খালেদ # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz's Recitation

  Рет қаралды 68,703

VoiceArt

VoiceArt

3 жыл бұрын

ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
কবিতা : খালেদ (Poem : Khaled)
কবি : কাজী নজরুল ইসলাম (Poet : Kazi Nazrul Islam)
আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
খালেদ! খালেদ! শুনিতেছে নাকি সাহারার আহা-জারী?
কত ‘ওয়েসিস‘ রচিল তাহার মরু-নয়নের বারি।
মরীচিকা তার সন্ধানী-আলো দিকে দিকে ফেরে খুঁজি
কোন নিরালায় ক্লান্ত সেনানী ডেরা গাড়িয়াছ বুঝি!
বালু-বোররাকে সওয়ার হইয়া ডাক দিয়া ফেরে ‘লু’,
তব তরে হায়! পথে রেখে যায় মৃগীরা মেশক-বু!
খর্জুর-বীথি আজিও ওড়ায় তোমার জয়ধ্বজা,
তোমার আশায় বেদুইন-বালা আজিও রাখিছে রোজা।
‘মোতাকারিব‘-এর ছন্দে উটের সারি দুলে দুলে চলে,
দু-চোখ তাদের দিশাহারা পথে আলেয়ার মতো জ্বলে।
‘খালেদ! খালেদ!’ পথ-মঞ্জিলে ক্লান্ত উটেরা কহে,
‘বণিকের বোঝা বহা তো মোদের চিরকেলে পেশা নহে!’
‘সুতুর-বানের‘ বাঁশি শুনে উট উল্লাস-ভরে নাচে,
ভাবে, নকিবের বাঁশরির পিছে রণ-দামামাও আছে।
ন্যুব্জ এ পিঠ খাড়া হত তার সওয়ারের নাড়া পেয়ে,
তলওয়ার তীর গোর্জ নেজায় পিঠ যেত তার ছেয়ে।
খুন দেখিয়াছে, তূণ বহিয়াছে, নুন বহেনি কো কভু!
খালেদ! তোমার সুতুর-বাহিনী-সদাগর তার প্রভূ!
* * *
বালু ফেড়ে ওঠে রক্ত-সূর্য ফজরের শেষে দেখি,
দুশমান-খুনে লাল হয়ে ওঠে খালেদী আমামা এ কী!
খালেদ! খালেদ! ভাঙিবে নাকি ও হাজার বছরি ঘুম?
মাজার ধরিয়া ফরিয়াদ করে বিশ্বের মজলুম!-
শহীদ হয়েছ? ওফাৎ হয়েছে? ঝুটবাত! আলবৎ!
খালেদের জান কব‍্‍জ করিবে ওই মালেকুল-মৌৎ?
বছর গিয়াছে গেছে শতাব্দী যুগযুগান্ত কত,
জালিম পারসি রোমক রাজার জুলুম সে শত শত
রাজ্য ও দেশ গেছে ছারেখারে! দুর্বল নরনারী
কোটি কোটি প্রাণ দিয়াছে নিত্য কৎ‍ল-গাহেতে তারই!
উৎপীড়িতের লোনা আঁসু-জলে গলে গেল কত কাবা,
কত উজ তাতে ডুবে মলো হায়, কত নূহ্ হল তাবা!
সেদিন তোমার মালেকুল-মৌৎ কোথায় আছিল বসি?
কেন সে তখন জালিম রাজার প্রাসাদে প্রাসাদে পশি
বেছে বেছে ওই ‘সঙ্গ্-দিল‘দের কব‍্‍জ করেনি জান?
মালেকুল-মৌৎ সেদিনও মেনেছে বাদশাহী ফরমান!-
মক্কার হাতে চাঁদ এল যবে তকদিরে আফতাব
কুল-মখলুক দেখিতে লাগিল শুধু ইসলামি খাব,
শুকনো খবুজ খোর্মা চিবায়ে উমর দারাজ-দিল
ভাবিছে কেমন খুলিবে আরব দিন-দুনিয়ার খিল, -
এমন সময় আসিল জোয়ান হাথেলিতে হাথিয়ার,
খর্জুর-শিষে ঠেকিয়াছে গিয়া উঁচা উষ্ণীয় তার!
কব‍্‍জা তাহার সব‍্‍জা হয়েছে তলওয়ার-মুঠ ডলে,
দু-চোখ ঝালিয়া আশায় দ‍জ‍্‍লা ফোরাত পড়িছে গলে!
বাজুতে তাহার বাঁধা কোর-আন, বুকের দুর্মদ বেগ,
আলবোরজের‍ চূড়া গুঁড়া-করা দস্তে দারুণ তেগ।
নেজার ফলক উল্কার সম উগ্রগতিতে ছোটে,
তীর খেয়ে তার আশমান-মুখে তারা-রূপে ফেনা ওঠে।
দারাজ দস্ত যেদিকে বাড়ায় সেইদিক পড়ে ভেঙে,
ভাস্কর-সম যেদিকে তাকায় সেইদিক ওঠে রেঙে!
ওলিদের বেটা খালেদ সে বীর যাহার নামের ত্রাসে
পারস্য-রাজ নীল হয়ে উঠে ঢলে পড়ে সাকি-পাশে!
রোম-সম্রাট শারাবের জাম-হাতে থরথর কাঁপে,
ইস্তাম্বুলি বাদশার যত নজ্জুম আয়ু মাপে!
মজলুম যত মোনাজাত করে কেঁদে কয় ‘এয়্ খোদা,
খালেদের বাজু-শমশের রেখো সহি-সালামতে সদা।’
আজরাইলও সে পারেনি এগুতে যে আজাজিলের আগে,
ঝুঁটি ধরে তার এনেছে খালেদ, ভেড়ি ধরে যেন বাঘে!
মালেকুল-মৌৎ করিবে কব‍্‍জ রুহ্ সেই খালেদের?-
হাজার হাজার চামড়া বিছায়ে মাজারে ঘুমায় শের!
...।
...।
...।
খালেদ! খালেদ! জিন্দা হয়েছে আবার হিন্দা বুড়ি,
কত হামজারে মারে জাদুকরি, দেশে দেশে ফেরে উড়ি!
ও কারা সহসা পর্বত ভেঙে তুহিন স্রোতের মতো,
শত্রুর শিরে উন্মদবেগে পড়িতেছে অবিরত!
আগুনের দাহে গলিছে তুহিন আবার জমিয়া উঠে,
শির উহাদের ছুটে গেল হায়! তবু নাহি পড়ে টুটে!
ওরা মরক্কো মরদের জাত মৃত্যু মুঠার পরে,
শত্রুর হাতে শির দিয়া ওরা শুধু হাতে পায়ে লড়ে!
খালেদ! খালেদ! সর্দার আর শির পায় যদি মূর
খাসা জুতো তারা করিবে তৈরি খাল দিয়া শত্রুর!
খালেদ! খালেদ! জাজিরাতুল সে আরবের পাক মাটি
পলিদ হইল, খুলেছে এখানে যুরোপ পাপের ভাঁটি!
মওতের দারু পিইলে ভাঙে না হাজার বছরি ঘুম?
খালেদ! খালেদ! মাজার আঁকড়ি কাঁদিতেছে মজলুম।
খোদার হাবিব৯ বলিয়া গেছেন আসিবেন ইসা ফের,
চাই না মেহেদি, তুমি এসো বীর হাতে নিয়ে শমশের।

Пікірлер: 66
@RedRose-ur5vn
@RedRose-ur5vn 3 күн бұрын
অপূর্ব,অসাধারণ,অনবদ‍্য,ভাষাহীন,শব্দহীন অনন‍্য সুন্দর ভালো লাগা। আল্লাহ্ তুমি কাজী নজরুল ইসলামকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমীন আমীন আমীন
@malahait5735
@malahait5735 3 жыл бұрын
অপূর্ব,অসাধারণ,অনবদ‍্য,ভাষাহীন,শব্দহীন অনন‍্য সুন্দর ভালো লাগা।
@h.msiraj8656
@h.msiraj8656 6 ай бұрын
আবৃত্তি চমৎকার। নজরুলীয় অভিনন্দন।
@foysalahmedraihan9211
@foysalahmedraihan9211 3 жыл бұрын
স্যার আপনার কবিতাগুলো যখন শুনি অনুপ্রেরণা পাই ❤️ অসাধারণ।
@MotiurRahman-lm5xl
@MotiurRahman-lm5xl 2 жыл бұрын
কাজী নজরুল এ কেমন শব্দ চয়ন খালিদ বিন ওয়ালিদ ছিলো ইসলামের শ্রেষ্ঠ ঐশ্বর্য্যের মতন আর তুমি বুঝি ছিলে বাঙালির শ্রেষ্ঠ ধন ❤️❤️❤️❤️
@kazimahbub3044
@kazimahbub3044 3 жыл бұрын
জুলুমের এই রাজত্ব তছনছ করতে আজ একজন খালেদের খুব প্রয়োজন।
@waliullahlalmonirhat5427
@waliullahlalmonirhat5427 2 жыл бұрын
সুন্দর আবৃত্তি
@asadullahgalib5562
@asadullahgalib5562 2 жыл бұрын
ইনশাআল্লাহ আল্লাহ পাক উনার মতো বীর বাহাদুর আবার দান করুন,,,,,, আমীন
@MonirozzmamJoil
@MonirozzmamJoil 2 ай бұрын
চমৎকার কবিতা খুব ভালো লাগলো
@nazimuddinmondal3696
@nazimuddinmondal3696 2 жыл бұрын
তোমার মতো আবৃত্তিকার পৃথিবীতে দ্বিতীয়টি নেই
@AminulIslam-hf6fn
@AminulIslam-hf6fn 2 жыл бұрын
দুর্দান্ত সুন্দর কবিতা। দারুণ সুন্দর আবৃত্তি।
@md.ahsanulkabirrana2042
@md.ahsanulkabirrana2042 8 ай бұрын
কান্না ধরে রাখতে পারলাম না। নজরুলের ইসলামের প্রতি ভালবাসা অপরিসীম
@TITUMIR005
@TITUMIR005 2 жыл бұрын
প্রিয় ফয়সাল ভাই , এই কবিতার আবৃত্তি আপলোড এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
@shohelranakhan9988
@shohelranakhan9988 3 жыл бұрын
অসাধারণ অসাধারণ একটা কবিতা,,,
@shariyarshajid
@shariyarshajid 5 ай бұрын
so much relatable to the muslim world nowadays.
@nurulfattah5891
@nurulfattah5891 2 жыл бұрын
Ocean of love and respect to my beloved poet, the pride of Bengali people, Kazi Nazrul Islam. I pray to the Almighty on his 123rd birthday for the eternal peace of his soul. Ameen.
@md.towhidulhassan7410
@md.towhidulhassan7410 2 жыл бұрын
এটাই তো মহাবীর ফিল্ড মার্শাল সাইফুল্লাহ খালিদ ইবনে ওলিদ;যথার্থ প্রসংশাগীতি রচনা করেছেন তাঁর আরেক প্রিয় বান্দা আল্লাহর ---মহাকবি নজরুল!আবৃত্তি অনেক সুন্দর ও সাবলীল হয়েছে, শুভকামনা ও দোয়া রইল সেসাথে অভিনন্দন প্রিয় তরুণ ভাই।
@abujobayed9379
@abujobayed9379 2 жыл бұрын
Foysal Aziz vai, apni sotti osadharon kore kobita abriti koren, jokhon je kobir kobita abriti koren mone hoyo sei kobi nijei kobita khani abriti korteche, bisesh kore kazi nuzrul islam er kobita, thanks vai.
@iyiprosanto4158
@iyiprosanto4158 10 ай бұрын
আপনার আবৃত্তি আমার সবচেয়ে বেশি প্রিয়। অসাধারণ।
@papiasdailylife4304
@papiasdailylife4304 Жыл бұрын
Khalid bin Waleed, the real hero , the real human being for humanity
@noormohammad5035
@noormohammad5035 3 жыл бұрын
কন্ঠ তব অসাধারণ জনাব, যখন শ্রবন করি তব স্বীয় কবিতার ভাব,ভাবি আর নজরুল আসিল এ দেশে,যাঁর লেখনীতে কালিমা ধুয়ে যাবে বন্যার জলে ভেসে।জাগুক জনতা জাগুক শুদ্ধ হয়ে দেশ,রবি উঠুক আমাদের দেশে ধরিয়া নতুন বেশ।কাঁদিছে হেথা অসহায় জাতি অভুক্ত বসনহীন, আসুক,আসুক আমাদের দেশে আবার শুভ দিন,হিংসা বিদ্বেষ থাকিবে না যথা সবকিছু সম ভাবে যেন সবে পাই,বিধাতার বিধান মানুষের মাঝে কোন ব্যবধান নাই।
@md.ismailhussain4952
@md.ismailhussain4952 2 жыл бұрын
ধন্যবাদ
@MdTibbro-zc1xq
@MdTibbro-zc1xq 3 ай бұрын
ত্যাগ নয় তেগ 🎉🎉🎉🎉
@ataurrahaman2339
@ataurrahaman2339 2 жыл бұрын
মোহিত করলো ,ধন্যবাদ
@momtajstudio930
@momtajstudio930 2 жыл бұрын
সত্যি ই মূর্ত হয়ে উঠে কবিতার সশব্দ উচ্চারণ
@sheikhkabirahmad19870
@sheikhkabirahmad19870 24 күн бұрын
❤❤❤❤❤❤
@user-hh3vw2pl4n
@user-hh3vw2pl4n Жыл бұрын
আল্লাহ্ তুমি কাজী নজরুল ইসলামকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমীন আমীন আমীন
@MasudRana-yn6sm
@MasudRana-yn6sm Жыл бұрын
মাঝে মাঝে এসে কবিতাটি শুনি। অসাধারণ আবৃত্তি।
@Sandy-tw8ru
@Sandy-tw8ru 9 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mdmorshed6924
@mdmorshed6924 Жыл бұрын
অনেক সুন্দর হয়ছে!
@eliashossain2948
@eliashossain2948 Жыл бұрын
অসাধারণ
@brfan
@brfan 2 жыл бұрын
প্রাণ জুড়ানো
@abubakarsiddique1804
@abubakarsiddique1804 3 жыл бұрын
apnar kaj gulo prosongshoniyo. Thanks, bhaia
@Janna2069
@Janna2069 2 жыл бұрын
অসাধারণ !👏
@md.osmangoni7080
@md.osmangoni7080 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@animeshhazra3116
@animeshhazra3116 2 жыл бұрын
দারুন
@Esarul372
@Esarul372 2 жыл бұрын
Onek sundor,,
@sanjidurrahman4818
@sanjidurrahman4818 3 жыл бұрын
❤️❤️❤️
@ChannelUjan
@ChannelUjan 3 жыл бұрын
ভালো লাগল।
@azammahmood3951
@azammahmood3951 2 жыл бұрын
MashaAllah.
@mahmudhasan1592
@mahmudhasan1592 2 жыл бұрын
Awesome recitation... Nazrul,forrukh ahmed islamic kobita gula sob published korun..suvo kamona obirol...
@sherlokholmes1638
@sherlokholmes1638 2 жыл бұрын
আল্লাহ তুমি খাদিদ বিন ওয়ালিদ কে দুনিয়াতে ফিরিয়ে দিন,,😭😭
@alamin007
@alamin007 Жыл бұрын
খালিদ আর উমর আর ফিরবে না। হয়ত তাদের মত এক বিজয়ীর আবার আসবে এই দোয়া করতে পারি। রাঃ
@quantaphysics4383
@quantaphysics4383 Жыл бұрын
সেদিন আবারো একবার শিবাজী আসবে 🤭
@sherlokholmes1638
@sherlokholmes1638 Жыл бұрын
@@quantaphysics4383 কোথায় কাশ্মীরের উল, আর কোথায় বগলের চুল🤣🤣 কার সাথে কার তুলনা😝 তুই খালিদ বিন ওয়ালিদ কে চিনিস?
@delowarhosen9390
@delowarhosen9390 Жыл бұрын
খালিদ কিংবা ওমর আসবেনা আর আর কোন প্রয়োজনও নেই তাদের নিজে কিংবা নিজের সন্তানদের খালিদ কিংবা ওমরের মত রাখার দোয়া করো আল্লাহর কাছে
@mojjammalhossain7915
@mojjammalhossain7915 2 жыл бұрын
Amader arekjon Nazrul.
@khairulislamshakil7939
@khairulislamshakil7939 3 жыл бұрын
নিত্য প্রবল হও কাজী নজরুল ইসলামের এই কবিতা শুনতে চাই
@hafezallmamun3369
@hafezallmamun3369 2 жыл бұрын
সুন্দর।
@commanderalim9048
@commanderalim9048 3 жыл бұрын
The perfectly life
@ne1711
@ne1711 Жыл бұрын
OSADHARON
@tarikkhan8068
@tarikkhan8068 2 жыл бұрын
ভাইয়া আমি আপনার কবিতা শুনি এবং আবৃত্তি ও করি....ভাইয়া আমাকে কী বলবেন দয়া করে যে আপনি আবৃত্তি কী দিয়ে, Eco দেন কী করে...এসব এর যদি vedio দিতেন খুশি হতাম
@kamalhossain2267
@kamalhossain2267 3 жыл бұрын
আবৃত্তি অসাধারণ ভাল হয়েছে। তবে লেখাটা খুবই অস্পষ্ট।
@ranamollah1494
@ranamollah1494 3 жыл бұрын
নজরুলের ‘ঝড়’ বইয়ে কবিতাটি আছে, সংগ্রহ করে নিন।
@newtrend17
@newtrend17 Жыл бұрын
"এক আল্লাহ জিন্দাবাদ ❞। আমাদের জাতীয় কবির এক অনন্য সৃষ্টি। শেষ পর্যন্ত কবি তার ভুল বুঝতে পারেছেন।
@nextstep..
@nextstep.. 2 жыл бұрын
🤕
@sabbirahmed4772
@sabbirahmed4772 Жыл бұрын
ভাই আপনার নাম্বার টা দেয়া যাবে
@tazimtimu7238
@tazimtimu7238 9 ай бұрын
মিউজিকের শব্দে আবৃত্তি নষ্ট
@kawsartraveler3238
@kawsartraveler3238 Жыл бұрын
অসাধারণ 🤲
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН