আসলে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। ভালবাসার কাছে ধর্ম কখনোই বাধা হতে পারে না। অনেক ভাল লাগলো ওপার বাংলার বাঙ্গালীদের আপ্যায়ন দেখে। আমরা সারা জীবন এইভাবে সবার সাথে মিলে মিশে থাকতে চাই যেন কোন স্বার্থন্বেষী মহল আমাদের ভালবাসার মধ্যে কোনপ্রকার দাঙ্গা লাগাতে না পারে।
@SAPTAPARNAHAZRA4 ай бұрын
U ar right
@GoutamDas-ek5ry3 ай бұрын
Ai golo hoche faltu kota ader ke ki hisabe tomi manus bolo sudu manuser moto Deka jai bole Ora manus tader na adop kaida ache sudo talibani kaida
@SifatRahman-z7k Жыл бұрын
উনাদের আন্তরিকতা আর মেহমানদারি দেখে শ্রদ্ধায় মনটা ভরে উঠলো। উনাদের পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। 😍
@serajulislam4134 Жыл бұрын
মাশআল্লাহ খুবই সুন্দর লাগলো কলকাতার আতিথেয়তা(হসপিটালিটি) দেখে মনটা ভোরে গেলো.. মহান রব সবাইকে নেক হায়াত দান করুন এবং উভয়কেই সম্পদশালী করুন। আমিন।
@mamoni602 Жыл бұрын
Amar chenel aso
@tamimmaria4823 Жыл бұрын
😂😂
@spideratik3726 Жыл бұрын
খাবার এর জন্য ভিডিও টে দেখিনাই,,দেখলাম একটা মানুষ কে কিভাবে সন্মান আর ভালোবাসা দিতে হয়!উনাদের এত উদারতা দেখে সত্যিই মুগ্ধ!😍😍
@nazmulhossain5347 Жыл бұрын
ওপারের বাঙালিদের আতিথেয়তা দেখে সত্যিই মুগ্ধ। সবার প্রতি ভালোবাসা রইলো ❤️
@iammafia3590 Жыл бұрын
সব শেষে আমরা বাঙালি বন্ধু♥️
@mdjunaid4736 Жыл бұрын
মুগ্ধ আমিও, এসব ব্যক্তিগত তাই এরকম হয় তবে হ্যা বাহিরের বা সাধারণ জনগন এরকম মেহমানদারি কখনো করবেনা, বাংলাদেশ থেকে গেলে শুনলে মুখ ভেংচি মেরে চলে যাবে।
@shuvakg4394 Жыл бұрын
বাংলা ভাগ হতে পারে কিন্তু ২ বাংলার মানুষের হৃদয় ভাগ হতে পারে না,,,,,ভালোবাসা অবিরাম 🇧🇩🇮🇳
@mithunpaul9415 Жыл бұрын
লোকদেখানো ভাই
@sudeepkumar4757 Жыл бұрын
Arab culture accept kore ekhon tumader Bengali culture niye katha 😂
@rahabomar7737 Жыл бұрын
এপার বাংলা 🇧🇩 ওপার বাংলা মিলেমিশে একাকার। কি দারুণ আতিথেয়তা ❤️ এটা শুধু বাঙালি বলেই সম্ভব।
@islamicalowrpath Жыл бұрын
ইন্ডিয়ার মানুষের বাংলাদেশিদের প্রতি ভালো বাসা দেখে খুব ভালো লাগলো। ওপারের মানুষ গুলো আসলে খুব ভালো।
@roxforlife007 Жыл бұрын
Amra west bengal theke opar banglar manush der nijer i vabi Hoito majhe katatar ache kintu amader monr moddhe seta nei Ha kichu kharap lok dui dikei ache Tader ke ignore korle Amara dui bangla share a sweet bond
@rayan_rizvi_Khan Жыл бұрын
@@roxforlife007 একদম সঠিক 👍 ভালোবাসা নিবেন বাংলাদেশ থেকে 💝💝
@mamoni602 Жыл бұрын
Amar chenel aso
@mamoni602 Жыл бұрын
@@roxforlife007 amar chenel aso
@mamoni602 Жыл бұрын
@@rayan_rizvi_Khan amar chenel aso
@amitdey07 Жыл бұрын
আহা কি সুন্দর😍😍 দুই বাংলার মানুষের কি ভালবাসা,কি আন্তরিকতা দেখলেই মন ভালো হয়ে যায়।সারা পৃথিবীর মানুষ যদি সকল জাতি,ধর্ম,গোত্র,হিংসা, বিদ্বেষ ভুলে এমন সাদা মনের মানুষ হয়ে, মানুষকে ভালবেসে একসাথে মিলেমিশে চলতো তাহলে সমস্ত পৃথিবীটা একটা স্বর্গ হয়ে উঠতো❤️🌿🌻
@innocent_krishna07 Жыл бұрын
দারুণ ❤️🙏
@mdjunaid4736 Жыл бұрын
বাঙালি আর বাঙালি মিলেই মজার মুহুর্ত তৈরী হয়ে গেল তা দেখে আমরা বিমোহিত। ভালবাসা রইল পুরো পশ্চিম বঙ্গের জন্য💕🌹🇧🇩
@kazyrakibul9023 Жыл бұрын
কলকাতার মানুষের আতিথিয়তা.... দেখে সত্যিই মনটা ভরে গেল ভাই ♥️♥️♥️🥰🥰🥰
@abdulkader8175 Жыл бұрын
সবই খুবই ভালো লাগছে কিন্তু একটা মোটেই ভালো লাগেনি সেটা হলো একজনের প্লেট থেকে অন্য কাঊকে তুলে দেওয়া।
@maitichoyyuuqwerui Жыл бұрын
@@abdulkader8175 it's called family and love for each other, you don't understand that I think
@rocky9609 Жыл бұрын
@@abdulkader8175 কেন হিন্দু বলে?😀
@mamoni602 Жыл бұрын
Amar chenel aso
@mamoni602 Жыл бұрын
@@abdulkader8175 amar chenel aso
@banglarking2217 Жыл бұрын
আমি সত্যিই মুগ্ধ কোলকাতার দাদাদের অতিথি আপ্যায়ন দেখে এভাবেই মিলেমিশে থাকুন পুরো বাংলাভাষী
@xahidlee4316 Жыл бұрын
বাংলাদেশের মানুষের প্রতি এই ভালোবাসা আসলেই ভালো লাগলো
@afsanahamid4104 Жыл бұрын
কলকাতার ঘরের রান্না আসলেই দুর্দান্ত। আহা, আমি আমার এক বউদি আর মাসিমার রান্না খুব মিস করছি। ❤️from Melbourne, Australia.
@indraniguha3836 Жыл бұрын
এই যে খাওয়ার ভিডিও গুলোর মধ্যে দিয়ে আমাদের অতি আদরের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এতো সৌহার্দ্য পূর্ণ ভিডিও ভীষণ ভালো লাগে....
@rummansvlog2355 Жыл бұрын
সৌম্য দার বাড়ীর ভিডিও টা দেখে খুব ভালো লাগলো ফাহিম ভাই। আর মাসিমার রান্না গুলো দেখেই বুঝা যায় খুবই মজাদার এবং মুখরোচক খাবার রান্না করেন তিনি। অনেক সুন্দর হয়েছে এই ভিডিও টা।
@sirajuttanvir5952 Жыл бұрын
আমি একজন কুরআনে হাফেজ, কিন্তু এই ভিডিও টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের বাংলাদেশীদের জন্যও যে ওপার বাংলার মানুষের আবেগময় সরল ভালোবাসা এতটাই সুমধুর
@a.s.mfahim7482 Жыл бұрын
সৌম দা আর ফাহিম ভাই দুজনেরই রেগুলার দর্শক আমি❤️ দুই বাংলার পছন্দের মানুষ একসাথে❤️
@sanjidaahmedsujana3001 Жыл бұрын
Me also
@raselrasel6678 Жыл бұрын
ভাই একটা চটপটি ভিডিও করবেন।পটুয়াখালী খালেক ভাইর চটপটি।
@familyfoodchallenge7500 Жыл бұрын
Amio
@nadiazaman1063 Жыл бұрын
Right
@mamoni602 Жыл бұрын
Amar chenel aso
@vibrantnature661 Жыл бұрын
চরম সুন্দর একটা পর্ব৷ কলকাতার আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেলাম৷ বাংলাদেশ থেকে ভালবাসা অবিরাম৷
@sayanmukherjee9478 Жыл бұрын
শুধু ওই তারের বেড়ার ভাগ রে ভাই মন টা এক ' বাঙালি ' ❤️
@Freeloot-d1f Жыл бұрын
খুব সুন্দর কথা বললেন ভাই 👍❤️
@sudipkarmaker4144 Жыл бұрын
Eishob vua kotha
@mamoni602 Жыл бұрын
Amar chenel aso
@mamoni602 Жыл бұрын
@@Freeloot-d1f amar chenel aso
@mamoni602 Жыл бұрын
@@sudipkarmaker4144 amar chenel aso
@MSVLOG073 Жыл бұрын
কি যে ভাল লাগলো কলকাতার প্রতি ভালবাসা বেরে গেল।❤️ কি পরিবার খুব ভাল লাগছে।
@moumitakar7610 Жыл бұрын
কলকাতা series এর এইটা best video। এত, এত ভালো লাগলো। আসলে ঘরের রান্নার ওপরে কিছু হয় না।
@polashroy3459 Жыл бұрын
দুই বাংলা মিলেমিশে এক এই দৃশ্য আমার হৃদয় জুড়িয়ে গেলো♥️♥️
@sumanmondal7550 Жыл бұрын
এ তো এক মিলন তীর্থ। ভিডিওটা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল।
@aminurrahman32538 ай бұрын
মানুষের মধ্যে এতো বিশাল ভালোবাসা যা পূর্ব বাংলা পশ্চিম বাংলার বাঙালি পরিবারকে এক হ্রদয়ের বন্ধনে আবদ্ধ করেছে পরম মমতায়! খাবার গুলো যে খুব সুস্বাদু ছিলো যা খাবার খেতে গিয়ে ফাহিম ভাই তারিফ করছিলেন বার বার! এমন বন্ধন চির অটুট থাকুক সারা জীবন! আমাদের বড় পরিচয় আমরা বাঙালি!
@redaansheikh6147 Жыл бұрын
আজকে যে মেহমান টা দেখলাম এটা আমার দেশের লোক আমিও একজন বাংলাদেশি আজকে আমার অনেক আনন্দ লাগছে যে আমার দেশের লোক এসেছে কলকাতায় আপনাদের বাসায় দেখে খুবই আনন্দ লাগল আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমার দেশের লোকের এত আদর যত্ন করার জন্য ভালো থাকেন সুস্থ আমিন
@jayadas8798 Жыл бұрын
স্বাগতম বাংলাদেশের দাদাভাই ও বৌদিকে।খুবই ভাল লাগছে কলকাতায় আসার জন্য। বৌদিকে নিয়ে পুরো কলকাতার ঘুরে যেও।
@joyjagannathxerox8740 Жыл бұрын
নতুন করে কিছু বলে এই সুন্দর মুহূর্ত টা কে নষ্ট করতে চাই না। খুব ভালো লাগলো দুই বাংলার এই মেলবন্ধতন। কলকাতা থেকে।
@probinkumar5723 Жыл бұрын
আমরা সবাই ধর্ম নিয়ে বেশী বাড়াবাড়ি করে আসছি কিন্তু মুলতঃ মানবিকতাই হচ্ছে আসল ধর্ম। আর একটাই কথা বলবো সবচে আগে,, মানবতার ✌ জয় হোক।
@izazahmed3552 Жыл бұрын
একদম, ছোটো থেকে আমরা গ্রাজুয়েশন পর্যন্ত একসাথে পড়েছি এমন কি চাকরি পড়াও একসাথে করি কিন্তু social media te joto dhormo niye galagali hoi...Hindu muslim vai vai
@mdmostafa8124 Жыл бұрын
❤❤❤❤❤
@joyeetaskitchen Жыл бұрын
এত্ত আয়োজন 😇 জিরোওয়াট ফিল্মস্ - এর আতিথিয়েতা বরাবরই অনন্য 👌👌👌 মানুষকে খাইয়ে তাঁরা যে তৃপ্তি পান সেটা দেখতেই বড্ড ভালো লাগে। ♥️❤️❤️ আর রান্না তো অসাধারণ ❤️❤️❤️👌👌👌 আর ফাহিম ভাই সময় নিয়ে বুঝে বুঝে খান, সেটাও অনেক মজার। 🤗 বাংলাদেশ থেকে অফুরান শুভকামনা আর ভালবাসা জিরোওয়াট পরিবারের জন্য ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
@sayeedanan8308 Жыл бұрын
আতিথীয়তার জন্য পুরো পরিবারকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারবো না, সাবাস তোমাদেরকে বেচে রবে হৃদয়ে।
@riadhar4661 Жыл бұрын
ওও গড এই রকম একটা ব্লগের অপেক্ষায় ছিলাম।বাংলাদেশ ভারত❤️❤️
@funandentertainmentofshort2449 Жыл бұрын
I love u 😹🫣
@rouzarounok Жыл бұрын
সৌম্য দার অনেক ভিডিও ভালো লাগে,, আর উনি খুবই আন্তরিক মানুষ,,, এমন মানুষ পাওয়া মুশকিল,, জাস্ট অন্য লেভেল,,,,,, লাভ সৌম্য দা💙
@najmulhasan.........8122 Жыл бұрын
আমি একজন বাংলাদেশী "দেখে খুব ভালো লাগলো অসাধারণ"ফাহিম ভাই"সৌম্য দাদা কেও আপনি ইনভাইট করবেন বাংলাদেশ আসার জন্য"
@kaziwahid1199 Жыл бұрын
ভালো মনের, ভালো মননের বাঙালী দুটো পরিবার একসাথে খাওয়া দাওয়া আড্ডা ,পৃথিবী শ্রেষ্ঠতম দৃশ্যগুলোর মধ্যে একটা ।
@monsurdewan6580 Жыл бұрын
সৌম্য দাদা,মাহিম ভাই এরা এক পরিবারের আজকে যা ফুটে উঠল। শুভ কামনা রইলো সকলের জন্য। বাংলাদেশের ভালবাসা।
@md.minhajatickmasum4333 Жыл бұрын
মাহিম না ফাহিম হবে ভাই
@farzanayasmin5330 Жыл бұрын
দুই বাংলার এই মিলন মেলা দেখে প্রাণটা ভরে গেল... এই ভালোবাসা এই আতিথেয়তা দেখলে কে বলবে যে, আমাদের মধ্যে কোন রক্তের সম্পর্ক নেই... সত্যিই মাসি মনি, মামা,ভাইয়া এবং আমাদের মিস্টি ভাবি আমরা বাংলাদেশিরা মুগ্ধ আপনাদের এই ভালোবাসায় এই আতিথিয়োতাই... তাই আপনাদের ও নিমন্ত্রণ রইলো আমাদের বাংলাদেশে 💝💝💝
@Bijoy0790 Жыл бұрын
সমু দা কে ধন্যবাদ ফাহিম ভাই কে এত সুন্দর অতিথিয়তা করানোর জন্য
@mdasadayub69804 ай бұрын
বাংলাদেশী ফুড রিভিউয়ার ফাহিম ও কলকাতার জিরো ওয়াটের সৌম্য দুই ফুড ব্লগারের একসাথে প্রথম খাওয়া দাওয়ার চমৎকার একটা ব্লগ দেখলাম। আগে ও অসাধারণ লেগেছে ২০২৪ সালের ১৪ ই আগষ্ট এই ব্লগ টা আবার দেখে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম এই বাংলাদেশী ফুড রিভিউয়ার ফাহিমের প্রতি কলকাতা অতিথি অ্যাপায়ন দেখে আমি মুগ্ধ । 👍👍👍👍
@atsci Жыл бұрын
One thing I like about Soumya and his family is that they are very welcoming to all guests
@MOHAMMEDYOUSUFOFFICIAL Жыл бұрын
yes, I think so as a Bangladeshi. They are such a nice person. I actually love Kolkata & their Beautiful peoples.
@abidurabu8 ай бұрын
সম্মান আর শ্রদ্ধা প্রেম আর ভালোবাসার মিষ্টি একটা কম্বিনেশন। মাসীমা এক কথায় অসাধারণ। উনার আতিথ্য কোনো কিছু র সাথে জড়িত করা বোকামী ছাড়া আর কিছু ই নয়।আমি উনার দৃর্ঘায়ু কামনা করি।
@ImamHossen-ox2ng Жыл бұрын
সৌম্য ভাইয়ের মায়ের কথাগুলো অনেক ভালো লাগছে এবং ভালো মনের একজন মানুষ,,,,
@abirislam7920 Жыл бұрын
কোলকাতা প্রতি ভালোবাসা বেড়ে গেলো ভাই!!
@tusharroy100 Жыл бұрын
খুব ভালো লাগলো সৌম্য, একসাথে খাওয়া দাওয়া করলে, সত্যি হিন্দু মুসলমান এগুলো সব বাজে কথা। সব থেকে বড় হচ্ছে মানুষের মন, শিক্ষা , মনুষ্যত্ব। দারুন ভিডিও। খুব ভালো লাগলো।
@sujandash372Ай бұрын
এই নিয়ে ভিডিও টা তিন বার দেখ লাম যতো দেখি তত ভালো লাগে ❤❤
@susantavlogs7884 Жыл бұрын
অসাধরন ফাইম ভাই আপনাদের কলকাতা টুর টা ।দেখে ভীষণ ভালো লাগলো ।আমি কলকাতা লোক। আবার আসবেন আমাদের কলকাতা তে ।আর আমাদের প্রতেক ভারত বাসীর তরফে শুভেচ্ছা ও ভালবাসা দিলাম।
@Zarinnet Жыл бұрын
এই পরিবারের সবাইকে বাংলাদেশে আসার অনুরোধ রইলো। বিশেষ করে মাসিমা ও মামা।
@fahimuddin4481 Жыл бұрын
মাশ-আল্লাহ অনেক সুন্দর ফ্যামিলি, ওনাদের হসপিটালেটি ভিষণ ভালো লাগলো। সবার জন্য শুভকামনা।
@mirazahmed4483 Жыл бұрын
দেশ আলাদা হতে পারে তবে জাতে তো বাঙালী যেটা চাইলেও আলাদা করা যাবেনা 🇧🇩🇮🇳❣️
@ruksana.allinonevlog6999 Жыл бұрын
Hi dada I am from India Kolkata saport kore
@maranbiswas9441 Жыл бұрын
খুব সুন্দর হয়েছে ভিডিওটি, কলকাতায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, সবসময় আপনার ভিডিও দুপুরের খাবারের সময় রোজ দেখি, খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
@saadanasofficial1024 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া।আমি শারমিন।আমি প্রায়ই আপনার ভিডিও দেখি কিন্তু কখনও কোনো কমেন্ট করিনা। তুলি ভাবির একটা বিষয় আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে,যখন আপনি সবাই কে পরিচিত করাচ্ছিলেন।যখন তুলি ভাবির দিকে ক্যামেরা এসেছে,ভাবি কিন্তু খুব সুন্দর ভাবে সালাম দিয়েছেন।ভাবির কিন্তু এটা মাথায় ছিল আপনার বেশিরভাগ ফ্যান-ফলোয়ার মুসলিম। আরো ভালো লেগেছে সালাম টা একদম সঠিকভাবে উচ্চারণ করেছেন,যেখানে আমরা মুসলমানরাও ঠিকভাবে সালাম দিতে জানিনা। অনেক ভালো লেগেছে আমার কাছে।আজকেরও ব্লগটা অনেক সুন্দর ছিল।
@kasemmohammad4629 Жыл бұрын
কলকাতার বাঙালি ভাইয়ারা ওনেক ভালো মানুষ দোয়া রইলো ভাইদের জন্য ❤️❤️❤️
@shahjalalkhan306 Жыл бұрын
ফাহিম এবং সৌম্য ও ওদের পরিবারের জন্য অফুরন্ত ভালোবাসা শুভকামনা। এভাবেই বেঁচে থাকুক বন্ধুত্ব এমনি করেই এগিয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্ম। দুজনের ব্লগ ই আমি আমি সবসময়ই দেখি। সৌম্য যখন তুলিকে নিয়ে বাংলাদেশে আসবে তখন ফাহিম এবং ওদের অগ্রিম নিমন্ত্রণ দিয়ে রাখছি আমার বাসায়। বাংলাদেশ থেকে শুভকামনা ও ভালোবাসা রইল তোমাদের জন্য (সৌম্য তুলি, aunty,uncle, মামা এবং ভীপাল এর জন্য)
@shahnewajx Жыл бұрын
বাংলাদেশ থেকে। আপনাদের অতিথিও তা দেখে ভালো লাগলো। বাংলাদেশের মানুষের মতো আপনারাও অতিথিপরায়ণ।
@LutfunessaTuli-qk5eq Жыл бұрын
দুই জনের মুখে এত মিল। মনে হচ্ছে দুই ভাই। বাংলাদেশ থেকে বলছি অসাধারণ। সবাই কে শুভেচ্ছা
@niazmorshedkhan2838 Жыл бұрын
@ZerowattFilms shows the Kolkata people the way of hospitality. Such a pesron of big heart. Really amazed to see someone like this from Kolkata
@sariulhaquemolla96449 ай бұрын
আমার কাছে ইলিশ সব সময় সেরা, গরম বা শীত বুঝিনা কখন তার স্বাদ কিরকম ,ইলিশ all time শেরা,
@niazmorshedkhan2838 Жыл бұрын
Vai just MATHA NOSHTO hospitality!!!! Behaviour and Courtesy of all family members are just beyond explanation. I can't find any proper word to depict this hospitality.
@JoyTheBoy-q4m Жыл бұрын
That's why i love Kolkata... Love from Bangladesh 🇧🇩
@redrock8513 Жыл бұрын
ভাই আপনার সব ভিডিওর ভাগিদার আমারাও, তবে আজকের ভিডিও টা সেরা ছিলো, পুরো পারিবারিক ভাব ছিলো একটা ভিডিও তে, আর ভারতীয় দের আবার ধন্যবাদ, এতো সুন্দর অথীতি আপ্যায়ন করার জন্য, তবে ভারতিয়রা বরাবরি এমনি হয় 🇧🇩❤️🇮🇳🥰🥰
@shihab439 Жыл бұрын
সত্যি এই ভাতৃত্ববোধ দেখে অনেক ভালো লাগলো। আলাদা দেশ কিন্তু ঐতিহ্য, সংস্কৃতি এক।
Fahim bhai, you guys are so lucky to have such good friends. There hospitality is unmatched. Lots of regards for Sommu, boudi and the rest of the family.
@SONIASVLOG123 Жыл бұрын
দুজন কে একসাথে দেখে মন ভরে গেলো
@runasvlogskitchen Жыл бұрын
ফাহিম ভাই, আপনে যে মাসিমণির হাতের রান্না খাচ্ছেন আমি সবসময়ই মাসিমণির হাতের রান্না দেখি কিন্তু ভাইয়া তোমার খাওয়া দেখে সত্যিই ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য। যেমন তোমার Review তেমন তোমার খাওয়ার ধরন। দারুণ!
@akibnirob9909 Жыл бұрын
মাশাল্লাহ তুলি বোউদি বাংলাদেশ এর পতি ভালবাসা দেখে ভালো লাগলো অনেক।। ❤️❤️❤️
@hossainmilon2444 Жыл бұрын
উনাদের আতিথেয়তা দেখে কলকাতা সম্পর্কে আমার যে বদ্ধমূল ধারণা ছিলো,সেটা পাল্টে গেছে!ধন্যবাদ,মাসীমা সহ উনার ফ্যামিলির সকলকে!আর বিশেষ করে আমাদের ফাহিম ভাই,যদিও খাওয়ার সময় viewer দের উদ্দেশ্যে ফানি কমেন্টস করেছে,উনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ!
@biplobchandrasarker7157 Жыл бұрын
অসাধারণ খাবারের মূহুর্ত্তের ভিডিও টি খুবই চমৎকার।এই খবারের আয়োজনের জন্য ইন্ডিয়ার কোলকাতার মাসিমা ও পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ।💝💝💝
@TanzirRahman Жыл бұрын
কলকাতার মানুষজন এখনো পুরানো দিনের সংস্কৃতি গুলোকে ধরে আছে দেখে অনেক ভালো লাগছে। এই কাঁসার থালাগুলো ছোটবেলায় আমার নানীবাড়িতে ছিল। নানী কাঁসার থালায় ভাত খেত। এখন কারো বাড়িতেই কাঁসার থালা দেখা যায় না।।
@shakil508 Жыл бұрын
বাঙালির জন্য বাঙালির টান।অসাধারণ ❤️
@english_fast Жыл бұрын
Excellent hospitality shown by Shoumya and his family. Tuli and Bhipal are a dear. Shoumya's mom is such a lovely lady and I'm sure she has a special place in her heart for Bangalis from Bangladesh. Mama is truly a master chef and may he live long and happy. However Fahim bhai didn't bring gifts for anyone? I find it strange.. I will be very happy if I am wrong in assuming so....
@mamoni602 Жыл бұрын
Amar chenel aso
@tamzidahmed3537 Жыл бұрын
Shoumyo dada ar tar family ke dekhe ja bujhlam onara onek antorik...Onader jonno doa ar bhalobasha roilo ❤️
@kironium Жыл бұрын
Tuli boudi ekdom innocent ekta manush. Khubi valo laglo. Please visit Bangladesh :)
@sayeedanan8308 Жыл бұрын
দেখে পেট ভরবে না জানি, তবে মনটা ভরে গেছে।
@airdrophikes4947 Жыл бұрын
অনেক ভালো লাগলো সৌম্যদা এবং তার পরিবারের সবার অতিথি আপ্যায়ন দেখে। তুলি ভাবি ও অনেক আন্তরিকতার সঙ্গে সবাইকে বরণ করেছেন ❤️❤️
@ParvezIslam88 Жыл бұрын
ভাইরে ভাই ফাহিম ভাই আপনার এত ভিডিও দেখছি মুখে পানি আসে নাই আজকে মুখে পানি এসে গেছে ভাই সমু ভাইয়ের মা এর হাতের রান্না মাশাল্লাহ মুখে জল এসে যায়
@abdullahromze1148 Жыл бұрын
মানবতাই সেরা। দেখে অনেক ভাল লাগলো।👌👌👌🥰
@abdullaemon9732 Жыл бұрын
দুই বাংলা র বাঙালিয়ানা চোখের শান্তি ❤️❤️❤️❤️
@shahinalomronyvlogs8700 Жыл бұрын
উনার পরিবারের সদস্যদের আচার আচরণ খুবই মিষ্টি 😍😍😍
@nasimaakter2318 Жыл бұрын
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। শুভ কামনা রইলো।
@sharmisthakundu5877 Жыл бұрын
বাংলা ফুড ভ্লগিং এর এই দুইটা চ্যানেল এর ভিডিওই আমার দেখা হয় মেইনলি যখনই দেখি মাঝে মাঝে। আমাদের দেশের Bangladeshi Food Reviewer আর কলকাতার Zerowatt Films. আজ দুই ভ্লগার কে কাকিমার বাসায় একসাথে দেখে খুবই ভালো লাগছে।
@ziniaskitchen11 Жыл бұрын
Wow পছন্দের সব মানুষ একসাথে 🥰🥰🥰 আর মাসিমার ও মামার হাতের রান্না Just wow দেখেই বুঝা যায়
@abubakarnayem9554 Жыл бұрын
খুবই ভালো লেগেছে। পুরো ভিডিও টা মনোমুগ্ধ হয়ে দেখলাম। নামে কাঁটাতার, আসলে তো দুই বাংলা ই আমরা বাঙালি। ❤️❤️
@amenakhanom8371 Жыл бұрын
খুব সুন্দর লাগছে তোমাদের একসাথে দেখতে ভাল থেক আল্লাহ তায়ালা তোমাদের নেক হায়াত দান করুন আমীন
@zarakhan14620 Жыл бұрын
Bah kotto sundor vabe sob kicu korlo khub valo laglo...
@anjanamanna6486 Жыл бұрын
ভালবাসাটা অটুট থাকুক দুই বাংলার
@redaansheikh6147 Жыл бұрын
ফাহিম ভাই এর বাংলাদেশের ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে আর আজকে কলকাতায় দেখে আমার খুব ভালো লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের লোকের খাতির করার জন্য
@rabbi6771 Жыл бұрын
তুলি আসলেই অসাধারণ 😚 হিন্দু হয়েও কি সুন্দর সালাম দিলো ব্যবহার সব মাশাল্লাহ
@toufikmamud1563 Жыл бұрын
Manobotar Joy hok.... Such a beautiful family..
@jagobangladesh5560 Жыл бұрын
দুই বাংলা মিলে মিশে একাকার ❤️❤️❤️❤️🇧🇩🇮🇳
@mitulhossain3244 Жыл бұрын
আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে দেখি তোমাদের অতিথি আপ্যায়ন অনেক ভালো লাগে তোমরা আসলেই অনেক ভালো মনের মানুষ
@farhanahmed378 Жыл бұрын
A great hospitality shown by sommu and his family. Lots of to all of you❤.
@mohinadnan2850 Жыл бұрын
উনাদের আতিথেয়তা দেখে আমি মুগ্ধ।বাংলাদেশ থেকে উনাদের ধন্যবাদ জানাই।
@eveithlucas5073 Жыл бұрын
What difference between Adnan Faruk and Fahim . Fahim is very gracious .
@rupkothavlogs Жыл бұрын
খুব সুন্দর ভিডিও লোভনীয় খাবার চমৎকার আতিথেয়তা ভালো থাকবেন ধন্যবাদ
@imranahmmed5588 Жыл бұрын
সবাই ইন্ডিয়া বাংলাদেশের আপ্যায়ন নিয়ে বলতেছে আমি বলবো এক কথায় বাজ্ঞালীরা আপ্যায়নে বিশ্ব সেরা ❤️❤️
@abirkhan1927 Жыл бұрын
মাসিমার আপ্যায়ন আমার খুব ভালো লেগেছে । বাংলাদেশ থেকে বলছি
@biswajitghosh9814 Жыл бұрын
Welcome to soumya's house for beautiful lunch. God bless all of you.
@mdsiam9370 Жыл бұрын
- আমার দেখা ফাহিম ভাইয়ের সবচেয়ে সুন্দরতম ব্লগের মধ্যে এটা একটা Take love brother❤️
@jashimuddin-dk6mk Жыл бұрын
ফাহিম ভাইয়ের ভিডিও দেখে ভারতীয়দের প্রতি আমার ধারণা চেইন্জ হয়েগেছে ❤❤❤
@amartyamukherjee6471 Жыл бұрын
Durdanto....... Bangladeshi bhai der khaiye mojaai alada...... Khub aantorik babohar ar khabar er shomojhdaar...... ❤