বাড়ি তৈরি করার ক্ষেত্রে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটির মাধ্যমে খুব সহজে কনসিল বিম এবং ঝুলবিম এর মধ্যে কি ধরনের সুবিধা এবং অসুবিধা রয়েছে তা বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ❤❤❤
@EngrMostafa2 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর এবং পজিটিভ একটি মতামত কমেন্টে শেয়ার করার জন্য। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়ত চেষ্টা করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনাদের যদি কোন কাজে লাগে সে ক্ষেত্রে আমার কষ্ট সার্থকতা পাবে। ধন্যবাদ
@sharowarhossen5302 ай бұрын
অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য ইঞ্জিনিয়ার সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল
@EngrMostafa2 ай бұрын
আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটির মধ্যে মূলত কনসিল ছাদ এবং বিম ছাদের মধ্যে পার্থক্য তার সাথে তার সুবিধা অসুবিধা গুলো আলোচনা করা হয়েছে। একজন ইঞ্জিনিয়ার অথবা মালিককে পক্ষের জন্য এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
@Mdjabedkhan992 ай бұрын
খুব সুন্দর ভাবে আপনি পার্থক্যটা তুলে ধরেছেন আপনার এই ভিডিওটির মাধ্যমে আমি বুঝতে পারলাম বিম ছাদ দেওয়াটাই বেটার হবে ধন্যবাদ আপনাকে ☺️
@EngrMostafa2 ай бұрын
আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি দেখে খুব অল্প সময়ে আপনি যে বিষয়টি বুঝতে পেরেছেন তার জন্য ধন্যবাদ। সত্যিকার অর্থে আমাদের এই ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হলো আপনাদের মাঝে বেসিক কিছু নলেজ শেয়ার করা। আমার ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিধি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে ভিডিও শেয়ার করে থাকি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে উৎসাহিত এবং অনুকৃত করে। তাই প্রয়োজন হলে আমার অন্য ভিডিও গুলো দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করার জন্য অনুরোধ রইল
@Mdjabedkhan992 ай бұрын
@EngrMostafa Inshallah I will always support you mama 🌸 ☺️
@MDNabiHossain-c6m2 ай бұрын
বাড়ি তৈরি করার ক্ষেত্রে বিম ছাদ এবং কনসিল ছাত সম্পর্কে বিস্তারিত খুব সুন্দর ভাবে এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটির মাধ্যমে ব্যক্তিগত ভাবে আমি অনেক সহজে বুঝতে পেরেছি। বাড়ি তৈরি করার ক্ষেত্রে আসলে কি ধরনের ছাদ দেওয়া উচিত। এত সহজ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ❤❤❤🎉🎉🎉
@ShajahanMazumder11 күн бұрын
অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
@EngrMostafa8 күн бұрын
আমি ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদের মাঝে বাড়ি তৈরীর গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার জন্য। এক্ষেত্রে আমার কষ্টের তৈরি ভিডিও গুলো দেখে যদি আপনাদের কোন কাজে লাগে তাই তা পূর্ণতা পাবে। আমার ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করা হয় যদি প্রয়োজন মনে করেন অন্য ভিডিও দেখে নিতে পারেন।
@md.masudurrahman7925Ай бұрын
বাড়ির কাজে চারডালাইয়ের সময় বিম স্বাদ এবং কনসিলবিন সম্পর্কে বিস্তারিত আলোচনা মাধ্যমে আমাদেরকে অনেক সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
@kamrunnessa69262 ай бұрын
আমি বুয়েট থেকে পাশ করা একজন সিভিল ইঞ্জিনীয়ার বলছি । বাংলাদেশে বাড়ি নির্মানে কন্সিল ছাদ নামে যা করা করা সেটা কখনই করা উচিৎ না । প্রকৃত কন্সিল ছাদে যা করা হয় এখানে অনেকাংশে সেটা যথাযথ পালন করা হয়না । আর যথাযথ পালন করতে গেলে নির্মান খরচ অনেকটা বেড়ে যাবে । লোড বাড়বে । সব থেকে বড় ডিজএডভান্টেজ হল কোন কারনে বা ভুমিকম্পে বিল্ডিং ফেইল করলে কন্সিল ছাদের বাড়ি ডমিনো এফেক্ট এর মতো ধপাস করে একটার উপর একটা ছাদ পড়বে সেটা । বিম কলাম বিল্ডিং এ ফেইলিওর সময় নিয়ে হয়, সেইফটি বেশি ।
@EngrMostafa2 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রকৌশলী অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমেই। আপনার নলেজ এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিকার অর্থে আপনি যে বিষয়টি তুলে ধরেছেন তাই আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ যেহেতু বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং দিক থেকে বুয়েট এর মত একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সে ক্ষেত্রে আমরা আপনাদেরকে আইকন বলতে পারি। আপনার মতামতের সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করলাম। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি। যদি আমার অন্য ভিডিও গুলো দেখার সময় থাকে তা দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করে আমাদেরকে জানার এবং কাজ করতে আগ্রহ প্রকাশ করার মতো পজিটিভ মতামত প্রদান করে উপকৃত করবেন ইনশাআল্লাহ। 🏠🏠🏠🏠
@mdsohagahmed9565Ай бұрын
Buet er Engineer. 🙄🙄. Amn vabe flat slab k tusso korlen jeno ai flat slab korai jabe na.!! IMRF detailing Always kora jay.
@NarenDutta-g5xАй бұрын
Buet=IIT?
@MDShamsuddinRubel29 күн бұрын
একতলা বাড়ি করলে কেন্সেল ছাদ করলে কেমন হয় sir কোনো রিক্স আছে?
@jashim96527 күн бұрын
@@MDShamsuddinRubelবীম ছাদে খরচ কম, মজবুত বেশি, ছাদের উজন হবে কম।
@srsohelrana7239Ай бұрын
অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ❤স্যার
@EngrMostafaАй бұрын
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্য বান মতামত কমেন্টে শেয়ার করে আমাদের উৎস দেওয়ার জন্য। 🦺🦺🦺
@marjahansultana-q8j2 ай бұрын
অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে ভিডিও শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ❤❤❤
@EngrMostafa2 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান পজিটিভ মতামত কমেন্টে প্রদানের মাধ্যমে। আমাদেরকে এ ধরনের কাজে উৎসাহিত্য এবং অনুপ্রেরিত করার জন্য। 🦺🦺🦺
@MozumderRabbane2 ай бұрын
ধন্যবাদ আপনাকে কনসিল ছাদ ও বিম ছাদের এই দুইটি পার্থক্য সুন্দরভাবে তুলে ধরার জন্য..। কনসিল ছাদ ও ভিম ছাদের এই না জানা জিনিসগুলো এই ভিডিওর মধ্যে জানতে পারলাম। ❤🎉 আশা করি এরকম গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও গুলো আমাদের মধ্যে প্রতিনিয়ত দিয়ে যাবেন..। 😊💝
@EngrMostafa2 ай бұрын
একজন সিভিল ইঞ্জিনিয়ার অথবা একজন মালিকের জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার এই ভিডিওটি দেখে আপনার সুন্দর যে মতামতটি কমেন্টের মাধ্যমে শেয়ার করেছেন। তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের আরো মতামত প্রদানের মাধ্যমে আমাদেরকে কাজে উৎসাহিত এবং অনুপ্রেরিত করবেন ইনশাআল্লাহ।
@MozumderRabbane2 ай бұрын
@@EngrMostafa Inshallah 😊💝
@Arobihasan-l2jАй бұрын
Thank you so much for your information sharing ❤❤
@EngrMostafaАй бұрын
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত কমেন্ট প্রদান করার জন্য। আমার youtube চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করা হয়ে থাকে। ভালো লাগলে অন্য ভিডিও গুলো দেখে নিতে পারেন
@zahidsm697520 күн бұрын
একজন সিনিয়র বুয়েটের ইন্জিনিয়ার আমাকে ভুমিকম্পের ব্যাখ্যা ঠিক উল্টোটা দিলেন এবং তিনি নিজ তত্ত্বাব্ধানে বাড়িটি নির্মান করেছি বিগত ২০০৭/৮ সালে। ছাদের পুরত্ব ৮"। আপনার কথায় তো ভয় পেয়ে গেলাম। আল্লাহ তায়ালাই ভালো জানেন কাকে কিভাবে রক্ষা করবেন। আল্লাহ ভরসা।
@EngrMostafa20 күн бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মেসেজগুলোতে যদি কোন ভুল তথ্য থাকে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত। কেননা একটি ভিডিওর মধ্যে সকল তথ্য শেয়ার করা অনেক কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। তবে আমার এই মেসেজটি আপনার বাড়ির কাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেননা আপনার ছাদের গুরুত্ব ৮ ইঞ্চি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ছাদটি যে পুরত্তে ঢালাই দেওয়া হয়েছে সেটি ভূমিকম্প প্রতিরোধক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার এই ভিডিওটি শুধুমাত্র যারা পাঁচ থেকে ছয় ইঞ্চি ছাড় ঢালাই দেওয়া থাকে সেক্ষেত্রে তাদের জন্য প্রযোজ্য হবে। তারপরও আপনি যদি কোন কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে ক্লিয়ার তথ্য নেওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটি মতামত কমেন্ট শেয়ার করার জন্য
@MdsobujProdhan-t5o2 ай бұрын
অসাধারণ একটা ভিডিও ভাই
@شوجيدبنقاليАй бұрын
Assalamualikum vai dui room er piler 8enchi by 8enchi rod 12mm 3ta 4ta ace cat dalai deya jabe ki janale upokrito hotem
@Sowrov3602 ай бұрын
কনসিল সাদে ভুমিকম্পেও বিম ছাদের তুলনায় ফাটার রিক্স বেশি থাকে,কনসিল ছাদে খরচ ও বেশি পুরাটাই লস,এই কথা টা আমাকে আমাদের বাড়ির ডিজাইন করার সময় ইঞ্জিনিয়ার বলেছিল
@EngrMostafa2 ай бұрын
আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টি আমাদের সাথে শেয়ার করেছেন আমার ভিডিওটির মধ্যে মূলত সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনার মতামতের সাথে আমি ৮০% সহমত পোষণ করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনার বা বাড়ির মালিক যদি চায় সেক্ষেত্রে কনসিল ছাদ করা যাবে। খরচর বিষয়টা একেবারেই স্পষ্ট ভাবে বলা যাবে না সেটি ডিজাইনের উপর নির্ভর করবে।
@Sowrov3602 ай бұрын
@EngrMostafa ডিজাইনার বা বাড়ির মালিক চাইলে তো বাড়ি করা যাবে আবার ভাঙ্গাও যাবে সেটা তো সবাই জানে,এটা তো মুল বিষয় না,তবে খরচের কথা বললে ১০০% নিশ্চিত যে বিম ছাদের তুলনায় কনসিল ছাদে খরচ বেশি হবে এক্কটু কম বা বেশি জেভাবেই করেন বিম ছাদের তুলনায় টাকা বেশি খরচ হবেই
@Cerromlover1Ай бұрын
🎉love it
@EngrMostafaАй бұрын
Thank you so much for your opinion
@Arobihasan-l2jАй бұрын
Good job
@mahmoodhasan91702 ай бұрын
Very good
@EngrMostafa2 ай бұрын
thank you so much for your valuable comments 🦺🏠🏠🏠🏠
@MothinAhmed-m8m2 ай бұрын
সুন্দর দেখে দংশ হয়ে গেলো
@EngrMostafa2 ай бұрын
যদিও খুব ছোট একটি মন্তব্য বা কমেন্ট করেছেন। কিন্তু বাস্তবে আপনার এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অনেক কিছু বুঝার রয়েছে। সত্যিকার অর্থে অনেকের সৌন্দর্য বেশি করতে গিয়ে মূল স্ট্রাকচারের অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলে। যা বাড়ি কমপ্লিট হলে যখন ছাদের উপর থেকে শব্দ হয় তখন বুঝতে পারে। অসংখ্য ধন্যবাদ অল্প কথায় এত সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য
@jakirofficer50162 ай бұрын
Thanks brother
@EngrMostafa2 ай бұрын
Thank you so much for your Comments
@ruhulaminhafiz508527 күн бұрын
Thanks
@EngrMostafa27 күн бұрын
Welcome
@kaisarahmed64242 ай бұрын
ধন্যবাদ বুঝানোর জন্য।
@EngrMostafa2 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার পজিটিভ মতামত কমেন্টের মাধ্যমে প্রদান করার জন্য। আমার ইউটিউব চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে ভিডিও শেয়ার করা হয়েছে। চাইলে আমার অন্য ভিডিও গুলো দেখে নিতে পারেন 👉👉👉
@mohammedsojib8958Ай бұрын
❤ভাইয়া আমার জায়গা ৩০ ফুট পাশ ১৫ ফুট চাদ দিলে কয়টা পিলার দিতে হবে জানাবেন
@KhandakarShahAlam2 ай бұрын
ভিম ছাদে খরচ কম শক্ত বেশি কনসিল ভিম ছাদে খরচ বেশি মজবুত কম। সুতরাং কনসাল ভিম দিয়ে বিল্ডিং নাকরাই ভাল।
@EngrMostafa2 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থে আমার ভিডিওর মধ্যে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যে মতামত দিয়েছেন আমি সে বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আমাদের ভিডিওর সাথে সহমত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
@jamilakhter22442 ай бұрын
আপনার এই ভিডিও দেখে ছাদ সমন্দে নতুন ইডিয়া পেলাম. ধন্যবাদ আর আমি নেত্রকোনা জেলা দুর্গপুর থানা ধিন একটা চার রুমের একতালা বাড়ি করতে চাই. ঐ এলাকায় বা ময়মনসিংহের কোন বিল্ডিং কোনটাক্টারের ফোন নাম্বার সংরাহ করে দেয়ার জন্য আপনাকে অনুরোধ করছি ধন্যবাদ
@EngrMostafa2 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। বাস্তবে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে আমি চাইলে আপনাকে ড্রয়িং ডিজাইনের বিষয়ে সহযোগিতা করতে পারি। কিন্তু বর্তমানে আপনি যে এরিয়ার কথা বলেছেন সেখানে রাজমিস্ত্রি বা কন্টাকটারদের সাথে ওইরকম সম্পর্ক আমার নেই। আর সাধারণত আমরা কন্টাকটারদের রেফারেন্স দেওয়া হয় না। কারণ কন্টাকটার দের কাজের সাথে অনেক সময় অনেক ধরনের পার্থক্য হয়ে থাকে। যা পরবর্তীতে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে সমস্যা সৃষ্টি হয়। আমার ইউটিউব চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনি চাইলে আমার অন্য ভিডিও গুলো দেখে নিতে পারেন। এবং আমার ইউটিউবে অনেক কনস্ট্রাকশন ঠিকাদার্গন বিভিন্ন কমেন্ট করে থাকে চাইলেও এখান থেকে সংগ্রহ করতে পারেন।
@talkthetrue75022 ай бұрын
Thanks a lot @@EngrMostafa
@TechTohurul2 ай бұрын
অসাধারণ ভাইয়া ❤❤
@EngrMostafa2 ай бұрын
আলহামদুলিল্লাহ 💝💝💝
@I_can_work2 ай бұрын
Nice
@EngrMostafa2 ай бұрын
thank you so much for your Comments
@ashiqmiltonsircar12582 ай бұрын
Thank you
@EngrMostafa2 ай бұрын
You are welcome!
@AbdulAziz-yb9roАй бұрын
আমি নিচের তলা কন্সিল দিয়েছি এখন ২য় তলা করতে যাচ্ছি।২য় তলায় কন্সিল দিলে ভাল হবে নাকি ভিম দিলে ভাল হবে?
@jannatjasu3477Ай бұрын
স্যার আমি একতলা একটি বাড়ি করে সেখানে ছাদ বাগান করতে চাই, ছাদ বাগান করতে হলে ওইটার জন্য কি দুই তলা ফাউন্ডেশন দেয়া লাগবে নাকি একতলা ছাদের উপরই সেটা করা যাবে, প্লিজ একটু বলবেন
@EngrMostafaАй бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছাদ বাগান করার জন্য দোতলা ফাউন্ডেশনের প্রয়োজন হবে না। তবে ছাদ বাগানের ক্ষেত্রে প্রথম ছাদের উপরে এক্সটা করে ক্লাব আকারে ঢালাই দিয়ে অবশ্যই ছাদ বাগানের পদ্ধতি তৈরি করে নিবেন। সরাসরি ছাদের উপরে কোন টপ লাগানো সঠিক হবে না
@MothinAhmed-m8m2 ай бұрын
আপনার মতামত১০০০%
@EngrMostafa2 ай бұрын
আপনাকে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।আমার এই ভিডিওর সারাংশ বা মূল কথার সাথে সহমত পোষণ করার জন্য
@Oldhaggard-he5rf2 ай бұрын
Rebar এর quantity' র কোন difference হবে কিনা?
@EngrMostafa2 ай бұрын
জ্বি অবশ্যই পরিবর্তন হবে। শুধুমাত্র রড নয় সাথে সাথে কনক্রিটের থিকনেসও পরিবর্তন হবে।
@mdabidurkhan8768Ай бұрын
আমার বাড়ির চাঁদ বাকি আছে আমি ভাবছিলাম কন্সাল দিব আপনার কথা শুনে দেখছি ভিম ছাদ দেওয়াটাই উত্তম তবে জানাবেন কি করব
@EngrMostafaАй бұрын
যদি সম্ভব হয় অবশ্যই পিকচার দেওয়া উচিত। কবে বর্তমানে কলাম কিভাবে কাজ করা হয়েছে। কোন ইঞ্জিনিয়ার এর মাধ্যমে প্ল্যান করানো হয়েছে কিনা। একটি কলাম থেকে অন্য কলামের দূরত্ব কেমন রয়েছে।সবকিছু মিলে অবশ্যই ভীম ছাদ উত্তম। তারপরও যদি প্রয়োজন মনে করেন আমার আরো একাধিক ভিডিও রয়েছে প্রয়োজন হলে অন্য ভিডিও গুলো দেখে নিতে পারেন।
@mdabidurkhan8768Ай бұрын
@@EngrMostafa অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য
@mslmmslm19602 ай бұрын
❤❤❤❤❤❤
@EngrMostafa2 ай бұрын
Thank you so much for your comments
@ohe-yd5mm2 ай бұрын
ভূমিকম্পের জন্য কনসিল ছাদ কতখানি নিরাপদ ? আশা করি জানাবেন।
@EngrMostafa2 ай бұрын
আমি এই ভিডিওটির মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে এ বিষয়টি কনফার্ম করার জন্য। কনসিল বিম কখনো একটি প্রজেক্টের অথবা বাড়ি তৈরি করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি নয়। কনসিলভিন ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে এ ক্ষেত্রে আপনাকে ডিজাইন সঠিক ভাবে করতে হবে। এখানে উল্লেখ থাকে যে কনসিল ভীমের তুলনায় বিম ছাদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তবে কত মাত্রায় করতে পারবে তা আমি আপনাকে কনফার্ম করে বলতে পারব না।
@mdmugdho28582 ай бұрын
ভিম সাদ সুন্দর লাগে
@EngrMostafa2 ай бұрын
সঠিক বলছেন। সহমত পোষণ করলাম 💞💞
@InzamulHaque-uy7oz26 күн бұрын
ভাই আমি পতিটা কলামে ১২ মিলির ৬ টা করে রড দিয়ে,, ২ তলা ফাউন্ডেশন করে দিতে চাচ্ছি,,পরবর্তীতে ২য় তলা করলে তাতে কি কোন সমস্যা হবে,,মোট ১৬ টা কলাম,,দয়া করে একটু বলবেন ভাই
@EngrMostafa26 күн бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমত ১২ মিলি রড দিয়ে দোতলা ফাউন্ডেশন হয় না। দ্বিতীয়তঃ আপনার ড্রয়িং দেখা ছাড়া এ ধরনের মতামত দেওয়া কিছুটা জটিলতা রয়েছে। যদি প্রয়োজন মনে করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ড্রইং গুলো পাঠিয়ে দিতে পারেন। তবে নরমালি ১২ মিলি রড দিয়ে দোতলা ফাউন্ডেশন সম্ভব নয়।
@InzamulHaque-uy7oz25 күн бұрын
@EngrMostafa আপনার নাম্বার টা কি ভাবে পেতে পারি
@euuhgdsf3190Ай бұрын
ভাই আমি আট লাখ টাকা দিয়ে সাদ দিয়ে বাড়ি করতে পারবো
@EngrMostafaАй бұрын
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটি কমেন্টে শেয়ার করার জন্য। ৮ লাখ টাকা দিয়ে ছাদটি ঢালাই করা যাবে কিনা ছাদের নির্ভর করবে আপনার ছাদের এরিয়ার উপর। অর্থাৎ আপনার ছাদটি কত স্কয়ার ফিট রয়েছে সে বিষয়টি জানতে হবে।
@mdsikder44472 ай бұрын
একতলা বিল্ডিং করতে কোন ছাড দেওয়া সবচেয়ে বেটার হবে
@EngrMostafa2 ай бұрын
যে কোনো বিল্ডিং বা বাড়ি তৈরি করার ক্ষেত্রে বিম ছাদ সবচেয়ে উত্তম। তবে আপনি চাইলে কনসিল ভীম দিতে পারবেন। সে ক্ষেত্রে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে দেওয়াটা উত্তম। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য। এ বিষয় নিয়ে আমার আরো কিছু ভিডিও রয়েছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 🏗️🏗️🏗️🏗️
@BashirAhmed-wm1km2 ай бұрын
16MM রড ৬ টা করে ইউজ করা প্রতি কলামে, মাঝ খানে হল রুমের এক কলাম থেকে অন্য কলাম এর দূরত্ব ১৬.৬ ফিট, এখন চিন্তায় আছি কোনো প্রবলেম হবে কিনা
@EngrMostafa2 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমে জানতে হবে আপডেট এই ছাদটি কনসিল ছাদ নাকি ভীম ছাদ।যদি সম্ভব হয় এক্ষেত্রে বিম ছাদ দেওয়া উচিত। আপনার বাড়ির ড্রইং টি চাইলে আমার হোয়াটসঅ্যাপের শেয়ার করতে পারেন। ভিডিওতে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। এক্ষেত্রে আপনি ড্রইং দেখে বিস্তারিত আপনাকে বলা যাবে। তবে কলামের সাইজ অনুযায়ী ১৬ থেকে ১৭ ফিট বিম দেওয়া যাবে বলে মনে করি
@AminulIslam-xm5sx2 ай бұрын
আমি ১০ ইঞ্চি জুল বিম দিছি পিলারে ১২ মিলি রট দিছি আর ছাদে দিছি ১৬ মিলি ৫ টা করে এখন কি সাদের লুড বেবি হয়ে গেলো নাকি বিমের জন্য একটু বয়ে আছি
@EngrMostafa2 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নটি আমাদের ভিডিওর কমেন্ট করার জন্য। আমরা একজন ইঞ্জিনিয়ার হিসেবে কখনোই কলামের মধ্যে ১২ মিলি রড এলাও করা হয় না। তবে যদি স্ট্রাকচার বা বাড়িটি একতলা হয়ে থাকে এবং কলামের দূরত্ব কম হয় অর্থাৎ একটি কলাম থেকে অন্য কলাম এর দূরত্ব যদি ১০ থেকে ১২ ফিটের মধ্যে থাকে এবং ডিজাইন ক্যালকুলেশনের যদি ১২ মিলি রড ছয়টি দেওয়া যায় সে ক্ষেত্রে ইঞ্জিনিয়ার এর সাথে আলোচনা করে দিতে পারেন। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো কলামে কখনোই ১২ মিলি রড ব্যবহার করা উচিত নয় প্রয়োজনে ছয়টি রডের স্থানে আপনি চারটি 16 মিল রড ব্যবহার করুন। যদি ভালো করে হিসাব করে থাকেন দেখবেন যে আপনার যদি ১০ টি বা ১২ টি কলাম থাকে সে ক্ষেত্রে ১৬ মিলি এবং ১২ মিলি রডের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য হবে না। দশটি বা ১২ টি কলামের মধ্যে সর্বোচ্চ 15 থেকে 25 হাজার টাকার মধ্যে পার্থক্য হবে। এক্ষেত্রে আমি ১৫ থেকে ২০ হাজার টাকার জন্য কেন এত বড় রিক্স নিব এবং ভবিষ্যতে যদি দোতলা করতে চাই কেন আমি করবো না। তাই আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে সকল সময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি কলামে কখনোই ১২ মিনিট ব্যবহার করা উচিত নয়। তবে হা যদি আপনার মিডেলের বা সাইডের কলামে চারটি 16 মিলি দিয়ে তার সাথে দুইটি ১২ মিলি দিতে চান তা দিতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে পেরেছি কিনা যায় না যদি প্রয়োজন মনে করেন আমাকে পুনরায় আর প্রশ্ন করতে পারেন চেষ্টা করব সঠিক উত্তর প্রদান করার জন্য।
@AminulIslam-xm5sx2 ай бұрын
@EngrMostafa ধন্যবাদ প্রিয় ভাই আপনার মুল্যমান সময় দেওয়া জন্য বাড়ি করে ফেলছি এখন চাইলেও আর কিছু পরিবর্তন করা যাবে না মানুষের কথা শুনে এমন হলো যে ১২ মিলি দিয়ে করলে খরজ টা কম হবে এখন দেখে খরছ টা অনেক বেশি গেলো ' এক তালা ফ্রেডেশন বলছিলাম মিস্ত্রি কে থাকি বিদেশে তাই কাছে থেকে কিছু করতে পারি নাই ৯ টা কলম দিছে শিড়ি আছে ৫ টা কলমে ৬ পিছ করে ১২ মিলি দিছে আর বাকি ৪ টাতে ৪ পিছ আর ছাদ বিমে দিছে ৫ টা করে ১৬ মিলি ১০ ইঞ্চি জুল বিম দিছে এক তলা জন্য কি কোন সমস্যা হবে কলমের দুরন্ত হলো ১৩ ফিট বাহির বাহির "'
@sarafathossain-vc6ud2 ай бұрын
ঢাকা হবে মেট্রো রেল এর শহর-🧡💛❤️
@EngrMostafa2 ай бұрын
ইনশাআল্লাহ 💝 আমার ইউটিউব চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার যদি প্রয়োজন মনে করেন আমার অন্য ভিডিও গুলো দেখে আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করতে পারেন। ধন্যবাদ
@debjitdey2162 ай бұрын
1984 e India te chol6eiii
@কাচেরঘর-ল৯জ2 ай бұрын
আচ্ছা ৮০০ স্কয়ার ফিট এ আমি ১ তলা বাড়ি নির্মাণ করছি।।কিন্তু বাজেট কম।।।আমি কি বিম ছাদ দিবো নাকি কনসিল ছাদ দিবো। রুমের দুরত্ব ১২×১৩ করে
@EngrMostafa2 ай бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওটির মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কখনোই কনসিল ছাদের বিষয়ে আমরা সাজেশন করব না বা করি না। তবে অনেক ক্ষেত্রে যদি কলামের দূরত্ব কম হয় সেক্ষেত্রে আপনি কনসিল ছাদ দিতে পারেন। যেহেতু আপনার এই প্রজেক্ট এর কলামের দুরুত্ব ১২ থেকে ১৩ ফিটের মধ্যে রয়েছে আপনি চাইলে কনসিল বিল দিতে পারবেন। তবে কন্সাল বিম খরচ কম হবে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত তা আপনাকে হিসাব করে দেখতে হবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন কনসিল ছাদের রড কিন্তু ভিমে যতটুকু পরিমাণ সেই পরিমাণে দিতে হয়। শুধুমাত্র কাস্টিং এর পরিমাণ টা কম হয়। কিন্তু সে পরিমাণ কাস্টিং আবার ছাদে আপনাকে ব্যবহার করতে হবে। কেননা ছাদের হাইট 5 ইঞ্চি বা ৬ ইঞ্চি স্থানে সাত ইঞ্চি আপনাকে দিতে হবে। কনসিল ছাদের দুটি সুবিধা রয়েছে একটি হলো আপনার রুমের সৌন্দর্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় আমাদের কনটেকটারদের কাজের সুবিধার্থে বা রেট কম হওয়ার ক্ষেত্রেও কনসিল বিল দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে আপনার বাড়ির কলাম গুলো যেহেতু ১০ থেকে ১২ থেকে ১৩ ফিট এর মধ্যে আছে আপনি চাইলে কনসিল ছাদ দিতে পারবেন। আর যদি সম্ভব হয় কনসাল ছাদ এবং ঝুল বিম এর সমন্বয়ক করতে পারেন। আর যদি একান্তই প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্ল্যানটি শেয়ার করতে পারেন
@কাচেরঘর-ল৯জ2 ай бұрын
@EngrMostafa ধন্যবাদ স্যার এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।।আচ্ছা এত টুকু জায়গার মধ্যে কনসিল ছাদ আর ভিম ছাদের টাকার পার্থক্য টা কেমন হবে, মানে কত টাকার ডিফারেন্স হতে পারে।।
@MothinAhmed-m8m2 ай бұрын
আমি ঐ রখম বলছিলাম যে কংসিলের জায় গায় শুধু রড ঠিকমত পাথর ডুকেনা,,ভিম চাদ পরিক্ষা করা ভিমের তুলনা হয়না,,,আর চাদের রড সোজার তুলনা নেই,, আর সিড়ির রড বর্তমানে হাফ থাকে সোজা অথবা পুরো রড দিলে কি হয় এখানে ও একটা কমতি থাকে ডিজাইন করতে এসব হয় পরিক্কিত ভাবে নয় , এটাই বলছি আমার মনে হয় কারো ক্ষতি করিনাই আমি ইন্জিয়ার ও নয়, ধন্যবাদ 👍
@EngrMostafa2 ай бұрын
সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার সুন্দর কিছু মতামত বা পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত কনসাল বিম এবং সাব্বিনের বিষয়ে আমি ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। আপনার কমেন্টে যে বিষয়টি তুলে ধরেছেন সে সাথে আমার ভিডিওর যথেষ্ট মিল রয়েছে। আমার সাথে সহমত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ত যে বিষয়টি সিঁড়ির বিষয় বলেছেন। এই বিষয়টি আপনি যদি চান সেক্ষেত্রে যেভাবে আপনি উল্লেখ করেছেন সেভাবে দিতে পারবেন। তবে রড যদি আপনি কম ব্যবহার করতে চান বা অতিরিক্ত রড না দিতে চান সেক্ষেত্রে কাটিং রড ব্যবহার করতে পারেন। এ বিষয়গুলো বিল্ডিং এর লোডের উপর ডিপেন্ড করে। কিছু মনে করবেন না যেহেতু আপনি ইঞ্জিনিয়ার নয় সে ক্ষেত্রে আপনার পরামর্শ গুলো যুক্তিযুক্ত তবে পরীক্ষিত নয়। একজন ইঞ্জিনিয়ার এই নোটগুলো ক্যালকুলেশন করেই অতঃপর এই সিস্টেমগুলো ডেভেলপ করা। তবে আপনি চাইলে স্টেড দিতে পারেন। সেক্ষেত্রে টপের জালি ছাদে বটমে যাবে এবং বটমের জালি ছাদের টপে দেয়।
@SumonW2 ай бұрын
17 ফিট দূরত্ব পিলারে কনসিল ভিমে 12মিলি রট কয়টি দেওয়া যায়। প্লিজ একটু জানাবেন।
@EngrMostafa2 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যিকার অর্থে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার এ বিষয়ে মতামত হল। বারো ফিটের উপরে যদি কোন ভিমের দূরত্ব হয় স্পেন হয়। অর্থাৎ একটি কলাম থেকে অন্য একটি কলামের দূরত্ব যদি সত্র ফিট হয়। সেক্ষেত্রে ১২ মিলি রড ব্যবহার করা যুক্তিযুক্ত নয় মর্মে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ১৭ ফিটের দূরত্ব হলে মিনিমাম আপনাকে ১৬ মিলি রড ব্যবহার করতে হবে। এ বিষয়ে যদি আরো তথ্য জানতে হয় সে ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে ডিমের রড সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন।
@SNLearningPoint2 ай бұрын
এর থেকে কম হলেও ১২ মিলি দেওয়া যাবেনা।
@MothinAhmed-m8m2 ай бұрын
আমি ক্রেং নিয়ে প্রতিবাদ করি সলজা রডের বিকল্প নেই
@EngrMostafa2 ай бұрын
এই বিষয়টি নিয়ে সরাসরি বলাটা একটু কঠিন। কারণ ডিজাইন লোডের উপরে অনেক কিছু নির্ভর করে। তবে যদি ডাবল জালির রড ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটি উত্তম। একজন ডিজাইনার অনেক কিছু চিন্তা করে যেমন কষ্ট এবং ছাদের অবস্থান লাইনটের অবস্থা অনেক কিছু বিবেচনা করেই ডিজাইন করতে হয়। সেক্ষেত্রে একবারে সরাসরি যদি ক্রেন রডের বিপরীতে চলে যাওয়া হয় তা হয়তো বা কষ্টে ভিকটিভ হবে না। তবে আপনার এ প্রশ্নটিই আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য। চেষ্টা করব আপনার এই প্রশ্ন থেকে কোন কিছু জেনে খুঁজে বের করার জন্য ইনশাআল্লাহ
@engr.alamgirhossain53222 ай бұрын
কনসিলড্ বীম/ছাদ কই পাইলেন। এরকম অপব্যাখ্যা আর দিয়েন না।
@EngrMostafa2 ай бұрын
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন তাহলে বিস্তারিত বুঝিয়ে দিব।
@MothinAhmed-m8m2 ай бұрын
ভিম সর্বোচ্চ তার তুলনা নাই
@EngrMostafa2 ай бұрын
আমি আপনার এই মতামতের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করলাম। এবং আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি একাধিকবার জুলফিমের কথাই সাজেশন করা হয়েছে। তারপরেও আপনি কমেন্টে এসে আমার সাথে সহমত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি
@আমাদেরকথন2 ай бұрын
ভাই কন্সিল ছাদ নিয়ে এসব আজগুবি থিওরি কই পাইছেন? কোন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে এগুলা শিখায়? 🤧
@EngrMostafa2 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কিছু মনে না করে থাকেন। সে ক্ষেত্রে এখানে কোন বিষয়টি ভুলা উপস্থাপন করা হয়েছে। অনুগ্রহপূর্বক জানালে খুশি হব। কারো সম্পর্কে না জেনে কোন ধারণা করা এক ধরনের অন্যায়। আপনি কি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি সম্ভব হয় সম্পূর্ণ ভিডিও দেখে তারপর মতামত শেয়ার করুন। যদি কোন ভুল থাকে তার সংশোধনের জন্য মতামত প্রদান করুন। কিন্তু যাহা বলেছেন তাহা এই ভিডিওর সাথে কোন সম্পর্ক নেই মর্মে প্রতিমান হয়। যদি কোন ভুল থাকে সেক্ষেত্রে তা থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ রয়েছে। অবশ্যই আশা করি মতামত প্রদান করবেন
@JahangirAlam-no9bs2 ай бұрын
Bari Nirman ar ketray ai Bishop ti one gurupto punny. A doronar Bishoy niy alocona kolar jonno donno bad 👎
@EngrMostafa2 ай бұрын
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করার জন্য। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে বিদেশ শেয়ার করে থাকি । এক্ষেত্রে আমার যে কোন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ
@MdSojib-l8j4j2 ай бұрын
1200 স্কয়ার ফুট 16 টি কলম দিয়ে দুতলা করার জন্য কনসিল ভীম দেওয়া যাবে কি
@EngrMostafa2 ай бұрын
জ্বী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বিষয়টি নিয়ে আসলে সত্যিকারে আমি ভিডিওর মধ্যে ডিটেল আলোচনা করেছি। কনসিল বিম দেওয়া যাবে না সেটা আমি বলি নাই আমি বলতে চেয়েছি যে কনসিলভিন থেকে ঝুলবিম টা অনেক ভালো। তবে আপনি যদি কনসিল বিম করেন সেক্ষেত্রে একজন ভাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে হবে। আপনি যদি চান আপনি যে ড্রয়িং ডিজাইন করিয়েছেন সেটি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সমস্যা না হলে প্লানগুলো ডিজাইনগুলো আমার সাথে শেয়ার করতে পারেন আমি চেক করে দিতে পারি।
@mdtofazzol958021 күн бұрын
বর্তমানে পিলার ছাড়া শুধু ব্লক দিয়ে ছাদ ঢালাই করতেছে। অনেক কোম্পানি তা করে দিচ্ছে। ওরা ব্লকের ভিতরে 5ft পর পর রড দিয়ে লোড বেয়ারিং করে ছাদ ঢালাই দিচ্ছে। এ ধরনের কাজ কি ভালো নাকি ঝুঁকিপূর্ণ একটু বলবেন কি? ব্লক দিয়ে বাড়ি করলে প্রায় 40 শতাংশ খরচ কম হয়। এ ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি।
@EngrMostafa21 күн бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়ি তৈরি করার ক্ষেত্রে যতটুকু ধারণা আছে কলাম দিয়েই বাড়ি তৈরি করতে হয়। ব্লকের মাঝখানে যদি আরসিসি রড দিয়ে কাজটি করে ঢালাই দেওয়া হয় সেক্ষেত্রে কত মিলির রড এবং কত থিকনেসের ব্যবহার করা হচ্ছে। এ ধরনের বিষয় ডিটেলস জানা ছাড়া মতামত দেওয়া সম্ভব নয়। তার সাথে এই ধরনের বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কোন এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নেই।
@SajibV17 күн бұрын
কোন চিল ছাদে কি আবার বিম করা যাবে নিচে আবার ভীম দেওয়া যাবে
@মুনতাহাএলসা7 күн бұрын
ভাই আমার ফ্লোর রুমের আয়তন ২০ /২০ ফুট, এর চার পাশে বীম আছে আর মাঝ বরাবর + চিন্হের মতো 16 মিলি রডের 4 টা 4 টা রড আপনার কথিত কনসিল্ড বিম করা আছে এখন আমার বাড়ি ১০ বছর পূর্বে করা কোন ফাটল দেখা দেইনি আমি কতটা নিরাপদ দয়া করে বলবেন
@EngrMostafa7 күн бұрын
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নটি কমেন্টে করার জন্য। এক্ষেত্রে আশাকরি আপনার বাড়ির তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে ছাদের থিকনেস কত রয়েছে সে বিষয়টি জানতে পারলে সঠিকভাবে প্রশ্নের জবাব দেওয়া আরো সুবিধা হবে। আপনার প্রশ্নের যতটুকু বুঝে গিয়েছে আপনার স্ট্রাকচারটি মূলত ভীম ছাদ এবং কিছু অংশ কনসেন ভীম এর মাধ্যমে করা হয়েছে। সম্পূর্ণ ড্রয়িং পেলে বা সম্পূর্ণ তথ্য পেলে আরও সঠিকভাবে তথ্য দেওয়া যেত। তবে আপনার প্রশ্নের যতটুকু বুঝেছি ইনশাল্লাহ কোন সমস্যা হবে না বলে আশা করা যায়। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার প্রশ্নটিই করার জন্য। প্রয়োজন মনে হলে আমার অন্য ভিডিও গুলো দেখে আপনার মূল্যবান প্রশ্ন এবং মতামত প্রদান করার জন্য অনুরোধ রইল
সঠিক বলছেন। আমার ভিডিও টি মূলত এ বিষয় টি তুলে ধরা হয়েছে 🦺 আমার ভিডিও টির সাথে সহমত পোষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ 🏗️ আমার ইউটিউব চ্যানেলে সিভিল ইন্জিনিয়ারিং প্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে ভিডিও শেয়ার করা হয়ে থাকে 🏠 প্রয়োজন মনে হলে অন্য ভিডিও গুলো দেখে আপনার মূল্য বান মতামত কমেন্ট শিয়ার করার জন্য অনুরোধ রইলো, ✌️✌️✌️
@mdtofazzol958021 күн бұрын
আসসালামুয়ালাইকুম ভাইয়া হলো ব্লক দিয়ে কি কি ফাউন্ডেশন বাড়ি করা যায়। করা গেলে সেটি কিভাবে করা যায় ? এবং ব্লকের ভিতরে কিভাবে রড স্থাপন করা যায় এবং কত ফিট পরপর তাব ব্যবহার করা হয় একটু বলবেন কি
@EngrMostafa21 күн бұрын
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিতে আপনার মূল্যবান পথটি করার জন্য। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার যতটুকু ধারণা বার জ্ঞান রয়েছে। একটি বাড়ি তৈরি করতে হলে আপনাকে কলাম বা শেয়ার এর মাধ্যমেই করতে হবে। এখন আপনি যদি ব্লকে শেয়ারওয়ালা হিসেবে আরসিসি কাস্টিং করতে পারেন হয়তোবা একটা লাইফ স্ট্রাকচারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে। তবে এই বিষয়ে কমেন্টের মাধ্যমে ক্লিয়ার কনসেপ্ট শেয়ার করা অনেক জটিলতা রয়েছে। তাই প্রয়োজন হলে হয়তো বা ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন।
@SNLearningPoint2 ай бұрын
পাশে থাকলে পাশে পবেন
@bdtubesports8706Ай бұрын
কনসিল্ড বীম আবার কি? নিজেকে আবার প্রকৌশলী দাবী করেন 😂
@EngrMostafaАй бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার মূল্যবান সময় থেকে ভিডিওটি দেখে আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে এ বিষয়টি নিয়ে যদি কোন কনফিউশন থাকে। সেক্ষেত্রে সঠিক বিষয়টি কি তা বলে দিলে খুশি হব। দেখেন একটি বিষয়কে যদি ভুল বলতে হয় সেক্ষেত্রে সঠিক বিষয়টা বলে দেওয়া উচিত বলে আমি মনে করি। যদি কোন ভুল তথ্য থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে খুশি হব যদি ভুলটি ধরিয়ে শুদ্ধ বা শুধরে দেন। অপেক্ষায় থাকবো সঠিক মতামতটি দেওয়ার জন্য 🗣️🦺🦺