বেসরকারি শিক্ষকতায় প্রবেশের বয়স ৩৫। কিন্তু আসলেই কী ৩৫ বছর ধরা হয়? বেসরকারি শিক্ষক (MPO ভুক্ত) হতে গেলে নিবন্ধন পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। নিবন্ধন পরিক্ষা দিতে গিয়ে বয়স থাকে ৩২-৩৩ কিন্তু এই পরিক্ষা শেষ হতে হতে এবং গণবিজ্ঞপ্তি দিতে দিতে বয়স হয় ৩৫,, তখন বয়সের লিমিট শেষ,, তাহলে কীভাবে বয়স ৩৫ করা হলো? সরকারীতে আবেদনের বয়স ২ বছর বাড়িয়ে ৩২ করা হলো, এখানে ৩১ বছর ১১ মাসে আবেদন করলেও নিয়োগ পেতে পেতে বয়স ৩৩ হলেও সমস্যা নেই,, কী এক শুভঙ্করের ফাকি দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষকের প্রবেশের বয়স সীমায়,, বলা হচ্ছে ৩৫ কিন্তু ৩২/৩৩ হতেই আর আবেদনের যোগ্যতা নাই.. সুতরাং শিক্ষক নিয়োগে অন্তত পক্ষে ৩৫ থেকে ৩৭ পর্যন্ত বয়স বৃদ্ধি করা একান্ত যৌক্তিক দাবী। তাছাড়া NTRCA এর আরো বেশ কিছু অনিয়ম আছে যেগুলো সংশোধন করা জরুরি। যেমন লিখিত পরীক্ষায় কোন সাবজেক্ট পাশ মার্ক কত সেটা উল্লেখ করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট আসে না। যেমন, আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলাম ২০২৩ সালে, আমাদের প্রিলি ও লিখিত পরীক্ষা হয়েছিলো ২০২৪ সালে, এরপর ভাইভা শেষ হতে ২০২৫ সালের মাঝামাঝি সময় পার হবে। যার কারণে আমাদের অনেকের বয়স সীমা ৩৫+ হয়ে গেছে। অথচ যখন আমরা আবেদন করেছিলাম তখন আমাদের বয়স ছিলো ৩৩/৩৪ বছর। অথচ তারা বলে গণবিজ্ঞপ্তির আবেদনের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর, আবার শিক্ষক নিবন্ধনেও আবেদনের সর্বোচ্চ বয়স সীমাও ৩৫ বছর। তাদের কি কমন সেন্স আছে? তারা নিজেরই দেরি করে আমাদের বয়স ৩৫+ করে দিয়েছে। এখানে তো আমাদের কোনো দোষ নেই, দোষ করেছে ওরা, ভোগান্তির শিকার হচ্ছি আমরা সাধারণ প্রার্থীরা। এটা নিয়ে কেউ কি কোনো প্রতিবাদ করবে না? আবার কিছু বাজে বেয়াদব লোক আছে আমাদেরকে ভেটো দেয়। তারা বলে বুড়ো বয়সে কিসের চাকরি? আগে কি করেছে? আমার কথা হচ্ছে আগে কি করার আছে? ওদের আসন সংখ্যা যত ওরা তত লোককেই টিকায়, আর বাকিরা ভালো পরীক্ষা দিলেও আর টিকাবে না। ওরা কি আবার ট্রাই করবে না? ওরা যখন ট্রাই করেছিলো তখন তো বয়স সীমার মধ্যেই ছিলো। ওরা সার্কুলারের সময় যে ডেট দিয়েছিলো সেটাই কাউন্ট করতে হবে। দয়া করে সবাই এটা নিয়ে প্রতিবাদ করুন, আমাদেরকে সাপোর্ট দিন।
@ferdausferdaus62514 күн бұрын
আমরা অবশ্যই নিবন্ধনের বয়সসীমা 37 চাই এটা আমাদের যৌক্তিক দাবি
@UdoyIslam-d2j4 күн бұрын
Physics 319 code ar vaiba kobe hobe sir aktu please janaben
@UdoyIslam-d2j4 күн бұрын
Physics 319 code ar job howar probability koto please janaben
@MDRANAIslamRaNa-b4z4 күн бұрын
সহকারী শিক্ষক ইংরেজি কত %?
@Symphonyjgduyfiifyygddu4 күн бұрын
বাংলায় মোট কত জন উপস্থিত ছিল। কতজন অনুপস্থিত ছিল। দয়া করে জানাবেন।
@HasiMadhu3 күн бұрын
বাংলা কলেজ চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু
@sharifbhuyian48953 күн бұрын
১৭ তম নিবন্ধনধারী আবেদন করতে পারবে।
@PallabiRani-eu6ip2 күн бұрын
সাটিফিকেট লেমিনেটিং থাকলে কি সমস্যা হবে
@fanciful.love12 күн бұрын
না
@LimonIslam-r3r4 күн бұрын
কলেজে ভাইভা কবে হতে পারে
@abulbashar74054 күн бұрын
কলেজের ভাইভা কবে হবে?
@robinahmed86354 күн бұрын
Vaiya business studies job howar possibility kmn.ans pls
@gokunex34 күн бұрын
ICT collage pray 2200+ tikiyeche.. tader ki shober sure job hobe? post to beshi nei
@mimislme30144 күн бұрын
100%
@deepdasgupta26404 күн бұрын
সবার জব হবে না। যাদের রেজাল্ট ভালো তাদের হবে।
@gokunex34 күн бұрын
@@deepdasgupta2640 ami tai bolchi
@mimislme30143 күн бұрын
@deepdasgupta2640 এসব ফাউল কথা৪০ যদি পায় কেউ তাদের মাদ্রাসায় হবে
@Mubassher-fj7ky4 күн бұрын
01/01/2025 e 34 years hole, ( 2:07 6th) gonobiggpoti pawar somvabona kotuku, janaben please,,,