কলকাতা জানবাজার জমিদার, বাবু রাজচন্দ্র দাস ও রানী রাসমণির প্রাসাদের অজানা তথ্য……

  Рет қаралды 1,166

Mihir Kumar Halder

Mihir Kumar Halder

Күн бұрын

রাজচন্দ্রের ঠাকুরদা কৃষ্ণরাম দাস ছিলেন বাঁশের
ব্যবসায়ী৷তাদের আদি বাস ছিল হাওড়ার আমতার,
খোসালপুর গ্রামে৷ বাঁশের ব্যবসা করেন বলেই
“ মাড় “ উপাধি পায়৷ বাঁশ থেকে মন্ড তৈরি করে
তখনকার সময় কাগজ কলে বিক্রী করে মুনাফা
অর্জন করতেন৷প্রীতিরাম ছিলেন তাঁর ছেলে৷
কৃষ্ণরাম দাসের বোন বিন্দুবালা দাসীর বিয়ে হয়েছিল
কলকাতার জানবাজারের জমিদার মান্না পরিবারে৷
বিয়ের পরে সম্পর্কের সূত্রে তাঁর শ্বশুর বাড়িতে দুই
ভাইকে নিয়ে থাকতে আসেন প্রীতিরাম দাস ( রাজ
চন্দ্রের পিতা )
জমিদার মান্না পরিবারের সঙ্গে আরও
দৃঢ় হয় দাস পরিবারের সম্পর্ক৷যুগল মান্নার মেয়ের
সাথে বিয়ে হয় ১৭৭৭ সালে প্রীতিরাম দাসের৷সেই
বিয়েতে যৌতুক পান জানবাজারের কয়েকটি বাড়ি
এবং ১৬ বিঘা জমি৷
কলকাতায় জানবাজারে প্রীতিরামের দুই পুত্র সন্তানের
জন্ম হয়৷ প্রথম ছেলে হরচন্দ্র বিয়ের পর নিঃসন্তান
অবস্থায় মারা যায়৷ দ্বিতীয় ছেলে রাজচন্দ্র দাসের
বিয়ের পর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর অকাল মৃত্যু হয়৷
১৮০৪ সালে তৃতীয় বিয়ে করেন রাসমণিকে উঃ২৪পঃ
হালিশহর কোনা গ্রাম থেকে৷ অপরুপা সুন্দরী ছিল
বলেই তাঁর শাশুড়ি মা “রানী” সম্বোধন করতেন৷
পরে চিরকালীন ভাবেই নামের আগে “রানী”রাসমণি
নাম থেকে যায়৷
১৮০৫ সালে ৬ বিঘা জমির ওপর প্রীতরাম দাস
এই প্রাসাদের নির্মাণ শুরু করেন, সেই নির্মাণ
কাজ ১৮১৩ সালে শেষ করেন বাবু রাজচন্দ্র দাস৷
এই প্রাসাদের মধ্যে আছে ৩০০ কক্ষ বিশিষ্ঠ ঘর, ৬টি
উঠোন, একটি সরোবর ( বর্তমান নেই ), ৭টি মহল,
৩টি ঠাকুর দালান, নাটমন্দির, দেওয়ানখানা,
কাছারি ঘর, অতিথিশালা, প্রহরী-দেওয়ান কক্ষ,
গোশালা, অস্ত্রশালা এবং প্রাসাদের উত্তর দিকে ছিল
লাঠিয়ালদের থাকার কয়েকটি বাড়ি৷
তখনকার সময়ে ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই প্রাসাদ
তৈরি হয়েছিল কলকাতার জানবাজারে৷
রাজচন্দ্রের পিতা প্রীতিরাম দাসের মৃত্যু হয়
১৮১৭ সালে৷ ৭১ নং ফ্রি স্কুল স্ট্রিটের প্রাসাদতুল্য
আবাসে পিতা-মাতাহীন রাজচন্দ্র - স্ত্রী - কন্যাদের
নিয়ে বসবাস করতেন৷
রাজচন্দ্রের চার কন্যা সন্তান :- পথম কন্যা পদ্মমণি,
জন্ম ১৮০৬ সালে৷ দ্বিতীয়া কন্যা কুমারী, জন্ম ১৮১১
সালে৷ তৃতীয় কন্যা করুনাময়ী, জন্ম ১৮১৬ সালে৷
চতুর্থ কন্যা জগদম্বা, জন্ম ১৮২৩ সালে৷
চার কন্যাদের বিয়ে হয় যথাক্রমে :
জ্যেষ্ঠা কন্যা পদ্মমণি দাস, জামাতা রামচন্দ্র দাস৷
দ্বিতীয়া কন্যা কুমারী দাস, জামাতা প্যারীমোহন
চৌধুরী৷
তৃতীয়া কন্যা করুনাময়ী দাস, জামাতা মথুরমোহন
বিশ্বাস (এক সন্তান রেখে মারা যান করুনাময়ী)৷
চতুর্থ কন্যা জগদম্বা দাস জামাতা মথুরমোহন বিশ্বাস
(তৃতীয় কন্যা করুনাময়ী মারা যাবার পর চতুর্থ কন্যা
জগদম্বাকে বিয়ে করেন)৷
রাজচন্দ্র দাস জন্ম : ১৭৮৮ সাল -
মৃত্যু: ৯ জুন ১৮৩৬সাল
রাসমণির জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৭৯৩ সাল
মৃত্যু: ১৯ ফেব্রুয়ারি ১৮৬১ সাল
Used Instrumental song Music (not for commercial):
Courtesy By : (1) “Abar Hobe To Dekha” Credite
to: Contributing Artists. & (2) Amar Jaber Somoy Holo-
Created by Song Written by Kazi Nazrul Islam, Credite
to : Contributing Artists of Nazrul Geeti in Violin.

Пікірлер: 7
EP 1326 - Rani Rashmoni - Indian Bengali TV Show - Zee Bangla
43:47
EP 607 - Rani Rashmoni - Indian Bengali TV Show - Zee Bangla
20:48
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 17 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
EP 598 - Rani Rashmoni - Indian Bengali TV Show - Zee Bangla
20:48
EP 387 - Rani Rashmoni - Indian Bengali TV Show - Zee Bangla
21:26