"তার মত আরামদায়ক সংলাপ আর হয় না", ঠিক একইভাবে হুমায়ূন স্যারের বই পড়ার মত এত আরাম আর কোন বইএ হয় না। আমার কাছে উনি শ্রেষ্ঠ কথা সাহিত্যক এই দেশের। মাঝে মাঝে ভাবি যদি আর কয়েকটা মিসির আলী লিখে যেতে পারতেন, কতই না ভাল হত।
@3.00am.2 жыл бұрын
Humm...akbar porte boshle r uthte icca kore na💖💖
@1968Jahangir2 жыл бұрын
জয়ন্ত দা আমার একজন প্রিয় অভিনেতা। উনার অভিনয় যেমন ভাল লাগে তেমনি আবৃতিও ভাল লাগে। ভাল থাকুন দাদা। আপনার সুস্বাস্হ্য ও দীর্ঘ জীবন কামনা করি।
@nittodinershirin6638 Жыл бұрын
শ্রদ্ধেয় জয়ন্ত স্যার আমার একজন অসম্ভব প্রিয় অভিনেতা অনেক অনেক শ্রদ্ধা স্যার আপনার জন্য দোয়া করি অনেক অনেক দিন বেঁচে থাকেন সুন্দর এই পৃথিবীতে
@sumiyatanjinsadia51502 жыл бұрын
কালা কইতর নাটকের কসাইয়ের অভিনয় বেস্ট ছিল
@bmia57902 жыл бұрын
সহমত ঠিক বলেছেন
@arafathossainopu8875 Жыл бұрын
গোস্ত ছাড়া ভাত ই খাবো না😅
@johirulislamkotwal18882 жыл бұрын
অসাধারন একজন অভিনেতা, বড়মাপের অভিনেতা,
@stararefinneal6785 ай бұрын
জয়ন্ত চট্টোপাধ্যায মূলতঃ একজন অত্যন্ত মেধাবী আবৃত্তি কার ছিলেন আমি তখন BUET Student অনেক পরে পারফরমিং আর্ট সেন্টার এ ( রেজাউদ্দিন স্ট্যালিন) আবৃত্তি ও অভিনয় এ প্রশিক্ষণ নেবার সময় অত্যন্ত বন্ধুসুলভ জয়ন্ত চট্টোপাধ্যায় কে পেয়েছিলাম তো এখন খুব মিস করছি উনাকে । অনেক পরে পড়ন্ত বয়স এ অভিনয়ের এসে বিশাল সাফল্য লাভ করেন। একদিন হঠাৎই দেখা হেসে বললেন," হুম হঠাৎই এলাম অভিনয় বেশ ভালো লাগছে আমার ❤❤❤
@tasnuvaantora2922 жыл бұрын
এমন আরো ঘটনা তার চরিত্রদের মুখ থেকে শুনতে চাই। স্যারের এই সকল গল্পগুলো মনকে ছুঁয়ে গেছে। আশা করি আপনার অনুষ্ঠানে তাদের দেখতে পাবো। অনেক অজানা গল্পগুলো শুনতে খুব লোভ হচ্ছে।
@T.H.R702 жыл бұрын
উনাদের মতো মানুষের থেকে অনেক কিছু জানার,শিখার আছে। অনেক শ্রদ্ধা
@sudankhandker19172 жыл бұрын
জয়ন্ত সাহেব যে খুব গুনি ও বিজ্ঞ মানুষ তা তার আলোচনায় আমরা যা বুঝলাম, তারচেয়ে উনি যে বেশি বুঝেছেন তাতে কোনো সন্দেহ নেই।
@alaminhossain25819 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যার এর সব নাটক আমার দেখা হয়ে গেছে এক কথায় অসাধারণ সব আনকুমান নাটক দেখলে মন ছুয়ে যায় ❤❤
@মোস্তাফিজুররহমানতপু2 жыл бұрын
চমৎকার ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়, সেই তুলনায় উপস্থাপক একেবারেই যায় না৷ প্রশ্নের টাইপ শুনলেই বুঝা যায়। কথার পিঠে কথা বলা একটা আর্ট। উপস্থাপক এই কাজে খুবই দুর্বল। উনার কথার পিঠে কথা পুরাই বিরক্তির উদ্রেক ঘটাচ্ছিলো।
@mddeloarhossain97322 жыл бұрын
জয়ন্ত সাহেব আমাদের বাড়ির পাশে পিতা ছবির শুটিং করতে গিয়েছিলাম সেখানে আমি তাকে সামনাসামনি দেখেছিলাম। সহজ সরল এবং গুণী অভিনেতা আমার কাছে মনে হল এবং সে ওইখানে উঠানে বসে ছিলেন এমন ভাবে মনে হয়নি সে একজন অভিনেতা আর তখন ছিল কাঁঠালের দিন
@faizulislam44552 жыл бұрын
কথা গুলো অনেক সুন্দর। ভালোবাসা আর সম্পর্ক থাকলে যা হয়।
@saikatmu7346 Жыл бұрын
নিউ সবুজ অপেরায় আপনার অভিনয় ছিল অসাধারণ! আপনি আমার একজন প্রিয় অভিনেতা ও ব্যক্তিত্ব।❤❤❤❤❤❤❤
@niazfoysal90102 жыл бұрын
একজন জাত অভিনেতা। কথাগুলো শুনতে খুব ভালো লাগলো।
@এপিটাফ_এর_লেখা2 жыл бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম! তারেক মাসুদের পর, একমাত্র হুমায়ূন আহমেদ'ই পেরেছিলেন এমন জীবন্ত কিংবদন্তি অভিনেতার যথার্থ ব্যবহার করতে।
@atiqulny2 жыл бұрын
আমিও
@mdjakaria35202 жыл бұрын
আমার পছন্দের মানুষের কথা শুনতে ভালো লাগছে
@saimumislam74082 жыл бұрын
সিরিয়াস কথার মধ্যে সাংবাদিক জিজ্ঞেস করছে কি খেয়ে স্মরণ শক্তি বৃদ্ধি করছে; এর চেয়ে বালখিল্য প্রশ্ন আর হতে পারে তাও আবার জয়ন্ত চট্টপাধ্যায়ের মত ব্যাক্তিত্বের কাছে।
@kumareshkcb40762 жыл бұрын
বাংলাদেশের অধিকাংশ উপস্থাপক তার অনুষ্ঠানে আসা অতিথিকে প্রি স্টাডি করে না এবং প্রবল ব্যাক্তিত্ব সম্পন্ন অতিথিদের সাক্ষাৎকার নেন - বাচ্চাকাচ্চা - ছাগল পাগল ।
@anikaibnat57292 жыл бұрын
@@kumareshkcb4076 একদম ঠিক বলেছেন, টিভি চ্যানেলে উপস্থাপনা এখন ছাগল পাগলরাই করে
@albiruni05702 жыл бұрын
ঠিক
@pinkijubaida59412 жыл бұрын
Spoiler 😅
@salimullah2309 Жыл бұрын
Great personality/
@jubayerahmed76572 жыл бұрын
কমেন্ট না করে পাড়লাম না, অসাধারণ অভিনেতা ।
@creative83642 жыл бұрын
ভাইয়া আপনার শোতে একবারের জন্য হলেও ডা. এজাজ স্যার কে আনেন তার অনুপস্থিতি খুব মিস করি !
@sagorvlogs3.02 жыл бұрын
জয়ন্ত চট্টপাদ্যায় তার কন্ঠ টাই অভিনয়ে বড় শক্তি
@taluqderalmahdi65112 жыл бұрын
Kotha thik
@sabyasachimazumder50742 жыл бұрын
Osadharan upostapona. Thnk. You. Sir er somendha onek kichu janlam. Jayanta da amar suveccha neban.apnar avinoy speech less. Ami w.b.a theka Pikachu.valo thakben.
@ayazzd95582 жыл бұрын
একজন প্রিয় অভিনেতার প্রিয় কিছু কথা। বাংলাদেশে এমন মেথড অভিনেতা খুব কমেই আছে অথচ দেশের ফিল্ম বা নাটক ইন্ডাস্ট্রি ব্যবহারেই করতে পারল না।
কতটা মেধাবী হলে রক্ত করবীর ছায়া ধরতে পারা যায়। কতবার পড়েছি কোন দিন মনে হয় নাই এইটা নয় নম্বর মুভির ছায়া
@PADDOMONI.music.channel2 жыл бұрын
রাতে ঘুমাতে ভয় পাই,, তাই বিবাহ অন্য কিছু না,,,সেরা উক্তি,,, নাটক ( কালা কইতর )
@nilkomolshaha45942 жыл бұрын
শ্রদ্ধা ও ভালোবাসা ❤️❤️🙏🙏
@niloypratimsarker2 жыл бұрын
গুনী মানুষের কথা শুনতে খুব ভালো লাগছে। ❤️❤️❤️
@বেকারদেরচ্যানেল2 жыл бұрын
তিনি আমাদের দেশের সম্পদ।
@jmsadhan7232 жыл бұрын
দাদার কথা শুনে ভালো লাগলো। অনেক মিস করি জয়ন্ত দাদা কে
@tofailmahmud21962 жыл бұрын
কথাগুলো শুনে অনেক ভালো লাগল আবার বুকের ভেতর একরকম কষ্টের অনুভূতি হচ্ছে ।হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে যেরকম গবেষণা হওয়ার কথা তা কিন্তু হচ্ছে না হয়তো কিছু অসুস্থ মানুষের কারণে!
@zahangiralom6632 жыл бұрын
আহারে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল পরবর্তী শ্রেষ্ঠ লেখক হলেন হুমায়ূন আহমেদ
@sharmisthadey72142 жыл бұрын
apni ar karo lekha poren nai tai amon bokar moto comment korchen...Bibhutibhushan, Sharadindu,Tarashankar,Manik Bandyopadhyay,Shirshendu ...eder lekha pore comment korben...
@@sharmisthadey7214আপনি তো বাংলাতে লেখতেও পারলেন না। আর এতো লোকের বই পড়েছেন, আগে বাংলাতে লেখতে শেখেন।
@abir14016 Жыл бұрын
এমন ভালোবাসার সম্পর্ক মৃত্যুর পরেও পূর্ণতা পাইতে পারে।
@parvinkhanam60712 жыл бұрын
ভাল লাগল স্যারের অনেক গল্প জানা গ্যাল জয়ন্তদা অনেক গুনি অভিনেতা।
@mashudurrahmantitu32852 жыл бұрын
অনেক বড় মাপের অভিনেতা।
@mustakahamed90062 жыл бұрын
স্যারের অভিনয় সেরা সব সময় ভালো লাগে ।
@kumareshkcb40762 жыл бұрын
উপস্থাপক-কে আরো সতর্ক হতে অনুরোধ করবো, বিশেষ করে এমন গুণী মানুষরা যখন আসেন - একটা টপিক নিয়ে-ই গোটা অনুষ্ঠান শেষ হয়ে গেলো অথচ এই কিংবদন্তী মানুষটার কাছ থেকে কতকিছুই পাওয়া সম্ভব ছিলো।
@sbhowmick20232 жыл бұрын
তানভীর তারেক সাহেব, উপস্থাপনা এবং ইন্টারভিউ নেয়া শুধুমাত্র পেশা নয়- এটা একটা আর্ট। স্টুডিওতে বসার আগে কি প্রশ্ন করবেন, কিভাবে কথোপকথন চালিয়ে নিয়ে যাবেন তা ভালোমতো স্টাডি করে নেবেন অনুরোধ রইলো। তাহলে আর মুখ ফসকে এমন অহেতুক প্রশ্ন বের হবে না..
@rksheikh89792 жыл бұрын
একজন কিংবদন্তী অভিনেতা, হুমায়ূন স্যার তাকে কিছুটা ব্যবহার করতে পেরেছে, আর কেউ তাকে ব্যবহার করতে পারলো না, আফসোস
@MizanurRahman-rv6be2 жыл бұрын
তিনবারের ফেল করা চেয়ারম্যান 😂🤣 নাটক👉 চৈনিক চিকিৎসক ওয়াং পি😂🤣🤣
@mahbubealahi7214 Жыл бұрын
হাজার বছরের সেরা বাঙালি হুমায়ুন আহমেদ।
@farhanaabdullah25882 жыл бұрын
Khub geeni,vodro,valo manus.
@sharifulalam51582 жыл бұрын
ওনি আমার খুব পছন্দের
@shahriarhossain58702 жыл бұрын
সারা পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় স্যার।
@mahmudambstu4440 Жыл бұрын
অসাধারণ অভিনেতা ও অসাধারণ মানুষ।
@mojamoja96902 жыл бұрын
গল্প টা ভালো লাগলো
@tahseenmahmood2014 Жыл бұрын
এমনভাবে কথা বললে, যতক্ষণ বলবেন শুনতে পারি। জয়ন্ত চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের ভালোবাসার শেষ নেই। খারাপ লাগছে ভেবে যে, আলমগীর কবিরের সেই না করা সিনেমায় তাকে আর দেখা হলো না।
@tahsinibrahim78542 жыл бұрын
Oshadharon actor. Chalenger sir k onk miss kori.
@ShowphiK2 жыл бұрын
অসাধারণ অভিনেতা
@nhfffgggd2478 Жыл бұрын
পছন্দের একজন মানুষ ❤
@g.k.promit87362 жыл бұрын
গুণী শিল্পী❤️❤️❤️
@Sagorhakim2 жыл бұрын
জয়ন্ত চট্টপাধ্যায় একজন বড় মাপের অভিনেতা, হুমায়ুন আহমেদ তার ভেতর কিংবদন্তি টাইপের নিখুঁত অভিনয় বের করে এনেছিলেন! এমন হুমায়ুন আর কখনো জন্ম নিবে না এই বাংলায়
@MdAlam-gt6wy2 жыл бұрын
কত সুন্দর কথা
@nightstartanzirns54032 жыл бұрын
Yes Tanvir Tareq Your one of the best interview Ek somey ai info niye docomentary keu krby Tanzir NS MART BD
@fmchuadanga55632 жыл бұрын
Apnar actor khub vlo lagay
@banglaminitv17622 жыл бұрын
খুব ভালো অভিনয় করেন জয়ন্ত
@tarikulislam49082 жыл бұрын
প্রিয় অভিনেতা❤️❤️❤️
@belalkhan814 Жыл бұрын
Amio
@delowerkhan33662 жыл бұрын
খুব ভালো একজন মানুষ
@bmia57902 жыл бұрын
জয়ন্ত চট্টোপাধ্যায় যদিও ইশ্বর বিশ্বাস করে না কিন্তূ তার পরও সে মানুষ ভালো এবং ভালো অভিনেতা
@thedailyshushashon3288 Жыл бұрын
হুমায়ুন আহমেদ ছিলেন বিশ্বের অন্যতম সেরা লেখক, সেরা নাট্যকার। তাঁর নাট্যকে অভিনয় না করলে আপনাদেরকে কেউ মনে রাখতো না! অথচ কত সহজেই তাঁর মৃত্যুর পর তাঁর সম্পর্কে অকৃতজ্ঞতা করলেন! কোন নাটকে কোন বিখ্যাত নাটকের ছায়া ছিলো- সেটা বললেন! অথচ হুমায়ুন আহমেদ আপনাকে বলেছিলেন- "কাউকে জানাবেন না!" আমরা পাঠক! আমরা হুমায়ুন আহমেদ কে চিনি! আপনি হুমায়ুন আহমেদ এর নাটক করলেন কেন! তারেকের নাটকই করতেন??
@SojibKhan-bo7ws2 жыл бұрын
একজন অভিনেতার চেনার উপায় তার বেবহার আচরন
@nightriders102 жыл бұрын
Valo laglo brother
@shaonnag11992 жыл бұрын
Osthir akta actor...my fav one
@mdmasudrana-sx8ct2 жыл бұрын
ভালো একটা অভিনেতা
@TanzirRahman2 жыл бұрын
অসাধারণ অভিনেতা। সাধারনত অনুষ্ঠানে আসেন না।
@tahsinibrahim78542 жыл бұрын
Shawon amr khb khb favourite ♥
@md.golamkibrialitu66952 жыл бұрын
প্রিয় একজন এক্টর
@Sheikh_shohel_DK2 жыл бұрын
শ্রদ্ধা ও ভালোবাসা
@salahuddin74932 жыл бұрын
ভালো লাগল সাক্ষাৎ কার। ধন্যবাদ
@krishnendumondal9182 Жыл бұрын
আপনার কণ্ঠে হুমায়ন আহমেদের অডিও story শুনতে চাই, সেই লিলুয়া বাতাস, হলুদ হিমু কালো rab ছারা আর কিছু খুঁজে পাচ্ছিনা।
@bmia57902 жыл бұрын
বেষ্ট অভিনেতা
@niazmasum85302 жыл бұрын
ভাই হুমায়ুন আহমেদের নামের বানানটা ঠিক করেন #humavun ahmed × Humayun Ahmed 💚√
@mahbubaakter59272 жыл бұрын
জাত অভিনেতা !
@mr.brownstone75802 жыл бұрын
নিঃসন্দেহে, একজন জীবন্ত কিংবদন্তি৷
@rajibhalder72192 жыл бұрын
Legendary actor ..
@iftekharadnan52212 жыл бұрын
জীবন্ত কিংবদন্তী একজন মানুষ।
@mjron1269 Жыл бұрын
হুমায়ুন আহমেদ এর কথায় যায় না শাওনের কথায় চলে যায় তাও আবার আরেক জনের শিডিউল ফাঁসিয়ে। বলা মাত্র পিওনের মত। অথচ ভাংবে তো মচকাবে না, কি কঠিন ব্যক্তিত্ব !
@abdullahalroman90262 жыл бұрын
দ্য হুমায়ূন আহমেদ
@nanicookingtune Жыл бұрын
ঠিক মতো কথাও বলতে পারেন না, প্রশ্নও করতে পারেন না। কেনো যে আপনার প্রোগ্রামে এতো বড়ো মাপের ব্যক্তিরা আসেন বুঝি না। শুধু ওনাদের জন্যই এই প্রোগ্রাম দেখি।
@md.iliasalauddin97672 жыл бұрын
হুমায়ুন আহমেদ যখন জীবিত ছিলেন তখন এইসব কথাবার্তা বলেননি, এমনকি যখন মারা গিয়েছিল তখন অনেক অনেক প্রশংসা করতে শুনেছিলাম। আর এখন আস্তে আস্তে ওইজায়গা থেকে সরে আসতেছেন।
@mdshafiquleislam30562 жыл бұрын
আপনি কি বলছেন?
@pawlace20212 жыл бұрын
Uni satkhirar jomidar bongser chele
@riponblog49362 жыл бұрын
Best Actor ❤️
@mixerbd2 жыл бұрын
মিস করি আপনাকে।
@Agentgoggle2 жыл бұрын
Tanvir tarek Apnar aro study kora uchit
@story-golpoo2 жыл бұрын
আর একটু হলে নিজের ঢোল'টা একদম ফাটিয়েই ফেলতেন,যে ভাবে কথা বলছেন হুমায়ুন স্যার থেকে বড় কিছু সে।
@AbuTaher-oe8cv Жыл бұрын
Sir A TV interview of Belal Mohammed ( Radio in charge of Chitagong during the month of March 1971) had been taken by you . Kindly , give that one to KZbin for the information of new generation.
@emonahmed52032 жыл бұрын
একদিন " শাওন" এর সাথে ইন্টারভিউ করেন।।
@SaifUllah-fr7zj2 жыл бұрын
Real actor.
@ShowphiK2 жыл бұрын
স্যারের সম্পর্কে অনেক কিছু জানলাম। 😔
@mohammadmostakim42702 жыл бұрын
আমার নিজের পছন্দের একজন অভিনেতা
@khalidimon15742 жыл бұрын
বোকার মতো একটা প্রশ্ন কথার মাঝে ছোটবেলায় খেতেন কি?😆
@RehanRubel2 жыл бұрын
মানে কি থেকে কি বলবে না বুঝতে পেরে ফট করে বোকামিটাই করল
@joydebkumarjodder19812 жыл бұрын
😝😝😝
@মোস্তাফিজুররহমানতপু2 жыл бұрын
পুরাই হাস্যকর প্রশ্ন৷ অদ্ভূত।
@shoronihossain44072 жыл бұрын
Ki valo lage shunte. Onek onek shroddha
@Moinkhan-dc5ob Жыл бұрын
এই শোতে জাহিদ হাসানকে দেখতে চাই।
@shantishanti5482 жыл бұрын
এই লোকটার ব্যবহার অনেক খারাপ। আমাদের এলাকায় উনি নাটকের স্যুটিং করতে প্রায়ই আসেন।একটা খাঁটি চাড়াল।
@adnanhabib55782 жыл бұрын
কবিতাট নামটা মিউট করা হলো কেন!!!
@ashistikadar99192 жыл бұрын
সংঙ্ঘ মিত্রা, মহেন্দ্র গৌতম বুদ্ধের সন্তান?কোন বইতে লেখা আছে?
@sylviahashim73822 жыл бұрын
উনি ভুল বললেন! সংঘমিত্রা ও মহেন্দ্র বুদ্ধদেব নয় সম্রাট অশোক এর জমজ সন্তান ছিলেন