কলকাতায় প্রথম, নিউটাউনে তৈরি হল ৮ তলার পার্কিং লট, রাখা যাবে ১৫০০-র উপরে গাড়ি, 32 টি বাস!

  Рет қаралды 21

Mr.Portrait

Mr.Portrait

Күн бұрын

কলকাতায় প্রথম, নিউটাউনে তৈরি হল ৮ তলার পার্কিং লট, রাখা যাবে ১৫০০-র উপরে গাড়ি, 32 টি বাস!
🚌 বড়সড় চমক দিল HIDCO। এবার কলকাতা শহরের বুকে হিডকো যা করল তা দেখে সকলেরই চোখ রীতিমতো ধাঁধিয়ে গিয়েছে। আসলে এবার নিউটাউনের মতো জায়গায় আস্ত ৮ তলা পার্কিং লট তৈরি করল হিডকো। হ্যাঁ ঠিকই শুনেছেন। একদম বিদেশের ধাঁচে এবার কলকাতা শহরেও এত বড় পার্কিং লট দেখার সুযোগ পাবেন শহরবাসী। সবথেকে বড় কথা, এই পার্কিং লটের ধারণ ক্ষমতা সম্পর্কে জানলে চমকে উঠবেন আপনিও। আপনার কাছেও যদি গাড়ি থেকে থাকে এবং দীর্ঘদিন ধরে একটা ভালো পার্কিং এর জায়গা খুঁজে না পেয়ে হয়রানির শিকার হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।
🚌 অনেকেই আছেন যার কাছে চার চাকা বা দু’চাকা রয়েছে। অথচ একটা ভালো পার্কিং করার জায়গা না পেয়ে চরম সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে যারা নিউটাউনে থাকেন বা চাকরি করতে যান। তবে এবার সকলের সমস্যার অবসান ঘটতে চলেছে। কারণ এবার সেখানে Hidco -র তরফে বাস, গাড়ি পার্কিং-এর জন্য বিল্ডিং বানিয়ে দেওয়া হল।
জানা গিয়েছে, এই পার্কিং লটে রাখা যাবে ১৫১২টি গাড়ি, ৩৮টি বাস। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনিতে কলকাতা শহরে যতগুলি বড় বড় ইভেন্ট হয় সবকটি হয় সল্টলেক নয়তো এই নিউটাউন এলাকায় হয়। এদিকে কলকাতা শহরের এই নিউটাউন এলাকায় কোনরকম বড় অনুষ্ঠান হলে একটি সমস্যা বারবার দেখা দেয়। আর সেটা হল পার্কিং সমস্যা। আন্তর্জাতিক সেমিনার, মেলা কিংবা বাণিজ্য সম্মেলনের মতো আসরের প্রথম পছন্দ বিশ্ববাংলা কনভেনশন সেন্টার কিংবা ইকো পার্ক। এই সব অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য বহুতল কার পার্কিং তৈরি করেছে হিডকো।
এখন আপনার এসে ভাবছেন যে নিউটাউনের কোন জায়গায় এই পার্কিং লটটি তৈরি করা হয়েছে? তাহলে জানিয়ে রাখি, বিশ্ববাংলা সরণির পাশে যাত্রাগাছি ব্রিজের কাছে এই পার্কিং লট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রায় দু’বছর ধরে এই বহুতল পার্কিং লট তৈরির কাজ চলছে। পার্কিং লটে গাড়ির পাশাপাশি বাইক এবং বাসের পার্কিংয়ের সুবিধাও থাকছে। হিডকোর এক কর্মকর্তা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সহযোগী হিসেবে এই বহুতল কার পার্কিং লট তৈরি করেছে হিডকো। মূল বিল্ডিং তৈরির কাজ শেষ হয়েছে। এখন ইলেকট্রিক ও জলের লাইনের কাজ চলছে।’
হিডকোর এক আধিকারিক জানান, মূলত বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কথা ভেবেই এই পার্কিং লট তৈরি করা হয়েছে। নিউ টাউন নারকেল বাগানের কাছে ক্যানাল ব্যাঙ্ক রোডে ডিজি ব্লকে ১০ তলা এই কনভেনশন সেন্টারটি রয়েছে। সেখানে দু’টি বড় অডিটোরিয়াম, চারটি ব্যাঙ্কোয়েট রয়েছে। রয়েছে ১০০ রুমের একটি হোটেলও। তবে সেখানে সব মিলিয়ে ৮২২টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ফলে অনেকেই সেখানে গাড়ি রাখতে পারেন না। সেই সমস্যা মিটতে চলেছে। জানা গিয়েছে, এই পার্কিং লটটি আটতলা। প্রতিটি তলে ১৮৯টি করে গাড়ি পার্ক করা যাবে। সব মিলিয়ে ১৫১২টি গাড়ি এবং ৩৮টি বাসও পার্ক করা যাবে সেখানে। তবে শুধু গাড়ি পার্কিংই নয়, চালকদের জন্য ক্যাফেটেরিয়া, রেস্ট রুম, শৌচালয় সবই থাকছে।
#biswabanglagate #BiswaBanglaConventionCentre #globalbusinessumit2025
#biswabanglaparking #jatragachiflyover #howtoreachbiswabanglaconventioncentre
#hidco #mrportrait

Пікірлер
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН