Рет қаралды 728
ভ্রমণপথিক স্নিগ্ধার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত।।
আজ আমরা একটা পবিত্র তীর্থস্থান কালিঘাট মায়ের মন্দিরে এসেছি। মন্দির বর্তমানে নতুনভাবে সংস্কার করার পরে খুব সুন্দর দেখতে হয়েছে। খুব ভালো লাগলো। এখানে মায়ের পূজা দিয়ে তারপর গোপালের পূজো দেবো। আমার বান্ধবীর গোপাল এই মন্দিরে আছে। কেনো আমার বান্ধবী গোপাল এই মন্দিরে রেখেছে সেইটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম।
কলকাতার অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দির, কালিঘাট মন্দির মা কালিকে উৎসর্গ করা হয়েছে। এটি ভারতের অন্যতম শক্তিপীঠ, যেখানে সারা দেশ থেকে ভক্তরা মায়ের আশীর্বাদ লাভের জন্য আসেন।
এই ভিডিওতে আমরা কালিঘাট মন্দিরের ইতিহাস, স্থাপত্য এবং এর পবিত্রতা সম্পর্কে বিশদে আলোচনা করব। আপনি জানতে পারবেন কীভাবে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, এর আধ্যাত্মিক গুরুত্ব, এবং কীভাবে এটি আজও তীর্থযাত্রীদের আকর্ষণ করে।
নিকটতম মেট্রো স্টেশন কালিঘাট।
মন্দিরের ঠিকানা: কালিঘাট মন্দির, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধন্যবাদ ❤️🙏
#kali
#kalighattemple
#maa
#kalimata
#gopal
#puja
#aarti
#prasad
#kalimatamandir
#kolkata
#new
#newtemple
#bhromonpothik snigdha