সুজন ভাইকে সবাই কত কি বলতো কিন্তু আমি জানতাম ওনি কত ভালো মানুষ।কারন যত খেলোয়াড় আছে সবাই শুধু এই লোকটার অবদানের কথা বলতো।শ্রদ্ধা ও ভালোবাসা রইলো স্যার
@RijveeHorizon3 жыл бұрын
খালেদ মাহমুদ সুজনকে নিয়ে যদিওবা আমরা সবাই ট্রল/মিম করি কিন্তু দিনশেষ দেশের সিনিয়র ক্রিকেটাররা উনার পক্ষেই আর হ্যাঁ তিনি কিন্তু U19 ওয়ার্ল্ডকাপ জিতানোর অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন !
@tarikulhasan7993 жыл бұрын
tik
@asrafulneaz23173 жыл бұрын
ভাই কি শুরু করলেন এগুলো। একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। এই রকম মানুষগুলো যারা আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা করে উনাদের সাক্ষাৎ চাই।বিশেষ করে ফাহিম স্যার,বুলবুল স্যার,ফারুক স্যার।ভালোবাসা ভাই😍।আপনারা যদি এভাবে গঠনমূলক সমালোচনা করেন আশা করি উনাদের ঘুম ভেঙে যাবে।
সুজন স্যারকে দিয়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে তার কথোপকথনে তা লক্ষনীয়। সবচেয়ে যেটা ভাল লেগেছে তার কথার মধ্যে কনফিডেন্স আছে যা একজন ক্রিকেটারের জন্য অনেক সাহস ও মানসিক শক্তি যোগান দিবে।
@jannatmidiya7323 жыл бұрын
'
@mytseriesplusvideo62803 жыл бұрын
১/কোচ লাগবে লক লেগ স্পিনার স্কিলফুলো কোচ। ২/সুজন ভাই এর কথার সাথে একমত না,পাওয়ার হিটিং কোচ লাগবে,সুজন ভাই যেটা বলছে যেটা হলো অপ্রয়োজনীয় ৬ বাংলাদেশের সবাই পারে,কিন্তু প্রয়োজনীয় ৬ মুহাম্মাদুল্লাহ কে ও দেখি নি,যদি থাকতো তভে ইন্ডিয়ার সাথে ৬ মারতে গিয়ে ৩ উইকেট হারাতো নাহ। ৩/বলিং এর রিভার্স সুইং কাটার,স্লোয়ার ও ইয়োগ বলের জন্য কোচ লাগবে।
@xtreme6132 жыл бұрын
❤️🍅🥕
@mahamodolmahim78923 жыл бұрын
সুজনকে প্রায় সব ক্রিকেটারই পছন্দ করে। সে দলকে সুন্দর মত গুছিয়ে রাখতে পারে। তার অধীনে আমরা যুব বিশ্বকাপ জিতেছি।
@manikislam74773 жыл бұрын
@rubel khan rk আমিও চাই
@cyanideblast3 жыл бұрын
সব উপস্থাপকের ইন্টারভিউয়ের কিছু চুম্বক অংশ থাকে।কিন্তু নোমান ভাইয়ের ইন্টারভিউয়ের পুরাটাই চুম্বক অংশ,যেখানে স্কিপ করার মতো কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না।হয়তোবা সকলের জন্যই এমনটা হয়ে থাকে। ধন্যবাদ নোমান ভাই।🖤
@mizanalmuzaddidkhan6073 жыл бұрын
দিন শেষে ঘরের ছেলে ঘরের জন্যই কাজ করে ভালোবাসা অন্তরের গভীর থেকে প্রিয় খালেদ মাহমুদ সুজন স্যারের প্রতি ধন্যবাদ নোমান ভাইকে।
@rahmanshakib15063 жыл бұрын
"দুইটা বাঙ্গালি ছেলে তাদেরকে ভুলে গেসে বলতে হয়তবা!" এই বাঙ্গালি স্পিরিট যার আছে সেই সত্যিকার বাংলাদেশি। সুজন ভাই আপনারে সালাম।
@kamrulhosen57063 жыл бұрын
একটা কথাও যুক্তির বাহিরে মনে হলো নাহ, সুজন ভাই কে অনেকে খারাপ ভাবে উপস্থাপন করলে ও আজকে বুঝতে পারলাম আসলে সন্মান পাওয়ার যোগ্য উনি।
@shahidulislam-ti6fd3 жыл бұрын
গুড জব নোমান ভাই 👌 প্রথমে ক্যাপ্টেন ম্যাশ,,,, এবার সুজন ভাই। এভাবে চলতে থাকুক যারা আমাদের ক্রিকেটের ভালো চাই তাদের সাথে আলোচনা। যদি তাতে এই গ্যাংদের হাত থেকে ক্রিকেট মুক্তি পায় শ্বাস নিতে পারে 👍
@shadmannavid73053 жыл бұрын
বাংলাদেশ ক্রিকেট নিয়ে সত্যিকারে যেকয়জন চিন্তা করে তার মাঝে একজন সুজন স্যার।
@mohammadmonir83053 жыл бұрын
একমাত্র সুজন আর সালাউদ্দিন স্যার বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলাদাভাবে চিনতা করে। তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দায়িত্ব দেওয়া হোক ক্রিকেট সুন্দর সংস্করণ করার জন।
@faysalahmed62193 жыл бұрын
আমার মনের কথা বলছেন। ♥️♥️
@SM1SPORTS3 жыл бұрын
সুজন ভাই সঠিক ব্যাক্তি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য। Its A Idol Man For Bangladesh Cricket. Go Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
@adityadeb-sakibian14093 жыл бұрын
সুজনকে যতই গালি দেওয়া হোক না কেন সেই একমাত্র বাংলাদেশকে নিয়ে ভাবে। সে বুদ্ধিমান সংগঠক। আশা করি সে দুর্নীতি করবে না।
@sufiabegum14693 жыл бұрын
❣️❣️❣️❣️
@sajibsam3933 жыл бұрын
INSHALLAH
@istakaislamistu49193 жыл бұрын
ভাই অাপনিও হয়তো গালি দিতেন কিন্তু খেলোয়াড়রা মুখ খোলায় অাপনিও এখন ভালো বলছেন
@adityadeb-sakibian14093 жыл бұрын
@@istakaislamistu4919 আমি কোনো দিন গালি দেই নি।
@sammikhanom23683 жыл бұрын
Vay sabbir ke sojog dawa hok
@MdRony-lk2el3 жыл бұрын
সুজন ভাই আসলেই অনেক ভাল মনের মানুষ ও খেলা নিয়ে অনেক ভাবে।
@kamrulhasan10023 жыл бұрын
সিরিয়াসলি মানুষটা ক্রিকেট নিয়ে এত চিন্তা করে জানা ছিলো না, আগে হেটার ছিলাম এখম তো ফ্যান হয়ে গেলাম ❤️ লাভ ইউ সুজন স্যার ❤️
@oprasongik3 жыл бұрын
এখন ভালোবাসার একটা কারণ খুঁজে পাইলেন তাই ভালোবাসলেন। আগে কেনো ঘৃণা করেছিলেন? কি কি কারণে তাকে ঘৃণা করতেন?
@kamrulhasan10023 жыл бұрын
@@oprasongik তাকে ঘৃণা করার কারণ সবাই জানে ভাই
@oprasongik3 жыл бұрын
@@kamrulhasan1002 তাইলে উনি এখন কি এমন জাদু করিল যে আগের সব কারণ দূর হয়ে গেছে যার জন্য তাকে এত ঘৃণা করতেন? নাকি আগে ঘৃণার কারণটা শুধু হুজুগে বাঙালি অভ্যাসের কারণে?
@tanimahmed45223 жыл бұрын
সুজন ভাই এর মতো মানুষ আমাদের ক্রিকেটে দরকার
@amithasankiri3 жыл бұрын
সুজন ভাই আসলেই বাংলাদেশ ক্রিকেটের গর্ব🥰🥰
@sabbirrahman47353 жыл бұрын
যত শুনছি অনেক মুগ্ধ হচ্ছি সুজন স্যারের কথায় অনেক অনেক ধন্যবাদ সুজন স্যার এবং নোমান ভাই
@a.bsiddikudoy72993 жыл бұрын
সুজন ভাই রাজশাহীতে ক্রিকেট নিয়ে প্রচুর কষ্ট করেন নতুন ক্রিকেটার তৈরী তেও উনার ভাল অবদান রয়েছে।
@mahfuzshafin40653 жыл бұрын
অসাধারণ একজন মানুষ সুজন ভাই…। লিডারশীপ কি জিনিষ সেটা তার প্রতিটা কথাতেই ঠিকরে বেরিয়ে আসছে। অথছ এই সৎ নিষ্ঠাবান মানুষটা কে প্রতিনিয়ত ট্রোল করা হয়। #লজ্জ্বা
@siamabedin37833 жыл бұрын
18:33 রিয়াদ বইলা বইলা ছয় মারতে পারে😎 জোস লাগলো কথাটা😌প্রপার সম্মান এবং এবেলিটির প্রশংসা করাটাও ভদ্রতার মধ্যে পরে যা সুজন সার করেছেন,love you Riyad boss😌💓💓💓
@mashurahmed82783 жыл бұрын
সুজন ভাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক মনোযোগী সেটা এই ৪০ মিনিটের ইন্টারভিউতে তার স্পষ্ট প্রমাণ পেলাম ❤️। আসলে উনি যেরকম এতকিছু ভাবেন বাকিরা সেটা ভাবেন না এরা কোনমতে এমনি বোর্ডে নিয়োজিত আছে । খুব চমৎকার একটি ইন্টারভিউ ছিল । নোমান ভাই এরকম আরো যারা আছেন দেশের ক্রিকেট নিয়ে ভাবে তাদের নিয়ে ইন্টারভিউ করলে ভাল হয়
@md.mostafijurrahman75613 жыл бұрын
সুজন ভাই অসাধারণ বিশ্লেষণ করেছেন বিশেষ করে কোচিং, প্লানিং, খেলোয়াড়দের শারীরিক ভাষা, রিয়াদের অমনোযোগী ও দিশাহারা ক্যাপ্টেন্সি হওয়া, আপনার প্রতি স্যালুট। আশা করি আমাদের ক্রিকেট আবার ছন্দে ফিরে আসবে, আমরা তাকিয়ে আছি, তাকিয়ে আছে ১৭ কোটি মানুষ। ধন্যবাদ নট আউট নোমান ভাই।
@hosnemobarok63263 жыл бұрын
খালেদ মাহমুদ সুজন, এই মানুষটা আরও অনেক দিন বাংলাদেশ ক্রিকেটের সাথে থাক। বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক কিছু দিয়ে যাক। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় সুজন সাব।
@oviAhmed1233 жыл бұрын
অনেক সুন্দর একটা ইন্টারভিউ ছিলো।
@SkProbashtottocenter3 жыл бұрын
নোমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ সবাই দোয়া করি বাংলাদেশ ক্রিকেটের জন্য আর পাকিস্তানের সাথে ভাল করবো বাংলাদেশ ইনশাআল্লাহ আর সুজন ভাই আপনাকে স্বাগতম বাংলাদেশ জাতীয় দলে। আপনার সেই ১৯ ওয়ার্ল্ড কাপের টেকনিক দিয়ে বাংলাদেশ টিমকে বাঁচান🙏🙏🙏
@MonirulIslam-rj1pb3 жыл бұрын
His thinking level is very well and technical. Let's see about the execution.
@abunoman73223 жыл бұрын
সুজন স্যার সম্পর্কে এতদিন মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলাম। অনেকেই ট্রল করেছিল। কিন্তু আজকে আপনার পুরো সাক্ষাৎকারটি দেখার পর মনে হইলো যে,তাকেই বাংলাদেশ ক্রিকেটে দরকার। ধন্যবাদ নোমান ভাইকে আমাদের এত সুন্দর একটি সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য। ❤️
@mdjoney46803 жыл бұрын
সুজন স্যার কে আগে ভালো লাগতোনা কিন্তু স্যার এর কথা সুনে মোন ভোরে গেলো দোয়া কোরি স্যার এর জন্য
@ChowdhuryMH3 жыл бұрын
স্যার স্যার না করেও প্রশংসা করা যায়, স্যার কাকে/কখন সম্বোধন করতে হয় সেটা আগে জানেন।
@shafayethossain2743 жыл бұрын
স্যালুট সুজন ভাই, কথাগুলো just হৃদয় ছুঁয়ে গেছে....
@badshabaparijibon67503 жыл бұрын
নোমান ভাই বাংলাদেশ ক্রিকেট ভালো করার পিছনে আপনার অবদান ভীষন আর সুজন ভাই,আপনার প্রতি আস্থা আছে, আপনি বর্তমান বিদেশি কোচ গুলো বিদায় করে নতুন কোচ আনেন যারা ক্রিকেট বিশেষজ্ঞ তাদের আনেন,যারা আমাদের দেশের ক্রিকেটকে উন্নয়ন করবে।
@AminulIslam-ec8le3 жыл бұрын
মিডিয়া ক্রিকেটের পাশে এভাবেই দাঁড়াতে পারে; ঠিক এমনটি, গঠনমূলক সমালোচনার মাধ্যমে; দিনশেষে, বাংলাদেশের ক্রিকেটের সঠিক পথ ঠিক রাখার দায়িত্ব আমার, আপনার, সবার।
@MasudRana-of4iu3 жыл бұрын
সুজন স্যার এর চিন্তা ভাবনা গুলো এক কথায় অসাধারণ,,,তাকে নিয়ে ট্রল করা আসলেই খুবই অন্যায় একটা ব্যাপার,,,আমরা সঠিক মানুষকে তার প্রাপ্য সম্মান টা দিতে শিখিনি,,তিনি সেই মানুষ যিনি প্রতি নিয়ত ক্রিকেট এর উন্নতি করার চেষ্টা চালিয়ে জান আর এদেশের মানুষেরা তাকে নিয়েই ট্রল করে অনবরত, যেটা তিনি সহ্য করতে করতে অবশেষে সোশ্যাল মিডিয়া পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছেন,,,,আমাদের সবার উচিত তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও সাপোর্ট করা যাতে তিনি আবার নিশ্চিন্তে সোশ্যাল মিডিয়াতে থাকতে পারেন এবং সেখান থেকে উৎসাহিত হেয় যেন ক্রিকেটের আরো উন্নতি করতে পারেন,,,,
@rejaulkarim14493 жыл бұрын
সুজন ভাইয়ের প্রত্যেক টা কথাই ভালো লাগছে 🥰🥰🥰
@abdurrazzakrana71623 жыл бұрын
Clear cut and Bold answers Really enjoyed every seconds
@monirmia57833 жыл бұрын
ভাল মনের মানুষ উনি। আশা করি সব কিছু সুন্দর ভাবে শুরু করবেন আবার।
@fazleabedrabi3 жыл бұрын
Thank you for showing you class for last few weeks again..salute
@abbyrae22393 жыл бұрын
Mahmudullah is still the best t20 captain keep faith
@RakibHasan-im6qg3 жыл бұрын
সুজন ভাইয়ের কথাগুলো খুবই যুক্তি সংগত❤️❤️❤️❤️
@fahim39893 жыл бұрын
আল্লাহ আমাদের দিকে নিশ্চয়ই ফিরে থাকাবে,,ইনশাআল্লাহ♥♥
@WahidImran443 жыл бұрын
দারুন সাক্ষাৎকার। ধন্যবাদ নোমান ভাই।
@rifatdawen19723 жыл бұрын
নাজমুল আবেদিন, মিজানুর রহমান বাবুল,সারোয়ার ইমরান, সালাউদ্দীনও সুজন সাহেবদের কে দেশের ক্রিকেটের বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়া উচিত।HP,u-19,Ban-A.team. এই সব জায়গা কাজ করার সুযোগ দেওয়া উচিত।
@rashedali92803 жыл бұрын
সুজন ভাই খুব ভালো মানুষ। মন মানুষিকতা খুব ভালো।।। সবাই কে ভালোবাসেন উনি
@obaidulhaque35343 жыл бұрын
অনেকেই গালি দেয় বা পূর্বে অনেক গালি দিছে মানুষটাকে। কিন্তু সবসময়ই বিশ্বাস করতাম সুজন স্যার বাংলাদেশ ক্রিকেট নিয়েই পড়ে থাকে। ভালোবাসা সুজন স্যার, সালাউদ্দিন স্যার, ফাহিম স্যার🥰
@asadrahim12393 жыл бұрын
নোমান ভাই সবসময় এরকম নিউজ চাই
@AllInOne-qb7nd3 жыл бұрын
নিদাহাস ট্রপিতে কোন বাহিরের কোচ ছিলনা সুজন ভাইয়ের উপর দায়িত্ব ছিল। সেই সিরিজে আমরা অসাধারণ ক্রিকেট খেলে ছিলাম।আশাকরি সুজন ভাইয়ের অধীনে আমাদের দল আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ ❤️❤️❤️
@mahboburrahman76583 жыл бұрын
এমন মনমানসিকতা নিয়ে চললে দেশের ক্রিকেট উন্নতি হবে❤️🥰
@sauvikangshu44113 жыл бұрын
কত যে গালি দিলাম না বুঝে মানুষটাকে
@sirazuddin95733 жыл бұрын
সুজন ভাই আপনার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
@razwanabdullah27453 жыл бұрын
Hello mr noman. Loving these in depth interviews you are doing. Appreciate it a lot! Please include more coaches, players, administrators.
@owahedulkarim25343 жыл бұрын
নোমান ভাই ধন্যবাদ আপনাকে, এই রখম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য,সুজন ভাই আসলেই ক্রিকেট পাগল💚💚
@mdruman11663 жыл бұрын
সুজন ভাইয়ের কথা চরম♥♥ ফ্যান হয়ে গেলাম সুজন ভাইর।
@asnanaronno90423 жыл бұрын
Sujon is a Legend💝💝💝
@bhjohny6103 жыл бұрын
খেলোয়াড়দের এই মূহুর্তে প্রয়োজন কনফিডেন্স। সুজন ভাই দলের সাথে থাকলে দলের কনফিডেন্স লেভেল হাই থাকবে।❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
@mdaktarali96933 жыл бұрын
শুভ কামনা সুজন ভাই,ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেটকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।
@mahboobmannan6683 жыл бұрын
স্যালুট জানাই নোমান ভাই কে,, ভাইয়ের প্রতি ভালোবাসা অবিরাম 💗💗💗💗💗❣️❣️❣️
@ferraryeshan75513 жыл бұрын
আজকে সুজন ভাইয়ের প্রতি স্রধা বেরে গেল।।
@nituleditz90223 жыл бұрын
এই ভিডিওগুলো দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@joynalahmed4523 жыл бұрын
খালেদ মাহমুদ সুজন কে নিয়ে অনেক ট্রল করা হয়। কিন্তু সবসময় সাকিব,মাশরাফি,মাহমুদউল্লাহর মুখে উনার প্রশংসা শুনতে পায়। নিশ্চয় উনার মধ্যে ভালো কিছু গুন আছে। এবং আমি মনে করি তিনি বোর্ডের অন্যান্যদের তুলনায় তিনি ভালো মানুষ।
@hangaroundwithalamin3 жыл бұрын
সুজন ভাইয়ের এই ইন্টারভিউ টা মন ছুঁয়ে গেলো...❤️
@shakilrehman83993 жыл бұрын
Respects for sujon vai❤️🇧🇩
@MizanurRahman-sc4jz3 жыл бұрын
সুজন কাকু কে নিয়ে ট্রল ই করেছি অনেক কিন্তু উনার টিম নিয়ে চিন্তা ভাবনা সত্যি মনোভাব পরিবর্তন করতে বাধ্য করলো respect sujon kaku🥰
@oprasongik3 жыл бұрын
আগে কেনো ট্রল করতেন ভাই, দয়া করে একটু বলবেন? যদি সৎ ভাবে বলতে পারেন তাহলে অনেকে বুঝবে যে ট্রল করার কোনো কারণ ছিলো না।
@NotoutNoman3 жыл бұрын
মিজানুর ভাই, আপনার মতো অনেকেই তা করেছেন আগে। এই ইন্টারভিউ দেখে অনেকের আবার সেই মনোভাব পাল্টেছে। ধন্যবাদ আপনাকে।
@KamalUddin-ww9zm3 жыл бұрын
সুজন ভাইকে নিয়ে সবাই সমালোচনা করলেও ব্যাওিগতভাবে সুজন ভাই এর গাইড লাইন আমার অনেক ভালো লাগে।
@F2H163 жыл бұрын
Amazing! Great insight from Shujon. He has touched the right points. The 'process'... which is the focal point.
@tuhintube20913 жыл бұрын
সুজন ভাই আসলেই অসাধারণ। ক্রিকেটের উন্নয়ন করতে সমস্ত কার্যকরী চিন্তাধারা রাখেন তিনি। যারা সুজন ভাইকে তার শরীরের গঠন দেখে ট্রোল করে তাদের লজ্বা হওয়া উচিত।
@meheditusher15253 жыл бұрын
He is the real man who loves his team and works for his team honestly ...after watching this video I understood rasel is not a perfect coach and plsssss remove some distrub from bd management ....
@SaifulIslam-cl4gx3 жыл бұрын
নোমান ভাইকে ধন্যবাদ আমার মত সাধারণ দর্শকদের মনের কথা গুলো তুলে দরার জন্য। সুজন ভাইয়ের কথা গুলো অনেক ভালো লেগেছে আশা করি তিনি দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারবেন।
@mdtushar57273 жыл бұрын
এই একটা মানুষ কে অন্তত দেখা যায় যে সবসময় বাংলাদেশ ক্রিকেটকে এগিয়েনেওয়ার জন্যো কাজ করে।খালেদ মাহমুদ সুজন ভাই এর মত একজন মানুষকে দিয়েই বাংলাশের উন্নতি সম্ভব।
@hmsamaun54613 жыл бұрын
অভিনন্দন বাংলাদেশ সুজন ভাই ❤️❤️❤️❤️
@azmirrahman66423 жыл бұрын
সুজন ভাইকে নিয়ে আমিও বাজে বকতাম।কিন্তু ম্যাশ আর সাকিব যেদিন তার প্রশংসা করল,সেদিন থেকে অফ হয়ে গেছি।আজ প্রমাণ পেলাম।ধন্যবাদ পাগলা নোমান ভাই❤️
@Saiful-y3r3 жыл бұрын
সুজন ভাই এককথায় অসাধারণ একজন মানুষ।আপনাদের মতো মানুষ আছে বলেই বাংলাদেশ নিয়ে আমরা এখনো সপ্ন দেখি, সামনে ভালো কিছু হবে।।
@anwarvai59893 жыл бұрын
সুজন স্যার সবসময়ই ক্রিকেটের সঙ্গে ছিল বাংলাদেশ ক্রিকেটে পাপনের চাইতে সুজন স্যারের অবদান অনেক বেশি
@taherihossain11283 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ রোমান ভাই,
@kamalhossenmortaza6203 жыл бұрын
পুরো ভিডিওটা দেখলাম ভাল্লাগছে 😍 আমার মতে এই মুহুর্তে অবশ্যই ইমরুল কায়েস ও সাব্বির রহমান কে সুযোগ দেওয়া উচিৎ
@mdamirul29353 жыл бұрын
সুজন স্যার কথা গুলো এত সুন্দর লাগলো স্যালুট স্যার আপনার মত যোগ্য মানুষ কে বিসিবি চেনেন না
@mdgiasuddin21303 жыл бұрын
বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি কেউ গভীর ভাবে। চিন্তা করে সটা হল খালেদা মাহমুদ সুজন ভাই।হাজার সেলুট সুজন ভাই।🙏🙏🙏
@g.m.kamruzzaman97993 жыл бұрын
অসাধারণ একজন সাধারণ মানুষ সুজন ভাই। আশা করি দ্রুতই আমাদের দল ধারাবাহিকতায় ফিরবে।। হেরে যা ভাই, কষ্ট নেই,কিন্তু শেষ বল পর্যন্ত লড়ে হেরে যা।।
@ahmedjobayer193 жыл бұрын
Apnar interview gula asolei onek valo hoi jukti diye posno gula hoi🔥😇
@dr.imrujchyshovon70483 жыл бұрын
Khaled mahmud real boss 🔥
@fahimhossainlipo28163 жыл бұрын
সুজন স্যার সবসময়ই জাতীয় দলের জন্য নিজেকে উজাড় করে দেন।।💜🇧🇩
@mdjoney46803 жыл бұрын
Love you সুযোন স্যার অসাধারণ
@shahhasanurnabi31383 жыл бұрын
Will Completely change Bangladesh Cricket. Keep it up.
@jahidhasan-fg3hl3 жыл бұрын
thanks noman vai,,,sujon vai deser cricket k niye onek vaben, tar kotha golo sunlei buja jay,,respect!!🥰
@dhanismiah56503 жыл бұрын
আজকের এই ইন্টারভিউ দেখে সুজন ভাইয়ের প্রতি শ্রদ্ধা যতটুকু ছিলো তা দ্বিগুণ বেড়ে গেলো, আশা করি সুজন ভাইয়ের ডিরেকশনে বাংলাদেশ সাফল্য লাভ করবে 😍
@samratsarker80043 жыл бұрын
sujon sir is a great loyal person thank you noman vai
আসলে রোমান ভাই খালেদ মাহমুদ সুজন ভাইকে নিয়ে যতই ট্রল করি নাহ্ কেন,দিন শেষে তারাই আমাদের দেশের ক্রিকেটের উন্নতি নিয়ে ভাবে বেশি!সুজন ভাইয়ের সব গুলা কথাই আমার মনে ধরছে!আসলে ভীন দেশি কোন কোচ আমাদের আবেগ বোঝবে নাহ্ আর এটাই সত্য! ভালোবাসা সবসময়ই থাকবে ভালোবাসার #লাল_সবুজের প্রতি💝✌️বেষ্ট অফ লাক🥰🥀
@shaks29253 жыл бұрын
Ok!! This man is winning our heart now..!! Sensible discussion!!
@mohammadontor98443 жыл бұрын
সবচেয়ে বড়কথা হলো সুজন ভাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবে আর উনি মূলত বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের খুব ভালো করে বুঝেন।
@nayonkhan96493 жыл бұрын
সুজন ভাই সালাউদ্দিন স্যার আর মাসরাফি ভাই এই তিন জনকে বাংলাদেশ ক্রিকেটের সর্বচো জায়গা দিলে আমার মনে হয় দেশের ক্রিকেট উন্নতি করতে পারবে। কারন এনারা বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট কে মন থেকে ভালোবাসে।
@Shamsularefinparvez3 жыл бұрын
ভাই... আসলেই আপনি নট আউট। সর্বোচ্চ শুভকামনা ও ভালোবাসা রইলো
@AbdulKuddus-ie9ff3 жыл бұрын
Great interview with Bangladeshi cricket legend
@rubelbelal26743 жыл бұрын
বাংলাদেশ ক্রিকেট নতুন রুপে ফিরে আসুক আমাদের সকল ক্রিকেট প্রেমিকাদের চাওয়া। বাংলাদেশ জিতলে খুব খুশি লাগে এবং হেরে গেলে খুব খারাপ লাগে.......
@misbahulalom45023 жыл бұрын
Thanks a lot Noman bhai. Lots of love and support from Uk 🇬🇧. We wanna see more exclusive interview through you. You are doing wonderful Job. Love you brother ❤️
@mamunmisad3653 жыл бұрын
He working hard for Cricket. For this reason all Cricketer like him!
@MehediHasan-ed7xo3 жыл бұрын
Wonderfull Noman bhai ❤️ Shakib vai k dekte chai live e
@khalidnoman32683 жыл бұрын
সত্যি কথা বলতে সুজন স্যারের বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট দূরদর্শিতা প্রশংসনীয়। তাকে নিয়ে অনেক ট্রল হয়, কিন্তু প্রকৃতপক্ষে তার মতো একজন মানুষ বাংলাদেশ ক্রিকেটে খুব প্রয়োজন। আজ তার কথাগুলো এতো ভালো লাগতেছিল সম্পূর্ণ সাক্ষাৎকার একটু অংশ বাদ দিতে পারিনি। এটাই বুঝার বিষয় কেন সিনিয়র ক্রিকেটাররা সুজন স্যারকে এত ভালবাসে। কিছুদিন আগে সাকিব আল হাসান ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান এর বিপক্ষে অভিযোগ আনে কিন্তু সুজন স্যারকে ঠিকই ভালো বলেছিলেন। এর কারণটা হলো সুজন স্যার ক্রিকেটটা বুঝেন অভিভাবক সুলভ আচরণ করেন বিপদে পাশে দাঁড়ান। এর চেয়ে বড় কথা হলো তিনি খেলোয়ারদের সমন্বয় করে মনোবল চাঙ্গা করতে পারেন। এজন্য সুজন স্যারকে প্লেয়াররা এত পছন্দ করেন। সত্যি কথা বলতে আজ থেকে সুজন স্যারের প্রতি শ্রদ্ধাবোধ আরো অনেক বেড়ে গেল। নোমান ভাইকে ধন্যবাদ,, এমন একটা এসক্লুসিভ সাক্ষাৎ নেওয়ার জন্য।।