Рет қаралды 41,237
বুটিক ব্যবসার মুলধন হলো,আগে ব্লক শেখা। আমরা শিখাই সঠিক ও সহজ নিয়মে ব্লক। বেসিক ট্রেনিং দেয়া হয় না। প্রফেশনাল ভাবে আমরা training দিয়ে থাকি। অতিরিক্ত ক্যামিকেল ব্যাবহার করলেই শুধু ব্লকের কাজ সম্পুর্ন হয় চাই সঠিক পদ্ধতি ও রংয়ের ব্যবহার। বুটিকের কাজ শিখতে হলে ব্লক শিখা জরুরি। ব্লকের বিভিন্ন রকম নিয়ম বা মাধ্যম আছে যেমন নিউটেক্স পদ্ধতি, হোয়াইট পেস্ট পদ্ধতি, আফসান পদ্ধতি, জলছাপ পদ্ধতি। এই নিয়ম গুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। শুধু মাএ রং এবং ডাইস দিয়ে ছাপ দিলেই ব্লক হয়ে যায় না। কাপড়ে ছাপ দিলে অনেক সময় রং উঠে যায় রং পাকা করার জন্য সঠিক ক্যামিকেল ব্যাবহার করা শিখাই। কিভাবে সঠিক পদ্ধতিতে ডাইস কাপড়ে বসাতে হয়। রং কেন শুখিয়ে চলটা চলটা করে উঠে যায়। রং কেন জমাট বেধে যায়। ছাপ দেয়ার পর কাপড় শুখানো বা আয়রন করার প্রয়োজন পড়ে কিনা। রং কত দিন সংরক্ষণ করা যায়। কাপড়ে ছাপ দেয়ার সময় কাপড়ে রং সরে যায় কেন। আফসান কালো হবে না কি করলে। অনেক কম খরচে কিভাবে ব্লক করা হয় তাও শিখতে পারবেন। আপনি লাভে ব্যাবসা করতে চান তাহলে প্রফেশনাল ভাবে ব্লক শিখুন। কাপড়ে কালার combination সঠিক পদ্ধতিতে প্রয়োগ করে সুন্দর ভাবে ব্লক করতে পারলেই আপনি অবশ্যই ব্যাবসায় সফলতা পাবেন। এজন্য চাই ধৈর্য।
যোগাযোগঃ Karukunjo
আযিমপুর ছাপড়া মসজিদ এর সাথে ৪৪/৪৫ এবং ইডেন মহিলা কলেজের এর বিপরিতে
Facebook page এ Karukunjo লিখে সার্চ দিন
মোবাইল নম্বরঃ 01817580533