ভাই আপনারা বলেন যে টাকা পয়সা দিয়ে কেউ কানাডার ভিসা পাইয়ে দিতে পারবে না কিন্তু এখানে আমার একটি প্রশ্ন আমাদের এলাকার একটি এজেন্সি ১২-১৫ লক্ষ টাকার বিনিময়ে কানাডায় ওয়ার্ক পার্মিটে লোক পাঠাচ্ছে এবং তারা সেখানে গিয়ে কাজও করতেছে। *তারা বলে তারা স্পনসর ম্যানেজ করে বাকি কাজগুলা নরমালি যেভাবে হয় সেভাবেই করে ও সেই কাজগুলোর ক্যাটাগরি হল ক্লিনিং, ফার্ম ওয়ার্কার, ফুড প্যাকেজিং ইত্যাদি।। এখন আমি আপনার কাছ থেকে একটা জিনিস বুঝতে চাচ্ছি আসলে কিভাবে টাকা পয়সা দিয়ে কন্টাক করে এগুলো সম্ভব তাও আবার কানাডার মত দেশে‼
বেশ কয়েকজন অফার লেটার পেয়েছে। আমি যখন অফার লেটার দেখতে চাইলাম, দেখেই বুঝলাম ভুয়া। নিষেধ করার পরও দেখি লোভ সামলাতে না পেরে ভুয়া দালালের হাতে টাকা তুলে দিচ্ছে 😢