ধন্যবাদ ভাই, আমার জেলার একটি গ্রামকে উপস্থাপনা করার জন্য। আমি একজন আদিবাসী। ভালবাসা আরো বেড়ে গেল। বিনীত অনুরোধ একটি- খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার কৃপাপুর ও শান্তিপুর গ্রামকে দয়া করে উপস্থাপন করুন প্লিজ! আগ্রহের সাথে অপেক্ষায় থাকলাম।
@InfoHunter2 жыл бұрын
okhane ki ache detail bolen
@DoubleFunnyFacts2 жыл бұрын
@@InfoHunter খাগড়াছড়ির বৃহত্তম উপজেলা দিঘীনালায় বিভিন্ন পাহাড়ি ঝর্না যেমন- শিবছড়ি ঝর্না, শুকনাছড়ি ঝর্না, বিভিন্ন বিশিষ্ট স্থান যেমন- রাবার বাগান ও রাবার ডেম, পার্ক, দিঘীনালা বনবিহার ইত্যাদি রয়েছে। এখন আপাতত স্থানগুলোর নাম মনে পড়ছেনা ভাইয়া। ভাল একটা গাইড খুঁজে নিয়ে, আপনি দিঘীনালা এবং শান্তিপুর ও কৃপাপুরের আদিবাসীদের জীবনযাত্রার পথচলা তুলে ধরেন প্লিজ!
@nanmulafradnajmulafrad9752 жыл бұрын
আপনারা ভাই ২০০৭ সালের পর থেকে আদিবাসী হইলেন কিভাবে
@DoubleFunnyFacts2 жыл бұрын
@@nanmulafradnajmulafrad975 ইতিহাস অনেক দূর লেখার সময় নেই ভাই। শুধু বলব, বর্তমান সরকার আমাদের ইতিহাস উল্টে দিয়েছেন অনেক বছর আগেই, যা আপনারা বাঙালিরা এখন জানেন। কিন্তু সত্যিকারের ইতিহাস আমাদের রাজার মহলে ছবি এবং লিপিবদ্ধ রয়েছে। আর আমাদেরকে আদিবাসী বলে গণ্য করতে দ্বিধাবোধ করলেও আমরা আদিবাসীই থাকব। ধন্যবাদ!
@uzzalmia28652 жыл бұрын
আদিবাসী উপজাতি এসব বড় কথা নয় , আমরা সবাই বাংলাদেশী এবং এই দেশের নাগরিক । নাগরিক হিসেবে সবার অধিকার সমান । এই দেশের জন্য সবার অবদান রাখতে হবে।
@IbrahimEva2 жыл бұрын
আলহামদুলিল্লাহ আমি খাগড়াছড়ির মাটিরাংগা দুই বছর ছিলাম অনেক চমৎকার যায়গা আপনাকে ধন্যবাদ সুন্দর দৃশ্য দেখার জন্য
@InfoHunter2 жыл бұрын
thank you
@emranhossain42812 жыл бұрын
আমাদের দেশটি সত্যিই খুব বিচিত্র.. কি সুন্দর লাগছে গ্রাম এবং গ্রামের এই আদিবাসী গোষ্ঠীর সহজ সরল মানুষ গুলো কে দেখে..। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটা ভিডিও দেখানোর জন্য
@InfoHunter2 жыл бұрын
thank you
@jay1204482 Жыл бұрын
বোনটির জন্য শুভ কামনা রইল। তাদের আঞ্চলিক সমাজ ব্যবস্থা তুলেধরার জন্য ধন্যবাদ।
@biswajithaldar12352 жыл бұрын
খুব ভাল লাগল ভিডিও। বোন তোমার কথা খুব সুন্দর। সুন্দর উপস্থাপনা।নমস্কার বর্ধমান পশ্চিমবঙ্গ।
@mohonmirdha52202 жыл бұрын
সুইক্রাছিং মারমা তুমি পাহাড়ি সংসকৃতি সবার সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ আর গ্রামের সহজ সরল মানুষ গুলোখুবি ভালো মনের মানুষ আন্তরিগতার কমতি নাই এদের কাছে ধন্যবাদ সবাইকে
@sumoncoxbazar37 Жыл бұрын
পাহাড়ি মানুষের জীবন অনেকটা কষ্টের চলার পথটা,,,, ভালো থাকুক পাহাড়ি মানুষ,,, ভালো থাকুন সারা দুনিয়ার মানুষ
@nilakash74552 жыл бұрын
আপুর বাংলা ভাষা কত সুন্দর করে বলতে পারে৷অনেক ভালো লাগলো৷ 🌾🌴🌼🌾🌹
@themaskaraltd92352 жыл бұрын
খাগড়াছড়ির গ্রাম গুলো দেখতে অনেক সুন্দর আমার খুব ভালো লাগে দেখতে
@maarivk.312 жыл бұрын
মেয়েটা খুব সাবলীল ও সুন্দর বর্ণনা করতে পারে । আমি বলবো , " দিদি তুমি আমাদের আদিবাসিদের নিয়ে অনুষ্ঠান কর " কারন আমরা আদিবাসীদের সাথে বহুবছর বসবাস করলেও তাদের সম্বন্ধে তেমন কিছুই জানিনা । কিন্তু আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ এবং বাংলাদেশী । এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ ।
@m.a.quashem19892 жыл бұрын
Amader ei Marma Bontir Banglay bola cholito bhasha besh shablil ebong shundar.Besh bhalo laglo.
@NasirUddin-jr9qp2 жыл бұрын
মনে করি যে জাতি নিজের ভাগ্য গড়তে জানে।সৃষ্টি কর্তা তাদের সহায় থাকে মার্মা সম্প্রদায়কে দেখে শেখার অনেক কিছু আছে।পরিশ্রমে নারীদের অবদান পুরুষের তুলনায় অনেক বেশী। ভিডিওটি দেখে ভালো লেগেছে।
@InfoHunter2 жыл бұрын
thank you
@saifshahriar41412 жыл бұрын
মারমা আপুটা খুবই সাবলীল। কথাগুলো স্পষ্ট, মিষ্টি। ভালো থাকুক বাংলাদেশের মারমা ভাই বোনেরা।
@uzzalmia28652 жыл бұрын
আদিবাসীরা খুব পরিশ্রম করে থাকেন, তারা খুব সহজ সরল হয়ে থাকে । আদিবাসীদের জন্য সরকারের উচিত তাদের এলাকার জন্য উন্নয়ন করা। তারা আমাদের দেশের নাগরিক ।
@basudevdas37632 жыл бұрын
না রে ভাই ওরা খুব অলস
@basudevdas37632 жыл бұрын
তবে এটা ঠিক যে সরকার ওদের দিকে নজর দেয় না
@bdislamictelevision93552 жыл бұрын
উপজাতি বলুন
@golammaola10872 жыл бұрын
আদিবাসী না উপজাতি। ২ টা শব্দের মধ্যে বিস্তর ফারাক আছে
@Shahi_Bangal_IQBAL2 жыл бұрын
উপজাতি ওরা
@mohammadbelal63382 жыл бұрын
আদিবাসী সমাজ এর মানুষ গুলো খুব ভালো। আমি তাদের ভালো বাসি। তারা অনেক পরিশ্রম করে।আদিবাসীদের সম্মান জানাই।
@bmasrafulislam1199 Жыл бұрын
ওদের সম্পর্কে জানেন না তাই এই ধরনের মন্তব্য করেছেন কোন বাঙালি যেয়ে ওখানে জমিজমা কিনতে পারে না এমনকি পূর্বে অনেক বাংলাদেশ সেনাবাহিনী নিহত হয়েছে পরবর্তী সময় ওদের সাথে শান্তি চুক্তি করা হয় আগে ইতিহাসটা জানেন
@arbtutorialbd20182 жыл бұрын
হ্যাঁ সত্যিই মামা সংস্কৃতি আমাদের বাংলাদেশের জন্য আমাদের সবার জন্য যাতে বর্ণনা দেওয়ার নির্দেশে সবার জন্য একটি অহংকার এবং কর্মের বিষয়ে আমাদের দেশে আমরা বিভিন্ন সংস্কৃতিতেও একসাথে বসবাস করতে পারতেছি সত্যি দৃশ্যগুলা খুব চোখ জোড়ানোর ছিল আমরা বাংলাদেশের সম্পদ কেউ আমরা মাইনোরিটি না কেউ আমরা সবাই আমরা বাংলাদেশী ভাই ভাই
@humayunkabir34272 жыл бұрын
আসলে আমি ব্যক্তিগত ভাবে আদিবাসী সম্প্রদায়কে শ্রদ্বা করি উনারা খুবই সরলমনা।
@gaminglolstar79792 жыл бұрын
ীীী
@mdhridoyhasan44122 жыл бұрын
ঠিক বলেছেন ভাই ওরা অনেক ভালো মনের মানুষ
@mdsajibmia3486 Жыл бұрын
অভিনন্দন জানাই আন্তরিক ভাবে। উপজাতিদের উন্নয়নে কাজ করা হোক।😊
@Saajan812 Жыл бұрын
শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি প্রিয় মারমা মানুষগুলোর প্রতি...❤️🩹
@ronimondal26732 жыл бұрын
আদিবাসীরা খুব পরিশ্রম করে, এবং ওদের মনটা ও খুব সরল,, দাদা আপনাকে ও অনেক ধন্যবাদ
@InfoHunter2 жыл бұрын
thank you
@gbonsaha76552 жыл бұрын
অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এগিয়ে যান শুভ কামনা রইল।
@InfoHunter2 жыл бұрын
thank you
@RK360TV2 жыл бұрын
খুবই সুন্দর ভিডিও। ভবিষ্যতে এরকম ভিডিও করার ইচ্ছা আছে।❤️
@sstredars64962 жыл бұрын
দুর্ভাগা আমি হাটহাজারীর সন্তান হয়ে ও দেখা হয়নি ঘুরে খাগরাছড়ি। আসলে কি বলবো দেখে এখানকার জীব বৈচিত্র্য আর সহজ সরল মানুষ গুলো অসাধারণ।
@imonkhan90562 жыл бұрын
বিহারে জন্য অনেক কষ্ট করতেছে ওনারা সাধুবাদ জানাই
@mehedihasanridoy94402 жыл бұрын
Just Amazing! Afur Kotha gulo ridoy chuye gelo! 😍
@crazyboyfun22992 жыл бұрын
খুব ভালো লাগলো ইচ্চে করছে আমাদের কোলাহল ছেড়ে এমন সহজ সরল মানুষের সাথে গিয়ে জীবন জাপান করতে,চারদিকে অশান্তি আর অশান্তি আর ভাল্লাগে না।
@faruqahmad_012 жыл бұрын
এই prothom shunlam কোনো adibashi এত সুন্দর uchharone Bangla বলে. Salute to this sister. Let others be like you. Love your people and love the country.
@nadimchowdhury97952 жыл бұрын
ভালো লাগলো। আদিবাসি মেয়েটি অনেক ভালো, সব কিছু সুন্দর করে দেখালেন।
@foysalahmmadsujon58212 жыл бұрын
Boro vhaiya,, apu voice ta onek onek shundor
@habibrahman99162 жыл бұрын
মেয়েটার কথার প্রেমে পড়ে গেলাম। সাধারণত পাহাড়ীরা এতো সুন্দর বাংলা বলতে পারে না। মেয়েটা কী সুন্দরভাবে কথা বলে!!!!!!! Love from me..…...
@fhardinhossain50242 жыл бұрын
অধীবাসীদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা ❤️❤️
@Shahi_Bangal_IQBAL2 жыл бұрын
উপজাতি ওরা,,আদি বাসি নয়
@sahinavideoedit77332 жыл бұрын
I am from Tripura . i am saport bangladesh 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
@InfoHunter2 жыл бұрын
thank you
@khadiza66542 жыл бұрын
Meyetar presentation, explanation osomvob sundor
@PtvFaridpur Жыл бұрын
🇧🇩🇧🇩🇧🇩 নাইছ ভিডিও দিদি আমি, বাংলাদেশ থেকে দেখছি।
@nazrulnazrul88602 жыл бұрын
মারমা মানুষ খুব ভালো মনের মানুষ সবার সাথে ভালো ও সাধা মনে কথা বলে।
@MdAbdulOhab-d6o Жыл бұрын
আধিবাসী ও মারমা মানুষ গুলো অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির,, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল
@ranuscookingworld23882 жыл бұрын
আপনার ভিডিও যতো দেখি ততই মুগ্ধ হই।
@InfoHunter2 жыл бұрын
thank you so much
@sdpvlogs1162 жыл бұрын
খুব সুন্দর লাগলো ভিডিও টি দেখে, সুন্দর আলোচনা শুনলাম ভালো একটি গ্রামের দৃশ্য দেখে অনেক অনেক অনেক ভালো লাগলো দারুণ দোয়া রহিলো আপনাদের প্রতি 🌹🌹🌹❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍😍🤲🤲🤲🤲🤲🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@mdabbas89812 жыл бұрын
অসাধারণ একটি গ্ৰাম পার্বত্য জেলা খাগড়াছড়ি
@prasantasen24912 жыл бұрын
এক ধরনের চিটা গুর আমদের পাবনা জেলায় নালি বলে তামাক পাতার সঙ্গে মিশিয়ে হুকে টানে।
@jayadas87982 жыл бұрын
অসাধারণ অসাধারণ অপূর্ব সব কিছু দেখা ও জানতে পারলাম। অনেক ধন্যবাদ।
@InfoHunter2 жыл бұрын
thank you
@quaderchowdhury83712 жыл бұрын
excellent , briliant , Socio-Economic informative , ... keep making more such vdo ... plz.
@drrasel38368 ай бұрын
অনেক ধন্যবাদ ভাই খুব ভালো লাগে।। মেয়েটা অসাধারণ ট্যলেনট
@mihirnag15902 жыл бұрын
অসাধারণ লেগেছে
@MdIslam-bv8zm2 жыл бұрын
আলহামদুলিললাহ অনেক ভাল হয়েছে ফসল ।খুবই ভাল লাগলো ।💕💕💕💕💕🇧🇩🇺🇸
@SayedjamilHusen2 ай бұрын
Aputar kota onek sundor ar sabai shoj sorol manush deke amar kub valo laglo ar baiya ke amar salam assalamualaikum❤❤❤❤❤
@hasanreja-qv5rf2 жыл бұрын
মারমা মেয়েটির অসাধারণ উপস্থাপনা।
@riklong93182 жыл бұрын
Sakib Vai Ami apnar vlog regular Dekhi. Amaro itcha ache erokom vlog video banabo. Ami moulvibazar, kulaura, baramchal Amsori punjee theke dekchi.
@InfoHunter2 жыл бұрын
thank you
@robinalamin84662 жыл бұрын
Apur voice ta onak sundor mashaallah ❤️
@manzurhasan22222 жыл бұрын
চমৎকার বাংলা উচ্চারণ এবং কন্ঠস্বর দিদির ।।।।
@tahsinrahman93932 жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে। অনেক সুন্দর একটা ভিডিও করার জন্য। ধাপে ধাপে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাইফস্টাইল সম্পর্কে ভিডিও করার জন্য অনুরোধ রইল। চাকমা, মারমা, মনিপুরী, সাঁওতাল, গারো, থেকে শুরু করে বাংলাদেশের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাইফস্টাইল সম্পর্কে । এতে আমারা ওদের লাইফস্টাইল সম্পর্কে ভালো ধারণা রাখতে পারব। আমরা শুধু চাকমা, মারমা, মনিপুরী, সাঁওতাল সম্পর্কেই শুধু জানি। সবাই এদের নিয়েই শুধু ভিডিও করে। অন্য নৃগোষ্ঠীর লাইফস্টাইল সম্পর্কে আমারা কিছুই জানি না। তাই অনুরোধ রইল। From: Upojilla - Goalondo District: Rajbari
@InfoHunter2 жыл бұрын
thank you
@md.shahinshahin14902 жыл бұрын
Khob valo laglo .from saudi arabia
@golamnabi67942 жыл бұрын
Ai apur bangla ta khuboi sundor hoieche
@salimreza68982 жыл бұрын
Anek sundor laglo apu.
@mdrafaz10182 жыл бұрын
তারা খুবই সংগ্রামী সক্তি শালী মানুষ একদম সরল স্বভাবের মানুষ সরকারের উচিত তাদের জন্য ভালো কিছু করার
@riansami715 Жыл бұрын
আপুটা অনেক সুন্দর করে কথা বলে।আর আপুটার ভয়েস অনেক সুইট।যদিও আদিবাসীরা আফসা আফসা বাংলা বলে।
@mansurahmed34312 жыл бұрын
অনেক সুন্দর একটা ভিডিও। ধন্যবাদ ভাই।
@InfoHunter2 жыл бұрын
thank you too
@jahangiralm21312 жыл бұрын
আলাইকুম ভাইযখাগড়াছড়ি গ্রাম আমার কাছে দেখতে অনেক ভালো লাগলো ভাই
@haramimijan65772 жыл бұрын
Ekjon marma hoye ki sundorvabe bangla boltese,i love sister and yours lifestyle.
@salmasalma6792 жыл бұрын
মাশা আল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগ ল
@soyeb50172 жыл бұрын
কই থেকে দেখছেন
@ShamimSK88442 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো
@sksrabon31852 жыл бұрын
এই মেয়েটার উপস্থাপনা খুবই ভালো লাগে ভাই, তাই মনে কিছু করবেন না, এই মেয়েটার যদি কোন ফেইসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব চ্যানেল থাকে। প্লিজ তাহলে লিংক দিবেন, ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য ভাই ❤️❤️❤️🥀
@subalroy35286 ай бұрын
মেয়েটার কথা গুলো সত্যি বলতে অনেক ভালো লাগলো❤❤
@mdsajjadhossain80032 жыл бұрын
ইচ্ছা করছে এখনি চলে আসি খাগড়াছড়িতে .
@mdlitonahmed15692 жыл бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর এলাকা।
@probasibangla25922 жыл бұрын
অজানাকে জানানোর জন্য ধন্যবাদ।
@InfoHunter2 жыл бұрын
thank you too
@amirislam65572 жыл бұрын
Apnar vlog video bohut dekhi from assam
@InfoHunter2 жыл бұрын
thank you
@mdkhukon49972 жыл бұрын
ঐ আপুটার উপস্থাপনা অনেক সুন্দর ছিলো
@md.shamimkhan10892 жыл бұрын
আপুটার কথা বলার ধরন খুব সুন্দর।
@achmaneharbegumlaskar89182 жыл бұрын
Sakib bhai kub balo laglo Hijung tangrai
@InfoHunter2 жыл бұрын
thank you
@রাইসাইসলামিকমিডিয়া-শ৩জ Жыл бұрын
খুব ভাললাগলো ধন্যবাদ
@patwary2322 Жыл бұрын
খুব ভালো লাগলো ❤️❤️❤️
@m.anamulbhuiyan37422 жыл бұрын
অসাধারণ হয়েছে দেখলাম ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন থেকে মেয়ে টা হেব্বি সুন্দর ✔️✔️
@mdyasinsamir55052 жыл бұрын
Underated KZbinr In Bd
@rakibrakib77292 жыл бұрын
খাগড়াছড়ি খাগড়াছড়ি, নেইতো তোমার জুড়ি,বাংলাদেশের তুমি সুন্দর জেলা,তোমায় কি করা যায় অবহেলা।মারমারা খুবই কর্মঠ বিনয়ী ও পরিশ্রমী, ওদের কাছে প্রিয় এই জন্মভূমি। ওদের মাঝে আছে ত্যাগ আছে ধৈর্য্য, তাইতো ওরা স্বার্থপর নহে করে অনেক কষ্ট সহ্য। এদের উন্নয়ন করবে যারা, থাকবে না এরা তাদের ছাড়া। নৈতিকতা আর ধর্মের প্রতি আছে ওদের ভালোবাসা, হে স্রষ্টা মিটাও তাদের সকল আশা।
@sajidamushtary53492 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ। নিজের দেশ কে যেন নতুন ভাবে জানছি।
@MdRubel-kf3tn2 жыл бұрын
ভাই আমার প্রিয় জাইগা অনেক দিন ছিলাম খাগড়াছড়ি রাংগামাটি তে বর্তমান ইরাক কারবালা থেকে
@ahmedborshon72552 жыл бұрын
কি সুন্দর ভাবে কথা বলে আপুটা ❤️
@chadhiisalam12362 жыл бұрын
মাশাল্লাহ সত্যি অসাধারণ
@ImranKhan-hf9xi Жыл бұрын
আমার বাসা খাগড়াছড়ি জেলা ধন্যবাদ আপনাকে
@জামী-ধ৩স2 жыл бұрын
পাহাড়ে অন্য জনগোষ্ঠীর থেকে মারমা জনগোষ্ঠীরা খুব ভালো
@niludattaniludatta4362 жыл бұрын
খুব সুন্দর মন ভরে গেছে।
@sjsgoodmorning742 жыл бұрын
খুব সুনদর লাগ েছ খাগরাছু ির
@azizulkarim50972 жыл бұрын
সাকিব ভাই মারমার এই আপুকে অনেক ভালো লাগে খুব সুন্দর করে কথা বলে আমাদের মতো
@tyty59312 жыл бұрын
সব জেলার মাতৃভাষা বাচনভঙ্গি বিভিন্ন জেলার কালচার অসাধারণ বিউটিফুল মাশাল্লাহ
@nabilafoodvlog2 жыл бұрын
Very Nice Vaiya ❤️👍 lovely video 👍
@InfoHunter2 жыл бұрын
thank you
@joysreemarma8228 Жыл бұрын
আমাার বাড়ী বাংগাল হালিয়া মুরুদং পাড়া সুন্দর হয়েছে
@shakaowatemoun47172 жыл бұрын
অনেক ভালো লাগলো
@InfoHunter2 жыл бұрын
thank you
@JoshimUddin-wd8mb2 жыл бұрын
অনেক দিন পর আপনার বিডিও দেকলাম
@InfoHunter2 жыл бұрын
thank you
@a1esal-aminhossain3632 жыл бұрын
Apu ato sundor banglai kotha bolta para.
@tyty59312 жыл бұрын
বাংলাদেশের ভূখন্ডে যত মানুষ বসবাস করে সকল আনচলিক ভাষায় কথা গুলো ডেলিভারিতে সুন্দর বাংলা ভাষার অলংকার বিভিন্ন জেলার মাতৃভাষা বাচনভঙ্গি অতুলনীয় 🇧🇩🇧🇩
@RMV-platform522 жыл бұрын
দেখে খুব ভালো লাগলো
@moududahmed17882 жыл бұрын
মেয়েটার কথা গুলো ভালোলাগে, মারমা মেয়েরা এতো সুন্দর কথা বলে।
@forhadhossain58562 жыл бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর
@afifajahan55142 жыл бұрын
bro,ami apner onak old fan & subscriber💚💚💚,,,, but,ami bolte chasse j apner video Quality onak vageeeeeeeeeeeeeeeeeeeeee,bro. please, fix that and upload a high-Quality video. bro
@jayramsingha46792 жыл бұрын
Marma meyetake k. Khub bhalo laglo
@MdRubelHossain-oi6ds2 жыл бұрын
আমরা সমতল ভূমির বাসিন্দা, এবং উন্নত কালচারে বেরেওঠার মধ্যদিয়ে আমাদের জীবন মান কে আমরা অন্য ভাবে দেখি, আসলে আমরা আমাদের জীবনকে যেভাবে আশাকরি বাস্তবে আমাদের জীবন এর,থেকেও সুন্দ যদি আমরা আমাদের কে প্রকৃতির মাঝে খুঁজি। কেননা আমাদের জীবন প্রকৃতিক ভাবেই সুন্দর।