
সুন্দর
@sbibrahimsarder78952 жыл бұрын
এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চা। তওবা কর আল্লাহতালা মহান তিনি চাইলে তোকে ক্ষমা করে দিতে পারে
@abulkalam-tb2pq2 жыл бұрын
সাধারণত লোকজন যেটা বোঝে সেভাবেই বলা উচিৎ।এটাই জ্ঞানীদের কাজ।
@Channelkarbala2 жыл бұрын
thanks
@mdrubelhossain8817 Жыл бұрын
জ্ঞানীর জন্য বুজা অজ্ঞানির জন্য বুঝা,শরিয়ত হলো৷ যেটা প্রকাশে হয় আর তরিকত হলো বাতেনি, যেটাকে গোপনে ইবাদত বলে আললাহর খুশির জন্য,তাই অলিআউলিয়ার কথা বুজতে হলে কামেল পীর ধরতে হবে।