Рет қаралды 3,879
কলমে ও কন্ঠে - মঞ্জিমা
রেকর্ডিং স্টুডিও - Studio Music Point
ভিডিওগ্রাফি , মিক্সিং- Adidev
থাম্বনেল - Puspendu paul
যদি ভালবাসতে চাও
কেলমে- মঞ্জিমা
তুমি ভালবাসতে চাও আগে মায়ের মত হও ।
আমরা কেউ মায়ের মত পুরোটা হতে পারি না মায়ের মত একজন হওয়ার চেষ্টা তো করা যায় ।
যে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে ,
কিন্তু কোন কিছুর জন্য সন্তানকে কাজ ছাড়া করে না। কাউকে ভালবাসতে হলে মায়ের মত একজন ত্যাগী হতে হয়।
যদি তুমি কাউকে ভালবাসতে চাও তোমাকে সমুদ্রের মতো হতে হবে। সমুদ্র বারবার পারের কাছে আসে। পাকে কখনো সমুদ্রের কাছে যেতে দেখেছো কি ?তবুও সমুদ্রই বারবার ফিরে আসে পারকে ভেজাতে যাতে পাড় শুকিয়ে না পরে। আর আমরা যারা পাড়ে দাঁড়িয়ে মাটি খুঁড়ি, উপড়ে ফেলি তক্ষুনি সমুদ্র গর্জন করে ওঠে সমুদ্র একটা বিশাল পরিধি, যার অন্তিম পাড়ে দাড়িয়েও দেখা যায় না। কাউকে ভালোবাসলে সমুদ্রের মতো করে ভালবাসতে হয়, যেখানে পাড়ের কাছে কোন প্রত্যাশা থাকেনা। কিন্তু পাড় সমুদ্রের অপেক্ষায় থাকে।
কাউকে ভালবাসলে আকাশের মত ব্যাপ্ত হতে হবে পাহাড় কোনদিন আকাশকে ছুই না আকাশ পাহাড়ের কাছে এসে পাহাড়কে বৃষ্টি দিয়ে আলিঙ্গন করে যায় কাউকে ভালবাসলে আকাশের মত করে ভালবাসতে হয় ।
যদি ভালবাসতে চাও কাউকে, তোমায় গাছের মতো হতে হবে ।যার একদিকে ডাল কাটলেও অন্যদিকে সে ফুল দেয় ফুল দেয় সেখানে পাখি আসে প্রজাপতি আসে। আশ্রয় নেয় ।
ভালবাসতে হলে চাঁদ সূর্যের মত ভালবাসতে হয় তারা আমাদের সময় মতো আলো দেয় তাপ দেয় আর আমরা একটা দিন কিছুটা সময় যদি আলো তাপ না পাই তবে! আমরা ওদের প্রতীক্ষায় থাকি ওরা না।
একপক্ষ দুপক্ষ বলে ভালোবাসা হয় না ভালোবাসা ভীষণভাবে ব্যক্তিগত হয় ।তুমি যদি কাউকে ভালোবাসো নিজেকে একলা করে দাও কাউকে ভালবাসলে আগে একলা হতে হয় ।
যারা বলে ভালোবাসায় স্বার্থ থাকে না তারা বড্ড ভুল বলে। কাউকে ভালোবেসে আমরা নিজেরা ভালো থাকি। নিজে ভালো থাকার জন্য ভালোবাসার কাছে বারবার আমরা ফিরে যাই।
এটা জেনেও সে আমার কাছে আসবেনা আমাকেই তার কাছে যেতে হবে ।
এতেও কিন্তু এক রকমের স্বার্থ লুকিয়ে থাকে নিজেকে ভালোবাসার সার্থ।
গাছ সমুদ্র চাঁদ সূর্য এরা বড্ড বেহায়া সত্যিকারে ভালোবাসে যারা বড্ড বেহায়া হয় তারা সত্যিকারের ভালোবাসে যারা একলা হয় তারা।