Рет қаралды 5,529
টেকনাফ সৈকতে জেলেদের জালে ধরা পরছে লক্ষ টাকার সামুদ্রিক মাছ | Fishermen Life in Teknuf
সাগর পাড়ের জীবন বড়ই কঠিন, প্রতিনিয়ত সেখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। জীবন ও জিবীকার বড় একটা অংশ এখানকার মানুষকে সংগ্রহ করতে হয় সাগর হতে। সাগর হতে মাছ আহরনের মাধ্যমে জীবিকা চলে কক্সবাজারের টেকনাফের জেলেদের। সকাল হতে রাত পর্যন্ত তারা সাগর হতে কঠিন পরিশ্রমের মাধ্যমে মৎস্য আহরন করেন। সগর হতে এই মৎস্য আহরনের পুরো প্রক্রিয়া দেখতে ভোরবেলাতে আমরা এসে পৌছালাম টেকনাফ সাগর সৈকতে। সাগর হতে মৎস্য শিকারের এক মহাযজ্ঞ শুরু হয়েছে সকাল হতে। জেলেরা সাগর হতে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ তুলে আনছেন ডাঙ্গায়। রুপালী মাছ ডাঙ্গায় তোলার পরের লাফালাফি আর জেলেদের হাঁকডাঁকে টেকনাফ সৈকত মুখরিত।
Follow me on Instagram: / tuhintraveler