Рет қаралды 1,076
Song Title: keno Asha Bedhe Rakhi
Lyrics: Prodip Mukherjee
Singer & Music: Mitali Mukherjee
Cover: Oindrila Debnath
Video Recording & Editing: Ganer Bhela
...............................
Lyrics in Bangla :
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।
জানি আসবে না, ফিরে আর তুমি।
তবু পথ পানে চেয়ে থাকি।
কেন আশা বেঁধে রাখি।
জানবে না তুমি, বুঝবে না তুমি,
এই ব্যথা আমার, এ জ্বালা আমার।
জানবে না তুমি, বুঝবে না তুমি।
ছিলে কাছে যখন, ছিল সবই আপন।
সেই ভেবে জলে, ভরে আঁখি।
কেন আশা বেঁধে রাখি।
কত আশা ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান।
সূর্য জ্বলা এই সকাল আমার
আঁধারে সবই গেল ঢাকি
কেন আশা বেঁধে রাখি।
এই মনের কথা, হয়নি তো বলা
হয়নি তো যোগ, সেই পথে চলা।
এই মনের কথা, হয়নি তো বলা
স্বপ্ন যে ছিল, সবই তোমার দেয়া।
তবে কেন দিলে তুমি ফাঁকি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।
জানি আসবে না, ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি।
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।
#Keno_Asha_Bedhe_Rakhi #Mitali_Mukherjee #Oindrila_Debnath #কেন_আশা_বেঁধে_রাখি #কেন_দীপ_জ্বেলে_রাখি #Ganer_Bhela #Bangla_Song #Bangla_Gaan