Рет қаралды 272
কথা:
চলে যাবো হয়তো একদিন
আসবোনা ফিরে
সবার কাছে ক্ষমা চাই
নাবী বিনে দরদী কেউ নাই
বলে যাই রাসূল বিনে আপন কেহ নাই।
কতো জায়গায় ঘুরিলাম
কতো প্রেমের ছোঁয়া পাইলাম
কতো আশা বাঁধিলাম
আপন বলতে কেহ নাই
যিনি আমার অতি আপন
তিনি যেন আছে তখন
বিদায় বেলা যেন দেখা পাই।
আমায় যদি মনে পরে
ডাইকো রাসূলের শান ধরে
যদিও থাকো দুরে
শুনবো পরান ভরিয়া
যদি রাসূল খুঁশি হন
ভাবনা কি থাকবে তখন
সদা যেন নাবীর দীদার পাই।
এই মনিরের প্রেম চাওয়া
ফিরাইওনা সাঁই রাব্বানা
যদিও প্রেমের যোগ্য না
অধম বলে তাড়াইওনা
দিও তোমার বন্ধুর প্রেমের স্বাধ
এ প্রেম যেন হারাইনা আর
তুমি ছাড়া আর কেহ দরদী নাই।