ঢাকা থেকে সিলেট ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্ট্যান্ড থেকে গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি ও এনা পরিবহনের এসি/নন-এসি বাস ঢাকা-সিলেট রুটে চলাচল করে। সিলেটগামী এসি বাসে ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা এবং নন-এসি বাসের ভাড়া ৪৭৫ থেকে ৬০০টাকা। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও সাচ্ছন্দে যেতে আকাশ পথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভোএয়ার এবং ইউএস বাংলার বিমান সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে সিলেট ...................................... চট্টগ্রাম থেকে বাস, ট্রেন ও আকাশপথে সিলেট যাওয়া যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। সিলেট থেকে শাহজালাল মাজার সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড হতে সিএনজি, রিকশা বা অটোরিকশা দিয়ে সহজেই মাজারে যাওয়া যায়। রিকশায় গেলে সাধারণত ভাড়া লাগে ২০-২৫ টাকা আর সিএনজিতে গেলে ৮০-১০০ টাকা ভাড়া লাগবে। কোথায় থাকবেন? ............................... লালা বাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে৷ যেখানে ৫০০ থেকে ১০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাবেন। এছাড়াও হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা,কায়কোবাদ ইত্যাদি হোটেলে আপনার প্রয়োজন ও সামর্থ অনুযায়ী থাকতে পারবেন।
@Rahi_chan20133 ай бұрын
কোন জায়গার বাস কাউন্টার এটা?
@RakibMotoTraveler3 ай бұрын
কমলাপুর স্টোডিয়াম এর সাথে
@razutalna12422 жыл бұрын
ভাইয়া ঢাকা থেকে সিলেট বাস বাড়া কতো এক এক জনের
@RakibMotoTraveler2 жыл бұрын
এখন ৭৫০/-
@abdullahal75152 жыл бұрын
সুন্দর করে ভিডিও বানান এত এডিট করার কি দরকার ছিল?? ভালো করে যায়গা গুলুর নাম বুজতে পারলাম না
@RakibMotoTraveler2 жыл бұрын
ইনশাআল্লাহ পরবর্তী তে আপডোট করা হবে
@rakibulislam-zs1yy Жыл бұрын
কবিতর🙄
@ful-zero-idea2 жыл бұрын
ভাই আপনি বেশি শুদ্ধ ভাষা বলে ফেলেন কিন্তু দুঃখের বিষয় হয় না
@RakibMotoTraveler2 жыл бұрын
Allah ja dise tatei happy #chill
@triptiakter7606 Жыл бұрын
Kothata fact noy.allahr kache jabe valo kaj.
@ahgamer97472 жыл бұрын
Price e to bolo nai😮
@RakibMotoTraveler2 жыл бұрын
Next video te bolbo coming soon new Vlog
@কোরআনেরপাখি-চ৪ঢ2 жыл бұрын
কত টাকা লাঘল বললেন নাত
@footballwithhasan3 жыл бұрын
আগে কথা বলা শিখেন, তারপর ব্লগ করেন।
@RakibMotoTraveler3 жыл бұрын
Bule mic ta neya hoinai jar Karone voice ta ektu pb hoito
@safwatbinhasan74502 жыл бұрын
Dr. Hasan Mahmud Take it easy. আপনি নিজেই তো ভ্লগ কে ব্লগ বলতেছেন। অন্যকে আবার উপদেশ দেন কিভাবে বুঝিনা। ক্যমেরা নিয়ে কথা বলতে গেলে সবাই যে পারফেক্টলি বলতে পারে তা তো না। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।